ইউজার লগইন

I’m just glad to see you again

জানালা খুলতে চাইনা এই কারনেই। হুড়মুড় করে কত কত প্রাচীন নক্ষত্রের আলোর বানে ভেসে যায় সবকিছু, কোনমতে খড়কুটো আঁকড়ে ধরে থাকি, আমার তো ভেসে যাওয়া চলবেনা!

নোরা জোনসকে প্রথম দেখি/শুনি এমটিভিতে। তখন ইউনিভার্সিটিতে পড়ি, প্রথম শুনলাম ‘Come Away With Me’ এবং গান শোনা মাত্র এ্যালবাম যোগাড় করে ফেললাম। তারপর টুপ করে এই মেয়ের প্রেমে পড়ে গেলাম, গভীর প্রেম। আমার গান শোনার সঙ্গীদের আবার আমার মতো এতো ভাল লাগেনি ওর গান। তাই শেয়ার করতে না পেরে নোরা জোনস হয়ে উঠলো একান্তই আমার নিজের। অনেকগুলি কারনের মধ্যে অন্যতম কারন, সবগুলি গানই একটা যাযাবর হৃদয়ের কথা বলে। এখনো কোথাও যদি ওর গান বাজতে শুনি, যত সিরিয়াস কথার মধ্যেই থাকিনা কেন, আনমনা হয়ে যাই।

Come on in
Did you have a hard time sleeping
‘Cause the heavy moon was keeping me awake
And all I know is I’m just glad to see you again..

আমার কোনদিন শেকড় হয়নি। মাঝেমাঝে দুষ্টুমি করে অবশ্য বলি যে দুই পায়ে শিকড় হয়ে গেছে, নড়তে ইচ্ছা করেনা। কিন্তু আমি জানি, আমার কপালে সেই সুখ (নাকি দুঃখ?) নাই। আমার মায়ের একটা প্রিয় গল্প ছিল আমি ছোটবেলা যেকোন ফকির বাসায় আসলেই তার সাথে চলে যেতে চাইতাম। ফকিররা আমার কাছে অসাধারন ব্যক্তিত্ব ছিল, যারা সারাদিন সারাবেলা ঘুরে ঘুরে বেড়ায় তারা সাধারন হবে কি করে! একটু বড় হয়ে আবিস্কার করলাম আকাশে কোন প্লেন দেখলেই আমার সেই প্লেনের যাত্রী হবার জন্য মন উতলা হয়ে ওঠে। আরো বড় হবার পর যখন রাস্তাঘাটে বের হতাম, তখন দুরপাল্লার বাস দেখলে মনে হতো কেন আমি এই বাসে নেই? অনেকদিন পর একবার বাড়ি থেকে পালিয়ে রাজারবাগের এক বাসায় লুকিয়ে ছিলাম বেশ কয়েকদিন। তেরতলা সেই বাসার বারান্দা থেকে অনেক নিচে গ্রিনলাইনের রাজারবাগের ডিপো দেখা যেত। প্রতিরাতে একরাশ হিংসা বুকের মধ্যে নিয়ে আমি বাসগুলির ছেড়ে যাওয়া দেখতাম মনোযোগ দিয়ে।

সেইসব প্লেন, বাস, ট্রেন কোথায় যাচ্ছে সেটা কখনোই মুখ্য ছিলনা। পৃথিবীর যেই প্রান্তেই থাকিনা কেন, আমার মন সর্বদা ব্যাকুল উড়াল দেয়ার জন্য। এই যাযাবর মন নিয়ে কই যাই?

পোস্টটি ১ জন ব্লগার পছন্দ করেছেন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.