ডাউনলোড করুন নতুন অভ্র কিবোর্ড ৪.৫.৩
বিজয় কিবোর্ড লেআউট (ইউনিজয়) বিহীন নতুন অভ্র কিবোর্ড ভার্সান ৪.৫.৩ ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে -
গত ৪ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় মোস্তাফা জব্বারের একটি লেখায় অভ্রকে পাইরেটেড বলা হয়। এর পরই বাংলা ব্লগসাইটগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে। অভ্র সফটওয়্যারে ইউনিবিজয় কি-বোর্ড থাকার কারণে বিজয় কি-বোর্ড লে-আউটের কপিরাইট ও প্যাটেন্ট স্বত্ব লঙ্ঘন হয় - ২৫ এপ্রিল কপিরাইট অফিসে এ অভিযোগ আনেন মোস্তাফা জব্বার। এরপর কপিরাইট অফিস মেহদী হাসান খানকে এর কারণ দর্শানোর জন্য চিঠি দেয়। এর জবাবও দেন তিনি। অবশেষে দুই পক্ষের মধ্যে সমঝোতার ফলে এই জটিলতার পরিসমাপ্তি ঘটল - প্রথম আলো থেকে
গত ২১শে অগাষ্ট ২০১০ অভ্র কিবোর্ড ভার্সান ৪.৫.৩ রিলিজ হয়েছে। নতুন ভার্সানে বিজয় কিবোর্ড লেআউটটি বাদ দেয়া প্রসঙ্গে অমিক্রন ল্যাব বলেছে "অভ্রর পোর্টেবল এডিশনে অসাবধানতা বসত ইউনিজয় কিবোর্ড লেআউটটি সন্নিবেশিত হয়েছিল, যা এই ভার্সান (৪.৫.৩) থেকে সরিয়ে নেয়া হয়েছে"।
ব্যাবহারকারীরা অন্যান্য অভ্র ভার্সানের মত এই ভার্সানটিও একইভাবে ব্যাবহার করতে পারবেন। যারা আভ্রতে ইউনিজয় লেআউটে লেখেন, তারা আগের ভার্সানেই থাকতে পারেন, অথবা অভ্র ফনেটিকে লেখা রপ্ত করে নিন। অভ্র ফনেটিক অন্তত বিজয় লেআউটে লেখার চাইতে অনেক সহজ।
অর্থলোভী জব্বার কাগুর জন্য আমার একটাই কথা বলার আছে - "দৌড়াইয়া দূরে গিয়া মর ..."
অভ্রর নতুন ভার্সানে ইউনিজয় বাদ দেয়ায় যেন এপেন্ডিক্স কাটার আনন্দ পাইলাম অমিক্রনল্যাব ও মেহদি হাসানকে অভিনন্দন।
ভাষা হোক উন্মুক্ত -
সুত্রঃ
অমিক্রনল্যাব ও প্রথমাআলো
আহ্হারে বাদ দিয়া দিলো?
ইউনিজয় দিয়ে দ্রুতগতির বাংলা টাইপিংয়ে অভ্যস্ত হইছিলাম, তাই একটু মায়া কাজ করে। বিজয় শিখছিলাম বইয়ের জন্য, যদিও ব্যবহার করি অপনাবাংলা। আমার মেয়ের নামে কিনা
টম কিরামাছেন? বাবুটা নতুন কী দুষ্টামি করলো?
ভালু আছি আন্টি আপনি কেমন আছেন? বাবুটা? ফেসবুকে আদিত্যর নতুন কিছু ভিডু আছে, ব্লগ লেখার মত সময় পাইনা আর, তাই দেয়াও হয়না। গত মাসখানেক পর আজকে একদিন ছুটি কাটাইলাম, তাও একটা কাজ না হওয়ায় বাইচা গেছি। নার্নারে অনেক মিস্ করি আর আগের সেই সময় গুলারেও
ভালু থাইকেন
নার্নারে = আপনারে
"আমরা বন্ধু" তে শুধু নতুন লেখাই প্রকাশিত হবে। পুরনো লেখা রিপোস্ট করা যাবে না। অন্য কোনো কম্যুনিটি ব্লগে প্রকাশিত লেখা এবিতে প্রকাশ নিষিদ্ধ। এবিতে প্রকাশিত কোন লেখা ৪৮ ঘন্টার মধ্যে অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত ব্লগ এবং পত্রিকা এই নিয়মের আওতার বাইরে।
--------------------------------------------------------------------
ভাইয়া মডারেটর আইসা ডিলিট দেওয়ার আগে পোস্ট সরান
@দিদি, সব সময় মডুদের ভয় পাইলে চলবে? ক্রিয়েটিভ পোস্ট প্যারালালি দেওয়া মানা, কিন্তু, জনসচেতনতা পোস্ট প্যারালালি দেওয়া যাইতে পারে এবং দেওয়াটা মনে হয় উচিতও।
এইটা মডুরা বুঝবে আশা করি।
@চাচাজি, আপনে আবার পোস্টটা প্রথম পাতায় নিয়ে আসেন। দরকারি ব্যাপার। শেয়ার করা প্রয়োজন।
@ মুক্ত বয়ান ,
নাহ , ভয়ের ব্যাপার না । জয় ভাই মনে হয় নীতিমালা না জেনে পোস্ট টা দিয়েছিলেন , তাই । আমার ধারণা জয় ভাই পোস্ট সরান নি , সরালে উনি কমেন্ট এর জবাব দিতেন ।
আমি ব্যাক্তিগতভাবে "ডুয়েল পোস্টিং" করা যাবে না - সে সাহিত্য হোক বা টেকি কিংবা আর কিছু --- এই ব্যাপার টারই বিরুদ্ধে ( একেবারেই নিজের মত , তর্কে যেতে চাই না) । আমার ধারণা এতে কমিউনিটি ব্লগিং এর স্পিরিট নষ্ট হয় , প্রায় একসাথেই চালু হওয়া চতুর্মাত্রিক ব্লগ আমরা বন্ধুর চেয়ে বেশি জমজমাট , এর একটা কারণ আমার এই খাড়াও মনে হয় ।
যাই হোক , মডারেটর পোস্ট সরাচ্ছে জিনিসটা দেখতে ভালো লাগে না , তাই জয় ভাইকে সরাতে বলছিলাম ।
আমরা বন্ধু জম-জমাট না হওয়ার পেছনে কারণ ভিন্ন। ডুয়েল পোস্টিং নিরুৎসাহিত করেও এই ব্লগটা জম-জমাট হতে পারতো। এখন একটু ঝুলে যাবার পেছনে কারণটা আমার যেটা মনে হয়, নতুন ব্লগার তৈরিতে অনাগ্রহ। বিভিন্ন কমিউনিটি ব্লগের নানা অসংগতিগুলা দূর করে এটা তৈরিতে একটা ব্যাপার মাথায় খুব করে রাখা হয়েছে, "কাউকে কিছু বলতে অনুমতি দিয়ে, তার খারাপ কথার শাস্তি হিসেবে ব্লগ থেকে বের করে দেওয়ার চাইতে তাকে কিছু বলতে অনুমতি না দেওয়াই শ্রেয়।" তাই একটু খেয়াল করলেই দেখবেন, নতুন ব্লগার তেমন পাচ্ছেন না। যারা আসছেন, তারা অন্যান্য জায়গায় বিরক্ত হয়ে আগে থেকেই তৈরি ব্লগার আসছেন।
এই ক্ষেত্রে নতুন নীতিমালা আসবে হয়ত। অতিথি হিসেবে নতুন কাউকে লেখার সুযোগ দেওয়া হবে, তারপর তাকে বন্ধু হিসেবে বরণ করা হবে। তদ্দিন পর্যন্ত অতিথি বন্ধু বলেই হয়ত তার পরিচিতি থাকবে।
একটা সমস্যা যেটা, কিছু একটা করতে গেলেই সেটা কারো না কারো নকল হয়ে যাচ্ছে। কেননা, এই সমস্যাগুলো আগেও হয়েছে, এবং তার একটা সমাধানও কেউ না কেউ করেছে। তাই, কিছু ব্যাপার একটু দেরি হচ্ছে মনে হয়।
আর, আমরা যারা আছি, তারাও নিয়মিত পোস্ট করি না, নিয়মিত মন্তব্য করি না। আসি, পড়ি, চলে যাই, তাই দেখা যায়,
এই জন্যে আসলে আমরাই দায়ি।
আরেকটা কথা, আমার মনে হয় না, পোস্ট মডারেটর সরাইছে, তাইলে সেখানে মডারেটরের মন্তব্য থাক্তো। আমার ভুলও হইতে পারে।
@ মুক্ত বয়ান ,
একমত । সামনে সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে আশা করি ।
এইটা রিপোষ্ট ব্লগ না রে, এবির জন্য আলাদা করে দিছিলাম, ইনফরমেশন একই, কিন্তু ব্লগের বডি আলাদা, তবুও ....
আপনি সরাইছেন ভাইয়া ? না মডারেটর রা ?
আমি সবাই নাই
হুমম আমি আন্দাজ করছিলাম । অনলাইন হৈলে তো কমেন্ট এর উত্তর দেয়ার কথা ।
মজার ব্যাপার হইলো - তোর প্রথম কমেন্টটকে ফলো করেই পোষ্টটা সরানো হইছে তুই নিজেই মনে হয় পইড়া দেখিস নাই, পড়লে বুজতে পারতি যে কোট করা জায়গাগুলো বাদে বাকিটা আলাদা, আর কোট করা অংশতো একই থাকবে, তাই না?
( (
আমি তো কমেন্ট করছিলাম আপনি অনলাইনে থাকা অবস্থায় মনে হয়
মডারেটরের এইরকম পোস্ট সরানো উচিত না।
মন্তব্য করুন