ইউজার লগইন

Reply to comment

নাম নাই's picture


Spirited Away (Sen to Chihiro no Kamikakushi) - [২০০১] জাপানিজ এনিমেশন, মিয়াজাকির ডিরেকশন...আমার দেখা বেস্ট এনিমেশন এবং মুভি! ন্যাকা আর ভীতু চিহিরো গিয়ে পরে অশরীরীদের আস্তানায়, তারপর সেই মেয়েই অসীম ধৈর্য আর সাহসের সাথে বাবামাকে ওখান থেকে উদ্ধার করে আনে ...চিহিরো আমার সবথেকে প্রিয় মেয়ে চরিত্র, আর হাকুর প্রেমে আমি হাবুডুবু খাই যতবার মুভিটা দেখি Smile

Amelie (Le Fabuleux Destin d'Amélie Poulain) [২০০১] ফ্রেন্চ সিনেমা, আমার দেখা সবথেকে মন ভালো করা ছবি, spirited away -র মতই কয়শ বার যে এই ছবিটা দেখছি আমি নিজেও জানিনা...অসম্ভব কিউট!

In The Mood for Love [২০০০] হংকং এর ছবি, ওং কার ওয়াই এর বানানো...বিষন্নতা আর একাকিত্ব যে কত সুন্দর করে দেখানো যায় সেইটা এই ছবি না দেখলে বুঝা যাবেনা।

Before Sunrise/Before Sunset [১৯৯৫, ২০০৪] প্রথম ছিল before sunrise, অনিশ্চয়তার মধ্যে শেষ, সেই একই দুইটা চরিত্রের আবার দেখা হয় ৯ বছর পর, before sunset-এ..দুইটা ছবিতেই শুধু দুইটা মানুষের বাক্যালাপ, কিন্তু একটাবারের জন্য-ও বোর লাগেনা।

Eternal Sunshine of the Spotless Mind [২০০৪] পুরাপুরি উইয়ারড একটা মুভি, আর এইকারণেই ফাটাফাটি! জিম ক্যারীকে আমার একদম পছন্দ ছিলনা, কেইট উইন্সলেটরেও বিশেষ পছন্দ করতাম না, কিন্তু এই মুভি দেইখা আমি এই দুইজনের বিরাট ফ্যান হইয়া গেছি।

Chungking Express [১৯৯৪] আরেকটা ওং কার ওয়াই, এইটাতেও একাকিত্ব প্রকট, কিন্তু বিষন্ন না। দুইটা আলাদা গল্প নিয়ে মুভিটা। এই মুভি নিয়া একটা কথাই বলার আছে, সুন্দর!

হীরক রাজার দেশে [১৯৮০] ছোটবেলার ছবি, এখনো ক্লান্তি লাগেনা..'আহা কি আনন্দ আকাশে বাতাসে'!

Lost in Translation [২০০৩] বিল মারে একজন ফিল্ম স্টার, সে জাপানে যায় একটা বিজ্ঞাপনের শুটিং করতে, সেইখানে দেখা স্কারলেট জোহানসনের সাথে...কমেডি মুভি কিন্তু থিমটা একাকিত্বের।

Run Lola Run [১৯৯৮] টম টাইকারের perfume মুভিটা ভয়াবহ, কিন্তু run lola run আমার দেখা সেরা ছবিগুলার একটা...

The Fall [২০০৬] - Tarsem নামক ডিরেক্টরের মুভি, আমার ধারণা আমার দেখা সবথেকে আন্ডাররেইটেড মুভি...ডিরেক্টর নিজের ইচ্ছামত মুভি বানানোর জন্য ৪ বছর লাগাইছে মুভি শেষ করতে, ২০টা দেশে শুটিং করার পর। ছবিটাতে যতদুর সম্ভব বাস্তব ফিল দেয়ার জন্য মূল চরিত্রকে (একটা বাচ্চা মেয়ে) লুকায়ে অনেকগুলা সিন শুট করা, যেই কারণে বাচ্চা মেয়েটার কথাবার্তার মধ্যে অভিনয় ব্যাপারটাই নাই! অসাধারণ একটা ছবি, আমি কিছুতেই বুঝিনা এইটা কিভাবে হারায় গেল, কেউ নাম জানেনা!

Big Fish [২০০৩] টিম বার্টনের ছবি, ফ্যান্টাসি, অনেক সুন্দর!

জবাব

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.