ইউজার লগইন

অল্প বিদ্যা ভয়ংকর - ১

লেখালেখির ক্ষেত্রে বেশ কিছুদিন, এধারকা মাল উধার করে কাটালাম। মানে এ ব্লগের লেখা সে ব্লগে এই রকম আর কি! তাতে যে বেশ নাম ছড়িয়েছে, তাও নয়। দুই চারজন দয়া করে পড়ে আমার মান বাঁচিয়েছেন আর পুরোনোরা বারবার বলেছেন, "দিদি ইধারকা মাল উধার করে আর কদ্দিন, এবার নতুন কিছু ছাড়ুন..."
তা নতুন মাল ভেতরে থাকলে না হয়, ছাড়া যায়, মানে লেখা যায়....। বাহিরের মত আমার ভেতরটাও ঝরঝরে। ফিলিপস বাতির মত সব ফকফকা। কিন্তু সে কথা বলা বারণ, আজাকের যা জামানা...তাতে ভাব ধরে থাকতে হয়। ভাব ধরে বিশেষ সুবিধা নাই, কেহই জিগায় নাই-'লেখেন না কেন?' কিন্তু তাতে কি? আমিই জানিয়ে দেই- "আমি আবার রাইটার্স ব্লকে ভুগছি"। Tongue Tongue Tongue এটা একটা দামী অসুখের নাম। দামী লোকরে কে কবে পাত্তা দিছে বলেন?? পোড়ার দেশে সবই কপাল।জ্ঞানের কদর একেবারেই নাই।
এই জন্যই দেশে এত অজ্ঞান পার্টির ছড়াছড়ি। সোজা সরল কাউরে পাইলেই অজ্ঞান করে ফেলে। আমি অবশ্য লেখা দিয়ে চেষ্টা করছি, কিন্তু মানুষ-জন আজকাল স হজ সরল নাই গো! বিরাট আফসুস!
তা আজকাল জ্ঞান চর্চার জন্য বেশ বই-টই পড়ছি। হঠাত একটা বই পেলাম, লেখতে লেখতে লেখক। লিখেছেন, আহসান হাবীব।
তো একটা লেখা দেখে, আমার ইধার কা মাল উধার করবার ইচ্ছা আর ধামাচাপা দিতে পারলাম না।
বাংলাদেশের এক মহাবদ লোক নোংরা রাজনীতি করতে করতে দুম করে মরে গেল। যেহেতু বদ লোক তাই সরাসরি তাকে নেয়া হল নরকে। কিন্তু নরকে তখন লাগাতার আন্দোলন চলছে। সেখানে নরক এক্সটেনশনের দাবীতে চলছে হরতাল, মানব বন্ধন।
নরক এক্সটেনশন না করলে, একটা লোককেও ঢুকতে দেয়া হবে না।
ঐ বদ লোককে নিয়ে কি করা হবে, সেটা নি্যে নরকের উচ্চ পদস্থ কর্মকর্তারা মিটিং এ বসল, ওকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হোক আপাততঃ এমন কথা বলল কেউ কেউ।
তাতে অনাস্থা জানাল, অনেকে। কারণ তাতে নরকের সংবিধান চেঞ্জ করতে হবে, মহা ঝামেলা।
শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল, ওকে স্বর্গে রাখা হোক, কিছু দিনের জন্য। তো সেই লোক স্বর্গে গিয়ে রোটেন থীওরী কাজে লাগালো।
মানে সব আমের মধ্যে একটা পঁচা আম রাখলে যা হ্য়।
স্বর্গের সব লোক পঁচে গেল। স্বর্গ হয়ে উঠল নরক।
কথা ঈশ্বরের কানে যেতে ঈশ্বর মিনমিন করে বললেন, তা নরক এক্সটেনশনের কাজ কদ্দুর?
কর্মকর্তারা বললেন, টেণ্ডার দিতে দেরী, চাঁদাবাজি, লালফিতার দৌড়াত্ম সব মিলিয়ে কাজ বন্ধ।
ঈশ্বর সব শুনে বললেন, তাহলে নরক এক্সটেনশনের কাজ বন্ধ করে দাও?
-তাহলে কি হবে? কর্মকর্তাদের আহাজারি।
-নরক আর ভূতপূর্ব স্বর্গে একটা ফ্লাই ওভার বানিয়ে দাও। ঈশ্বর বললেন।
-আর পৃথিবীতে খবর পাঠিয়ে দাও স্বর্গ আর নরক এর ব্যাপার যেহেতু আর নেই, তাই কাউকে আর কষ্ট করে ভালো কাজ করতে হবে না। যার যা ইচ্ছা করতে পারে।
কর্মকর্তারা বলল, হুজুর তার আর দরকার হবে না। ঐ দেশে সবাই যার যা ইচ্ছা করে....।

শুরুতে বলেছিলাম, ভেতরে কিছু থাকতে হয়। তো ঘটে মাল মশলা কিছু নেই, তাই কিছহু পারিও না। 'মাল' শুনে বরং একটা কথা মনে হল.. আমাদের গ্রামে সরিষাকে কথ্য ভাষায় 'মাল' বলে। তা সরিষার ভেতর ভূত কথাটার মানে কি? বাগধারাটা ভুলে গেছি।

এবার এই লেখা দেখে কি কেউ আমাকে অর্ধচন্দ্র দেবেন?

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


লেখা ভালো লাগছে গো আফা।

শাপলা's picture


ধন্যবাদ গো রাসেল ভাই। আপনে লোকটা অনেক সহজ সরল আছেন.. Smile Smile Smile

সুদূরের পিয়াসী's picture


চন্দ্র যদি কারো ব্যক্তিমালিকানাধীন বস্তু হইত , তাইলে দুই ফালি কইরা কাইটা এক ফালি মানে অর্ধচন্দ্র দিতে সক্ষম হইত । তবে সক্ষম হইলেও আজকাল কেউ কাউরে কিছু দিতে চায়না , মানে দান করতে চায়না , আর তো চন্দ্রের অর্ধেক !! তাই নিশ্চিন্তে থাকেন । খুবই ভালো থাকেন । লেখতে থাকেন ।

শাপলা's picture


ভাই বিরাট একটা খাঁটি কথা বলছেন। থাকলেও আজকাল কেউ কাউরে কিছু দিতে চায়না।
এই যে আপনি পারলেও আমারে চন্দ্রের অর্দ্ধেক দিলেন না, সেইটা আপনি অবশ্য কৃপণ সে জন্য না। এইটা যে আপনার মহানুভবতা সেইটা আমার এই অল্পবিদ্যায়ও বুঝতে পারি।

আপনিও ভালো থাকুন।

তৌহিদ উল্লাহ শাকিল's picture


সুন্দর লেখা ভাল লেগেছে । শুভকামনা রইল

শাপলা's picture


ধন্যবাদ ভাই তৌহিদ।।
ভালো থাকুন এবং শুভেচ্ছা।

এ টি এম কাদের's picture


হাজার জনে হাজার কয়,
তঅত বউয়ে কানত নলয় ।

শাপলা's picture


ধন্যবাদ ভাই কাদের।
কানে নেইনা দেখেই তো এই দূর্মতি। যা খুশী তাই লিখে চালিয়ে দিতে চাই।...।

একজন মায়াবতী's picture


ইধার কা মাল উধার করাও ভালো লাগলো। Smile

১০

শাপলা's picture


আপনার শরীরে অনেক দয়া গো বুবু।
তা আছেন কেমন? সব ভালো তো!!!

১১

তানবীরা's picture


তোমাকে দেখে ভালো লাগলো। Big smile

ফেসবুকের নোটগুলোতে এখানেও শেয়ার করতে পারো Laughing out loud

১২

সামছা আকিদা জাহান's picture


দারুন লিখেছো শাপলা। সত্যি ই এত সাবলীল ভাবে চমৎকার সব জটিল কথা সহজ ভাবে বললে। এভাবে পারা টা একটা বড় গুন।

১৩

শাপলা's picture


আমি বিনীত জাহান।

১৪

একরামুল হক শামীম's picture


লেখা মজারু হইছে 'অনামিকা' শাপলা আপু।

১৫

শাপলা's picture


শামীম কেমন আছ?
আর বলো না, যেদিন "আমরা বন্ধুতে" রেজিস্ট্রেশন করি, সেদিন যে নামই দেই, বলে সেটাই নাকি ব্যবহার হয়ে গেছে। খুঁজে পাচ্ছিলাম না কিছু..তাই স হজ উপায়, দিলাম অনামিকা। কিন্তু সেটা যে সারাক্ষণ সাইন বোর্ডের মত ঝুলে থাকবে, সেটা তো আর জানতাম না.. Tongue Tongue Tongue

সো আমি ভালো আছি।

১৬

রায়েহাত শুভ's picture


মজা লাগছে লেখা পইড়া Smile

১৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এইটার সিক্যুয়েল দেখবার মন চায়!! Big smile

১৮

জেবীন's picture


শাপলা'পু, নতুন লেখা কই? Stare

১৯

টোকাই's picture


বাহ, অদ্ভুত ভাল লিখেন, সেইরাম ভাল,

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শাপলা's picture

নিজের সম্পর্কে

আমি ভালোবাসি, মা, মাটি, আমার আত্মজা এবং আমার বন্ধুদের যারা আমাকে প্রকৃতই বুঝতে পারেন।