ইউজার লগইন

আজকের ইফতার ও আড্ডা - ভাল লাগার একটি দিন

তখন বাজে দুপুর ২টা, ইফতারস্থলে গিয়ে জানিয়ে আসতে হবে কতজন আমরা ইফতার করব! কনফার্ম করে আসতে হবে! বের হব, তখন দেখি বাইরে জোর বৃষ্টি হচ্ছে! বের হওয়া পসিবল না কোন ভাবেই! বসে অপেক্ষা করছি বৃষ্টি কমার! কমছেনা, তো চিন্তা করলাম এখন আর না যাই, ৪টার দিকে একবারে গিয়ে সবার যায়গা আমি একাই দখল করে বসে পড়ব!

তার কিছুটাইম পড়েই কনা আপার ফোন, কইলো যে, আমি অফিস থেকে বের হব ৪টায়, তুই আমার সাথে চল! আমিও রাজি হয়ে পড়লাম! কথামত ৪টায় বের হইলাম! এটিএম থেকে টাকা তুলে কনা আপার গাড়ি করে রওনা দিলাম ক্যাপ্টেনস ওয়ার্ল্ড-এর পথে! ১৫মিনিটের মধ্যে পৌঁছে যাই আমরা! সবার প্রথম আমি আর কনা আপায় হাজির হই ক্যাপ্টেনস ওয়ার্ল্ড-এ! গিয়ে কাজ শুরু, সবার জন্য ইফতার অর্ডার করা লাগবে এবং বসার যায়গা রিজার্ভ করতে হবে!

যারা খাবার পরিবেশন করেন তাদের সাথে কথা শুরু করতেই এক বিপদ! প্যাকেট ইফতার শেষ হয়ে গেছে যেইটা আমাদের নেয়ার কথা ছিল! দেরী করে আসায় অর্ডার নিতে পারছেনা ক্যাপ্টেনস ওয়ার্ল্ড! মহা চিন্তা! এখন পোলাপানরে খাওয়ামু কি? সাথে সাথে আমি আর কনা আপা ঠিক করলাম, আলাদা আলাদা করে ইফতার আইটেম কিনে ওইগুলাই সারভ করা হবে! চিন্তামত কাজ শুরু! নিচে নেমে ইফতার আইটেম দেখা শুরু! এতো আরেক ঝামেলা, ইফতার আইটেমের মহাসমুদ্র! কোনটা রেখে কোনটা কিনবো? কোনটা ভাল হবে, কিছুই তো বুঝতেছিনা! যাই হউক, কিনতে তো হবে, নাহলে তো আমার পোলাপান গুলা না খেয়ে মরবে!

কিছু কিছু আইটেম কেনা শুরু করলাম! কনা আপা নামায শেষ করে আমার সাথে জয়েন করলেন! একটু সাহস বাড়ল! মোটামোটি বেশ কয়েক ধরনের ইফতার আইটেম কেনা হয়ে গেছে! তারমধ্যে টুটুল ভাইয়ের ফোন, উনি চলে আসলেন! উনিও কিছু আইটেম সিলেক্ট করার সহায়তা করলেন! তো মোটামোটি সব কিছুই কেনা হয়ে গেছে আমাদের এইবার সব কিছু নিয়ে অপরে চলে আসলাম!

আমাদের ইফতার মেন্যুঃ ফ্রাইড চিকেন, চিকেন নাগেটস, পাটিসাপটা পিঠা, টুনা টোস্ট, চিকেন পরটা, জিলাপী, বেগুনী, ছোলা আর খাবার পানি!

আমার কাছে মনে হয়েছে ইফতার মেন্যুটা ভালই হয়েছে শেষমেশ! ফিক্সড মেন্যু থেকে আমাদের টাই ভাল হয়েছে! খাবার পরিবেশকদের কাছে দিয়ে দিলাম কেনা সব ইফতার আইটেম গুলো! এইবার অপেক্ষা শুরু কখন পোলাপান গুলা আসবে! একজন একজন করে আসা শুরু! কনা আপা, টুটুল ভাই আর আমি বসে আড্ডাবাজী করছি অমন অবস্থায় একটি অপরিচিত ফোন, "রনি ভাই, আমি বিষন্ন বাউন্ডুলে".।সাথে সাথে চিনে ফেললাম ব্লগার বন্ধুটাকে! বললাম আমরা দোতলায় আছি, চলে আসেন! ছোট একটা ছেলে, হাসি মুখ নিয়ে এসেই হাতটা মিলিয়ে নিলো, লাগলো অনেকদিনের চেনা!

কিছুক্ষন গল্প করতে করতে চলে আসলেন, হাসি একটা মুখ নিয়ে জয়ীতাপু! অনেকদিন পরে দেখা ইনার সাথে! গল্প কন্টিনিউ! এর ফাকেই চলে আসলেন সাঈদ ভাই আর মুরাদ ভাই! ততক্ষনে প্রায় ইফতারের সময় হয়ে আসছে! আমি উঠে গেলাম ইফতার কিভাবে সারভ করা হচ্ছে দেখতে! গিয়েই দেখলাম আমাদের একটা আইটেম জিলাপী নিচে থেকে আনাই হয়নাই! তো নিচে গিয়ে খোজ করতেই জানলাম যে হ্যা, নেয়ার সময় আমরাই রেখে গিয়েছিলাম! ওইদিকে ফ্রাইড চিকেন আর বেগুনী কিছু কম আনা হয়েছিল, তো ওইগুলাও আনা হইল! ততক্ষনে মেজবাহ ভাই, বাবু ভাই হাজির!

জন প্রতি চাঁদা ধরা হয়েছিল ২৫০টাকা তো ইফতারে আলাদা আলাদা আইটেম কেনার কারনে, আমার হিসাবে কিছু টাকা বেঁচে যাচ্ছিলো! তো টুটুল ভাই আর মেজবাহ ভাইকে বললাম ব্যাপার্টা! উনারা বললেন তাহলে অন্য একটা আইটেম কিনে নিয়ে আসি! নামতেই দেখি আশিক ভাই ধুকছেন ক্যাপ্টেনস ওয়ার্ল্ড-এ! আমাকে দেখতেই উনার কি হইল বুঝলাম না! কিছু ঝারি শুনতে হইল তার মুখ থেকে! মানুষ জন কৈ! ইফতার আয়োজন ঠিক মতন করতে পারোস না! এইরম যায়গায় কেউ ইফতার করে, এমন অনেক বকা-ঝকা! তো যা বলছিলাম, কথামত নিচে গিয়ে চিকেন পরটা কেনা হইল! পুরো টাকাটাই মেজবাহ ভাই দিলেন এবং উনার চাঁদা থেকে কিছু বেশি টাকাই এইখানে দিতে হইসে!

ওপরে গিয়ে দেখি পোলাপান আড্ডায় ব্যস্ত! এইদিকে ইফতার সাজানো হয়ে গেছে! সময় আর বেশি বাকি নেই! তবে ইফতার অনুষ্ঠানে আসার তালিকায় থাকা বেশ কয়েকজন বন্ধু এখনো আসেননি! অপেক্ষা চলছে তাদের! এর মধ্যে ইভান ভাই ও রাব্বী ভাই চলে আসলেন! তার কিছু পরে শুভ ভাই আর রুনা আপা কে উপস্থিত হতে দেখা যায়! তারো কিছু পরে আনিকা ও তার দুই বন্ধু ইফতারস্থলে আসে! সবার শেষে আমাদের বিশেষ অতিথি মৌসুম আপু ও মাসুম ভাই আসেন! আর ইনারা এসেই ঝামেলা লাগাইসেন Crazy যতজনের জন্য ইফতার আয়োজন করা হয় , এখন মানুষ হয়ে গেছে তার থেকে বেশি Shock শেষ মুহূর্তে এখন ইফতার অর্ডার করি কেম্নে? তো আর কি করার! আমার কপালে আর আমারই চয়েজ করা ইফতার আইটেম গুলা খাওয়া হবেনা বলে খুব মন খারাপ হইল!

তো ক্যাপ্টেনস ওয়ার্ল্ড থেকে রেগুলার একটি মেন্যু নিয়ে আমি আর আনিকা ইফতার করতে বসলাম! তার কিছু টাইম পরে দেখি টুটুল ভাই একটা প্ল্যাটে করে, এত্ত গুলা ইফতার নিয়ে হাজির, আমার আর আনিকার জন্য! আহ! ভাল্লাগ্লো এইবার! সবগুলা আইটেম খেয়ে দেখার সুযোগটা তো জুটলো! এইবার হিসাব করলে কিন্তু, আমিই সবার থেকে বেশি ইফতার করসি Big smile সব থেকে মজার ছিল, পাটিসাপটা পিঠাটা!

তারপর আর বেশিক্ষন বসা হয়নি কারই! একটু আড্ডাবাজি করেই উঠে পড়তে হইল সবাইকে! এর মাঝেই আমি আমার চান্দাবাজি টা করে নিলাম!

অল্প সময়ের জন্যই হয়ত পরিচিত এই মুখ গুলার সাথে ছিলাম আজকে, তো কি হইসে? এই ব্যস্ততার মাঝে এই সময়টুকুই অনেক মনে হয়! আজকের এই ইফতার ও আড্ডার রেশ হয়ত আমাদের মাঝে বেশ কিছুদিন রয়ে যাবে! সৃতির পাতায় আরো একটা সুন্দর দিন যোগ হইল! এটাই বা কম কিসের?

পুরো সময়টা জুড়ে পোলাপান গুলা আড্ডাতে ব্যস্ত ছিল যার একটুও আমি আমার এই পোস্টে বললাম না! কারন, ওই আড্ডার কথা গুলো এইখানে তুলে দেয়া সম্ভব নয়! ওই মজাটুকু বলে বোঝানো সম্ভব নয়! যারা মিস করেছেন, আশা করি এরপরে আর করবেন না Crazy

ইফতার অনুষ্ঠানে কিছু ভুল-ভ্রান্তি হয়ত ছিল যার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি! ভবিষ্যতে এবি'র আরো অনুষ্ঠান হবে যেখানে চেষ্টা করব আজকের ভুল গুলো ঠিক করে নিতে!

ইফতার অনুষ্ঠানে বেশ কয়েকজন ছবিওয়ালা যোগ দিলেও তাদের হাতে কোন ক্যামেরা টাইপ বস্তু দেখা যায়নি! যেইটা একটু অবাক লাগসে আমার কাছে! আশিক ভাই, তার "আপেল" দিয়ে কিছু ছবি তুলেছেন যা এতক্ষনে ব্লগে ও ফেইসবুকে চলে এসেছে! আনিকার ক্যামেরায় কিছু ছবি তোলা হয়েছে যা আমি এখনই হাতে পাইনি.।পাওয়া মাত্র ছবি গুলো এই পোস্টের সাথে তুলে দেয়া হবে!

শেষে ধন্যবাদ দিতে চাই, তাদের যারা শত ব্যস্ততা ফেলেও এবি'র ইফতারে উপস্থিত হয়েছেন তাদেরকে! আপনাদের ছাড়া আসলেই সুন্দর কিছু সম্ভব নয়! আপনাদের ছাড়া আসলেই সুন্দর কিছু মুহূর্ত তৈরি করা সম্ভব নয়!

আড্ডা নিয়ে অনেকদিন কিছু লিখা হয়নাই! তো আজকে অনেকদিন পরে লিখলাম এবং একটানে! বোর হবেন না আশা করি! হইলে কিছু করার নাই! আমিতো আর লেখক না Wink

পোস্টটি ২৫ জন ব্লগার পছন্দ করেছেন

আশিক মাসুদ's picture


পাঙ্খা হয়ছে Laughing out loud তই কেন আমি ঝারি দিসি চাইপ্পা গেলি ক্যান?? Stare নেক্সট দিন তোর কপালে খারাপি আছে। কারন আমার আরও কিছু মনে পইড়া গেছে Stare

রন's picture


কুনো দুষ করিনাই! আমি হইলাম ধোয়া তুলসি পাতা, আমারে ঝারবেন কেন? এম্নে কইলে তো এরপর আর কিছুই এরাঞ্জ করুম না! Crazy

রন's picture


আইচ্ছা, আপ্নে ইফতার আড্ডায় আইলেন, ইফতার ওয়ালাদের নিয়া গল্প করলেন বাট ইফতার করলেন না আমগো লগে! এইরম করলেন কেহ? সবাই কিন্তু দেখসেহ!

জেবীন's picture


আশিকের কোন টেকনিক্যাল প্রবলেম ছিলো কি, যার জন্যে ইফতার করে নাই? Wink

রায়েহাত শুভ's picture


হা হা হা
আশিকের পুরা সর্বনাশের মাথায় বাড়ি দিয়া দিলা মাইর

আশিক মাসুদ's picture


ব্যাপার না Wink

আশিক মাসুদ's picture


হয়। আপ্নে আসলেন না। সেই শোকে না খাইয়া থাকলাম। Tongue কিন্তু আপ্নে আইলেন না কেন? কি এমন সিরিকাস ব্যাপার ঘটলো?? ছেলে দেখতে আসছিল নাকি?? Wink

রাসেল আশরাফ's picture


আশিক কাদের সাথে ইফতারী করছে? জাতি জানতে চায়?

আশিক মাসুদ's picture


aB'র সাথেই করেছি। বাইরে খাই কম Smile ইফতার ইটেম গুলা বাইরের গুলা ভাল হয় না। তাই চেস্টা করি এড়িয়ে যেতে। ভজাদার দের এত খেলে হয়?? Tongue

১০

আশিক মাসুদ's picture


হুম। তোর টাকা বাঁচায় দিলাম আর কি Wink

১১

জ্যোতি's picture


চাপা পিটাইতে পিটাইতেই আশিকের টাইম শেষ, খাইব কখন?

১২

আশিক মাসুদ's picture


হয়। আমি সব কিছুতে বস Wink

১৩

রায়েহাত শুভ's picture


এত্ত অর্গানাইজড ইফতার (টুটুল ভাইয়ের ভাষায় ইফাতার) আয়োজনের জন্যে আপ্নেরে আগে মাইকে ধইন্যা...

আমি ৪.১০ থেকে ৫.৫০ পর্যন্ত সময়ে স্টাফ্রোড থিকা ফ্লাইওভার আসছি Sad নৈলে আরো বেশী টাইম আড্ডাইতে পার্তাম Sad

১৪

রন's picture


কি হইসে জানিনা! তবে আমি আমার টাইমটা আপনাদের সাথে এঞ্জয় করেছি! আর ধন্যবাদ আসলে আপনাদের কেই দিতে হয়, কারন আপনাদের উপস্থিতি গুলাই ইফতার আয়োজনটারে প্রানবন্ত করে তুলেছে!

১৫

রায়েহাত শুভ's picture


ওরে বাপ্রেহ!!! কি ফর্মালিটি Confused

১৬

মীর's picture


আপনের মঙ্গল পান্ডে লুকটা ভালৈসে শুভ ভাই।

১৭

রায়েহাত শুভ's picture


মঙ্গল পান্ডে না জঙ্গল পান্ডে?
মাতৃ দেবী ভয়াবহ হারে তাড়াইতেছে, সভ্য হওনের লাইগা Laughing out loud

১৮

রন's picture


আমার কাছেও জঙ্গল পান্ডেই লাগসে তবে ভাল্লাগসে! আলাদা একটা ভাব আছে, লুকটায়! ইশ! বড় হয়ে এমন একটা লুক নিতে পারতাম!

১৯

রায়েহাত শুভ's picture


লৈয়েন্না ম্যান এরাম লুক লৈয়েন্না। নগদে আমার মতো ফ্রেন্ডজোন্ড হইয়া যাইবেন Tongue

২০

মীর's picture


সুন্দর লিখেছেন। অনেক চমৎকার যা ভাষায় বর্ণনা করা যায় না।

২১

রন's picture


ধন্যবাদ মীর ভাই! বাট আইলেন না কেনু? আড্ডার মজা কমানোর অধিকার আপ্নেরে কে দিসে?

২২

মীর's picture


আশরাফুল ইনসান Smile

২৩

একজন মায়াবতী's picture


বোর তো হই নাই, দুধের স্বাদ ঘোলে মিটানোর মত লাগসে Smile

২৪

রন's picture


মায়াবতী, এরমানে আপনি আপুই হবেন! তোহ, আসলেন না কেনো ইফতারে? আপনার কারনে ১০০% মজা করতে পারলাম না!

২৫

জ্যোতি's picture


যাক্। রনির আরেকটা পোস্ট পাওয়া গেলো। এই ছেলেটা এত্ত ভালো লেখে তাও লিখে না । বদ। আপনি যে এত্ত কষ্ট করলেন তাই আপনাকে অনেক অনেক-------অনেক ধইন্যা। বারবার এমন আয়োজন কইরেন।:) কণা আপুকেও অনেক ধইন্যা।

২৬

রন's picture


জী থ্যাঙ্কু! তবে ধন্যবাদ আপনাকেও, আড্ডায় আপনার সরব উপস্থিতির মাধ্যমে পোলাপান গুলারে মাতিয়ে রাখার জন্য!

২৭

জ্যোতি's picture


বড় হইলে আপনি আসলেও মেসবাহ ভাই হবেন। তবে আপনি আরেক্টু লক্ষী, ঝাড়ি দেন না Big smile । এমন আয়োজন বারবার হোক। এমন ভালো বারবার লিখেন।
আমার কারণে যদি কখনো আড্ডা থেকে ফ্রি খাওয়াইয়া বাইর কইরা দেয় তাইলে দোষ দিয়েন না। বিমা সেদিনও বলছে, যদি খাবার অর্ডার না করি তাইলেও বসতে দিতে পারে তবে তুমি হাসতে শুরু করলে আর বসতে নাও দিতে পারে । ভয়ে আমি চুপ করে থাকলাম মোটামুটি। Sad

২৮

জেবীন's picture


সবার থেকেই শুনতাম, ভালো অরগানাইজার তুমি, মানে বড় হইলে মেসবাহভাইর মতোন হইবা সিওর, এখন দেখি দারুন করে লেখাও শুরু করে দিসো! Smile
পোষ্ট পড়তে ভালা লাগছে

আর খাবার কেন কম পড়বো, তার মানে কি আমার ভাগেরটা অর্ডার করো নাই! Sad( এম্নে আমাকে ভুলিয়া গেলে!

২৯

রন's picture


একটু বেশিই কয়ে ফেলসে তইলে! বড় হয়ে মেজবাহ ভাই হইতে পারলেও অনেক কিছু হওয়া হয়ে যাবে! চেষ্টা করুম অবশ্যই!

৩০

জুলিয়ান সিদ্দিকী's picture


এইটাও ছবি ছাড়া পুশ।

৩১

রন's picture


আসিতেছে কিছু ছবি! তবে আপনাদের তো ছবি দেখানো উচিৎই না! আইলেন না কেনু Stare

৩২

আরাফাত শান্ত's picture


কালকে থেকে ভাবছিলাম যাব না। বিকেলে ভাবলাম রওনা দেই সেই জন্যে সিএঞ্জি খুজলাম পাইলাম না তাই আর গেলাম না। নিয়তে গোলমাল থাকলে যা হয়!

৩৩

রন's picture


বিষন্ন বাউন্ডুলে আর আমি আপ্নের কথা বলতেসিলাম এবং আশা করতেসিলাম চলে আসবেন, বাট গুরে বালি ফেলাইসেন Crazy

৩৪

মীর's picture


রনি ভাই লেখেনও ভালো, কমেন্টাকমেন্টি করেনও ভালো। বাহ!

৩৫

রন's picture


Tongue

৩৬

তানবীরা's picture


যারা আসে নাই তারা আসলেই মিস করলো Puzzled

৩৭

রন's picture


জী আপু! আপনাকেও আমরা মিস করসি!

৩৮

তানবীরা's picture


ঝুট বোলে কাউকা কাটে, কালে কাউয়া সে ডারিয়ো ......। Sad(

৩৯

রাসেল আশরাফ's picture


দেশে গিয়ে একটা ইফতার পার্টি খেতে চাই Glasses

৪০

রন's picture


খালি ইফতার পার্টি খাইতে চান? তইলে তো মজা নাই! ইফতার পার্টি তা অবশ্যই এবির হইতে হবে, বুঝসেন না?

৪১

উচ্ছল's picture


কপাল খারাপ তাই যাইতে পারলাম না..... Sad

৪২

রন's picture


আফসোস Sad

৪৩

সাঈদ's picture


রনি অনেক কষ্ট করছে। ১ পোয়া ধইন্যা পাতা

৪৪

রন's picture


আইচ্ছা Party

৪৫

নিভৃত স্বপ্নচারী's picture


আগে থেকে সেট করা ফ্যামিলি প্রোগ্রাম থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারলাম না। সবাই খুব এঞ্জয় করেছেন দেখে ভাল লাগলো। নেক্সট টাইম ইনশাল্লাহ।

৪৬

রন's picture


ইনশাল্লাহ দেখা হবে Smile

৪৭

মেসবাহ য়াযাদ's picture


রনি, ভালো করছো- যা করছো... দোষ ত্রুটি মাফ কৈরা দিলাম Wink

৪৮

রন's picture


মেসবাহ ভাই কইসে যা করসি ভাল করসি, আর কি লাগে! আহ! জীবন টাই সার্থক Party

৪৯

সাবেকা's picture


ছবি চাই, ছবি Smile

৫০

রন's picture


এইখানে বেশ কিছু ছবি পাওয়া যাবেঃ
https://www.facebook.com/groups/133105780086000/

৫১

মনজুর আনাম's picture


আমি কিছুই জানিনা , আমাকে জানানো হয় নাই Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রন's picture

নিজের সম্পর্কে

কি কমু?