ইউজার লগইন

রিটায়ার্ড হার্ট পোস্টটার বদলে

ভারতের একটা ম্যাগাজিন আছে, এফএইচএম। একটু ইয়ে ধরনের ম্যাগাজিন আর কি। তবে দু'চারটা স্টোরি পড়ে মনে হলো ম্যাগাজিনের মূল কন্টেন্ট হচ্ছে- ফ্যাশন টুলস, ফ্যাশন আইডিয়াজ আর ফ্যাশন ইউটিলিটিজ। বিক্রি-বাট্টা বাড়ানোর জন্য তাদের স্ট্র্যাটেজী হচ্ছে বিভিন্ন নায়িকাদের রগরগে ছবি দিয়ে কভার পেজ করা। এছাড়া বিভিন্ন গসিপ বা খবরকে মসলা-টসলা মিশিয়ে ভালো ট্রিটমেন্টও দেয় দেখলাম।

তো এই ম্যাগাজিন ডিসেম্বরে একটা কভার স্টোরি করছে বীণা মালিককে নিয়ে। কভার পেজে তার খোলামেলা ছবি। এই মেয়েটি এর আগেও এক পাকি ক্রিকেটারের সঙ্গে প্রেম করা নিয়ে খবরের শিরোনাম হয়েছিলো। এবার সে কলম দিয়ে নিজের বাহুতে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (পাকিস্তানের গোয়েন্দা সংস্থা) নিম্নমানের একটা উল্কি এঁকে খবরের শিরোনাম হয়েছে। আমি একটু নেটে ঘেঁটে-ঘুটে দেখলাম, বীণার বিরুদ্ধে তোলা পাকিদের উত্যক্ত করার অভিযোগ সত্য। ছবিগুলা দেখে আপনাদেরও তাই মনে হতে পারে।

এফএইচএম-এর সেই কভার

dec-cover.jpg

আইএসআই-এর লোগো

home.jpg

সাবাস বীণা! শিরোনাম হওয়ার জন্যই হোক আর যে কারণেই, কামটা সে খারাপ করে নাই Wink

দেশ হিসেবে পাকিস্তান এখনো টিকে আছে এবং দল হিসেবে ওরা এখনো ক্রিকেট খেলছে, এ দুইটা জিনিস আমার কাছে খুবই অসহ্য লাগে।

এদিকে ভারতে চলতেসে সমাজ ভাঙ্গা-গড়ার খেলা। আশির দশকের খ্যাতিমান পর্ণোস্টার বিজয়লক্ষীকে (সিল্ক স্মিতা নামে সম্যক পরিচিত) নিয়ে শুরু হইসে মাতামাতি। পর্ণোস্টার কথাটা তার উইকি প্রোফাইলে লেখা আছে। মহিলার কোনো সিনেমা দেখি নাই। জানি না, সে আসলে কি। গুগলের ছবিতে তো তারে এমন দেখায়,

silk smita.jpg

তবে এখনকার যুগে যে সিরিয়াল কিসারদের চোটপাটে হিন্দি সিনেমা দেখাই কঠিন হয়ে উঠেছে, সেই কথা কে বলবে! আর দিল্লী বেলী'তে যা দেখালো এরপরে মনে হয়, ভারতীয়রা মা-বাবা-ছেলে-মেয়ে একসঙ্গে হলে গিয়ে বা বাসায় বসে সিনেমা দেখা কমিয়ে দেবে। অন্তত চক্ষুলজ্জা থাকলে তাই তো করা উচিত।

নাকি আমাদের দেশে এখনও সমাজ ভাঙ্গা-গড়ার খেলা শুরু হয় নাই দেখে, আমি ব্যকডেটেড বক্তব্য দিচ্ছি?

যাক্ বলছিলাম সিল্ক স্মিতাকে নিয়ে মাতামাতির কথা। বিদ্যাকে আমি বিশেষ রকমের ভালো পাইতাম। ইদানীং ওর যে ছবিগুলা নেটে-পত্রিকায় দেখা যায়, সেগুলা দেখে ওকে আরো ভালো পাচ্ছি। আশপাশে কোথাও ভাঙ্গা-গড়ার খেলা চলার একটা সুবিধা হচ্ছে, সেই সময়টাতে দেখার মতো জিনিসের অভাব হয় না।

vidya-balan.jpg
---

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

মাহমুদ's picture


দেশ হিসেবে পাকিস্তান এখনো টিকে আছে এবং দল হিসেবে ওরা এখনো ক্রিকেট খেলছে, এ দুইটা জিনিস আমার কাছে খুবই অসহ্য লাগে।

সহমত!
ছবি দেখিনাই শর্মে Tongue খালি পড়ে গেছি Wink

মীর's picture


ভালো করসেন। শর্ম থাকা ভালো।

লীনা দিলরুবা's picture


শেষের ভদ্রমহিলা কী বিদ্যা বালান? দারুণ সুন্দরী।
একটু ইয়ে পোস্ট নিয়ে আর কিছু বলার নাই।

মীর's picture


কেন আর কিছু বলার নাই লীনা আপু? বলেন না আরেকটু কিছু, প্লীইই...

আরাফাত শান্ত's picture


আমার আম্মু পড়তো সানন্দা তার ছেলে হইয়া আমি পড়ি আনন্দলোক।ব্যাপক গেয়ান সাথে এই সব টবি অয়ালা!সাথে বানানের সিরি দেইখা তো হাসতে হাসতে যায়।যেমনঃ সলমন খান,করিনা কপুর, ফরহন আকতার জভেদ আকতার!

মীর's picture


আমার হাতে সেদিন একটা দেশ পড়ছিলো। চলতি সংখ্যাই মুনয়। টিনটিন্রে দেখি ধুতি পড়ায় দিসে। আগ্রহ নিয়ে ভিত্রে গেলাম। দেখি টিনটিনের সঙ্গে ভারতের যৎসামান্য যোগাযোগের বিষয়টারে ফুলায়ে-ফাপায়ে লেখা। এদের কাজ-কারবার দেখলে হাসি পায় বিয়াপুক।

মিতুল's picture


অতীব চমৎকার। চিত্ত বড়ই পুলকিত হইলো।

মীর's picture


কামটা ঠিক হইলো না ভাইজান।

লিজা's picture


বিদ্যা আন্টির অ্যাডটা বেশ ভালোই হইছে । Crazy

১০

মীর's picture


আপনের আন্টি নাকি? এই সেদিনের মেয়ে! ছোটবেলা থেকে চিনি। চোখের সামনেই বড় হলো। 

১১

লিজা's picture


আপনে তো তাইলে বিদ্যা আন্টির আঙ্কেল হন । মুরুব্বি আছেন Yawn অভিজ্ঞও Smile

১২

অতিথি জালাল's picture


সাব্বাস মীর ভাই, সাব্বাস।

১৩

মীর's picture


সাব্বাস ফর হোয়াট???
আপনে কেঠা?
আপনারে না ঐদিন রেজিস্ট্রেশন কর্তে বলা হইলো Stare

১৪

লাবণী's picture


ইয়ে...মানে... কি বলবো!
আমার চাচ্চুর পছন্দের নায়িকা বিদ্যা বালান! Laughing out loud

১৫

লীনা দিলরুবা's picture


হবেই তো! ইনি চাচ্চুদের বয়সী আর সব চাচ্চুদের ড্রিম গার্ল।

১৬

মীর's picture


ড্রিম থাকা ভালো, ডিম না হলেই হলো।

অ.ট. ভাল্লাগে না সংসার দিলরুবাজি'

১৭

লীনা দিলরুবা's picture


Confused

১৮

মীর's picture


এইটা কি? কনফ্যূশনের ইমু নাকি? সৌন্দর্য! কিন্তু কেন? Confused

১৯

লীনা দিলরুবা's picture


At Wits End

২০

মীর's picture


ডিটো।

২১

গ্রিফিন's picture


আগেই কইয়া রাখি, আমি মানুষ্টা খ্রাপ।

ঝ. অশ্লীল কিছুই এখানে পোস্ট করা যাবে না। (অশ্লীলতা কী, সে ব্যাপারে মডারেটরদের সিদ্ধান্তের উপর আস্থা রাখতে হবে)।

আমার মতামত জানায়া গেলাম বাকিটা আল্লাহর হাতে।

২২

মীর's picture


আপনের মতামতটা তো পুরাপুরি ক্লিয়ার করলেন না ভাইজান। এই পোস্টরে কি অশ্লীল বলতেসেন?

২৩

মীর's picture


গ্রিফিন আপনার মতামতটা পরিস্কারভাবে জানার জন্য ওয়েট করতেসি। আপনার কি কারেন্ট চলে গেল?

২৪

গ্রিফিন's picture


অপেক্ষা করায়া রাখনের লাইগা সরি।
পরিস্কার কইরাই কই, শুরুর বিনা মালিকের ছবিডা আমার শুধু অশ্লীল না, ভয়াবহ অশ্লীল লাগছে। লেখার কন্টেন্টে অশ্লীলতা নাই যদিও।

২৫

মীর's picture


এই কথাটা ফার্স্টে না বইলা তাইলে নীতিমালা আর আল্লাবিল্লারে নিয়া টানাটানি করতেছিলেন ক্যান? ধানাই-পানাই কখনো খুব বেশি কাজে আসে না।
যাক্ আপনে একজন সহব্লগার। আপনের মতামতের গুরুত্ব আমার কাছে আছে। পোস্টটারে প্রথম পাতা থেকে সরায়ে নিলাম। মুছেই ফেলতাম। কিন্তু আরো অনেকের মন্তব্য আছে। তাই মুছলাম না। আশা করি খুশি হবেন।

২৬

গ্রিফিন's picture


সরি এগেইন Sad যদিও আমার স্বভাব্বিরুদ্ধ Sad
এইটাইপের একটা পোস্টের লাইগা একজন হাওয়া হইয়া গ্যাসে। আপ্নেরে লাইক্করি, চাইনা আপ্নারেও হারাইতে। তাই নীতিমালা ধরায়া একটু ফান কর্তে চাইছিলাম Sad ফান বিফলে গ্যাসে, আপ্নে হার্ট হইছেন Sad
চুলের কপাল্টাই এরাম Sad
সরি ব্রো, ইফাই হার্ট ইউ।

২৭

মীর's picture


আরে না। হার্ট হই নাই। আপনের অশ্লীল লাগলে আপনে বলবেন না! ফিল ফ্রি ব্রাদার।

২৮

রিফাত's picture


ভাল লাগছে । Smile যে কোন বিদ্যা ই ভাল Wink

২৯

মীর's picture


ধইন্যা পাতা

৩০

লীনা দিলরুবা's picture


Smile)

কমেন্ট-এ লাইক দেবার ব্যবস্থা নেই বলে রিফাতের কমেন্টকে ১০টা লাইক দিতে পারলুমনা Innocent

৩১

মীর's picture


খুব ভালো হইসে Big smile

৩২

জ্যোতি's picture


রিফাতের কমেন্টে ঝাঝা।
ছবিগুলা সুন্দর। কি সুন্দর পোজ! কি জটিল বিদ্যা! ভাঁজে ভাঁজে বিদ্যা।

৩৩

রিফাত's picture


আপু Smile আমি বিদ্যা ভালু পাই

৩৪

লীনা দিলরুবা's picture


জয়িতাওতো দেখি ভরপুর গিয়ানি! হে হে।

৩৫

রায়েহাত শুভ's picture


সঞ্জীব দা'র গাওয়া একটা গান মনে পইড়া গেলু

♫♪♫♪
তোমার
ভাঁজ খোলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা...
♪♫♪♪

৩৬

রিফাত's picture


১০ টা লাইক গৃহীত Smile আপু

৩৭

লীনা দিলরুবা's picture


THNX

৩৮

রিফাত's picture


কে যেন বলছে, সেন্সুয়াল আর ভাল্ গার এর মাঝখানে একটা দাগ থাকে। এই পোস্ট সেই দাগের এইপাশে পড়ছে Smile

৩৯

মীর's picture


প্রায় মাসখানেক পর এই পোস্টের একটা ফলো-আপ হৈতে পারে এমন-

বীণা তার কৃতকর্মের জন্য পাক-সরকারের কাছে ক্ষমা চেয়েছে। সে এখন মুম্বাইয়ে আছে। (খারাপ না, নিজের চামড়া বাঁচিয়ে চলার দায়িত্বতো শেষ পর্যন্ত নিজের ঘাড়েই বর্তায়।)

বিদ্যা অনেকদিন পর একটা ব্লক বাস্টার হিট মুভি পেয়েছে। টার্নওভার নাকি প্রায় ৬৫%। (দারিদ্র্যপীড়িত উইকিপিডিয়ার তথ্য। সিনেমাটা দেখে আমার মনে হইসে, বিদ্যার অভিনয়টা আসলেই ভালো হয়। তবে সমাজ ভাঙা-গড়ার কোনো কিছু চোখে পড়লো না। কেবলই একটা হিট সিনেমা বানাতে পরিচালক/ প্রযোজক মৃত সিল্ক স্মিতাকে এখানে অযথা ব্যবহার করেছেন। একজন মৃত মানুষকে নিয়ে এ ধরনের টানাহেঁচড়ার কি আসলেই দরকার আছে, যখন এমন ঘটনা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হরহামেশাই ঘটছে? এটা দেখলে সিল্ক স্মিতারও খুশি হওয়ার কোনো কারণ নেই। ব্যক্তিগত জীবনের এহেন উপস্থাপন কোনো ব্যক্তিই পছন্দ করবেন বলে মনে হয় না।)

৪০

জ্যোতি's picture


একজন মৃত মানুষকে নিয়ে এ ধরনের টানাহেঁচড়ার কি আসলেই দরকার আছে, যখন এমন ঘটনা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হরহামেশাই ঘটছে!

একদম ঠিক।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!