ধন্যবাদ মাইক্রোসফট...মডুরা বিশেষ ভাবে খেয়াল কইরেন...
আজ অনেক দিন হলো...শুধু আসি আর ব্লগ পড়ি , তার পর চলে যাই কমেন্ট ও তেমন একটা করা হয় না। আজ মনে হলো কিছু একটা লিখি। আর যাই হোক কারো যদি সামান্যতম উপকারে আসে ...আমার এই তথ্য টুকু...তাহলেই সার্থক হবে লিখা।
আজ অনেক দিন পর ওয়েবে ঘুরতে ঘুরতে ডয়েস ভেলের বাংলা সাইটে গিয়ে বিজ্ঞান প্রযুক্তি পেজে যখন চোখ পড়ল। খুশিতে বাক বাকুম অবস্থা। কয়েকদিন আগে টুটুল ভাই এর ফেসবুক পেজ এ একটা লিংক এ আলি মেহমুদ নামে একজন ব্লগার এর ব্লগ পড়ে টুটুল ভাই এর এক বন্ধু তার কমেন্টে বলেছিল , বাংলাদেশ কোন ক্ষেত্রেই চ্যাম্পিয়ন হতে পারেনি টানা পাঁচ বছর , শুধু মাত্র দুর্নীতিতে তারা তাদের সফলতা ধরে রাখতে পেরেছে। তা আমার জানা ছিল না। সে যাই হোক একটা কথা আমরা সবাই জানি অভাবে স্বভাব নষ্ট। আমরা
যে কম্পিউটার চালাই আমাদের মধ্যে কয় জন আছে যারা অরিজিন্যাল সফটওয়্যার ব্যাবহার করি? সেক্ষেত্রে আমরা যারা দেশের বাহিরে থাকি তাদের কথা আলাদা কারন এখানে কম্পিউটারের সাথে লাইসেন্সড সফটওয়্যার দেয়া হয় কারন কম্পিউটার গুলো ব্র্যান্ডেড কম্পিউটার বা কেউ যদি ক্লোন কম্পিউটারের ব্যাবহার করতে চায় সে ক্ষেত্রে তাকে লালিসেন্সড সফটওয়্যার ছারা চালাতে গেলে প্রচুর সমস্যার সম্মুখিন হতে হয়। যেমন ধরেন এন্টিভাইরাস রান করতে চায় না, কম্পিউটারের উইন্ডোস আপডেট সমস্যা, অনেক প্রোগ্রাম আছে যা কিনা অরিজিন্যাল উইন্ডোস ছারা রান করে না। আর সে ক্ষেত্রে সোজা আপনাকে মাইক্রোসফট এর ওয়েবে নিয়ে যাবে এই কারনেই যে আপনার সফটওয়্যার টা পাইরেটেড মানে , সোজা কথায় যারে কয় চুরি করা। আমি তো আগেই কইছি অভাবে স্বাভাব নষ্ট। একটা কম্পিউটারের দামের সমান দাম দিয়ে আমাদের দেশে কয়জন মহান ব্যাক্তি আছেন যারা অরিজিন্যাল উইন্ডোস ব্যাবহার করেন? আমার মনে হয় ৯৫ ভাগ ই চোর। আর তাদের মধ্যে আমিও একজন ছিলাম কারন সেই সামর্থ আমার ছিলনা। বাধ্য হয়েই চুরি করা জিনিস ব্যাবহার করতে হয়েছে। আমি যখন দেশে ২০০০ বা ২০০১ এ কম্পিউটারের দোকানে গেলাম কেনার জন্য গেট ওয়েতে আর অ্যাপল শপ এ দাম দেখে তো চক্ষু চড়ক গাছ। কারন এক ব্র্যান্ডেড এর দামে আমি তিন টা কিনতে পারব। কিন্তু আমাদের কয় জনের সেই সামর্থ আছে। সে যাই হোক মাইক্রোসফট এত দিন পর আমাদের মত চোর দের কথা চিন্তা করে মানে আমরা যাতে ভাল হয়ে যাই চুরি না করি একটা ভাল মানুষের মত কম্পিউটারের উপযুক্ত ব্যাবহার করি আর চুরি করার পেছনে যে সময় টা নষ্ট করি তা যেন আমরা পড়াশুনার পেছনে আর ভাল কাজের পেছনে ব্যায় করি। তাই মাইক্রোসফট একটা বড়ই মহৎ উদ্যোগ নিয়েছেন আমাদের মত গরিব দের কথা চিন্তা করে, আমাদের মেধার যেন উপযুক্ত বিকাশ ঘটে। তাই মাইক্রোসফট বিনা মুল্যে অপারেটিং সফটওয়্যার বিতরনের সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করেছে যেন আমরা আর পাইরেটেড সফটওয়্যার ব্যাবহার না করি। আর সে ক্ষেত্রে আমরা ব্লগার রাও এই মহৎ উদ্যোগের বাহিরে নই। তবে ইতি মধ্যে শুধু মাত্র সামহোয়্যার ব্লগ এর সাথে তারা তাদের কার্যক্রম চালু করেছে। পর্যায়ক্রমে অন্যান্য ব্লগ এর কাছে এই সুবিধা পৌছে দেয়া হবে। তবে সেক্ষেত্রে এডমিন দের সজাগ থাকতে হবে। তারা তাদের ব্লগারদের জন্য কি কি সুবিধা করে দিতে পারবে। ব্লগিং মানে শুধু মাত্র এই লেখা লিখি না ...কিছু ভবিষ্যত কিছু পরিকল্পনা নিয়েও আমাদের সামনের দিকে এগুতে হবে। আর হোক না তা লেখা লিখির মাধ্যামে বা সাংস্কৃতিক অঙ্গনে বা ইনফরমেশন টেকনোলজিতে। সবার জন্য রইলো শুভ কামনা। ভাল থাকুন সবাই।
তথ্য সুত্র:
http://www.dw-world.de/dw/article/0,,5602565,00.html?maca=ben-standard_feed-ben-615-xml
আপনার সাজেশন গুলো যদি বলতেন তাইলে ভালো হতো...
আমাদের আসলে কোন কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখা দরকার। ভবিষ্যতের জন্য আরো কি কি প্লান করা প্রয়োজন...
আপনাদের ব্লগ... আপনারাই সাজান... সব চিন্তা মডু আর ডেভুরা করপে ক্যান?
আপনার দেওয়া লিঙ্ক দিয়ে ঘুরে এলাম, ভালো উদ্যোগ।
মাইক্রসফ্ট ডড়াইলে আমাগো কি?

জব্বার কইছেন?
ইউনিভার্সিটির খবরটা শুনছি। এইখানে কিছু চিপার ব্যপারও আছে।
যেমন ধরেন, আমরা বাংলাদেশি ছাত্ররা পাইরেসি করে উইন্ডোজের সফটওয়ার ইউজ করলেও পরে অনেকেই বিবেকের বাধায় পড়ি, তাই ভিজ্যুয়াল সি ছেড়ে তুলনামূলক একটু কম ব্যবহার বান্ধব ডেভ কিংবা উবুন্টুতে জিসিসি তে চলে যাই। ওপেন সোর্স প্লাটফর্মের সফটওয়ার দিয়ে প্রোগ্রামিং এর চেষ্টা করি। মাইক্রোসফটের সাথে চুক্তির অতি উৎসাহে যদি উন্মুক্ত সফটওয়ারের প্রতি ছাত্রদের আগ্রহ বন্ধ হয়, তাহলে আমাদের ভবিষ্যত আন্ধার। কম্পুজ্ঞানী ছাত্ররা মাইক্রোসফটের জন্য এপ্লিকেশন ডেভেলপ করার ঝোঁকে পড়বে...এই আশাতেই তাদের এই স্বল্প ইনভেস্টমেন্ট।
ভাঙ্গার কমেন্টা কিন্তু ভাবার মত। উইন্ডোজ অরেটিং সিস্টেমের জনপ্রিয়তার প্রধান কারণ অধিকাংশ সফ্টঅয়্যার উইন্ডোজ প্লাটফর্মের জন্য তৈরী। কিন্তু তারপরেও এটার অতিরিক্ত দামের কারণে যেভাবে উবুন্টু এবং অন্যান্য মুক্ত অপারেটিং সিস্টেমের চাহিদা বাড়ছে তাতে একদিন মাইক্রোসফ্টের লাল বাতি জ্বলার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই এই সম্ভবত এই রাস্তা।
ভাঙ্গা পেন্সিল ভাই জান আমি আপনার সাথে একমত .। তয় কথা আছে। আপনারে তারা চুরি করতে মানা করছে মাগার ডেভেলপ করতে মানা করে নাই। আর এই সুযোগে যদি কিছু ভাল কাজ তারা করে মানে ফ্রি তে কিছু সফট দিল তাতে যে তাদের তেমন কোন ক্ষতি হবে না এইটা আমিও বুঝি। অজথা কিছু ধকল তো কমলো কম্পিউটারের। শান্তিতে কাজ করবেন। এর পর আপনি অন্য কিছু পাইরেসি করেন বা না করেন মাইক্রোসফট তো আর জান্তেছে না। কারন উইন্ডোস তো আর পাইরেসি করার দরকার পড়ছে না। এর পর আপনি লিনাক্স বা সান বা উবুন্টু যা মনে চায় ডেভেলপ করেন বা পাইরেসি কেউ কি মানা করবো? আর প্রোগ্রামিং করলেই বা কে মানা করলো?তোমার লক্ষ যদি হয় ডেভেলপার হবা বা প্রোগ্রামার, মাইক্রোসফট তো আর তোমায় পাহারা দিচ্ছে না বা মানা করছে না যে তুমি অন্য কোনো কিছুর জন্য প্রোগ্রাম বানাইতে পারবানা। আর এক মেশিনে ডুয়েল বা তিন টা অপারেটিং সিস্টেম নিয়ে তো আপনি কাজ করতে পারছেন। আপনার যা মনে চায় ডেভেলপ করেন। আর মাইক্রোসফট যে কারনেই করুক না কেন আমাদের উপকার হচ্ছে আর এতে করে যদি তারা ভবিশ্যত কিছু পরিকল্পনা থাকে তাদের সেটা তাদের ব্যাপার। আর এটা জানেন তো সবাই তো আর আপনার বা আমার মতো কম্পু জ্ঞানি হবে না। অনেকেই আছেন শুধু চ্যাট বা শুধু মাত্র পারিবারিক কিছু লোকের বা বন্ধু দের সাথে যোগাযোগ বা কেউ তাদের নিজেদের কম্পোজের বা সাধারন কাজ গুলো কাজ করার জন্য কম্পিউটার ব্যাবহার করে। সবাই কিন্তু ডেভেলপার না বা প্রোগ্রামার না । আর ছাত্র হলেই কিন্তু সবাই কম্পিউটার রিলেটেড বিষয় নিয়ে পড়া শুনা করেন না। তাই যাদের নতুন কিছু সৃষ্টি করার ইচ্ছা আছে , তারা কিন্তু এর পরেও থেমে থাকবে না। আর বাকি টা আপনি ভাল বুঝেন আপনি কি করবেন। এখন মাইক্রোসফট এর সুযোগ গ্রহন করবেন কিনা সেটা পুরোটাই আপনার ব্যাপার। আমার মনে হলো যে অনেকের যাদের সামর্থ নেই তাদের জন্য একটা অনেক বড় সুযোগ ফ্রি তে পাবার জন্য। ভাল থাকুন সবাই।
মাইক্রোসফটের উদ্যোগ যে মহৎ না সেটা বলতে চাচ্ছি না। উদ্যোগ মহৎ, তাই বলে তাদের মহান ভাবার যে কারণ নাই, শুধু সেটাই বলতে চাইছি।
উপরে ভাঙ্গার কথাগুলো ভাবার মত...
মাইক্রোসফট ক্যান সব বড় কোম্পানীর মানসকিতাটাই এরম...
হুমমম। সব মন্তব্যই ভাবার মতো।
সামু পাইছে তার মানে সামনে আমরা বন্ধু ব্লগ এই সুযোগ পাবে ,
জানলাম , আপনার লেখা সার্থক হইছে
ধন্যবাদ সবাই কে.। আসলেই জমিদার সাব এখন মনে হইলো লেখা টা সত্যি সার্থক হইছে। আশা আর দোয়া করি মডুরা আপনাদের সেই আশা সফল করার জন্য জোর প্রচেষ্টা করবেন। যেন আপনাদের সবার হাতে ফ্রী উইন্ডোস আসে । ভাল থাকুন সবাই।
অপেক্ষায় থাকলাম,
পুরাই একমত!
একসময় বৃটিশ ট্যোবাকো কোম্পানী নাইচা গান গাইয়া মানুষরে ফ্রী সিগারেট বিলি করত। তাদের পন্যে মইজা আমরা এখন গাটের পয়সায় সিগারেট কিন্ন্যা খাই।
ভিক্ষার চাল কাড়া আর আকাড়া! তয় মহাজন কেন্ ফ্রীতে খাওয়াইতে চায় এইটা চিন্তা করলে মধ্যবিত্তের একটু গায়ে লাগে বইকি। ফ্রী না খাইয়া এই ইগোটারে কাজে লাগাতে পারলে হয়তো মহাজনের একচেটিয়া বানিজ্যের ভিতটা নাড়াইয়া দেয়া যাইত। আমগোরে আর চোর নাম ঘুচাইতে ডাকাইতের কাছ থাইকা মোটা অংক দিয়া লাইসেন্স নিতে হইত না।
মন্তব্য করুন