ইউজার লগইন

বই মেলায় যাওয়া নিয়ে আমার একটা দুঃখের কাহিনী

বইমেলা নিয়ে অনেকের বিভিন্ন কথা দেখে আমারো কিছু লিখতে মন চাইলো নৃত্য
-
-
-
-
-
-
-
-
-
তখন ক্লাস টেনে পড়ি (বেশি দিন আগের কথা না,আমি এখনো অনেক ছোট Tongue) ।বছরের শুরুর দিকে।আমাদের আগের ব্যাচের এস এস সি পরীক্ষা কিছুদিন পর।তো এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হতে বেশিদিন বাকি নেই।প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজনের দ্বায়িত্ব দেয়া হয় ক্লাস টেনের স্টুডেন্টদের কাছে। তাই ক্লাস নাইনে উঠার পর থেকেই এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম যে কবে ক্লাস টেনে উঠবো আর এই অনুষ্ঠানের আয়োজন করবো Party

ক্লাসের ফার্স্ট গার্ল হওয়ায় অনুষ্ঠানের বেশিরভাগ কাজের দ্বায়িত্ব ই দেয়া হলো আমার উপর। যেমন অনুষ্ঠানে বক্তৃতা দেয়া,উপহার সিলেক্ট করা,স্টুডেন্টদের কাছ থেকে চাঁদা উঠানো,ইত্যাদি। উপহার হিসেবে প্রতিবছর ই বই দেয়া হতো।ক্লাসের কিছু স্টুডেন্ট ও টিচারকে সাথে নিয়ে ফেব্রুয়ারির বই মেলায় গিয়ে বই কিনে নিয়ে আসা হতো।কিন্তু বই মেলায় যেসব স্টুডেন্টদের নিয়ে যাওয়া হতো তারা সবাই থাকতো ছেলে।মেয়েদের নিরাপত্তাজনিত কারণে কখনোই মেয়েদের সাথে নিয়ে যাওয়া হতো না। আর মেয়েদের না নেয়ার আরেকটা কারণ ছিল মেয়েদের নিলে সাথে কোনো মেয়ে টিচারকেও সাথে নিতে হবে কিন্তু কোনো মেয়ে টিচার ই যেতে চাইতো না।
2012-02-10__metro03.jpg

আমি ছিলাম খুব ই স্টাবর্ন আর আগে কখনো বইমেলায় যাইনি তাই যাওয়ার জন্য বলতে গেলে পুরা পাগল হয়ে গেলাম Confused Hypnotized ।আর আরেকটা কারণ ছিল সাথে যাবে আমার প্রিয় টিচার Batting Eyelashes । হেডস্যারের কাছে গেলাম,বল্লাম মেয়েদের নিয়ে যাওয়া হবেনা এই ডিস্ক্রিমিনেশান মানিনা Devil । স্যার বললেন নেয়া হবে যদি সাথে কোনো মেয়ে টিচার সাথে যায়।সাথে সাথেই আমি আর আমার কয়েক বান্ধবী মিলে মেয়ে টিচারদের কনভিন্স করা স্টার্ট করলাম কিন্তু কোনো টিচার ই রাজি হয়না Worried ।কয়েকজন রাজি হলেও শিউর না যেতে পারবে কিনা Confused ।পরবর্তীতে একজন মেয়ে টিচার রাজি হলেন।যাওয়ার দিন আমাদের বললেন বাসা থেকে রেডি হয়ে আসতে কিন্তু স্কুলে এসে দেখি আমাদের ছাড়াই সবাই চলে গেছেন Crying Crying Crying ।মন খুব খারাপ হলো,বাসায় ফিরে যেতে খুব লজ্জা লাগছিলো যেহেতু বাসায় বলে এসেছি বইমেলায় যাচ্ছি Puzzled ।সব বান্ধবীরা মিলে একটা সুন্দর জায়গায় ঘুরতে গেলাম আর সন্ধ্যার দিকে বাসায় এসে বললাম বইমেলা থেকে এসেছি Sad Wink ।বাসায় আসার কিছুক্ষন পর দেখি আমাদের ক্লাসের কিছু ছেলে হাতে বই নিয়ে আমাদের বাসায় এসেছে আমাকে সর‍্যি বলতে আর বইগুলো দেখাতে Glasses

এই হলো আমার কাহিনী। বইমেলায় যাইনি কখনো টিসু আর কোনোদিন যাওয়া হবে নাকি জানিনা Broken Heart

(মনে যা আসলো লিখে ফেল্লাম, প্লিজ ডোন্ট মাইন্ড THNX )
ছবি : গুগোল।

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

বিষাক্ত মানুষ's picture


সেকি!!! আপনে এখনো বই মেলায় যান নাই !!! ঢাকায় থাকেন তাও যান নাই ! জীবনেও না!!!

অনন্যা's picture


হুম এই জীবনে এখনো যাওয়া হয়নি,ঢাকায় থাকতাম,এখন দেশের বাইরে থাকি।আর দেশে আসলেও মনে হয়না ফেব্রুয়ারি তে আসবো,তাই আর কোনোদিন যাওয়া হবে নাকি জানিনা Worried

অনন্যা's picture


ফেব্রুয়ারি তে আসবো না**

অনন্যা's picture


উহু খালি ভুল করী,আগেরটাই ঠিক ছিল Yawn

পার্থ's picture


না যেয়ে ভালো করেছেন। আমার কাছে বইমেলা মানে হচ্ছে কতগুলো অপাচ্য জিনিসের শোডাউন। তার উপর আছে আতলামি আর ভান। আমার কাছে বইমেলা সবসময়ই বিরক্তিকর। বই যখন কিনব তখন তা লাইব্রেরী থেকে কিনে নিয়ে বাসায় গিয়ে পরে ফেলব।

অনন্যা's picture


আমি কখনো যাইনি,তাই জানিনা
মন্তব্যের জন্য ধন্যবাদ Party মজা

তানবীরা's picture


পার্থ, আপনি বইমেলাকে বানিজ্যমেলা বলে ভুল করেননিতো? বইমেলা হলো এমন জায়গা যেখানে গেলে আপনাতেই মন ভালো হয়ে যায়। আশেপাশে প্রাণের কলোরল, গান, সিনেমা, সাহিত্য, সাহিত্যিক, নাট্যকার, আবৃত্তি সব কাছাকাছি। সারা জীবন আমার মনে হয়েছে এখানে এলে ঘড়িটা বড্ড তাড়াতাড়ি ছোটে

আনন্দবাবু's picture


পার্থ, আপনার চোখে যেই চশমাটা পড়েন, সেটা আমাকে একটু দিয়েন। আমি দেশের যেই প্রান্তেই থাকি না কেন বইমেলা শুরু হলে দৌড় দিয়ে চলে আসি বইমেলা দেখতে। এখানে এসে আমি খালি দেখি নতুন বই এর ভাঁজে ভাঁজে প্রাণের স্পর্শ। নিশ্চয়ই আমি চোখে ভালো দেখি না। প্লিজ, চশমাটা দিয়েন!

অনন্যা, দুরন্ত হাতের লেখা। মজা পাইসি কিন্তু পড়তে। বললেনই তো আপনি এখনো অনেক ছোট। সমস্যা নেই। এই বই মেলা ইনশাল্লাহ যুগ যুগ ধরে চলবে। যেকোন সময় এসে মেলাটা ঘুরে যাবেন। বইমেলার তুলনা বইমেলাই।

যাদের বই একটাও বিক্রি হয় নাই বলে প্রকাশকের কাছে জরিমানা দিতে হয়েছে, সাথে ঝাড়ি ফ্রি; তাদের না পাওয়া জনিত কিছু দুঃখ কষ্ট থাকে। এটাও মেলার একটা মানবিক দিক বটে। Smile

অনন্যা's picture


হা হা, ভাইয়া খুব ভালো লাগলো, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ পার্টি

১০

মেসবাহ য়াযাদ's picture


আহারে... Stare Sad Puzzled

১১

অনন্যা's picture


Sad Sad Sad

১২

গৌতম's picture


বইমেলা কী জিনিস!

১৩

অনন্যা's picture


আমারো এক ই প্রশ্ন,বইমেলা কি জিনিশ? Stare

১৪

উচ্ছল's picture


আহারে বেচারী.. Sad ...বই মেলার আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন বলে দুঃখ লাগছে.... কখনো সুযোগ হলে অবশ্যই ২১শে'র বইমেলা দেখে নেবেন.......

১৫

অনন্যা's picture


আমার দুঃখ বুঝার জন্য থ্যাংক্স Puzzled মজা

১৬

লীনা দিলরুবা's picture


না যেয়ে ভালো করেছেন। আমার কাছে বইমেলা মানে হচ্ছে কতগুলো অপাচ্য জিনিসের শোডাউন। তার উপর আছে আতলামি আর ভান। আমার কাছে বইমেলা সবসময়ই বিরক্তিকর। বই যখন কিনব তখন তা লাইব্রেরী থেকে কিনে নিয়ে বাসায় গিয়ে পরে ফেলব।

@ পার্থ, 'না যেয়ে ভালো করেছেন' টাইপ কথা বলে আরেকজনকে প্ররোচিত করার মাজেজাটা বুঝলাম না Steve
বই 'অপাচ্য' জিনিস! Shock অবশ্য হজম করতে কষ্ট লাগলে কারো কারো কাছে বই অপাচ্যই হয়...

অনন্যা, আশাকরি কোনো ফেব্রুয়ারীতে তুমি ঢাকায় আসবে, মেলায় আসবে, ম্যুরালে নিজের লেখাটায় হাত বুলোবে...

১৭

অনন্যা's picture


থ্যাংকিউ আপু Innocent

১৮

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আহারে.. Sad

১৯

অনন্যা's picture


Sad কেমন আছেন?

২০

আনোয়ার সাদী's picture


আশা করি, কোন সন্ধ্যায় আপনাকে বই মেলায় দেখা যাবে। হাতে বইয়ের স্তূপ। মনে অফুরান আনন্দ। কিছুই অসম্ভব নয়। জীবন কখন কাকে কোথায় নিয়ে যায়, তা কে জানে?

২১

অনন্যা's picture


ভালো লাগলো খুব Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

অনন্যা's picture

নিজের সম্পর্কে

......