ইউজার লগইন

বেকারের দিনকাল ও টিভি সমাচার

মন মেজাজ খুব ভালো।এক বন্ধু আসছে চিটাগাং থেকে তাকে নিয়ে ঘুরে ফিরে বাইরে চলতেছে গত দুইদিন।সব কিছুতেই তার খুব আগ্রহ ঢাকা শহর নিয়ে।তাই এই রোদের মধ্যেও সারাদিন ধরেই বাইরে দিন যাচ্ছে।বাড়ি থেকে ফেরার সময় মন মেজাজ ভালও ছিলো না।ট্রেনে উঠতে না উঠতেই ঢাকায় ফেরার সময় সেটটা হারালাম তাতে মেজাজ একটু খারাপ ছিলো এখন সব ঠিকঠাক।মুবাইল ও নেট ছাড়া ভালোই দিন পার করতেছি।বাসায় নেট নাই তাই সাইবার ক্যাফেতে হেডফোন একটা কানে দিয়া ইউটিউবে গান শুনতে শুনতে পোষ্টটা লিখতেছি।

বাড়িতে ছিলাম প্রায় ১৭ দিন।যাওয়া নিয়া ব্যাপক বিপদে ছিলাম।সব সময় ট্রেনে যাই এবারো সেরকম প্ল্যান।কিন্তু আবুলের কারনে সব লোকই ট্রেন মুখি আর আমিও বাশটা খাইলাম নগদে।১০ দিন আগে যায়া দেখি লম্বা লাইন টিকেট নাই।ভাবলাম যা থাক কপালে বাসেই যাবো।এমন সময় খালামনির বদান্যতায় ২৪ তারিখের একটা টিকেটে খালামনিদের সাথে চলে গেলাম জামালপুর।রোজা রমজানের দিন সারারাত জাগি আর দুপুর পর্যন্ত ঘুমাই।বের হই না খুব একটা।ঈদে শপিং টপিং ও করি নাই।বাড়িতে টিভি দেখা আর ইদ সংখ্যা পড়া ছাড়া আর কিছুই করার নাই।শু্যে বসে দিন পার।বাড়িতে পুকুর আছে সেই খানে মাঝে মধ্যে দাড়াই এই আমার কাজ।আম্মু তার বেকার সন্তানের আগমন উপলক্ষে ব্যাপক ভালো মন্দ রান্নাবান্না করে সেই সব গোগ্রাসে খাই।কারেন্ট ছিলো ভালোই।খালি রিমো্ট হাতে ঝড় তুলছি।ঈদ আসলো সময় মতই।নামায পড়লাম খুব ক্যাচাল হলো মসজিদের কেউ ঠিকঠাক মতো চাদা দেয় না।আমি একটু টেনশনে ছিলাম কারন আমার পিতা মসজিদ কমিটির সভাপতি।শেষমেষ কিছুই হলো না।আমি সেই যে বাড়িতে ঢুকলাম পাচ দিনে আর বের হই নাই।যত ধরনের নাটক ম্যাগাজিন আছে মোটামুটি সব কিছু একটু হলেও দেখছি আর ইচ্ছে মতও মুবাইলে নেট চালাইছে।বস্তাপচা যত বাংলা নাটক আছে আমার মতো এত আগ্রহ নিয়া আর কেউ দেখছে নাকি আমার সন্দেহ আছে।

ছোটবেলা থেকেই আমি টিভি দেখতে পছন্দ করি।বাংলা নাটক ম্যাগাজিন সংবাদ টকশো যা আছে সব দেখতেই আমার ভালো লাগে।কিন্তু আম্মু দেখতে দিতো না আর পড়াশুনা খেলা আড্ডার কারনে সময় পাইতাম কম।কিন্তু ঢাকায় যখন আসলাম তখন অফুরন্ত সময় তাই সারাদিন চা নিয়ে টিভি রুমেই পড়ে থাকতাম।এর পর বাসায় আসলো নেটের লাইন।নেট টিভি সব তখন সমান ভাবে চলতেছে।তখন মনে আছে আউলাপুকে আমি কত বাংলা নাটকের গল্প শুনাইছি হিসেব নাই।আপু আমারে খুব মন দিয়া শুনাইতো হিন্দি সিরিয়ালের কাহিনী।পড়াশুনা প্রেশার ও বাইরের আড্ডায় এবং ব্যাপক এডে বিরক্ত হয়ে টিভি দেখা কমতে শুরু করলো।আব্বু আম্মু জামালপুরে চলে যারার পরে আসলো টিভিকার্ডের আমল ওতও আর দেখা হতো না তাও।বাসা চেন্জ করতে যায়া পড়লাম ফ্যাসাদে।নতুন নতুন বাসায় নতুন করে টাকা দিয়ে লাইন নেয়া।তবুও ডিস লাগবেই।১ বছরেই টিভিকার্ডে ঝাপসা চ্যানেল আসা শুরু করলো।সেইটাই চলতেছে।কত আজাইরা কথা বললাম হুদেই।

এখন জামালপুরে গেলে বাড়িতে কাজ একটাই।চকচকে বিশাল টিভিতে নানান কিছু দেখা।আমি পড়ার ব্যাপারে খুব বেছে পড়ি কিন্তু টিভির সামনে আমি আমজনতা।সব দেখি খালি বাংলা হিন্দি সিরিয়াল ছাড়া।তবে গ্রামে গন্জের মানুষ খালি স্টার জলসাই দেখে।বেহুলা টাপুর টুপুর আরো কত নামের সিরিয়াল।আমি অবাক হই এই সব জঘন্য কললকাতার নাটক মানুষ কেমনি দেখে?তবে বাংলাদেশের নাটক দেখা আর আল্পস পর্বত শৃংগে উঠা একি সমান কঠিন কাজ।নানা বাড়ি খালার বাড়ি কোথাও যাই না।সারাদিন টিভি আর ঘুম এছাড়া আমার কোনো কাজ নাই।হাতে গোনা চার পাচটা নাটক ছাড়া সব নাটক পুরাই জাহান্নাম।পরকী্যা বা অসম প্রেমের গল্প বা চুলকানি মার্কা গান ছাড়া টিভিতে কিছুই নাই।ইত্যাদি টা ভালও হইছে।মিতালী মুখার্জী আর জেমসের লাইভটা ভাল হইছে।আর টিভি প্রিমিয়ারের সিনেমা গুলা পুরাই মনে হইতেছিলো কম বাজেটের সিনেম্যাটিক নাটক ১১০ ঘন্টা লাইভ গান আর ৩০০-৫০০ খানেক নাটক টেলিফিল্মের ভিতরে বিনোদনের বড়ই সংকট।মজা পাইছি চ্যানেল আই এর পত্রিকা আনন্দ আলো্য় সেইখোনে কয়তাছে বেশির ভাগ চ্যানেলে গতানুগতিক হলেও চ্যানেল আই নাকি ছিলও অনন্য।কিন্তু চ্যানেল আই ও যে বস্তাপচার ডাম্পিং করছে সেইটাতো আমি জানি।যাই হওক।আমি দেখতে চাই ভালো গল্পের ভালও অভিনয়ের নাটক টেলিফিল্ম।ভালো শিল্পীদের গান।সেইটা দেখানোর ক্ষমতা বাংলাদেশের বালের চ্যানেলগুলার মনে হ্য নাই।

অনেক বকর বকর করলাম।সবাই ভাল থাকেন!

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

রশীদা আফরোজ's picture


বকরবকর শুনতে বড় ভালো লাগলো।

লীনা দিলরুবা's picture


নাটক দেখি না, তুমি কেম্নে এইসব ভুষিমাল গেলো!
সাইবার ক্যাফেতে বইসা চ্যাটিং না করে রোজ একটা ব্লগ লেখবা, বুঝলা? Big smile

একজন মায়াবতী's picture


এবারের ঈদ আমার খুব ভালো গেছে। টিভিতে কোনো একটা নাটক, সিনেমা, টেলিফিল্ম কিছুই দেখি নাই। শুধু ঘুরে বেড়াইসি Laughing out loud

নরাধম's picture


ঈদটা বেশ আরামে কাটাইছ! Smile

জ্যোতি's picture


তবে গ্রামে গন্জের মানুষ খালি স্টার জলসাই দেখে।বেহুলা টাপুর টুপুর আরো কত নামের সিরিয়াল।আমি অবাক হই এই সব জঘন্য কললকাতার নাটক মানুষ কেমনি দেখে?

তুমার সাথে পুরা একমত।
কেমন আছ ভাইয়া? এত অনিয়মিত কেন তুমি? নিয়মিত লিখো। তোমার লেখা পড়তে ভালো লাগে, তোমার খোঁজখবরও পাই।

নরাধম's picture


স্টার জলসা কি জিনিস? চ্যানেল নাকি? আগে নাম শুনিনি।

আইরিন সুলতানা's picture


ইত্যাদি ঈদেও মিস করেছি... আর পুন:প্রচার করেছি অন্য আরেকদিন রাতে সেটাও মিসসস!

মীর's picture


হাতে গোনা চার পাচটা নাটক ছাড়া সব নাটক পুরাই জাহান্নাম।

Rolling On The Floor Rolling On The Floor =))
আমি মমতাজের একটা লাইভ প্রোগ্রাম দেখেছিলাম। শমী কায়সারও ছিলো। মমতাজ বিভিন্ন গান ও সেগুলোর শানে নুযুল বেশ চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারে। মহিলাকে বেশ ভালো লাগলো। তবে ক্যমেরার সামনে মনে হয় একটু অস্বচ্ছন্দ।

প্রিয়'s picture


আমি অনেক কিছুই দেখবো বলে চিন্তা করে রাখসিলাম পরে এ্যাড যন্ত্রনার কারনে কোনটাই পুরা শেষ করতে পারিনাই।

১০

জেবীন's picture


ঈদের টিভি কড়চা লিখে ফেললা দেখছি! ঈদ অনুষ্ঠান নিয়া পরবর্তীতে পেপারে নানান কলাম লেখা হয় যে আলোচনা মূলক, সেইরকম কিছু ভালোই লেখতে পারবা! Cool
বকবকানি মজাই লাগছে গল্প বলার স্টাইলে লেখছো বলে! Smile
বাসায় জাম্পটিভি নামের কি কানেকশন আছে তাই দিয়া ঈদেরদিন এইখানে যেই বাংলাচ্যানেলই দেখতে গেছি খালি প্যানপ্যানানি গান আর বিজ্ঞাপনই দেখলাম, টাইমিং উলটাপালটা বলে! লাইভ গানের অনুষ্ঠান গুলা মিস করছি! কিচ্ছুই দেখা হয়নাই আর কি! Stare

১১

তানবীরা's picture


তোমারে একটা ঈদ এ্যাওয়ার্ড দেয়ার প্রস্তাব করলাম। Big smile

১২

মাহবুব সুমন's picture


অনেক বছর নাটক দেখি না, দেশে ঈদও করি না ৫ বছর Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আরাফাত শান্ত's picture

নিজের সম্পর্কে

দুই কলমের বিদ্যা লইয়া শরীরে আমার গরম নাই!