ইউজার লগইন

ভালোবাসার বন্ধু আমার..

বন্ধু তুমি মনের ভুলে-ও যেয়োনাকো ভুলে বন্ধুকে,
রেখে দিও তারে দৃষ্টি মাঝে না’ই যদি দেখো দুই চোখে..

বন্ধু তুমি বন্ধুকে রেখো মনের কোণেতে আনমনে,
স্মৃতির পাতায়; ভবিষ্যতে, বর্তমানে – সব ক্ষনে..

বন্ধুকে কভূ ভুল বুঝোনাকো ভুল অভিমানে ভুল করে,
রাগ ভেঙ্গে সদা; দুঃখ মুছে তার, হাসি-খুশি রেখো মন ভরে..

বন্ধু জ়েনো গো; আজো বন্ধুর, বন্ধু বিহনে মন পোড়ে,
চোখের পাতা’য় মেঘ করে আর বর্ষা বিনে-ও জল ঝরে..

বন্ধুর পথে বন্ধু’র গানে তাল দিয়ে যেও সুরে,
ভালো থেকো তুমি; ভালোবাসা নিও, রও কাছে কী বা দূরে।।

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ekjon pitar jonno 'konnadaan',
r
kono vai er chokhe dekha
bon-er 'bodhubiday'..

mrittu chhara r kichhu er cheye korun r bishad makha hote pare bole amar mone hoyna.. :'(

gotokal amar life er shobchaite prio bandhobi tar bie hoye gelo..hira,one of da greatest people i've ever met in my entire lifetime..outside ma family,da 1st gal ever who felt like 'da sis i never had'..

may ALLAH always b wid her,
granting her all da love,joy n happiness..one can ever imagine..

hv a nyc lyf,buddy..
valo thakish re.. :')

@her swtness,hi..!
[ei ongsho tuku english-e dewar jonno antorik vabe dukkhito,tatkhonik onuvuti ta share kortei eta korte holo!fb te status hishebe babohrito!]

নাহীদ Hossain's picture


পছন্দ হইলো Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধন্যবাদ.. Smile

টুটুল's picture


ভাল লাগছে

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধন্যবাদ,টুটুল ভাই।

আছেন কেমন?আরেকটু ঘন ঘন আসা যায়না?নতুন কোন লেখা দেন না ভাই..

একজন মায়াবতী's picture


এতদিন তাহলে বিয়ে খেতে ব্যস্ত ছিলেন!!

বিষণ্ণ বাউন্ডুলে's picture


না গো আপু! আমি এক্সামে এক্সামে পাগলপ্রায়।বিজয়ের মাসে মুক্তি পাওয়ার অপেক্ষায় দিন গুনি!

আপনার খবর কি?ভাল আছেন তো?কিছু লেখেন না কেন?তানবীরা আপুর কোন আওয়াজ নাই কেন?

তানবীরা's picture


টিপ সই

আওয়াজ আওয়াজ আওয়াজ Big smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Laughing out loud

এবি তে সবার টিপসই সেইম সেইম!কি আজিব মজারু! Tongue

আপু,
ভাল আছেন তো?আপনার ছানাপোনা রা ভাল তো?তাদের নিয়ে মজার কিছু লেখেন না প্লিজ,একটু মন ভাল হয়ে যাক সবার!

ভাল থাকুন আপু। অনেক ভাল। সবসময়। Smile

১০

আনন্দবাবু's picture


"রেখে দিও তারে দৃষ্টি মাঝে না’ই যদি দেখো দুই চোখে.." খুব সুন্দর।

১১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকুন.. Smile

১২

জ্যোতি's picture


বাহ্! খুব ভালো লাগলো।

১৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধন্যবাদ,আপু.. Smile

ভাল থাকুন।অনেক ভাল।সবসময়।

১৪

আবু হাছান চৌধুরী's picture


. . . দারূন ছন্দময়!!!

অসম্ভব সুন্দর লেগেছে, মনে ধরেছে প্রতিটি শব্দ !

১৫

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!