And reruns all become our history
বছরের প্রথম দিনে মনে হলো আমি অনেককাল কোন আনন্দ অনুভব করিনাই। জীবন খুব মেকানিকাল হয়ে গেছে, এটা করতে হবে, ওটা করতে হবে, করে ফেলার পর আবার কিছু একটা নতুন করতে হবে, এই চলছে। কোনকিছু নিয়ে আগের আমিটার মতোন বেপরোয়া রকম উত্তেজিত হয়ে উঠিনা, কোনকিছুর জন্য প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা নাই, প্রিয় কিছু হারিয়ে ফেললেও মন একটুও টলছে না, কেমন একটা স্তব্ধতার মধ্যে জীবন চলছে, বিন্দুমাত্র তীব্রতার লেশ নাই। তবুও আমি আছি। আর এই থাকাটাকে কিছুতেই বুঝে উঠতে পারছিনা। বোঝার জন্য খুব বেশি চেষ্টা করছি তাও বলা যায়না অবশ্য।
নতুন বছরের কোন প্রতিজ্ঞা কিংবা সংকল্প নাই এবার। বহু বছরের অভিজ্ঞতায় বুঝে গেছি এগুলি একদম কাজের না, অর্থহীন আশাবাদী কথাবার্তা মাত্র। তবে জীবনের এই পর্যায়ে পৌঁছে দেখা যাচ্ছে ক্রমশ বন্ধুহীন হয়ে যাওয়া ছাড়া তেমন কোন পরিবর্তন নাই। পুরনো বন্ধুরা ধীরে ধীরে অনেক দূরে চলে যাচ্ছে, কারো সাথে তৈরি হয়েছে যোজন যোজন মনের দূরত্ব, কেউ চলে গেছে হাজার হাজার মাইল দূরের কোন শহরে, আবার কয়েকজন পৃথিবীর জীবন সংক্ষিপ্ত করে অন্য কোন এক অজানা বাস্তবতায় পাড়ি জমিয়েছে। স্বল্প সংখ্যক কাছের মানুষ নিয়ে জীবন পার হয়ে যাবে এমনটা ভেবেছিলাম, কিন্তু সেটা আর হচ্ছেনা সম্ভবত।আমার শুধু মনে হয় চারপাশে সবাই সময়ের রেইসট্র্যাকে ঊর্ধ্বশ্বাসে দৌঁড়াচ্ছে, আর আমি হঠাৎ করে মাঝরাস্তায় ঢুকে গিয়ে থতোমতো দাঁড়িয়ে ভাবছি এর শেষ কোথায়।
মন্তব্য করুন