বৃষ্টিবিলাস কথকতা..
#
''ভালোবাসি, বৃষ্টিদিন..
চায়ের কাপে আনমনা মেঘ;
চিলতে রোদে সাতরঙা সুখ,
প্রাণের গানে মন রঙ্গিন.. ♥ :)''
এই কটা লাইনই এখন আমার এফবি স্ট্যাটাস।
ওইদিন দেখলাম সচলেও এখন স্ট্যাটাস দেওয়া যায়, একটু হিংসাই লাগলো বলা যায়। ইশ্, আমাদের এখানেও স্ট্যাটাস দেওয়ার ব্যাবস্থা থাকলে কত্ত ভাল হত!
# #
আমার মনে বৃষ্টি লেগে আছে, পরশু রাত থেকেই।
কিছুতেই যাচ্ছে না। মাথার ভেতর মন ভিজিয়ে ক্রমাগত পড়ে যাচ্ছে
টুপটাপ ঝিরঝির আর ঝুম বৃষ্টি।
অসাধারণ একটা বৃষ্টিদিন গেল কাল, আজকের আকাশেও ঘুরেফিরে আসতেছে তার স্মৃতি। কালকের কথা ভেবে ভেবে আজকেও সকালে একটু বৃষ্টি হল। এখনও আকাশে কিছু কিছু মেঘ দৌড়াদৌড়ি করতেছে। মাঝে মাঝে একটু আধটু রোঁদ, আবার ঝিরঝির বৃষ্টি। এই চলছে।
টানা সপ্তাহ খানেকের কাঠফাটা গরমের পর এরকম দুয়েকটা দিন মনে হয় যে কারও মন ভাল করে দিতে বাধ্য। পুরো সপ্তাহের গরম পরশু দিনেও ছিল। রাত একটা নাগাদ একটু বাসার সামনের করিডোরে গিয়ে দেখি বাতাস পুরাই ঠাণ্ডা হয়ে আছে। সাথে, ভেজা মাটির সোঁদা গন্ধ!
ঘণ্টাতিনেক অপেক্ষার পর ভোররাতে বিছানায় যেতেই জানলার পাশে শো শো শব্দ। পর্দার ওপারেই প্রিয় বৃষ্টি। আনমনা সুরের মন মাতাল করা তালে বৃষ্টির গান শুনতে শুনতেই ঘুম। ৫/৬ ঘণ্টা পর ঘুম থেকে উঠেও দেখি চলছে ঝিরঝির বৃষ্টি।
সকাল আর দুপুর দুইবেলাই হল খিচুড়ি, মাঝে বেশ কিছুক্ষণ ভাইয়াকে সাথে নিয়ে ঘাড় বেকিয়ে গলার রগ ফুলিয়ে পায়ে পা লাগিয়ে আম্মুর সাথে ঝগড়া। আর শেষে নিজে বানিয়ে বাসার সবার সাথে চা। আহ!
জুম্মার পর কিছুক্ষণ ঘরোয়া আড্ডা, বিকেলে কিছু ঘুরাঘুরি আর বন্ধু প্রহর। আর রাত অবধি চলল একটু পর পর চা আর কফি। আর কি লাগে!
এমনিতে বৃষ্টি হলেই আমার মন একটু খারাপ হয়ে যায়।
আসলে, ঠিক খারাপ না। আনমনা উদাস একটা ভাব।
অনেক অনেক দিন পর মন ভাল একটা বৃষ্টির দিন গেল কাল।
ঝুম বৃষ্টিতে ভেজা হয়নাই, আর কিছু না পাওয়া তো থাকেই-
আর নয়তো আর একটু হলেই টেন অন টেন পারফেক্ট একটা দিন জমা পড়ে যেত আমার ডায়েরীতে!
# # #
বৃষ্টি হলেই আমার কিছু কমন জিনিস করা হয়, যদি বৃষ্টিতে ভেজার অবস্থা না থাকে।
পিসিতে বৃষ্টির গান আর বারান্দায় বসে চা বা কফি খেতে খেতে বৃষ্টি দেখা।
সময়টা যদি হয় রাত তাহলে গানেরও দরকার হয় না, বৃষ্টির শব্দের মত চমৎকার গান আমি আমার জীবনে কমই শুনেছি।
বৃষ্টিতে ভেজার ক্ষেত্রে কোন বাছবিচার নেই, সবই আমার পছন্দ।
ছাদে ভাইদের সাথে ক্রিকেট বা ফুটবল, অথবা নিছক দৌড়াদৌড়ি। এমনি হাঁটাহাঁটি। চুপচাপ বসে থাকা অথবা বৃষ্টির মাঝে ছাদে শুয়ে আকাশের দিকে চেয়ে থাকা।
গতবার খুব বেশি ভেজা হয়নি বৃষ্টিতে।
তার আগের বার টানা তিনদিন ঝুম বৃষ্টিতে ভেজাটা ছিল বছরের বেষ্ট একটা পার্ট।
তার আগের বার একদিন সন্ধ্যার পর হিম শীতল ঠাণ্ডা পানির বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে বৃষ্টিতে দাড়িয়েই এক হাতে আড়াল করে অন্য হাতে এক গেলাশ আগুন গরম লেবু চা- আমার জীবনের সবচাইতে প্রিয় মুহূর্ত গুলোর একটা।
আরেক বার ২৮ ফেব্রুয়ারিতে ভাইয়ার সাথে বইমেলায় যাব বলে বের হয়ে শিলাবৃষ্টিতে বলা যায় পুরাই মোরব্বা হয়ে গেছিলাম, ঠাণ্ডায় যে জমে আইসক্রিম হতে বসেছিলাম সেটা না বললেও চলে!
# # # #
এবার বৃষ্টির গান।
বৃষ্টি হচ্ছে অথচ মাথার ভিতর কোন গান ঘুরপাক খাচ্ছে না,
অথবা আনমনে গুনগুন করে কোন গানের কলি বা সুর ভাজছে না-
এমন বাঙালি মনে হয় কম ই আছে!
আর প্রিয় গানের তালিকা করতে বসলে,
সেখানে বৃষ্টির গান মনে হয় বৃষ্টির মতই মুষল ধারায় নামতে থাকে।
আমারও অনেক অনেক প্রিয় বৃষ্টির গান আছে।
এই যেমন হাবিবের 'একটু দাঁড়াবে কি, এখনি নামবে বৃষ্টি।',
নিয়াজ মোহাম্মদ চৌধুরীর 'আজ এই বৃষ্টির কান্না দেখে, মনে পড়ল তোমায়..',
পাপিয়ার গলায় 'বরিষ ধরা মাঝে শান্তির বারি',
শ্রীকান্তের 'আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম',
কণার 'ভেজে বরষা',
আর্টসেলের 'এই বৃষ্টি ভেজা রাতে',
হেমন্তের গলায় 'মন মোর মেঘের সঙ্গী',
শাহানার গলায় 'আমার নিশীথ রাতের বাদলধারা',,
আবিদার অসাধারণ গলায় 'ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক'।
শ্রাবণী সেনের গলায় 'ঝর ঝর বরিষে বারি ধারা',
অঞ্জনের 'আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি',
আমাদের আবিদের গলায় 'পাগলা হাওয়ার বাদল দিনে',
শ্রীকান্তের গাওয়া 'এমন দিনে তারে বলা যায়',
আর কার যেন গাওয়া 'আজি ঝর ঝর মুখর বাদর দিনে' ।
তবে আমার সবচাইতে প্রিয় বৃষ্টির গান মনে হয় দুইটা।
হেমন্তের 'এই মেঘলা দিনে একলা',
আর
সতীনাথের 'আকাশ এত মেঘলা'-
এটা অবশ্য শারমিনের গাওয়া টাও ভাল লাগে অনেক।
# # # # #
বৃষ্টি নিয়ে একটা কিছু লিখতে ইচ্ছে করছিল খুব, তাই এই হাবিজাবি লিখে ফেললাম।
এখন বন্ধুদের সবার বৃষ্টি নিয়ে প্রিয় স্মৃতি- গান- কবিতা- মুহূর্তের কথা জানতে ইচ্ছে হচ্ছে খুব।
ভাল থাকুন সবাই। অনেক ভাল। প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ।
- অপেক্ষায়,
বিষণ্ণ বাউন্ডুলে
হিম হিম বৃষ্টিস্নাত পোস্ট ভালো লাগলো!
===========================
এ দুটো গান ছাড়া কি বৃষ্টির গান কল্পনা করা যায়!!!
*ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
*আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি
*
আবিদার গান টা কিভাবে মিস করলাম বুঝতে পারতেছি না,
এইটা আমার অলটাইম ফেভারিট প্লে লিস্টের অবিচ্ছেদ্দ অংশ।
হিম হিম বৃষ্টিস্নাত পোস্ট ভালো লাগলো!
===========================
এ দুটো গান ছাড়া কি বৃষ্টির গান কল্পনা করা যায়!!!
*ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
*আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি
*
ডুয়েল পোস্ট ডিলিট দেওয়ার সিস্টেম থাকা দরকার।
বৃষ্টিভেজা কথামালা ভালো লাগলো।
সেই সাথে লাবণীর সাথে একমত যে বৃষ্টিবিষয়ক গানের লিস্ট আমি বৃষ্টি দেখেছি গানটা ছাড়া অপূর্ণ রয়ে যায়
ধন্যবাদ, শুভ ভাই।
'আমি বৃষ্টি দেখেছি' কেন জানি আমাকে এতটা টানে না।
বৃষ্টিভেজা কথামালা দারুণ!
আপনের প্রিয় গান কোন কোন গুলা, কইলেন না?!
হাবিবের গান বমন ভাবের উদ্রেক ঘটায়। এছাড়া আপনার দেয়া বাকী সবগুলাই ভালো। কয়েকটা তো দূর্দান্ত। এই বৃষ্টি ভেজা রাতে, বরিষ ধারা মাঝে ইত্যাদি। তবে সবচেয়ে প্রিয় বোধহয় আমি বৃষ্টি দেখেছি। এটা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম একবার।
আমি বৃষ্টি দেখেছি অডিও ভার্সন টা ছোট থাকতে শুনে ভালই লাগছিল,
কিন্তু এখন সিনেমায় ব্যাবহৃত যেটা পাওয়া যায় এটা ভাল্লাগেনা।
হাবিবের সহেনা যাতনা ও ভাল লাগেনা?!
এইটার ইংরেজি ভার্সন টা শুনছেন?
শুধু ঐটাই ব্যতিক্রম। এরপরে হাবিব আর সহ্য হয় নাই।
এক হিসেবে চিন্তা করলে মনে হয়,
অয় আর কোন গান না গাইলেও চলত!
প্লে লিষ্ট ভালা হইছে!
ধইন্যা!
বৃষ্টির মুগ্ধতা, গানের রেশ - সবটা মিলিয়ে সুন্দর একটা পোষ্ট।
ধইন্যা,আফা..
পোস্ট ভালো পেলাম, এবং পাপিয়া সরোয়ারের গানের ভক্তকে ধইন্যা।
নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গানটাই সেরা বলে মনে হয় আমার।
ওস্তাদের সাথে কি আর কারো তুলনা হয়!
তবে ওস্তাদের শীষ্য সানী জুবায়ের এর গলায় কোন বৃষ্টির গান শুনতে বড় খায়েস লাগে।
এই পোস্টে বিমার একটা ভাষন প্রত্যাশা করছি ...
কারণ বিমা সহ আমরা একটা বৃষ্টির গানের সংকলনের জন্য ১ বছর ধরে ট্রাই করতেছি
বিমা ভাই গেল কই?
দেখাই তো যায় না আজকাল!
বৃষ্টির দিনে বৃষ্টিকে নিয়ে আলোচনা করতে ভালই লাগে ।
ঠিক বলছেন ভাই।
পোষ্ট টা প্রিয়তে নিলাম, আমার প্রথম প্রিয়তে নেয়া পোষ্ট :bigsmile:।
বৃষ্টি নিয়ে শায়নের ও একটা সুন্দর গান আছে, কয়েকদিন আগে আমার এক বন্ধু আমাকে দিল।
এতটা মন ভাল করে দেওয়া মুহূর্তগুলিতে মনের আনন্দটুকু বলে বোঝানোর মত ভাষা আমার জানা নেই।
কোন একদিন, একে একে অনেকেই আপনাকেও এই আনন্দের স্পর্শে ছুয়ে দিবে, এই শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ, আপুনি..
ভাল থাকুন। অনেক ভাল। সবসময়।
* সায়ানের গানের কথা খুব ভাল লাগে। বৃষ্টির গানটার কোন লিংখ থাকলে জানাইয়েন।
আপনার কথাগুলো ভালো লাগলো।
গানের লিঙ্ক যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়
আরেকটা সুন্দর গান বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান

ও..'শাওন'?!
আমি ভাবছিলাম..'সায়ান'!
বৃষ্টির মুগ্ধতা, গানের রেশ - সবটা মিলিয়ে সুন্দর একটা পোষ্ট।
আরও কিছু বৃষ্টির গান এড করে নিলাম।
মন্তব্য করুন