ইউজার লগইন

আমরা লজ্জা পাই !!!

'কক্ষে ঢুকেই পিছন থেকে হামলা চালায় ও। চুলের মুঠি ধরে দুই চোখে আঙুল ঢুকিয়ে দেয়। কামড়ে নাক-মুখ ক্ষত-বিক্ষত করে। রক্তে পুরো শরীর ভরে যায়। এক পর্যায়ে মেঝেতে পিছলে পড়ি নিজের রক্তের উপর।' কথাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক 'রুমানা মনজুরে'র। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের একজন শিক্ষিকার যদি এই অবস্থা হয়, তাহলে সমগ্র দেশের চিত্রটা আসলে কি?

ভাবতে অবাক লাগে আমরা এত সুন্দর সভ্য সমাজের মানুষ! যে সভ্য সমাজে একবিংশ শতাব্দিতে এসেও আমাদেরকে মৌলিক শিক্ষাগুলো গলধঃকরণ করতে হয়। সারাদিন রাত ভেবে ভেবে অনেক বড় মাপের মানুষ হয়েও ভুলে যায় আমাদের নৈতিকতাকে। বা, কি চমত্‍কার! যেন সিংহের মত আমি পুরুষ, নারীদের চোঁখ উপড়ে নিতে পারি। এটাই মনে আসল নৈতিকতা!

আমাদের দেশের মানুষের প্রায় ৬০ ভাগ মানুষ যদি শুধুমাত্র সাক্ষর করতে পারে, তাহলে সেটিকে তো আমরা শিক্ষিত সমাজ বলতে পারিনা। তবুও এই সমাজ ব্যবস্থাকে নিয়েই আমাদের বসবাস। তাই বলেতো আমরা আর পশু হয়ে যেতে পারিনা। এইসব মানুষগুলোকে গড়ে তোলার দায়িত্বটুকু তো আমাদের উপরেই। কিন্তু যখন শুনতে পায় 'বুয়েট' এর একজন প্রকৌশলী তার স্ত্রীর চোঁখ উপড়ে নিতে চেয়েছেন, কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছেন তার মুখমন্ডলটিকে, ভাবতে আর বাকি থাকেনা আমরা সেই পশুর দলেই। বুয়েট কি তাহলে এই শিক্ষাটিও দিয়েছে তাকে!

প্রচন্ড লজ্জা হয় আমাদের, শুধু হাসান সাঈদের মতো মানুষের জন্য। ভাবনায় থাকা শতশত কথা গুলো ফ্যাকাসে হয়ে যায়। শত আশা বুকে নিয়ে খুব গর্ব করে বলতে পারিনা আমরা পুরুষ! আমরা লজ্জা পাই!

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

মাহবুব সুমন's picture


এ রকন ঘটনা কি আগে শুনেন নাই ?

ফিরোজ শাহরিয়ার's picture


শুনেছি, দেখেছিও। তারপরও আমাদেরকে কেন বার বার এরকম ঘটনাগুলো শুনতে হয়? কেন একজন পুরুষের জন্য সব পুরুষ সমাজটায় খারাপ হয়ে যায়?

অতিথি's picture


manusher monushotto shikhanor kono shikha prothisthan nai. Egulu manush shikhe tar poribar and environment thake. Ashun amra oishob noradhom der thutu dai.

"Onek kosto korao banglai likhte parlam na. Kao ki bole diben banglai kivabe likhbo?"

ফিরোজ শাহরিয়ার's picture


ধন্যবাদ

টুটুল's picture


এখনো আমাদের লজ্জা অবশিষ্ট আছে? Sad

ফিরোজ শাহরিয়ার's picture


হুমম...

জ্যোতি's picture


আজকাল লজ্জা পাওয়া, বিস্মিত হওয়াও ভুলে গেছি।

ফিরোজ শাহরিয়ার's picture


ভালই করেছেন

একজন মায়াবতী's picture


কিছুই বলার নাই। Sad

১০

রাজিব's picture


আমি ঘটনার পেছনের ঘটনা যানতে চাই। কেও কি শেয়ার করবেন (যদি আপনি জানেন)।

১১

ফিরোজ শাহরিয়ার's picture


ঘটনার পিছনে যতই ঘটনা থাকুন, সেই জন্য আমরা কোন নারীর চোখ নষ্ট করে দিতে পারিনা। একটি নারীর ব্যবহার যদি ভাল না লাগে তার জন্যতো আইন আছে।

১২

তানবীরা's picture


অনেকদিন পর সুশীল সমাজ লেখার মতন সেই রকম একটা বিষয় পেয়েছে

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ফিরোজ শাহরিয়ার's picture

নিজের সম্পর্কে

ভালবাসি দেশকে, যারা এনে দিয়েছে আমার স্বাধীণতাকে, ভালবাসি সকলকে