ইউজার লগইন

কলিকাতা ব্লগ থেকে ফিরে (ভ্রমণ কাহিনী)

বাস্তবজীবনে আমার ঘোরাঘুরির অভ্যাস তেমন না থাকলেও ব্লগে ঘোরাঘুরির অভ্যাস এখন বেড়ে গিয়েছে অনেক। হাতে প্রচুর সময় আমার, আর বেড়ানোর জায়গাও কম না। ছোটবেলায় মামাদের কাছে শুনতাম কলকাতার রাস্তাঘাট নাকি আমাদের এখানকার থেকে তুলনামূলক খারাপ। কলিকাতা ব্লগেও যেয়ে দেখলাম অবস্থা খুবই খারাপ, একটা ভাঙ্গা রাস্তা ঠিক করে তো আরেক রাস্তায় ফাটল। কেন ই বা হবে না শহরের মেয়র ই যদি ঠিকমত কাজ না করেন।

গত১০/১২দিন কলিকাতা ব্লগে ঘুরলাম, কিছুদিন ভালই এর ওর পোস্টে ঘুরলাম। কিন্তু গত ২দিন আবহাওয়া খুবই খারাপ দেখে ফিরতে হল। এখন এখানে কয়েকদিন বেড়ানোর ইচ্ছা আছে।

আমার একটা দাবীও আছে এখানে। ফিউশন ফাইভকে দাওয়াত দেয়া হোক

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

আউলা's picture


পোস্টে আরো কিছু ঢুকামু পারতেছি না কেন

সাঈদ's picture


আপনার দাবীর সাথে একমত । কলকাতায় বাস্তবে গেছি, ব্লগে যাইনাই।

আউলা's picture


সাইদ ভাই আপনি কি আমু ব্লগের সাইদ ভাই? নাকি সামু ব্লগের সাইদ শেরিফ? নাকি এই ব্লগের সাইদ ভাই?? :-/

সাঈদ's picture


আমু ব্লগের সাঈদ। সামুতেও সাঈদ নামে নিক ছিল, জানিনা এখন কি অবস্থা। এই ব্লগেও তাই সাঈদ। সাঈদ - রেজিস্টার্ড ট্রেডমার্ক ।

আউলা's picture


ইমো আসে না ক্যান উন্নয়ন কর্মী? X(

টুটুল's picture


আপা ... প্রত্যেকের ঘড় তার তার কাছে সবচাইতে প্রিয় জায়গা... আম্রা নিজেদের রাস্তাঘাট লৈয়া বরং কথা কই :) ... তাইলে আম্রার মেয়রসাব চাপে থাকপে নিচে দেখো Enable rich-text এ ক্লিক করলে ইমোর বাক্স খুলবে

সাঈদ's picture


Yell      এই কয়টা ইমো !!!! , খেলুম্না।

টুটুল's picture


হপে হপে Laughing

মলিকিউল's picture


হাওলাফু আছেন কিরাম!

১০

নজরুল ইসলাম's picture


দাবীতে সহমত জানাইলাম

১১

রন্টি চৌধুরী's picture


হুমম...

১২

মাসরুর's picture


তোমার কুটনামি আর গেল না, তাই না। পাড়া বেড়াও আর মুখ পুরো! :-|

১৩

লোকেন বোস's picture


নতুন একটা ব্লগ এসেছে, তাকে আমরা স্বাগতই জানাতে পারি। হয়তো প্রাথমিক কিছু সমস্যা আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হাঁটিতে শেখে না কেহ না খেয়ে আছাড়

১৪

সুমনা's picture


আরে!! আউলাফু যে!! ক্যামন আছেন?Kiss

১৫

সোহেল কাজী's picture


ধাভীর সাথে একমত। কেমন আছেন আউলাফু Cool

১৬

কাঁকন's picture


রিপোর্ট করার অপশন থাকলে খালার এই পোস্ট টা রিপোর্ট করতাম

১৭

নুশেরা's picture


আউলা একটা ঘটনায় মাইন্ড খাইছে, সেইটা কোথায় জানি আছে দেখো, আমি বহুত মজা পাইছি 

১৮

কাঁকন's picture


আপু কই আছে লিংক দেন

কার  ওপর মাইন্ড কহাইলো? যাই হোক খালারে খালরে খালা ডাকায় আমার ওপর মাইন্ড খায়া থাকে আমি নিরুপায় খালারে তো আর আপুনি ডাকতে পারিনা

 

 

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.