এবি’র সাইট কি হ্যাক হয়েছে নাকি?
ঘটনা বুঝতেছি না। এবি’র সাইট কি হ্যাক হয়েছে? কে বা কারা নামে, বেনামে এবি’তে নতুন নতুন ব্লগ লিখছে, নতুন নতুন মন্তব্য করছে। যে সাইটে সারাদিনে মন্তব্যই পরে না, মন্তব্য করার জন্য রীতিমত অনুরোধ করা হয়, কদাচিৎ নতুন ব্লগ পোস্ট হয়, সেই সাইটে আজকে ১০ টা নতুন ব্লগ পোস্ট হয়েছে, নতুন মন্তব্য গুনে শেষ করা যাবে না। মেসবাহ য়াযাদ ভাইয়ের এক লেখা হজম না হতেই আরেক লেখা, সাথে ভাস্করদা, মাসুম ভাই, শুভ ভাই, এবি এস হাসান, মৌনকুহর, একান্ত অভাজন, স্বপ্নময়ী, আরাফাত শান্ত, অণু পাঠক এর লেখা। পুরাই টাস্কি। ব্যাপারটা কি? মুহিত সাব কি এবি’তে লেখা আর মন্তব্য করার জন্য নতুন কোন প্রণোদনা প্যাকেজ দিয়েছেন নাকি? নাকি এবি’র মডু নিজেই বিভিন্ন নামে লেখা আর মন্তব্য শুরু করেছে? এবি’র সাইট হ্যাক হয়েছে কিনা সেই সন্দেহও হচ্ছে। ঘটনা কি?
যাহোক, ব্যাপারটা কাকতালীয় হলে, এরকম নিয়মিতই কা কা চলুক। মৌনকুহর ৪৯ সপ্তাহ পরে মৌনতা ভেঙ্গেছেন, আর অণু পাঠক এর ও আত্মপ্রকাশ আজকে। দু’জনকে স্বাগত জানাই এবি পরিবারে।
জমজমাট থাকুক এবি...আজকের মত...
~
হ সাইট হ্যাক হৈসে। খারাপ না, কি বলেন?
একদমই খ্রাপ না...তবে আপনার পোস্ট ডিউ হয়ে গেছে...
ঝাড়েন তাড়াতাড়ি...
~
হে হে আমার নিকটা হ্যাক কর্তে পারে নাই
আপনার লেখা পেলে পূর্বের লেখার সাথে মিলিয়ে তারপরে কনফার্ম করা যাইবেক..
~
প্রণোদনা প্যাকেজের ঘটনা কি সত্য? ভাগ তো পাইলাম না। আপনে নিশ্চয়ই পাইছেন! তাই পোস্ট দিলেন! আমারে দিলো না
(
হিঃ হিঃ
এমন হইলে তো ভালই!
এ গরজিয়াস ডে ইনডিড!
আচ্ছা, আমাদের কমেন্টশিল্পী রাজন ভাই এর খবর আছে কারো কাছে?
শয়ে শয়ে কমেন্টের নিচে হারিয়ে গেছে মনে হয়
~
জ্বি ভাইজান বলেন
কাহিনী কি ভাই?
থাকেন কই আপ্নে?!
কমেন্টশিল্পী যদি কমেন্ট দিতে না আসে, তাইলে ক্যাম্নে কি?!
আপনেরে মিসাই তো!
ভাল আছেন তো?
হেহে ।জ্বে ভাই আমরা এবি কে হ্যাক করছি ।হেহে ।আমি যে কোন সাইট হ্যাক করতে পারি ,আগে জানতাম না আজ জনলাম ।হেহে ।
জানার আছে কত্ত কিছু...
~
হ্যাক

হু...এই কারনে আপনার কবিতায় কি কি আঁকিবুকি দেখা যাচ্ছে...
~
হ, কিরাম জানি সন্দেহ হৈতাছে আমারো
তাইলে তো ঘটনা গ রু ত র
~
--- সহমত।
আমি কে?
আপ্নে কে তা প্রমাণ করতে চাইলে একটা পোস্ট দিন
এইত্তো ভালু বুদ্ধি
~
জায়গা মত জিগান
~
এইবার ডরাইছি
হ! তিস্তার পানি কত্তো গড়াইলো চৌদ্রিসাবে পোষ্ট দিলো নাহ! হ্যাকিং যুইত মতোন হয়নাই মনে হয়! নইলে একটাও ফাকিঁবাজ পার পাইতো না।
যাজ্ঞা, এই হাল খুবই পছন্দ হইছে
তাইতো কই আমারে ১০ মিনিট পর অফলাইনে দেখাচ্ছে কেন??

আপ্নের লগে আর কে কান্দে ?
~
বুলা যাবে না।
"বুলা" টা কে আবার? থাকে কই? যাবে না কেন?
~
তাহলে কি গতকাল আমার দেয়া পোস্টটা আমার নয়?
এরকম হলে কিন্তু খেলব না!! 
সাকিব-তামিম খেলার সুযোগ পাচ্ছে না তাতে কি? আপনি আপনার পোস্ট খেলতে থাকেন থুক্কু দিতে থাকেন...
~
সব মন্দগুলো যদি এমন হতো?
ami to log in,amar name dekhay na ken?
(
আপনারে ভূতে ধরছে মনে লয়
~
একি দিন আইলো রে বাবা!!
পোষ্ট না দিলেও পোষ্ট লিখে
পোষ্ট দিলেও পোষ্ট লিখে .......
হ এরাম হ্যাক চলতে থাকুক....
আজকে অনলাইন সদস্যসংখ্যাও মোটামোটি ভালো । বিষন্ন বাউন্ডুলে কিছুদিন আগে একটা এনার্জি ড্রিংক দিছিল সবাইরে । এরপর এবি জমজমাট (অন্তত আমার তাই মনে হচ্ছে) । এর আগে তানবীরা'পুর একটা পোস্ট দেবার পরও এই অবস্থা হইছিল
।
এবি সবসময় জমজমাট থাকুক
~
হ..এখন থিকা প্রতিমাসে একট এনার্জি ড্রিংক দিতে হপে! নেক্সট দিবেন আপনে। ওকি ডকি?!
আমার আইডি মুনে হয় হ্যাক হইছে। কারণ এতো খারাপ লেখা আমি লেখি না
আইছে, ্বিনয়বাবুর সমুন্ধির চাচতো শালীর ননদের বেয়াই!
হইছে ভাল লোকরেই নতুন ম্যানুয়াল শালীর খোঁজ দিছেন...
~
ধন্যবাদ, স্বপ্নের ফেরীওয়ালা। আসলে লগইন হচ্ছিল না কোন একটা সমস্যায়। পরে মডুরা সারিয়ে দিলেন।
আর হ্যাঁ,
আপনি এবিতে 49 সপ্তাহ 3 দিন চুপটি মেরে কি করছেন সেটা ঝারেন তো...
~
আমি হ্যাক করেছি
>) 
তাইলে হ্যাকিং জারী রাখেন...
~
যিনি হ্যাক করছেন, তারে এক কেজি টাটকা :ধইন্যা:
তিনি যেন এমন হ্যাকিং জারি রাখেন।
আমীন
এবি ব্লগ হ্যাক্ করে কারা আমি জানিনা ?
আমার ব্লগ হ্যাকিং করে কয়জনা ! ! !
হ্যাক হইবার একটা বড় কারন প্রতিদিনের বৃষ্টি আর বিদ্যুতের সহজ প্রাপ্যতা!
লাইক্স লাইক্স লাইক্স

চৈত্র মাসে আষাঢ়ের মতন বৃষ্টি বৃষ্টি দিন দেখে সবার ভিতরের লেখক/কাব্য প্রতিভা টা বের হয়ে এসেছে ।
টেনশন নিয়েন না । দেখবেন সামনে আবার সব ঠিক।
হ, আমিও খেয়াল করলাম।
যেইদিন ঠাডা গরম পরসিলো, হেইদিন একসাথে ৫টা পদ্য পোস্ট হইসিলো।
গরমে পদ্য ভাবনা ভালো খুলে মনে লয়।
.............................................
সরগরম অবস্থা বেশ ভালো ঠেকতাসে...।

চলুক এম্নেই......
মন্তব্য করুন