চোখ বুঁজিলেই দুনিয়া আঁধার
পথিক, তুমি কি পথ হারাইছো ?
না, আমি হারাইছি দিশা।
তাবৎ সমস্যার মাঝে বসতি আমার।
কোনোভাবেই টিউনিং হচ্ছে না। চেষ্টার কোনো কমতি নেই।
যে, যার মতো করে চলছে। যা খুশি করছে। কেউ কোনো সিস্টেমের মধ্যে থাকতে চাচ্ছে না। শুধু বিদ্যুৎ বা গ্যাস খাতে নয়। জীবনের পরতে পরতে সিস্টেম লস।
এই জীবনের যা কিছু অর্জণ, সবই কি তাহলে ভুল ?
চাওয়া আর সাধ্যের মাঝে কেনো এত্ত ফারাক।
কেনো এই মিছে ভুল বোঝাবুঝি।
চোখ মুদলেইতো জাগতিক সব কিছুর পরিসমাপ্তি।
আর একদিনতো চোখ মুদতেই হবে। সবাইকে।
এ থেকে কারো নিস্তার নেই।
ভাই আপনের লেখায় তো আগে এমন বিষাদের সুর থাকতো না। ইদানিং প্রায়ই এ ধরনের সুর পাচ্ছি। কেন?
আমি বিষাদে আছি, তাই...
বিষাদ ঝেড়ে ফেলেন বড়ভাই। যা হবার হবে, অতো ভেবে কি লাভ? আমরা পৃথিবীতে এসেছি শুধুই নিজের সর্বোচ্চ চেষ্টাটা করে যাবার জন্য, তাই নয় কি?
হ, বিষাদ ঝাড়ু দিযা দিয়া বাড়ি দিয়া তাড়ান
মন্তব্য করুন