আমার দেখা সেরা কিছু মুভি সংলাপ-১
আমি ইংরেজি মুভি দেখি খুব বেশিদিন নয়।এই তো কলেজ জীবন থেকে শুরু।তখন দেখতাম সিডির দোকান থেকে ভাড়া নিয়ে।সত্য করে বলি খুব বেশি ক্লাসিক মুভি আমি দেখিনা(এক দমই বেশি বিখ্যাত হলে বাধ্য হয়ে দেখি )।কারণ
১. সিম্পলি বুঝিনা।
২.বেশ কটা অস্কার পাওয়া মুভি দেখে সিডির ভাড়া নষ্ট হয়ার আক্ষেপ
৩.অনেকগুলা সহজলভ্য না।
কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে তেমন সিডির বা ডিভিডির ভাড়ার দোকানে যাইনি বললেই চলে।কারণ-হলের সকল মুভিপ্রেমিক বন্ধুরা মুভি ডাউনলোড করে।আমি প্রতি বৃহস্পতিবার গিয়ে পেনড্রাইভ বোঝাই করে নিয়ে আসি।আর তার বাইরে যা লাগে কিনে ফেলি।যেহেতু টিউশনি করতাম।অনেকে মুভির কারুকাজ দেখেন,কাস্টিং দেখেন-এনিমেশন দেখে।আমি ওগুলা দেখি তবে আমাকে খুব টানে কথা।মাথার মধ্যে খেলা করা লাইনগুলা নিয়ে একটা সিরিজ করার ইচ্ছা ছিল।আজ সহজ গুলা দিয়ে শুরু করলাম।যন্ত্রকৌশলের ভর নিতে নিতে স্মৃতি খুব INJURED.তাই সব লাইন মনেও আসছেনাআসুক আস্তে ধীরে..।
১.একটু আগে আবার প্রায় ১২তম বারের মত দেখলাম “Kungfu Panda”.এই এনিমেশন মুভিটা যতবার দেখি এই দৃশ্যটায় বারবার আটকে যায়।মাথার ভেতরে সবসময় ঘুরে মাস্টার উগ্যের কথাটাঃ
You are too concerned about what was and what will be. There is a saying: yesterday is history, tomorrow is a mystery, but today is a gift. That is why it is called the "present."
2. বারবার দেখার লিস্টে আমার আরেক ফেভারিট “The Shawshank Redemption”.অনেক কিছুই বুঝিনা- কিন্তু মুক্তির জন্য মানুষের ব্যাকুলতা-নতুন জীবনের, একটা ফ্রেশ স্টার্টের আকাঙ্ক্ষা আমাকে খুব টানে। যেমন ছবির প্রধান চরিত্র ডুফ্রেই তার কারাগারের প্রিয় বন্ধু রেড কে প্যাসিফিক সম্পর্কে যা বলে তা তো নতুন জীবনের আশাই
That's where I want to live the rest of my life. A warm place with no memory.
আবার ডুফ্রেই রেডকে এক চিঠিতে জানায় আশাবাদের কথাঃ
hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies.
খুব টানে আমাকে এ দুই লাইন-খুব
৩.চিকেন লিটল কার্টুন টা আমার “সিডি ভাড়ার” যুগেই দেখা।তখন তেমন ভালো লাগেনি।ভালো লাগলো কখন?যখন কিছুতেই আমার একাডেমিক প্রযেক্ট শেষ হচ্ছিলনা।প্রতিদিন স্যার এর ঝাড়ি খাচ্ছিলাম-তখন ঘুম থেকে উঠতাম আর চিকেন লিটলের মত বলতাম
Every day is anew day
৪.আমার আরেকটা খুব প্রিয় ছবি “Akeelah and the Bee”.ছবিতে মার্টিন লরেন্সের আর ছোট মেয়েটার অভিনয় তো দারুন লাগেই+ সারা জীবন বুকে বাধাই করে রেখেছি নিচের অংশটুকু
Our deepest fear is not that we are inadequate. Our deepest fear is that we are powerful beyond measure. We ask ourselves, Who am I to be brilliant, gorgeous, talented, fabulous? Actually, who are you not to be? We were born to make manifest the glory of God that is within us. And as we let our own light shine, we unconsciously give other people permission to do the same.
৫. আবার জীবন ব্যাপারটা নিয়ে আমি ভয়াবহ আশাবাদী।কিন্তু আমার সে আশাটা মানুষের মাঝে আমি নিয়ে যেতে পারিনা।কিন্তু অনেকে পারে।ছবির মুল চরিত্রের লোকটা এক জার্মান ক্যাম্পে আটক হয়ার পর ছেলেকে বোঝায় নিচের কথাগুলা দ্বারা(এক জার্মান সৈনিকের কথা অনুবাদ করার ছলে)
The game starts now. You have to score one thousand points. If you do that, you take home a tank with a big gun. Each day we will announce the scores from that loudspeaker. The one who has the fewest points will have to wear a sign that says "Jackass" on his back. There are three ways to lose points. One, turning into a big crybaby. Two, telling us you want to see your mommy. Three, saying you're hungry and want something to eat.
7. Howls Moving Castle.জাপানি এনিমেশন মুভি নির্মাতা মিয়াজাকির এক অসাধারন সৃষ্টি।তার আরেক সৃষ্টি Spirited away-দেখার ইচ্ছা অনেক কিন্তু পাচ্ছিনা।কেউকি আমাকে এটা যোগাড় করে দিতে পারবেন? এ ছবির ডায়ালগ আগের গুলার মত স্ট্রং না। কিন্তু পুরা ছবি আর বিশেষ করে সাউন্ড ট্র্যাকে অন্য রকম একটা অনুভুতি নিয়ে আসে ভেতরে।এর মুল চরিত্র সোফি নামের এক তরুনি যে পরে এক ডাইনির অভিশাপে বৃদ্ধ হয়ে যায় তার কিছু কথা ছবির প্রাসংগিকতায় মন ছুয়ে যায়।
It's... you're scaring me. I have this weird feeling you're going to leave. Howl, tell me what's going on! Please. I don't care if you're a monster.
Well-the nice thing about being old is you have got nothing much to lose.
A heart is a heavy burden.
সত্যি A heart is a heavy burden....
Kungfu Panda'র সবচাইতে ফেভারিট ডায়লগ তো হৈলো-----
"There is no charge for awesomeness, or attractiveness" !!!!!!!!!!
ঐটা একটা বস ডায়ালগ।কিন্তু কহুব হৃদয়ে ডাগ কাটে না।কিন্তু মাস্টার উগয়ের টা বানী চিরন্তনিতে জায়গা পাবার মত।অনেক দিন পর।তাও অতিথি হিসেবে-ব্যাপার কি?
৫ নম্বরের মুভিটা হচ্ছে 'life is beautiful' ... অসাধারণ বল্লেও অনেক কম বলা হবে ... আমার দেখা সেরা ৩টা মুভির একটা। বারবার দেখা আমার মুভি তালিকাতেও আছে 'the shawshank redemption' ... দুর্দান্ত একটা মুভি ...
এত পজিটিভ চিন্তাময় একটা মুভি আমি আর দ্বিতীয়টা দেখলাম না।
বাহ! আমরা সবাই এই রকম শুরু করতে পারি! সবার প্রিয় মুভির প্রিয় উক্তি!
হুমম। করতে পারি। তারপর সবারটা এক করে আমরা বন্ধু থেকে এক টা ই-বুক বের হল নাম "যে কথাগুলো লেগেছে ভালো"
আমরা একটা প্রিয় সংলাপ আছে। খুব ছোটবেলায় শুনছিলাম, তবে মনে হয় নাটকের সংলাপ...তুই রাজাকার !
জাকির জাহামজেদ
উক্তি গুলো ফাটাফাটি।
একটা উক্তি ধার নিলাম , ফেসবুকে দেবার জন্য।
লাইকি।
স্পিরিটেড এ্যাওয়ে মনে হয় রাইফেল্সে পাবেন। আপনি তো ডাউনলোড করেন না বললেন। নাহয় লিংক দিতাম।
হুমম।কিন্তু আমি তো থাকি চিটাগাং।এখানে পাচ্ছিনা।তারপরও দেখি পওয়া যযায় কিনা?এখন ত আর হল নাই।থাকলে মির ভাই চিন্তা ছিলনা। রুমমেট কে ফুঁসলিয়ে ফুঁসলিয়ে ডাউনলোড করাতাম।আপনাকে ধন্যবাদ
বাহ্ বেশ লাগলো। ইবুক হলে মন্দ হয় না।
নুশেরাপু,
ধন্যবাদ।ই বুক হলে কিন্তু আসলেই ভালো হয়।কিন্তু এ কাজ আমার মত চুঁনোপুটি ব্লগার দিয়ে হবিনে।আপনারা মডুর কাছে বলেন ঘোষনা হোক ব্লগে একটা।সবাই লেখা দিক -সুন্দর একটা বই হবে আশা করি।আশা করি আপনাদের সাহায্য পাব।
ইরানি মি লাইক মাদার ছবিটা দেখতে পারেন। ছবিটা অনেক টাচি, সংলাপগুলোও আরো টাচি...
জাকির জাহামজেদ
তোমার দেখা ছবিগুলা নিয়ে চমতকার ভাবে তোমার নিজস্ব ধ্যান-ধারনার
কথা বলেছো । তুমি এতসব মনে রাখো কি ভাবে ? ছবি থেকে তুমি যা কোট
করেছো-সবই মনে রাখার মত ।
ভালো থাইকো ।
মন্তব্য করুন