কী যে করি....
আজ কয়েকদিন থেকে বেশ ঝামেলায় আছি। দুপুরের পর কম্পুতে বসে কাজ করার সময় এ সমস্যাটা প্রকট হয়ে দেখা দেয়। ইদানীং ব্যাচেলর লাইফ কাটাচ্ছি বলে রাত জেগে টিভি দেখে ঘুমাতে যাই ২/৩ টার পর। সিগারেট পোড়াচ্ছি দ্বিগুন হারে। রাতে বাসায় ফিরে নিজে রান্না করে খাই।
তো, যা বলছিলাম- দুপুরের পর প্রচন্ড রকোম ঘুম আসে
আমার। চেয়ার ছেড়ে হেঁটে আসি। বাইরে যেয়ে সিগারেট ধরাই।
আবার এসে চেয়ারে বসি। চোখ ফেটে ঘুম অাসে। এক সময় চেয়ারে হেলান দিয়ে, কখনো টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। ৫/৭ মিনিটের বেশি পারিনা। কলিগরা জাগিয়ে দেয়। কেউ কেউ টিপ্পনী কাটে । কী যে করি.... বুঝতেছিনা....!!!
রাত্রে টিভি না দেইখা ঘুমায়া পড়েন, তাইলেই তো ল্যাঠা চুকে যায়।
নাকি রাত্রে টিভি দেখার পাশাপাশি ব্যাচেলর লাইফ এনজয় করতাছেন ?
রাইতে তাড়াতাড়ি ঘুম অাসেনারে ভাই। পোলা অার তার মায়ে বাড়িত নাইতো ! একা একা লাগে....
আমার তো একা একাই বেশী ঘুম আসে! :)
আমারো একা একা ঘুম আসে কিন্তু একা ঘরে না
এঁ? এক্কাম করেন। কয়দিন ছুট্টি লইয়া বিছানায় টানা দেন। এই ফাঁকে কয়েকদিনের স্বাধীন জীবন উপভোগ। হেহেহে
এখন ছুটি কেমনে লমু ? ৩০ তারিখ থেইকা ছুটিতে সুন্দরবন যাইতেছি যে...
ওররে মজারে......
দা-----রু-----ন মজা....
আহারে! কি সুখের জীবন!!!!
সুখের জীবন......
বুঝছি আপনার অবচেতন মন ব্যাচেলর লাইফের অবসান চাচ্ছে।
সমজদারকে লিয়ে ইশারাই কাফি...
মানুষের সুখই সুখ
মানুষের সুখই সুখ...
মন্তব্য করুন