ইউজার লগইন

রিটন'এর ব্লগ

ব্যাক্তিগত ব্লগে আমরা বন্ধুর ব্লগার RSS Feed যোগ করার টিউটোরিয়াল

আমরা বন্ধু ডট কম সাইটে দুই ধরনের RSS Feed এর ব্যাবস্থা রাখা হয়েছে।
সাইট ফিড ও ইউজার ফিড। ইউজার ফিড সুবিধাটি সম্প্রতি যোগ করা হয়েছে, যার দ্বারা আপনি ইচ্ছে করলে নিজের ও পছন্দের ব্লগারদের আপডেট পেতে পারেন।
যারা ব্লগস্পটে ও ওয়ার্ড প্রেসে ব্লগিং করেন তারা সরাসরি তাদের ব্যাক্তিগত ব্লগিং সাইট থেকে আমরা বন্ধু সাইটের বা তাদের পছন্দের ব্লগারদের সাম্প্রতিক পোষ্টের ফিড পেতে পারেন। ফিড এড্রেস যথাক্রমেঃ

ফটোব্লগ টিউটোরিয়াল

পোষ্টে ইমেজ/ ছবি যুক্ত করা।

পোষ্ট লেখার সময় পাতার নিচের দিকে খেয়াল করুন Image uploads লিংকটি দেখা যাচ্ছে। সেখানে ক্লিক করলে নিন্মরূপ ভিউ এক্সপান্ড হবে।
01
এখন আপনি Brows বোতামে চেপে আপনার পছন্দ মত ইমেজটি সিলেক্ট করে আপলোড বোতাম চাপুন। ছবিটি আপলোড হয়ে যেগে নিচের ভিউ আসবে।