চলতে চলতে
কোথাও কোন শব্দ হবে না, চারপাশের হৈ চৈ ছাপিয়ে যাবে, ট্রেনের কু ঝিক ঝিক শব্দ। কেবিন পাইনি তো কি হয়েছে, একটা সিট জানালার পাশে হলে ই হয়, তার পাশে ই আরেকটা সিট।
জানালা কিন্তু তোমার জন্য না, আমার পাশে ই তুমি থাকবে, বই এ নিমগ্ন। চলতে চলতে পড়তে যে আমার বারণ। কত কি হারিয়ে যায় চোখের পলকে। সব অদেখা থেকে যায়। নিজের চোখে দেখার সুযোগ কি আর হেলায় ছেড়ে দেয়া যায়?
চির আগোছাল চুল নাকে মুখে ঝাপটা দিয়ে বিরক্ত করবে
অনিচ্ছাকৃত
মাঝে দুই কাপ চা, আর ট্রেনের সেই কাটলেট এর অর্ডার শুনে
এই প্রথম মুখ তুলে একটুকরো হাসি। খট খটে এই কাটলেট এ যে কি পাও, সব ই এই গল্প উপন্যাসের দোষ। তারা তো আর কাটলেট এর বর্ণনা দেয় না। উপন্যাসের নায়ক ট্রেন এ কাটলেট খেত
তোমাকে ও খেতে হবে। ট্রেনের ভিতর, বাহির, নানা রকম স্টেশন। দেখতে সব ই এক কিন্তু কোনটাই এক বর্ণা নয়। সবুজ ও হরেক রকম। এখন ও জানি না এই ট্রেন কোথায় যাচ্ছে, আমরা ই বা কেন যাচ্ছি।
এমনি এক স্টেশন এ নেমে যাবে আমাকে কিছু না বলে ই। গিয়ে একটা সিগারেট। আমার তঠস্থ উঁকি ঝুকি। হারিয়ে যাবার ভয় নেই কারো ই। একা চলার ভয়।
খুব সুন্দর...
মন্তব্য করুন