ইউজার লগইন

World Cup 2010 এর কোন ম্যাচ একসাথে সবাই মিলে কি দেখা সম্ভব ?

আমরাবন্ধু'র সবাই মিলে কোথাও কি এই World Cup'2010 এর ম্যাচ দেখার আয়োজন করা যায় ??

কারো বাসায় প্রজেক্টর থাকলে, বড স্ক্রীন'এর টিভি থাকলে অথবা কোন সমস্যা না থাকলে সবাই মিলে মনে হয় এক/দুইটা ম্যাচ দেখা যায়...

সেটাও সম্ভব না হইলে কোন ক্যাফে'তেও সবাই মিলে দেখতে পারি..

ঢাকায় অনেক স্থানে মনে হয় এখন এইভাবে খেলা দেখায় . ২য় রাউন্ড থেকে অনেক জমজমাট খেলা হবে . তখন কোন একদিন সবাই মিলে দেখতে যাওয়া যায়

নানা মুনির নানা মত... আমার যা মনে হইলো বলে দিলাম...

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

হাসান রায়হান's picture


তোমার বাসায় দাওয়াত দেও তাইলেই তো ল্যাঠে চুকে যায়। Cool

ইভান's picture


অবশ্যই দিতাম...১৫ ইঞ্চি মনিটরে খেলা দেখবেন ?? এবং কারেন্ট গেলে ব্যাক-আপের ব্যবস্থা নাই...

হাসান রায়হান's picture


আমি প্রোজেক্টর আনতে পারি

জ্যোতি's picture


প্রস্তাবটা ভালো লাগছে খুব।আগে বন্ধুরা মিলে দেখতাম। যদি কোন ব্যবস্থা করা যায় ভালোই হয়।

সাঈদ's picture


ঠিকাছে, সেদিন আপনি সবার জন্য রান্না কইরা আনবেন।

জ্যোতি's picture


ডর দেখাইলেন নাকি?স্যালাইন রেডি রাইখেন আপনারা।

সাঈদ's picture


আগে আপনার রান্না খাইয়া তো লই পরেরটা পরে দেখা যাইবো।

জ্যোতি's picture


কিসের মধ্যে কি! কই বিশ্বকাপ খেলা দেখার কথা আর কই রান্ধাঘরের কথা!

সাঈদ's picture


আরে খানাপিনা ছাড়া খেলা দেখার আড্ডা জমে নাকি !!!

১০

সাঈদ's picture


প্রজেক্টর আনেন, খোলা - বড় কোন বাসায় ব্যবস্থা করি। কিন্তু টিভি থেকে প্রজেক্টরে কি কানেকশন দেয়া যায় ???

আমার টিভি টা চেক করে দেখতে হবে , দেয়া যায় নাকি।

আমারও ইচ্ছা একটা খেলা অন্তত একসাথে দেখার ।

১১

নজরুল ইসলাম's picture


গত বিশ্বকাপেও বেশিরভাগ গুরুত্বপূর্ণ খেলা আমরা সবাই দল বেঁধে দেখতাম। বিরাট উৎসব কইরা। এইবার সব কেমন ছাড়া ছাড়া হয়ে গেছি Sad

প্রস্তাবে সহমত

১২

বোহেমিয়ান's picture


হলে গিয়া দেখুম!

আমি রাজি কই দেখতে হইব খালি কইবেন!

১৩

শওকত মাসুম's picture


একসাথে দেখার প্রথম শর্ত হচ্ছে জেনারেটর কেনা।

১৪

নজরুল ইসলাম's picture


এটাই মূল সমস্যা। নূপুর বলতেছিলো আমার এখানে খেলা দেখার আয়োজন করতে এবির সবাই মিলে। তাতে আমার কোনো সমস্যা নাই।
কিন্তু সমস্যা হইলো আমি নিজেই তো খেলা দেখতে পারতেছি না, সবাইরে বলি কোন মুখে?
আজকে আর্জেন্টিনার খেলার অর্ধেকেরও বেশি দেখতে পারি নাই মহামান্য বিদ্যুতের কল্যাণে Sad

কেউ যদি জেনারেটরের ব্যবস্থা করতে পারেন, তাহলে আমার বাড়িতে স্বাগতম

১৫

শওকত মাসুম's picture


আজ তো আর্জেন্টিনার খেলার সময় বিভিন্ন স্থানে ভাঙচুর হইছে।

১৬

তানবীরা's picture


আমিও আসবো, কোথায় ব্যবস্থা হইলো জানায়েন

১৭

টুটুল's picture


সমস্যা অনেক ... ধরেন আপনে জেনারেটর কিনলেন/আইপিএস নিলেন... তাতে আপনার টিভি চলবে। যদি বিটিভি সেই খেলাটা দেখায় তাইলে কোন সমস্যা নাই। কিন্তু বিটিভির আওতার বাইরের খেলা হইলে ডিস কোম্পানির অফিসে পাওয়ার ব্যাকাপ লাগবে। ইভেন মহল্লার মোড়ে মাড়ে ডিসের হাব বসানো আছে। যেখান থেকে একাধিক কানেকশন চারিদিকে ছড়ায়। সেখানেও ইলেক্ট্রিসিটি প্রয়োজন। বিষয়গুলো ভাইবেন Smile

১৮

মামুন ম. আজিজ's picture


ব্রাজিলের খেলা তো রাত ১২:৩০টায়

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.