কি হবে?
আমার বাসার কাজের মেয়েটা ক্লাশ ফাইভ পাশ। কাল একটা ঔষধের শিশি হাতে নিয়ে আমাকে বলছে --আপা এটা কোথায় রাখব।
আমি জিজ্ঞাসা করলাম---- কি এটা?
সে খুব স্বাভাবিক ভাবেই পড়তে শুরু করে দিল--হ্রসসই ভিটামিন।
------- হ্রসসই ভিটামিন? :।
সে আবার ও পড়ল এবং বলল -----হ্রসসই ভিটামিন।
হা হা করে হাসতে হাসতে আমার বিষম খাবার অবস্থা।
এটা হল " ই ভিটামিন। ই = রসসই , আঞ্চলিকতার টানে তা হয়ে গেছে হ্রসসই।
একদিন বাসায় একটুও তেল নেই রান্না করব। ঐ মেয়ের বাবাকে ডেকে তার হাতে একটি তীর সয়াবিন তেলের পাঁচ লিটারের খালি ক্যান দিয়ে বললাম এমন একটা পাঁচ লিটারের ক্যান নিয়ে আসেন। হাতে দিলাম ১০০০টাকার একটা নোট। সে গেল তো গেল একেবারেই চলিয়া গেল আর ফিরিয়া আসিল না। বাধ্য হয়ে আমি নিজে যেয়ে একলিটার তেল কিনে আনলাম।
রাত আটটা সারে আটটার দিকে তিনি ফিরলেন। তার হাতে দুইটি খালি ক্যান। আমাকে দেখিয়ে বলল---মা সারা সৈয়দপুর পার্বতীপুর খুঁজেও এই একটা ছাড়া পাই নাই। দাম নিছে ৫০টাকা।
আমার অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে সে বললো ---সত্যি মা আমি সব যায়গায় খুঁজছি খালি ক্যান নাই আর। সবাই ভরাটা বিক্রি করে আর বলছে বৃষধবার গেলে পাওয়া যাবে।
----আমি খালি ক্যান দিয়ে কি করবো?
----আপনেই তো বললেন পাঁচটা ক্যান আনতে!
----বাসায় খালি ক্যান আছে?
----আছে?
----কয়টা?
----গুনি নাই?
----যান গুনেন আর আপনের যে কয়টা লাগবে নিয়ে যান।
পরে মনে মনে হাসলাম। এই বুদ্ধির মানুষেরা নিজের বা দেশের কি উন্নতি করবে ?
হাহাহাহহা। সরল মানুষ।
সরল সোজা মানুষরা হয়তো নিজের জন্য কিছু করতে পারে না কিন্তু দেশের ক্ষতি করে না।
দেশের ক্ষতি করছে 'বুদ্ধিমান', "ইস্মাট" , "ছিক্ষিৎ" ভদ্রলোক, যারা নিজের জন্য অনেক কিছু করলেও দেশের জন্য তেমন কিছু করে না। আশে পাশেই তাকিয়ে দেখুন না !
ব্যাপক মজারু হৈছে।

এদের আসলে আয়োডিনের অভাব।
হা হা হা... ঝাক্কাস্্ ....
আমার কেন জানি মনে হয় এ মানুষগুলো আছে বলেই দেশটা এখনো রসাতলে যায়নি!
আমাদের বুদ্ধিমান মানুষগুলো আমাদের কাছ থেকে নিতেই জানে কেবল, দিতে জানে না কিছু।।
দেশ কী- এ বোধটাই হয়ত যে মানুষটার নেই সে আপনার টাকা ফিরিয়ে এনেছে, যতটুকু বুঝতে পেরেছে সেটুকুর উপর ভর করে দিনভর ঘুরে আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করেছে- 'বুদ্ধিমান' একজন যে এতা করবেই সে নিশ্চয়তা কি আছে?!
হা হা হা। ব্যপক। তবে এমন সরল মানুষেরা ই ভালো।
মানুষটা বেশী মাত্রায় সরল

তয় হসস্বই ভিটামিন মজা পাইলাম
সবই ঠিকাছে, ফানি পোস্ট, কিন্তু
এইটা ভাল লাগলনা। সহজ সরল অশিক্ষিত মানুষের কাছে দেশের উপকারের প্রত্যাশা করছেন কেন? দেশ যাদের জন্য এতকিছু করছে তারাই তো দেশের উপকার তো দূরে কথা, সুযোগ পেলে দেশের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে, এই গরীব লোককে দেশ কিছুই দেইনি, সে কেন উপকার করবে? অন্তত সে দেশের ক্ষতি করবেনা।
মজার পোষ্ট কিন্তু
কথাটা কানে/চোখে বাধলো ...
যারা এদের নিয়ে দিনরাত কাটায় তারা জানে
মজা
তবে এই বুদ্ধি বলেই নিজের উন্নতি না হয়ে নেতাদের উন্নতি হয়
মন্তব্য করুন