ইউজার লগইন

এনাদ্দার অতীন্দ্রীয় প্রতুত্তরাধুনিক কাইব্য

ভুমিকাঃ- শিলাজিতভাইয়ে কৈয়া গেসিলেং,
শুনো ঠিক শুরুরয়াগে ভুমিকাটা জমিয়ে বলি
যদিউ অনেক বলার্তবুও অনেক্কমিয়ে বলি............ ইত্যাদি ইত্যাদি লৈয়েই আমগোর আইজকার ইত্যাদি.........

তো যেইটা কইতেছিলাম, প্রাচীন যুগে এক্ষান ইয়ে লিক্সিলাম। ইয়ে মাইনে আসলে সেইযে, লুগজনে যেইটারে কবিতা কয় সেডিই লিক্সিলাম আর কি। মাইনশে এই কবিতা সেই কবিতা লেখে। আমি লিক্সিলাম উত্তরাদুনিকেরো পরের্ভার্সনের কাইব্য। নিজের পের্শংসা নিজেরে কর্তে না কৈরা গেসেন মুরুব্বারা। মাগার বাট লেকিন নিজের ঢুল আবার্ফের নিজেরেই বাজাইতে কইয়া গেসেন মুরুব্বারাই। তাই কি আর করা, আমার্সেই কাইব্য মাশাল্লা খুবেক্টা খ্রাপয়নাই। সেই দুর্দুর থিকা লুগজনে ফুন্দিয়া, চিডি দিয়া পের্সংসা কর্ছিলো। তাই যারে বলে ইন্সপিয়ার্ড হৈয়া আবারো কাইব্য জগতের্খাতাত নিজের নাম লিখাইতে চইলা আইলাম এনাদার অতীন্দ্রীয় প্রতুত্তরাধুনিক কাইব্য লৈয়া। শুইনা কৈয়েঙ্গো, কেরাম হৈলো

এনাদার অতীন্দ্রীয় প্রতুত্তরাধুনিক কাইব্য

ওওই দেখা যায় যাত্রাবাড়ী ওওই যে ফেলাই ওভার
টেরাক ভৈরা গরু আইয়া বাড়াইয়া দিসে পেশার।
পেশার মামা পেশার মামা থাকো তুমি কৈ?
তুমার বাড়ির ভাড়াটিয়া ছিড়াই ফেলসে মই।
মই ছিড়োনা মই ছিড়োনা টেকা পাঠাই দিমু
আবার যদি মই ছিড়েছো অষুদ কিন্যা খামু।
ওষুদ নাকি গাসে ধরে, কিন্যা আনো গম
ডিমের খোসায় লতায় পাতায় মাখানি চমচম।
চমচমটা কাকে লৈলো হুজুর গেলো মাঠ
চোখ পাকায়া ফ্রিজের ভিত্রে ঢুকায় দিলাম খাট।
খাটে ছিলো কিউটি বিড়াল
মোর্গা গেলো কই?
মোর্গা গেসে মদ খাইতে
বিড়াল পড়ে বই।
বই পড়িয়া বিড়াল কহে আইসো ঘরে মামা
তোমার ডিকে আইজকা আমি ঘইসা দিমু ঝামা।

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

অতিথি's picture


ছুডবাই, এইখানে মই মানে কি মই, নাকি অন্য কিছু?

গ্রিফিন's picture


জ্বি ব্রভাই, আপ্নে কন মইইয়ের ভিত্রে আপ্নে কুন্সে আকার ইকার ঈকার উকার ঊকার একার ঐকার ওকার ঔকার মিসস্কর্ছেন? Tongue

শর্মি's picture


হইছে ভালই, তয় উদরাজী ভাইজানের সাথে মুকাবেলা করার মতন কাবিল হননাই এখনো।

গ্রিফিন's picture


উধ্রাজী কাকায় বস্মাল। উনার্লগে পাল্লা খেইলা আমি কেম্নে সার্বাইব কর্মু?

রাসেল আশরাফ's picture


এই ঈদে কাকার ফেসিয়াল মিস করি।
এককথা এক দাবী উদ্রাজীকাকারে ফেরত চাই।

গ্রিফিন's picture


উধ্রাজীংকেলেরে আম্মো ফিরত চাই। পামর্মডুতো কতা হুনে না Sad

স্বপ্নের ফেরীওয়ালা's picture


এইবার ট্যাগ গুলি দিয়া আরেকটা কোবতে নামাইয়া ফেলেন..

~

গ্রিফিন's picture


গিরিঙ্কালারের ঐগ্লারে কি আপ্নে ট্যাগভাবতেসেন্নি Stare ঐগ্লাওতো আমার্কাইব্যেরই অংশ বিশেশ।

অকিঞ্চনের বৃথা আস্ফালন's picture


তোমার ডিকে আইজকা আমি ঘইসা দিমু ঝামা।

১০

গ্রিফিন's picture


বই পড়িয়া বিড়াল কহে আইসো ঘরে মামা

১১

অনিমেষ রহমান's picture


অনেক কথা বুঝি নাইক্কা!!

১২

গ্রিফিন's picture


কি বোজেন্নাই জিগাইলেন্না কেন? কইয়াই দিতাম নাইলে Confused

১৩

আরাফাত শান্ত's picture


কাব্য প্রতিভা বিস্ময়কর। যত্ন রাখেন নিয়মিত লেখেন।

১৪

গ্রিফিন's picture


যতন কেম্নে রাখুম মেবাই?
মশারীর্ডাইল, দুধের্সর, শুসা, ব্যাসন এগালা কি কাইব্যে মাখাইতে হইবো?

১৫

জ্যোতি's picture


ও আল্লাহ! কি কবতে লিখছেন!! মাথার চুলত গিট্টু লাগি গেছে।

১৬

গ্রিফিন's picture


আপ্নের কাইব্যডিওতো জটিল হইসে। আপ্নেরে দিয়াও হইবো মাশাল্লা

১৭

তানবীরা's picture


কাব্য প্রতিভা বিস্ময়কর। যত্ন রাখেন নিয়মিত লেখেন।

১৮

গ্রিফিন's picture


বৈদ্যাসি আফা, আমারে কাইব্য রুপচর্চার কিছু মাল্মশল্লা পাঠাইয়েন। অনেক যতন কইরাম Wink

১৯

মীর's picture


বই পড়িয়া বিড়াল কহে আইসো ঘরে মামা
তোমার ডিকে আইজকা আমি ঘইসা দিমু ঝামা।

ম্রাত্মক!!!

২০

গ্রিফিন's picture


বাইছা, আপ্নেরে ভুদ্দিন দেহি না কেন এই দেশে?

২১

রাতের শহর's picture


কথায় কথায় রস ঝরে .... ..
কি দারু..রু...রু.. ন কব্য ,

ধন্য চাঁদু... ধন্য বদু...
রসাসিক্ত এই সভ্য নব্য ।।

২২

গ্রিফিন's picture


আপ্নের্টা আধুনিক কাইব্য হইছে। লাইগা থাক্লে প্রতুত্তরাধুনিক কাইব্যও মাশাল্লা বেরইয়া আসনের চান্স রইছে Wink

২৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সেরামইছে!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

গ্রিফিন's picture

নিজের সম্পর্কে

খুচাখুচি আর চুখাচুখি Tongue