ইউজার লগইন

একটি সবজি কৌতুক!

আমার নাম মুক্ত, আমি একটি সবজি কৌতুক বলবো।
সবজি কৌতুক মানে, সবজি নিয়েই কৌতুক, অন্য কিছু মনে করার কোন কারণ নাই, কেউ কিছু মনে করলে/ কিছু বেশি বুঝলে সেইটা যার যার বিবেচনা এবং অবশ্যই শামুক- লোচনা! আমার কিছু করার নাই/ বলারও নাই!! কৌতুক আমি নিজে বানাই নাই, কোথাও থেকে নিশ্চয় মারা, কাজেই, এইখান থেকে মারছো, ঐখানে শুনছি বইলা কেউ কো- কো করবেন না!! আগে শুনলে অফ যান, না শুনলে পড়া শুরু করেন...

একদিন এক গোলগাল কমলালেবু মিনি স্কার্ট আর গেঞ্জি পড়ে বিকেলে পাড়া বেড়াইতে আসছে। তাই দেখে পাড়ার তুখোড় স্মার্ট কচি শসা চোখে সানগ্লাস লাগিয়ে চুলটা টেরি করে আঁচড়ে কমলালেবুর সাথে ভাব জমাইতে আসছে। Steve বেশ বেশ। গায়ে পড়া স্বভাবে ভাব জমানো, তারপর ভাব- ভালোবাসা, ভালো লাগা- প্রণয় এবং তারপর আর কি যা হয় Love ...

তিন মাস পর কমলালেবু আর শসার মাঝে ছাড়াছাড়ি হয়ে গেল!! ছুটে এল কমলালেবুর বন্ধু লেডিস ফিঙ্গার। উৎকন্ঠিত প্রশ্ন, 'কিরে, তুই এইরকম ড্যাম, হ্যান্ডসাম কচি শসার সাথে সংসার ভেঙ্গে দিলি কেন? তোকে ভালোবাসতো না?'

বিমর্ষ কমলালেবুর উত্তর, 'আর বলিস না, এত ভালোবাসতে, এতো ভালোবাসতো, তিন মাসে একেবারে তিতা করে ফেলছে আমাকে!! Crazy '

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

কামরুল হাসান রাজন's picture


কিছু বুঝি নাই Sad

ভাস্কর's picture


মুক্ত মনে হয় সব্জির জায়গায় ফল চরিত্র আইনা আপনেরে কনফিউজ করছে। লেবু কচলাইলে তিতা হয়।

@মুক্ত: কইলা কবিতা দিবা, দিলা সবজির কৌতুক যেইটার আবার প্রাপ্তবয়ষ্ক ইঙ্গিত আছে...

মুক্ত বয়ান's picture


@রাজন ভাই: ব্যাপার না, নিরামিষ জোকস তো নিরামিষই হবে!! না বুঝলেও ক্ষতি নাই!! Laughing out loud Big Grin

@ভাস্কর ভাই: কবিতাটা খুঁজে পাচ্ছি না!! আপাতত, এইটা মাথায় আসছে, পোস্টায়ে দিলাম!! একই দিনে দুইটা লেখা খেক খেক খেক!! Tongue Tongue
প্রাপ্তবয়স্ক ইঙ্গিত দেওয়নটা কি খারাপ হইছে? মুইছা দিমু?

ভাস্কর's picture


প্রাপ্ত বয়স্ক ইঙ্গিতটা খারাপ হইছে কীনা এই টাইপ মাস্টারী করার আগ্রহ নাই আমার...কিন্তু সেক্সিস্ট লাগে নাই পইড়া।

মুক্ত বয়ান's picture


তাইলেই হবে। Smile
ঠিকাছে, বস। Smile

আশফাকুর র's picture


শসা টা কুন দেশী। কমলা কি সিলেটি নাকি? হুক্কা

মুক্ত বয়ান's picture


শালা, ইবলিশের বাচ্চা। মাত্র তিন মাস?? Crazy Crazy
এত বড় বদ্দোয়া??

আশফাকুর র's picture


শসা কমলার লাইফ লেংথ হিসাব করলে তো তিন মাস মানে তিন যুগ। সবজি কৌতুক না এটা? শালা এডাল্ট হলি? বয়স বাড়ার সাথে শুধু নিচে নয় উপরেও উন্নতি প্রয়োজন।

মুক্ত বয়ান's picture


জ্বি জ্বি.. দোয়া রাখবেন.. মাথায় বুদ্ধি কম থাকে তো। বাড়ানোর জন্য নিয়মিত জবা- কুসুম হারবাল তেল মাখি!!! Party

১০

জ্যোতি's picture


ছোটদের কৌতুকের ডিসক্লেইমার কি ছোট ভাইয়া?

১১

মুক্ত বয়ান's picture


একটি ছোটদের কৌতুক,
বাবু, "জানো বাবা, আজকে স্কুলে যাবার পথে কি হইছে?"
বাবা, "কি?"
বাবু, "আমাদের পাশের বাসার ছোটন আছে না? ও না, রাস্তার কাদার মধ্যে না, [হিক! হিক!!] ও না, রাস্তার কাদার মধ্যে [হিক! হিক!!] রাস্তার কাদার মধ্যে 'হেক্কর' করি হরি গেছে!! Tongue

১২

একজন মায়াবতী's picture


আমি ছোট তাই ছোটদেরটাই বুঝলাম। কৌতুক তাই এখন একটু হাসি Big smile

১৩

মুক্ত বয়ান's picture


লোকজন বুড়া হইতে থাকলে ছোট বলে দাবি করে নিজেদের!!! Tongue Tongue

১৪

রায়েহাত শুভ's picture


পুলাপান গুলা সব বড় হৈয়া যাইতেছে Tongue

১৫

মুক্ত বয়ান's picture


হে হে!!!
বড়োরা বিয়ে করবে কবে?? Party

১৬

ফিরোজ শাহরিয়ার's picture


এইডা কি হয়লো য্যান?

১৭

মুক্ত বয়ান's picture


তেমন কিছু না ভাই। Smile
একটা নিরামিষ কথাবার্তা!!! Tongue

১৮

টুটুল's picture


ছোটদের কৌতুক ভালা পাইলাম... তয় তিতা বানানো ঠিক হয় নাই Wink
একটু ধীরো চলো নীতিতে চল্লেই হইতো....

সম্ভবত এইটা স্পীড এর কারনে Wink

দেখি মাসুম ভাই আর রায়হান ভাই কি কয়... Wink

১৯

হাসান রায়হান's picture


আপনের তো এতদিনে অনেক অভিজ্ঞ হয়ে ওঠার কথা। @টুটুল

কমলা লেবু শবজি! তোমরা মাছের সাথে খাও নাকি ডাইলে দিয়া? @ মুক্ত

২০

মুক্ত বয়ান's picture


আপনের তো এতদিনে অনেক অভিজ্ঞ হয়ে ওঠার কথা। @টুটুল

উত্তম জাঝা!!! Tongue
আমরা তো ডাইলের সাথে মাখায়ে মাছ দিয়ে খাই!! Party

২১

মুক্ত বয়ান's picture


সম্ভবত এইটা স্পীড এর কারনে

নাউযুবিল্লাহ!!! কিরকম স্পিড? মোটরসাইকেল? নাকি গাড়ি?? Wink Wink

২২

মেসবাহ য়াযাদ's picture


মোটর সাইকেলের স্পিড হৈলেও আমার হলুদটার না... Wink
আমি নির্দোষ Big smile

২৩

মুক্ত বয়ান's picture


হ, আপনে হলুদ রেইনকোট গায়ে দিয়া বইসা থাকেন!!! Wink

২৪

জেবীন's picture


আগে শুনলে অফ যান, না শুনলে পড়া শুরু করেন...

পড়া না শুরু করলে কেম্নে বুঝমু যে আগে পড়ছি কি পরি নাই?! আপ্নের ডিস্ক্লেইমারে ভুল আছে ছোটভাই! Tongue

শুরুতেই সব্জিগুলারে কেন জানি চরিত্র হিসাবে দেখতে গিয়া, বর্ননা পড়ে শসার জায়গায় আমাদের মানুরে দেখতে পাইলাম! Stare শেষ কইরা ভাবি এইটা কি পড়লাম! Puzzled

২৫

মুক্ত বয়ান's picture


ইসসিরে!!! আগেই বলে দেওয়া উচিত ছিল, জীবিত/ অর্ধমৃত/ মৃত কারো সাথে মিলাইবেন না!!! তাইলেই বেচারা মানু ভাইয়ের এই দুর্দশা হইতো না!!! Tongue

২৬

হাসান রায়হান's picture


কঁচি শসা = মানু
জেবীন্রে জাঝা Laughing out loud

২৭

মুক্ত বয়ান's picture


Laughing out loud Laughing out loud Laughing out loud

২৮

শওকত মাসুম's picture


আপেল নিয়া কুন জুক্স নাই?

২৯

মুক্ত বয়ান's picture


আপেল একটি শক্ত ফল!! Wink

৩০

চাঙ্কু's picture


Laughing out loud

৩১

মুক্ত বয়ান's picture


আরে, কারে দেখি?? চৌক্ষে কি ভূল দেখলাম নিকি?? দাঁড়ান, চোখ মুইছা আসি!!!

৩২

চাঙ্কু's picture


একি মুক্ত !!! তুমার চোখের পাওয়ার কমে গেছেনি? চোখে আবার ভুল করে কেমতে Tongue

৩৩

মুক্ত বয়ান's picture


চশমা নাই তো চোখে, তাই ভুল দেখছি মনে হয়!! Wink

৩৪

শাওন৩৫০৪'s picture


ছিহ!

৩৫

মুক্ত বয়ান's picture


ঝাড়ি দিলেন?

৩৬

প্রিয়'s picture


সব্জির কৌতুকে কমলালেবু আসলো ক্যান সেইটা বুঝলাম না। কেউ কি একটু বুঝায় দিবেন? Shock Stare

৩৭

তানবীরা's picture


আমার বুদ্ধি এতো কম ক্যান? না জোক্স ধরতে পারলাম না তার পিছনের কাহিনী আর উদ্দেশ্য Puzzled

৩৮

মেসবাহ য়াযাদ's picture


নিজের সম্মন্ধে সঠিক মূল্যায়নের জন্য থ্যাংকু ক্যাপ্টেন Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.