আপনার বক্তব্য বুঝতে না পারার তো কিছু নাই। ম্যাডাম ফাহমিদার কথা আমার কাছে মনে হয়েছে ধর্ম জঙ্গীবাদ জন্ম দিচ্ছে আর উনি এটাকে জাতীয়তাবাদের মুখোমুখি এনে কম বেশির পাল্লায় মাপছেন। সামাজিক বৈষম্য, অর্থনৈতিক সংকট, বিশ্বাস ভঙ্গের মতো বিষয় গুলোতে মানুষ জঙ্গী হয়ছে আর পরে ধর্ম নামের অন্তর বিশ্বাসের কাছে আশ্রয় নিয়েছে ।ম্যাডাম ফাহমিদার মতো ভাবলে ধর্ম- জাতীয়তাবাদের আলাদা আলাদা অনুসারী হবে মানে প্রভেদ শুরু হবে।
আর একটা কথা তসলিমা নাসরিন আমারো প্রিয় লেখিকা, রুদ্রকে লেখা তার চিঠি আজও আমার হৃদয় এফোঁড় ওফোঁড় করে, তার অধিকাংশ লেখা আমার পড়া।আমি তাকে এখন গ্লোবাল লেখক মনে করি। ম্যাডাম ফাহমিদারা পারেন না দেশে জোর দাবী তুলতে তসলিমা নাসরিন কে ফিরিয়ে দেশে নিতে আরও কি পারেন না যে একবার বলতে যে " তসলিমা, গুজরাট ইস্যু নিয়া একবার মানবতার পক্ষে একটা লাইন লিখ, তুমি তো ঘর হারা মানবতার লেখক।"
যা হোক ম্যাডাম ফাহমিদারা আমাকে আপনাকে খুশি করতে কথা বলেন য়ার যা বলেন তা ভুলে যান, জন প্রিয় হবার জন্য বাইরে তসলিমাদের জন্য আওয়াজ দেন আর ঐ জনপ্রিয়তার জন্যই দেশে ওদের ভুলে থাকেন।
আমি জানি আমার ব্যাখ্যা আপনার মন ভরাতে পারেনি। দুঃখিত ।
"আমরা বন্ধু" ব্লগে প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, ব্লগ কর্তৃপক্ষকে এজন্য কোনভাবেই দায়ী করা যাবে না।
পোস্ট প্রদান কারী ব্লগার এবং মন্তব্য প্রদান কারী ব্লগারের পোস্টে অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলে স্ব-স্ব পোস্টের এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্লগারের বা মন্তব্য প্রদানকারী ব্লগার কর্তৃক সংরক্ষিত থাকবে। ব্লগার অথবা মন্তব্য প্রদানকারী ব্লগার/অতিথি ব্লগারের অনুমতি ব্যতিরেকে পোস্টের অথবা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না।
কপিরাইট (c) ২০১১ - ২০১২২ | আমরা ব্ন্ধু ডট কম
আপনার বক্তব্য বুঝতে না পারার তো কিছু নাই। ম্যাডাম ফাহমিদার কথা আমার কাছে মনে হয়েছে ধর্ম জঙ্গীবাদ জন্ম দিচ্ছে আর উনি এটাকে জাতীয়তাবাদের মুখোমুখি এনে কম বেশির পাল্লায় মাপছেন। সামাজিক বৈষম্য, অর্থনৈতিক সংকট, বিশ্বাস ভঙ্গের মতো বিষয় গুলোতে মানুষ জঙ্গী হয়ছে আর পরে ধর্ম নামের অন্তর বিশ্বাসের কাছে আশ্রয় নিয়েছে ।ম্যাডাম ফাহমিদার মতো ভাবলে ধর্ম- জাতীয়তাবাদের আলাদা আলাদা অনুসারী হবে মানে প্রভেদ শুরু হবে।
আর একটা কথা তসলিমা নাসরিন আমারো প্রিয় লেখিকা, রুদ্রকে লেখা তার চিঠি আজও আমার হৃদয় এফোঁড় ওফোঁড় করে, তার অধিকাংশ লেখা আমার পড়া।আমি তাকে এখন গ্লোবাল লেখক মনে করি। ম্যাডাম ফাহমিদারা পারেন না দেশে জোর দাবী তুলতে তসলিমা নাসরিন কে ফিরিয়ে দেশে নিতে আরও কি পারেন না যে একবার বলতে যে " তসলিমা, গুজরাট ইস্যু নিয়া একবার মানবতার পক্ষে একটা লাইন লিখ, তুমি তো ঘর হারা মানবতার লেখক।"
যা হোক ম্যাডাম ফাহমিদারা আমাকে আপনাকে খুশি করতে কথা বলেন য়ার যা বলেন তা ভুলে যান, জন প্রিয় হবার জন্য বাইরে তসলিমাদের জন্য আওয়াজ দেন আর ঐ জনপ্রিয়তার জন্যই দেশে ওদের ভুলে থাকেন।
আমি জানি আমার ব্যাখ্যা আপনার মন ভরাতে পারেনি। দুঃখিত ।