ইউজার লগইন

বইমেলা ২০১২ (টুকিটাকি-২)

প্রায় প্রতিদিনই যাচ্ছি বইমেলায়।প্রতিদিনই ভাবি, কাল আর আসব না,২/১ দিন পর আবার আসব। সেটা আর হয়ে উঠে না। হয় আমি নিজেই যাই, অথবা লীনাপা বা অন্য বন্ধুরা বলে যেতে... সেই ডাক উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর আমাকে দেয়নি। বই কিনি আর না কিনি লিটল ম্যাগ চত্বরে গিয়ে বসি, গল্প, আড্ডা চলে। স্টলে ঘুরেফিরে দেখি পরিচিত কারো কোন বই আসলো কিনা। এবার আমাদের ব্লগের বই বের হবে, সেই বহু প্রতিক্ষিত বই - 'ম্যুরাল' এর জন্য রোজ অপেক্ষা-- কবে আসবে, কতদূর কি হলো। কাজ আমি কিছুই করিনি কিন্তু অপেক্ষা, আগ্রহের কোন সীমা পরিসীমা নেই। জানা গেলো 'ম্যুরাল' সম্ভবত আসবে আগামীকাল, ০৯ ফেব্রুয়ারী। পাওয়া যাবে লিটল ম্যাগ চত্বরে। ম্যুরাল এর জন্য সবসময়ই শুভকামনা। Smile
420887_3191402385649_1283555415_3361088_1551611277_n_2.jpg
এরইমধ্যে গত রবিবার, ০৫ ফেব্রুয়ারি বইমেলায় আসলো লীনাপার বড় ভাই মোস্তাক শরীফের প্রথম উপন্যাস 'সেদিন অনন্ত মধ্যরাতে'।বইটি অ্যাডর্ন থেকে প্রকাশিত হয়েছে। ২০১১ তে অ্যাডর্ন লেখকের প্রথম উপন্যাস প্রকাশ করবে বলে লেখা আহ্বান করে । সেই আহ্বানে সাড়া দিয়ে অনেক নবীন-প্রবীন লেখক তাদের প্রথম উপন্যাসের পান্ডুলিপি জমা দেন। অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে বিচারকমন্ডলীর নির্বাচনে তিনটি উপন্যাস মনোনীত হয়। তার মধ্যে একটি হলো মোস্তাক শরীফের 'সেদিন অনন্ত মধ্যরাতে'। অনেকদিন থেকেই বইটির কথা শুনছিলাম। বইটি বের হয়েছে শুনে কিনতে গেলে লীনাপাই গিফট্ দেয় আমাকে। অনেকদিন পর কোন উপন্যাস পড়া শুরু করে শেষ না করে আর রাখতে পারলাম না..এত ভালো লাগলো!
sedin ononto modhyorate_3.jpg
আজ অল্প সময়ের জন্য গেলাম বইমেলায়, ভাবলাম মেসবাহ ভাই এর সাথে দেখা হলে ম্যুরাল -এর খোঁজ নেব। মেলায় ঢুকেই গেলাম শুদ্ধস্বর -এ । শওকত হোসেন মাসুম ভাই -এর লেখা বই 'রঙ্গরসে জীবনযাপন' তখনই মাত্র আসলো স্টলে। 'রঙ্গরসে জীবনযাপন' এবং আহমাদ মোস্তফা কামাল ভাই এর লেখা উপন্যাস 'কান্নাপর্ব' কিনলাম । এবারও অটোগ্রাফ ছাড়াই। মাসুম ভাই -এর রম্যগল্পের ভক্ত আমি অনেক আগে থেকেই, যখন ব্লগিং করতাম সামহোয়ারইন ব্লগে তখন থেকে। তখন অবশ্য অনেক পোস্ট অফলাইনে পড়তাম, কমেন্ট না করে। আমার এই দলে আরো কেউ কেউ আছে নিশ্চিত। এখন রম্য গল্পগুলো বই আকারে একসাথে পাওয়াটা অবশ্যই অনেক ভালো লাগার। বইটা পড়া শুরু করে দেখলাম প্রথমেই বেতন রঙ্গ। এটা সামুতে পড়ে কমেন্ট করার সাহস পাইনি। গল্পটা প্রিন্ট করে বোনকে বলেছিলাম, দেখো কত মজার গল্প কিন্তু পুরা বুঝি নাই। সে পড়ে হাসতে হাসতে গড়াগড়ি। পুরো বইটা পড়লাম কেনার পর। রঙ্গরসে ভরপুর। Smile পুরা বই পড়ার পর মনে হলো পত্নীভক্ত এক স্বামীর লেখা বই । Big smile
Ronghorase_1.jpg
কান্নাপর্ব পড়া শুরু করব। কামাল ভাই এর লেখার আমি ভক্ত, কারণ লেখাজুড়ে ভীষণ মায়া থাকে। সেদিন একজনকে কথাটা বলাতে তিনি বললেন, আসলে মানুষটাই এমন Smile
kannaporbo.jpg
প্রত্যেকটা বই এর জন্য অনেক অনেক অনেক শুভকামনা। আর লেখকদের অভিনন্দন।
সবাইকে বলি-- সবাই বই কিনুন।

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

শওকত মাসুম's picture


তুমি আমার বইয়ের প্রথম ক্রেতা Smile

জ্যোতি's picture


মানীর মান আল্লায় রাখবে আশা করি। Smile
অটোগ্রাফ পাইনি । Sad

রায়েহাত শুভ's picture


দুই দিন মেলা বিচ্ছিন্ন Sad

জ্যোতি's picture


Sad কাল যাবেন নিশ্চয়ই! আজ তো আপনারা আসলেন না বিকালে। আমি আর লীনাপা এই বই দু্ইটা কিনে চলে আসছি। সঙ্গে ছিলো শ্রেয়া।

মেসবাহ য়াযাদ's picture


তারপর মিসেস পুলিশ কি ময়মনসিংহের দিকে গেলো ?
কড়চা ভাল হৈছে, চালিয়ে যাও Wink

জ্যোতি's picture


মিসেস পুলিশ আমাদের ফুলিশ বানিয়ে আজ ঢাকায় অবস্থান করছেন। আগামীকাল তিনি ময়মনসিংহ যাত্রা করিবেন বলে মনস্থির করেছেন।
এটা কড়চা না অসলে। এমনেই। টুকটাক ভালোলাগার কথা।আজ কি হলো লিখেন আপনি।

লীনা দিলরুবা's picture


আমার কি কুন নাম নাই! Sad

আহমাদ মোস্তফা কামাল's picture


থ্যাংকস জয়িতা, আমার জন্য আপনার লেখায় মূল্যবান দুটি লাইন বরাদ্দ করার জন্য। Smile

বই অটোগ্রাফ ছাড়া কেনাই ভালো, সহজেই অন্য কাউকে দিয়ে দেয়া যায়! Wink আর একান্তই অটোগ্রাফ চাইলে আমার উপস্থিতিতে আরেকটা বই কিনলেই চলবে। Tongue

ম্যুরাল-এর জন্য শুভকামনা। আর মাসুম ভাইয়ের বই তো এমনিতেই বাজার মাত করবে, আলাদাভাবে আর শুভকামনার দরকার কি? Wink

জ্যোতি's picture


আমার পোস্টে আপনার আগমন দেখে যারপর নাই আচানক হইলাম।
গতবার আপনার উপস্থিতিতেই বই কিনেছিলাম কিন্তু অটোগ্রাফ দেন নাই। আরেকজনকে দেবার জন্য কিনি নাই, আমি গরীপ মানুষ। নিজে পড়তে কিনেছি। এবার তাইলে অটোগ্রাফসহ সৌজন্য কপি দিয়েন। Smile
আপনার জন্য দুইটা লাইন বরাদ্দ করিনি। নিজের মনেই লিখেছি কামাল ভাই। আপনার গতবছরের অশ্রু ও রক্তপাতের গল্প পড়তে ভীষণ ভালো লেগেছে। সেটা বহুবার বলেছি কিন্তু আমি ভালো লিখতে পারি না বলে কথায় সব কথা হারিয়ে যায়।

১০

আহমাদ মোস্তফা কামাল's picture


আমার কথা বলাতে গেলেই

কথায় সব কথা হারিয়ে যায়

Crazy

পড়তে খারাপ লাগলে আন্য কাউকে দিয়ে দেয়াই তো ভালো, সেজন্যই বলেছিলাম। আর আমি তো পুরাই সৌজন্য-বিরোধী লোক।

১১

জ্যোতি's picture


আপনি লেখক মানুষ, আমার মত নীরিহকে কেন কথার প্যাচগিতে ফেলছেন? পাঠক হিসাবে আমি খারাপ না, কিন্তু প্রকাশ করার মত রুক হতে পারিনি।আফসুস। কত কথা যে বলি! বলতেই থাকি, সেগুলো তো হারিয়েই যায়, নাইলে তো আপনার লেখা নিয়ে যা বলি তা লিখতে পারলে এরম করে বলতে পারতেন না। Sad Sad

১২

হাসান রায়হান's picture


বেলি দরা খাইচে Cool

১৩

জেবীন's picture


নাহ, কামাল্ভাইর কিচ্ছু হইবো না, যে মানুষ মনের ভাব কথা দিয়া বুঝায় না, সেই যখন দুই লাইন লিখছে, তার মানে কত্তো বড়ো জিনিস! এইটা কেম্নে বুঝলেন না, হুর! Stare

১৪

আহমাদ মোস্তফা কামাল's picture


আমার যে কিছু হৈব না, সেইটা তো আমি অনেক আগেই বুঝছি, আপ্নে এদ্দিন পর বুঝলেন! Shock আমার জন্য দুই লাইন বরাদ্দ করার খুশিতে গত রাত থেকে টানা অনলাইনেই আছি, বুঝতেছেন না আমার অবস্থাটা? Tongue

১৫

জেবীন's picture


Smile) Rolling On The Floor

১৬

জেবীন's picture


আরে, সর্বনাশ, আপনাকে কেবল অনলাইনে না ডাবল ডাবল দেখাচ্ছে!! চোখ টিপি

১৭

আহমাদ মোস্তফা কামাল's picture


কাহিনী বুঝতেছি না, একই নামে ডবল একাউন্ট আছে নাকি? Shock

১৮

জেবীন's picture


নাহ, মোডুও আপ্নের খুশি মালুম করতে পেরে দ্বিগুন করে দিছে আরকি! আর দেখেন জয়িতা রচনা লেখবো বলে ঘোষনাই দিয়ে ফেলছে!! Cool

১৯

জ্যোতি's picture


অটোগ্রাফ ছাড়াই বই কিনলাম, গতবছরও কিনলাম। দুই বিরাট লেখকের একজনও অটোগ্রাফ দেয় নাই। তাও কুনুদিন কিছু বলি নাই। ভাবছি , এত বড় লেখকরা আমারে অটোগ্রাফ কি দিবে! থাক্ কিনছি, পড়ছি ..চুপচাপ থাকি। ভয়ে ভয়ে তাও নিজের দুইটা কথা বললাম। তাতেই ক্ষেপে গেলেন!রচনা লিখলে না জানি কি হয়!

২০

জ্যোতি's picture


আমার যে কিছু হৈব না, সেইটা তো আমি অনেক আগেই বুঝছি, আপ্নে এদ্দিন পর বুঝলেন!

জেবীন থাকে দুরদেশে। সে তো কিছুই জানে না। তাই বলছে। আপ্নেরে এমন অপবাদ কি দেওয়া যায়!
আর আপনার জন্য লেখি নাই দুই লাইন।লেখক হলে লিখতাম। অন্তত: চেষ্টা করতাম।
আপনার জন্য এক্টা রচনা লেখব ভাবছি। Big smile

২১

লীনা দিলরুবা's picture


দুজনের কেউই অটোগ্রাফ না দিয়া বাঁচবো না Wink বাসার ঠিকানা জোগাড় কইরা হামলা দিমু Smile বই কিনছি, সুদে-আসলে সব উসুম করুম।

২২

জ্যোতি's picture


একদম ঠিক বলেছেন। বাসায় খাওয়াবে, বাসায় যাওয়ার সিএনজি ভাড়া দিবে, অটোগ্রাফ দিবে।

২৩

জেবীন's picture


আরে, অফিসে গেলেই না সিএঞ্জি ভাড়া দিতো, যাইবা তো বাসায়, দু'জনেরই গাড়ি আছে, বাসা পৌছায়ে দিবে গাড়ি করে! Wink

২৪

আরাফাত শান্ত's picture


অটোগ্রাফ না নিলেই ভালো!

২৫

ভাস্কর's picture


বই ভালো না লাগলে অন্য কাওরে দিয়া দিলে কি লাভ হয়? যারে দেওয়া হইবো তারও ভালো না লাগলে তো ডাবল ভালো না লাগার দায় নিতে হইতে পারে। বরং মাসুম ভাই কামাল ভাইগো মতো লেখক সেলিব্রিটিগো অটোগ্রাফ থাকলে কওয়া যাইতে পারে,

"তোমার জন্য বহু ভিড় টপকে এই লেখকের অটোগ্রাফ নিয়েছি, সেদিন ডাইরী সাথে না থাকায় উনার বাজে বইটাই কিনতে হলো..."

২৬

আহমাদ মোস্তফা কামাল's picture


হাহাহাহা... আপ্নের মতো কুবুদ্ধি সবার মাথায় নাই, এইটাই ভরসার কথা ভাস্কর দা। Big smile

২৭

বিষাক্ত মানুষ's picture


অর্থনৈতিক সংকটে আছি, এইবার বই মেলায় কম কম যামু তাইলে কম কম দুঃখ হইবো Undecided

২৮

জ্যোতি's picture


আরে! আমি তেমন বই কিনি নাই। ইচ্ছ করে কিন্তু.....। আড্ডা দিতে যাব না তাই বলে!

২৯

জেবীন's picture


বইমেলার বই বই আমেজের লেখা! Smile
মাসুম্ভাই তখন বলছিলো, জয়ি বই কিনে ফোন দেয় আর আমি অফিসে আটক! Smile

৩০

লীনা দিলরুবা's picture


সেইরকম পোস্ট। পোস্ট পড়ুম না কমেন্ট পড়ুম বুঝতে পারতেছিনা Smile

৩১

জ্যোতি's picture


এতক্ষণে আসলেন? একজনরে গুল্লি করতে হপে। পুলিশরে বলে একটা ব্যবস্থা করে দিবেন!

৩২

লীনা দিলরুবা's picture


খাইছে! মাইরাইলাবি!!

৩৩

জ্যোতি's picture


চোখ টিপি Fishing হুক্কা

৩৪

লাবণী's picture


বইগুলো কেনার ইচ্ছা রাখলাম!
তবে................... অটোগ্রাফ কি পাবো? Thinking

৩৫

জ্যোতি's picture


'সেদিন অনন্ত মধ্যরাতে'র লেখককে পেলে অটোগ্রাফ পাবেন। লুক ভালো, দেখতেও মাশাল্লাহ। অন্যদের কথা জানিনা। ভাবের লেখক!

৩৬

লীনা দিলরুবা's picture


সেই লেখকরে এখনি এই পোস্টের লিংক দিতাছি Smile

৩৭

জ্যোতি's picture


Wink

৩৮

শর্মি's picture


বইমেলা মিস করি। কিছু একটা করেন আপনারা!! টিসু

৩৯

জ্যোতি's picture


চলে আসেন এক্ষণ। এক্ষণ চলে আসেন।কাইল একসাথে মেলায় যামু। তারপর আজকের মত রুমান্টিক বাতাস থাকলে সবাই মিলে হাটতে বের হব।

৪০

শর্মি's picture


Broken Heart

৪১

মীর's picture


বলি নাই নাকি? বইমেলার এই সিরিজটাও জটিল হচ্ছে। Smile

৪২

জ্যোতি's picture


Smile Big smile

৪৩

মীর's picture


আসেন এখন কোক সহকারে মজা খেলি

৪৪

জ্যোতি's picture


আমি মোজো খাচ্ছি। আপনার বন্ধু লীনাপা মেয়ের পিকনিকে গিয়ে দোলনায় দুলতেছে। আমারে নেয় নাই Crying Crying

৪৫

মীর's picture


মা'কে নিয়ে পিকনিকে!!! আহা আমার ভাগ্নিটা নিশ্চই বোর হচ্ছে।

৪৬

জ্যোতি's picture


কেন? Angry মাইর
আমাদের ভাগ্নীর মা তো ভালু।

৪৭

মীর's picture


আরে পিকনিকে মা সঙ্গে থাকলে কি আর বয়ফ্রেন্ডের সঙ্গে আইসক্রীম খাওয়া যাবে?
আজব!

৪৮

জ্যোতি's picture


চিন্তার বিষয়। মা মেয়ে মিলে আইসক্রিম খাবে আরকি বন্ধুর মতন। তবে ভাগ্নীটা খুব সুইট, পাকা কথা বলে।
শুক্রবার--- নামাজ পড়তে না গিয়ে ব্লগে কি?

৪৯

মীর's picture


ঠিক বলসেন। শুক্রবার দিন আসলে নামাজ পড়ার দিন। নামাজ শুরুর একটা এ্যটেম্প্ট নিতে হবে। সমস্যা হচ্ছে আত্তাহিয়াতু সূরাটা ভুলে গেছি। শুধু ভুলে গেলেও অসুবিধা ছিলো না, আবার মুখস্ত করে নিতে পারতাম। কিন্তু কোনো এক বিচিত্র কারণে সূরাটার মাঝামাঝি গিয়ে আমি অন্য একটা সূরা পড়তে শুরু করি। এই সমস্যাটা কাটাইতে পারতেসি না।

৫০

জ্যোতি's picture


বদ পুলাপাইন। মাইর

৫১

তানবীরা's picture


কান্নাপর্বের প্রচ্ছদে কি লেখকে ছবি নাকি? Wink Tongue

৫২

মীর's picture


মাইর

৫৩

জ্যোতি's picture


মাথাটা ফেটে গেছে। এ জোরে কেউ বাড়ি দেয় হুদাই? অজ্ঞাত কোন কারণে আজকাল লুকজন আমার উপর ক্ষিপ্ত হচ্ছে। একটা মিলাদ পড়ামু, এই কুফা কাটানোর জন্য।

৫৪

মীর's picture


আগের কমেন্টের রিপ্লাই দ্যান নাই কেন? আর কোনো খোঁজ-খবরও নিচ্ছেন না Stare

৫৫

জ্যোতি's picture


মাঝে মাঝে উদাস হয়ে যাই। জানেন তো! জানেন না?
সেদিন যে গানের লিংক দিয়ে পোস্ট দিলেন, সেই গান্টা তো আমার জন্য। তাইলে বলেন, মন তো বসে না কোথাও! Sad

৫৬

মীর's picture


ইহ্ ঐ গান আমার জন্য। ভাস্করদা' কি বলসে দেখেন নাই? ইনসিকিওর্ড প্রেমিকগো জাতীয় সঙ্গীত ঐটা।

উনারে বলেন, জলদি আপনের জন্য ভিসা পাঠাইতে। তাইলে মন-টন বসে একদম জমে যাবে। শুভকামনা শুভকামনা।

৫৭

জ্যোতি's picture


আরে! সেইজন্য তো গান্টা আমার জন্য। জাতীয় সঙ্গীত বলে কথা!
কারে কমু ভিসা পাঠাতে? বৈদেশ যাইতে মন্চায় ।(গালে হাত দিয়া উদাস হয়ে বসে থাকার ইমো হপে)

৫৮

মীর's picture


গালে হাত দিয়ে বসে না থেকে 'তাকে যত তাড়াই দূরে দূরে' গানটা শুনেন। আমার মনে হয় ঐটা আপনের গান হইতে পারে।

৫৯

জ্যোতি's picture


দূরে কাউরে তাড়াই না। নিজেই চলে যায় Sad

৬০

মীর's picture


আচ্ছা খুব ভালো হইসে। এইবার নতুন একটা টুকিটাকি দেন তো, পড়ি।

৬১

মীর's picture


আফামনি কেমন আছেন?

৬২

জ্যোতি's picture


ভালো না যে, ভাইজান!আপনি?

৬৩

মীর's picture


আমিও তো না। ডিটো...
কেন ভালো না আপনে?

৬৪

জ্যোতি's picture


কেন ভালো না- এর বিরাট এক উত্তর। কেমনে বলি! বলবনে কোন এক দিন সুযোগ পেলে।

৬৫

জ্যোতি's picture


আপনি কেন ভালো না? কি হইছে?

৬৬

মীর's picture


দৌড়ের ওপর কাটতেসে জীবন। ভালো থাকি কেমনে?
অবশ্য এক অর্থে এটাও ভালো। দৌড়াদৌড়িতে সময় তো কাটে অ্যাট লীস্ট।

৬৭

জ্যোতি's picture


হুম। দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকা ভালো। সময়গুলি কেটে যাওয়াটা আজকাল ভীষণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

৬৮

মীর's picture


তাহলে দৌড়ানো শুরু করেন। রান লোলা রান দেখে শুরু করতে পারেন।

৬৯

জ্যোতি's picture


দৌড়ে আমি সবার পেছনে।

৭০

মীর's picture


তাইলে আপনে আর আমি পাশাপাশি। Smile

৭১

জ্যোতি's picture


পেছনে পড়ে থাকতে নেই। দৌড়ে ফার্স্ট হয়ে যান। মজা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জ্যোতি's picture

নিজের সম্পর্কে

.