ইউজার লগইন

শোনা কথায় বইমেলা: শেষ

গত দুই/তিনদিন ধরে এই সিরিজের লেখা প্রকাশ ধীরগতিতে এগুচ্ছে। গতকাল যে পর্বটি প্রকাশিত হলো, সেটি আরও দুইদিন আগেই লেখা হলেও প্রকাশ করতে মন চাচ্ছিল না। লিখতেও ইচ্ছে করে না। কারণ একটাই। সবাই প্রজন্ম চত্বরের আন্দোলন নিয়ে কথা বলছে, লেখালেখি করছে। সে তুলনায় আমি কিছুই করছি না। ঢাকার বাইরে থাকি- সেটা কোনো কারণ হতে পারে না। এখানেও আন্দোলনগুলোর সাথে একাত্ম আছি- কিন্তু তারপরও সব মিলিয়ে মন সায় দেয় না। মানুষের সামনে এমন কিছু কিছু সময় যখন আর সব কাজ বাদ দিয়ে শুধু একটিমাত্র কাজই করতে হয়। এখন সেই কাজটি হচ্ছে শাহবাগ। আর আমি কিনা শাহবাগ বাদ দিয়ে বসে বসে ব্লগ লিখছি!

এই দ্বিধা আর দ্বন্দ্বে কাটলো গত তিন-চারদিন। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়েই নিলাম এবং তাই এটা বইমেলা নিয়ে শেষপর্ব। হয়তো এই লেখা প্রকাশ হওয়া আর না হওয়ার মধ্যে ব্লগদুনিয়ার বা শাহবাগ আন্দোলনের কিছু যায় আসবে না। হয়তো আমার দ্বারা এমন কিছুই করা হবে না যাতে ভার্চুয়ালি হলেও এই আন্দোলনে আরেকটু কিছু যোগ করতে পারি। তারপরও যেখানে সবার যাবতীয় কর্মকাণ্ড আন্দোলনটি ঘিরে পরিচালিত, সেখানে এই বিষয়ে লেখালেখি একটু হলেও জানান দেয় যে, আমি আন্দোলনের কাজে সময় কম দিচ্ছি।

যে কথাটি বলেছিলাম আগে একদিন, সেটি দিয়েই তাই শেষ করি- একেকটি মানুষ মানেই একটি বই। সুতরাং শাহবাগের সাথে থাকা মানেই বই নিয়ে থাকা, বইমেলা নিয়ে থাকা। আপাতত মানুষবই নিয়েই থাকি নাহয়!

পোস্টটি ১ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


কাজটা ঠিক করেন নাই। মুক্তিযুদ্ধের সময়ও বিয়ে-শাদী হৈছে। মানুষ সংসার করছে আবার সংগ্রাম-প্রতিরোধও চালাইছে। এইযে, অফিসে বসে আছি, সংসারধর্ম করছি, আবার মনের মধ্যে একটা তেজ নিয়া ফুসতেছি, বইমেলায় যাচ্ছি, বই কিনছি, দুই একবার শাহবাগ ঢুঁ মারতেছি, এইটাই জীবন।

এই সিরিজ না হলে নাই, কিন্তু রোজ যেম্নে লিখতেছিলেন, তেমনি লিখেন।

গৌতম's picture


আপনার কথা ঠিক আছে; কিন্তু একে তো নিজের মধ্যে দ্বিধা আছে যে প্রজন্ম চত্বরের আন্দোলন নিয়া আমার যতোটুকু করার কথা, তার প্রায় কিছুই করতে পারছি না। তারপরও কেউ যদি এসব লেখালেখির কারণে আমার ব্যক্তিগত ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলে, তখন সব মিলিয়ে উৎসাহটা আর থাকে না।

জেবীন's picture


সিরিজটা শেষ কইরেন না, শাহবাগের কথাই আসুক, সরাসরি না যান, কিন্তু কত কি জানতে পারছেন, সেই প্রেক্ষিতেই ভাবনাগুলা দিয়েই লেখা দিয়েন

জ্যোতি's picture


গৌতম দা, কে কি প্রশ্ন তুললো তার চেয়ে গুরুত্বপূর্ণ আপনি কি ভাবেন, অনুভব করেন। প্রজন্ম চত্বরে উপস্থিত তো থাকতেন যদি আপনি ঢাকায় থাকতেন। আপনি দূরে থাকলেও আপনার চিন্তা, ভালোবাসা এখানেই আছে। এটাই তো আসল। এটা নিয়েই তো সবাই থাকে সেখানে।
সিরিজ চলুক।

শওকত মাসুম's picture


আমার বই নিয়া কিছু না লিখতেই সিরিজ শেষ? এইটা কিছু হইলো?

আরাফাত শান্ত's picture


লেখা শেষ কইরেন না ভাই এখনি। এইটা অনুরোধ না ভাই দাবী!

টুটুল's picture


গৌতমদা... রাজশাহীতে শাশ্বতরা মাঠে আছে... দেইখেন একটু

আর আপনার ডেডিকেশন নিয়ে আমাদের কোন প্রশ্ন নাই Smile

শাহবাগ আন্দোলনে একাট্টা থাকায় ব্লগে হয়তো লোকজনের খরা চলতেছে... চলুক... সব্বাই যার যার এলাকার শাহবাগে থাকুক ... যদি সম্ভব হয়

পরিশেষে
সব কিছুই চলবে... আন্দোলনের জন্য কি পহেলা ফাল্গুন বন্ধ ছিল?

তানবীরা's picture


সব কিছুই চলবে... আন্দোলনের জন্য কি পহেলা ফাল্গুন বন্ধ ছিল?

বিষণ্ণ বাউন্ডুলে's picture


টিপ সই

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সিদ্ধান্তে সমর্থন জানাইতে পারলাম না। Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

গৌতম's picture

নিজের সম্পর্কে

অনিশ্চয়তার মধ্যে আমার বসবাস। পৃথিবীর কোনো কিছু সম্পর্কেই আমি নিশ্চিত নই। এমনকি যা লিখি, যা পড়ি, যা বলি, সেগুলো সম্পর্কেও নয়।
সমাজতন্ত্র সম্পর্কে মোহ আছে, তবে সমাজের তান্ত্রিকদের কাছ থেকে দূরে থাকতে চাই।

আমার লেখার সব লাইসেন্স ক্রিয়েটিভ কমন্সের by-nc-nd-এর আওতায় রক্ষিত। বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইলে অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে।

শিক্ষাবিষয়ক একটি ওয়েব সাইট নিয়ে কাজ করছি কিছুদিন ধরে - www.bdeduarticle.com