কাছিমের চুম্বন একচেটিয়া এবং
সাপের জিহ্বার মতো আকাশের বিদুৎচমক
তোমাকে পাল্টে দিল রাস্তা চেনার পাঠক্ষেত।
বিদ্যার বদলে তোমার রাস্তা গেল আলয়ের দিকে।
এবং তারপর অবিদ্যা অধিবিদ্যার পথ গিয়ে থামলো বাইজিদ বোস্তামির মাজার প্রাঙ্গনে।
সেখানে হলুদ অক্ষরে মেট্রাপলিটন সঙ্কেত বার্তা:
কচ্ছপে কামড়ে ধরলে মেঘ না ডাকা পর্যন্ত ছাড়ে না'
তোমার অধিবিদ্যাতে আগ্রহ নেই
মেঘ ডাকছে
তুমি পা চুবিয়ে ধরলে ।
তোমার জ্বালা বেড়ে গেল
কাছিমের চুম্বন একচেটিয়া এবং দীর্ঘতর।
একটু কঠিন লাগলো
আমার কোন দোষ নেই
আপনারে দোষ তো দেইনাই
মজাটা বুঝলেন না! সমস্যাটা কনটেন্টের না ভাষার।
সেই ব্যাপারে।
দোষটা রুপকের ঘাড়ে দিলে কেমন হয়।
যেমন ধরেন,কচ্ছপ তো অবতার বিশেষ। দ্বিতীয় অবতার।মৎস,কূর্ম,বরাহ ইত্যাদি।
আরেকটু খোলাশা
যেমন ধরেন কচ্ছপকে উপর থেকে আঘাত করলে তেমন কিছু হয় না ।
কচ্ছপকে উল্টে দিলেই কাজ শেষ।
কচ্ছপ বাঁচে অনেক দিন।
কারণ কচ্ছপ শ্বাস প্রশ্বাস কম গ্রহন করে।
আরেকটু খোলাশা করলে
কচ্ছপ হচ্ছে,,,,
না বলা ঠিক হবে না!
ব্যবসায়ি সম্প্রদায় ক্ষেপে যেতে পারে।
আবারও বলছি আমার কোন দোষ নেই।
বিদ্যার নাম শুনলে আজ কাল উু লা লা উ লা লা মনে হয়ে যায় , সব বয়সের দোষ
কবিতা কট্ঠিন হয়েছে , মন্তব্য না পড়লে বুঝতেই পারতাম না এতো কঠিন কবিতা।
সাপের জিহ্বার মতো আকাশের বিদুৎচমক
তোমাকে পাল্টে দিল রাস্তা চেনার পাঠক্ষেত।
বিদ্যার বদলে তোমার রাস্তা গেল আলয়ের দিকে।
এবং তারপর অবিদ্যা অধিবিদ্যার পথ গিয়ে থামলো বাইজিদ বোস্তামির মাজার প্রাঙ্গনে।
অসাধারণ!
আপনের কবিতা বরাবরই ভালো হয়।
আপনের কবিতা বরাবরই ভালো হয়।
মন্তব্য করুন