তুমি এ কেমন হাল করেছ আমারে
গীতিকবিতা/ তুমি এ কেমন হাল
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
০৩/০৯/২০২১
তুমি এ কেমন হাল করেছ আমারে
নড়ি চড়ি ঘুরিফিরি
নড়ি চড়ি ঘুরিফিরি কুয়ারো ভিতরে।
এই কুয়োর মাঝে বসত করে
লোভ নামের এক সাপ
যতই যেতে চাই গো দুরে
ততই গিলে খায় করে অভিসম্পাত।
হিংসা অহংকার দিলটারে।
হিংসা অহংকার দিলটারে মোর খাচ্ছে কুড়ে কুড়ে
তুমি এ কেমন হাল করেছ আমারে।
নড়ি চড়ি ঘুরিফিরি
নড়ি চড়ি ঘুরিফিরি কুয়ারো ভিতরে।
আর করবো না পাপ ভালো হব
নিত্য শপথ করি
ক্ষনিকে আবার মন ঘুরে যায়
আবার পাপেই মরি
মরা বাঁচার দোলে চালে
মরা বাঁচার দোলে চালে
নৌকা আমার কখন যে এলো তীরে।
তুমি এ কেমন হাল করেছ আমারে
নড়ি চড়ি ঘুরিফিরি
নড়ি চড়ি ঘুরিফিরি কুয়ারো ভিতরে।
মন্তব্য করুন