আমের গপ্পো
চাঁপাই থেকে কিছু আম আনালাম। ল্যাংড়া আর গোপালভোগ। বাসায় লোকবল ৪ জন। বড় পুত্র ক্ষাণিকটা আম পছন্দ করে। সমুদ্দুর একদমই না। মোবাইলে গেম খেলতে দেবো বললে এক পিস খায়। মুখের ভাব দেখে মনে হয়-তিতা ওষুধ খাচ্ছে।
কিন্তু আমের প্যাকেট খুলেতো মেজাজ খারাপ আমার। আমের জাত ঠিকাছে। মাগার সব আম ছোটো। যে পাঠালো তাকে জানালাম। সে স্যরি টরি বলে একাকার। পারলে পা ধরে ক্ষমা চায়। লাভ কী ?
গতকাল এসএ পরিবহন থেকে ফোন করলো। আমার নামে এক খাঁচি আম এসেছে। কোত্থেকে, জানতে চাইলাম। বললো, চাঁপাই থেকে। ওই বেটা আবার আম পাঠাইছে। গেলাম। আমের খাঁচি নিলাম।
বাসায় গিয়ে খুলে দেখলাম, এবারের আম মোটামুটি বড়। ওই লোককে ফোন করলাম। আবার কেনো আম পাঠাইছে, জানার জন্য। বেটা বলে কী, স্যার, আগের আম ছোট পড়ছে। আমি লজ্জিত। তাই আপনের জন্য আবার আম পাঠাইলাম। কত কেজি ? দাম কত ?
কী যে কন স্যার, বেটা দাঁত বের করে হাসছে (দিব্য চোখে দেখতে পারছি আমি)... বললো, এইটা আমার তরফ থেকে আপনাদের জন্য গিফট। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না...
ইউনিসেফের একটা কাজে একবার চাপাই গিয়েছিলাম। ওইখানকার মানুষের জীবনের একটা বড় অংশ জুড়ে আছে আম। এটা নিয়ে একটা লেখা দাঁড় করানোর ইচ্ছা ছিল। পরে আর হয়ে ওঠে নি।
যাহোক, বাসায় যেহেতু আম খাওয়ার লোক নাই, একটা ব্লগ আড্ডা ডেকে আমগুলোর গতি করতে পারেন মেসবাহ ভাই
কাগো খাওয়ামু ? আপনি বা ভাতিজা রাসেল দেশে থাকলে বা গৌতমদা ঢাকায় থাকলে একটা কথা ছিলো। এইসব বলগারদের খাওয়াইয়া লাভ আছে ? এরা বলক মোটা তাজা করণের জন্য গ্রুপ থ্রেট খুইল্যা সেখানে দেদারসে আড্ডা দিতাছে। মাগার কেউ পোস্ট দেয় না, কমেন্টস করে না, লগ ইন করে না ব্লগে... আমিও আর আগামী ৬ মাস ১৪ দিন বএবিতে কোনো পোস্ট দিমু না বইলা সিদ্ধান্ত নিছি...
নো ব্রো, ইটস্ নট আ গুড আইডিয়া। সবাই আসবে, হয়তো এখন নানা কারণে ব্যাস্ত- তাই পারতেছে না।
আর এট লীস্ট আমি তো আছি। এটাই কি যথেষ্ট না
আম খাইনা ছয় বছর!! আমের সময়টা আইলেই মনটা উদাস হয়।
আহা ল্যাবএইডের সেই খিচুরী। এখনো মুখে লেগে আছে
তুমি নাই, আমিও নাই। খালি আছে খিচুড়ি...
চলেন, রোজায় একদিন ইফতারে খিচুড়ী খাই ল্যাবএইড-এ। খাওয়া দাওয়ার রুচি আজকাল ব্যাপক বাড়ছে।
একলাই খাওতো ? নাকী জ্বীন-ভূত আছে !
৬ মাস ১৪ দিন ক্যান?!
মানে পুরা ২০১৫ সাল (যার মধ্যে বাকী আছে এই কয় দিন)
ফ্রি আম পেয়েও খেতে ডাকলেন না!!এরম দাদাভাই চেয়েছিলাম!!
আম খাওয়া ভালু না। আম খেলে ২ টা সমস্যা হয়। সুগার বাড়ে। আর ঘুম বেশি হয়। ঘুম বেশি হওয়া সমস্যা না, সমস্যা হােলো- বেশি ঘুমালে স্বাস্থ আরো ভালো হবে... তখন কী হইবেক বলো ??
মন্তব্য করুন