এইবার কাপ চাই
আমগো কাপ নাই। চা খাওনের লাইগাও তো একখান কাপ দর্কার কি কন?
সেল্লিগা আশা কর্তেছি টাইগাররা এইবার এশিয়া কাপ খান রাইখা দিবো চা খাওনের লাইগা।
ইল্ডিয়ারে হারাই দিলো= বাস্তব
ছিলংকারেও হারাই দিলো=বাস্তব
ফাইনালে ফাকিস্টাংরে হারাই দিলো= ?
কুইঞ্চেন দেহি এডি স্বপন না বাস্তব?
আমার কাছে এডিও বাস্তব
আমারে দুইখান কাপ দিয়েন সুন্দর দেইখা।
কাপ চাইলেন, মগ দিলাম

নিজের উপর বিশ্বাস নাই আপনের?
নিজের উর্পে বিশ্বাস হ্যজ। বাট খেলা লৈয়া প্রেডিক্টাইতে পারিনা
বাংলাদেশ পয়লা ম্যাচেও পাকিস্তানের হাতে লোটা-বদনা প্রায় ধরায় দিছিলোই। অল্পের জন্য পারে নাই। তয় এইবার নিস্তার নাই।
ইন শা আল্লাহ,
এইবার হয়েই যাপে!
দুই ম্যাচই মাঠে গিয়া জিতাই আসলাম,
শেষে আর অন্য কিছু করার টাইম নাই!
আপনার কথা বার্তা শুইনাতো মিয়া হিংসা লাগতেছে। তা ভাই ফাইনালের টিকিট আছে তো? কালকেও মাঠে গিয়ে জিতাই দিয়ে আসেন।
এখনো পাইনাই!
একজন ৪০০ টাকার টিকেট ১,৮০০ তে যোগার করে দেবার আশ্বাস দিসে! দেখি কি হয়..
এইমাত্র পাইলাম!
রাত সাড়ে এগারোটায় ফার্মগেট থিকা মিরপুর গিয়া
স্টেডিয়ামের পিছে এক অন্ধকার গলিতে
এক ব্ল্যাকারের কাছে
৪০০ টাকার টিকেট ২,৫০০ টাকায় পাইয়া গেলাম!
কি ফিল করা উচিত বুঝতেছিনা কিন্তু ডরে এখনো বুক ধুকপুক করতেছে!!
চোখ বন্ধ করে বলে দেয়া যায়, বাস্তবতা হলো আমরাই জিতবো
শুধু জিতমু কৈলে হৈবো না, জিতার কোনো বিকল্প নাই আমগো
আমিও বিশ্বাস করি জিতবো... গত তিন খেলার ধারাবাহিকতা এই বিশ্বাস পোক্ত করসে।
মন্তব্য করুন