কলিকাতা ব্লগ থেকে ফিরে (ভ্রমণ কাহিনী)
বাস্তবজীবনে আমার ঘোরাঘুরির অভ্যাস তেমন না থাকলেও ব্লগে ঘোরাঘুরির অভ্যাস এখন বেড়ে গিয়েছে অনেক। হাতে প্রচুর সময় আমার, আর বেড়ানোর জায়গাও কম না। ছোটবেলায় মামাদের কাছে শুনতাম কলকাতার রাস্তাঘাট নাকি আমাদের এখানকার থেকে তুলনামূলক খারাপ। কলিকাতা ব্লগেও যেয়ে দেখলাম অবস্থা খুবই খারাপ, একটা ভাঙ্গা রাস্তা ঠিক করে তো আরেক রাস্তায় ফাটল। কেন ই বা হবে না শহরের মেয়র ই যদি ঠিকমত কাজ না করেন।
গত১০/১২দিন কলিকাতা ব্লগে ঘুরলাম, কিছুদিন ভালই এর ওর পোস্টে ঘুরলাম। কিন্তু গত ২দিন আবহাওয়া খুবই খারাপ দেখে ফিরতে হল। এখন এখানে কয়েকদিন বেড়ানোর ইচ্ছা আছে।
আমার একটা দাবীও আছে এখানে। ফিউশন ফাইভকে দাওয়াত দেয়া হোক
পোস্টে আরো কিছু ঢুকামু পারতেছি না কেন
আপনার দাবীর সাথে একমত । কলকাতায় বাস্তবে গেছি, ব্লগে যাইনাই।
সাইদ ভাই আপনি কি আমু ব্লগের সাইদ ভাই? নাকি সামু ব্লগের সাইদ শেরিফ? নাকি এই ব্লগের সাইদ ভাই?? :-/
আমু ব্লগের সাঈদ। সামুতেও সাঈদ নামে নিক ছিল, জানিনা এখন কি অবস্থা। এই ব্লগেও তাই সাঈদ। সাঈদ - রেজিস্টার্ড ট্রেডমার্ক ।
ইমো আসে না ক্যান উন্নয়ন কর্মী? X(
এই কয়টা ইমো !!!! , খেলুম্না।
হপে হপে
হাওলাফু আছেন কিরাম!
দাবীতে সহমত জানাইলাম
হুমম...
তোমার কুটনামি আর গেল না, তাই না। পাড়া বেড়াও আর মুখ পুরো! :-|
নতুন একটা ব্লগ এসেছে, তাকে আমরা স্বাগতই জানাতে পারি। হয়তো প্রাথমিক কিছু সমস্যা আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হাঁটিতে শেখে না কেহ না খেয়ে আছাড়
আরে!! আউলাফু যে!! ক্যামন আছেন?
ধাভীর সাথে একমত। কেমন আছেন আউলাফু
রিপোর্ট করার অপশন থাকলে খালার এই পোস্ট টা রিপোর্ট করতাম
আউলা একটা ঘটনায় মাইন্ড খাইছে, সেইটা কোথায় জানি আছে দেখো, আমি বহুত মজা পাইছি
আপু কই আছে লিংক দেন
কার ওপর মাইন্ড কহাইলো? যাই হোক খালারে খালরে খালা ডাকায় আমার ওপর মাইন্ড খায়া থাকে আমি নিরুপায় খালারে তো আর আপুনি ডাকতে পারিনা
মন্তব্য করুন