আমি দুর্মুখ - সুশীলের শ্লীলতাহানিতেই আমার সুখ
জানি না কোন সে মহামন্ত্র - কোন সে দৈবজ্ঞান - যাহার বলে তাহারা বিশিষ্ট হন - জন্মাবধি তিন দশকে যাহা বলিতে পারি নাই - এক দিবসেই তাহারা তা বলিয়া ফেলেন - কী বোর্ডে শত ঠোকাঠুকি করিয়া ও যাহা লিখিতে পারি নাই - কলমের এক খোঁচাতেই তাহারা তা বিধৃত করিয়া ফেলেন - সমাজ জাতি ধর্ম সবই যেন নগণ্য - যুগলব্ধ তাপসেরা যেন কীটানুকিট - সত্য শুধু তাহারাই - শির শুধু তাহাদেরই উচ্চে - তাহারা বলিবেনই - তাহাদের কলম লিখিবেই - তাহাতে যদি আম জনতার হৃদয়ে পদাঘাত হয় - বিতর্ক আর বিভেদে জাতি যদি উত্তাল হয় - ক্ষতি নাই - কর্ম করিতে তাহারা পৃথিবীতে আসেন নাই - তাহারা আসিয়াছেন অতিশয় বৃহৎ উদ্দেশ্য সমাধার জন্য - সে উদ্দেশ্যের পরিধি বোঝার সাধ্য আবাল জনতার হইবে তাহা আশা করাও স্পর্ধার শামিল - অতিকথন আর অতিলেখনের লাইসেন্স ভূমিষ্ঠ হইবা মাত্রই তাহাদের হস্তগত হইয়াছে - সুশীল বলিয়া এক আর্য শ্রেণীতে তাহারা নিবন্ধিত হইয়াছেন - এখন আর তাহাদিগকে জনতার কাতারে দেখিলে চলিবে না - তাহারা আরাধ্য - তাহাদের বক্তব্য শিরোধার্য্য - তাহারা বলিবেন - আমরা শুনিব - তাহারা লিখিবেন - আমরা পড়িব - ভুলিলে চলিবে না - তাহারা কুলীন - তাহারা সুশীল - আমরা ব্রাত্যজন - অজ্ঞাতকুলশীল.
প্রাজ্ঞ পাঠক - ভাবিতেছেন - এই আবাল কেন তাহাদের উপর চটিয়া গেল - আমি চটি নাই - চটিয়াও তো লাভ বিশেষ নাই - ক্রোধে পাগল হইয়া বড়জোর ফেসবুকে এক খানা স্ট্যাটাস সাটাইয়া দিতে পারি - আমার মত আরো দু এক আবাল - ভুল বুঝিয়াই হোক আর করুণাবশতই হোক - তাহাতে দু এক খানা লাইক ঠুকিয়া দিতে পারে - আমার দৌড় ওই পর্যন্তই - তাহাতে সুশীলের কেশাগ্র ও কুঞ্চিত হইবে না - তাহারা আগের মতই বয়ান করিবেন - আলো অন্ধকার - দেশ বিদেশ - হাঁক ডাক - যুগ হুজুগ - সব কাগজ ভরিয়া বিস্ময়কর তত্ত্বের ঝড় তুলিবেন - আমাদের মত আবালেরা সেই ঝড়ে ঝরা পাতার মতই দিগন্তে বিলীন হইয়া যাইবে.
দেশকে ভালবাসার ঠেকা বহুকাল হইতেই তাহারা করায়ত্ত করিয়া রাখিয়াছেন - উহাতে আর কাহারও ভাগীদারী তাহারা সইতে পারেন না - তাহাদের চেয়ে বেশি কেহ যে দেশকে চাহিতে পারে - তাহাদের চেয়ে অধিক বেদন যে কাহারও থাকিতে পারে - ইহা মানিয়া লইবার পূর্বে তাহারা মরিতেও প্রস্তুত - যদিও মরিবার সাহস কদাচ তাহারা দেখাইয়াছেন - কেহ কেহ বলিবেন - ৭১ এ যে কাতারে কাতারে বুদ্ধিজীবিরা চলিয়া গেলেন - তাহারা কি দেশের জন্য মৃত্যুকে বরণ করিয়া নেন নাই - উত্তরে বলিব - উহাদের সাথে কাহারও তুলনার পূর্বে যেন আমার ল্যাপটপ খানা ধরাধাম ত্যাগ করে - উহারা ছিলেন সূর্য সন্তান - বর্তমানে যাহারা আছেন তাহাদের চাঁদের বুড়ির সন্তান হিসেবে মানিয়া লইতেও আমি রাজি নই.
রাজপথে বা বাসে যাহারা মলম বেচিয়া বেড়ান - তাহারা যে দায়ে পড়িয়া ক্যানভাসার - সে কথা মুখে বলিবার আবশ্যকতা নাই - কিন্তু আমাদের সুশীলেরা কিসের দায়ে ক্যানভাসার হইয়া সমাজে ক্যান্সার ছড়াইয়া বেড়ান - সে এক আচানক বিষয় - জজ ব্যারিস্টার - আমলা কামলা - শিক্ষক দীক্ষক - সকলেই এখন সুশীলের খাতায় নাম লিখাইতেছেন - সারা জীবন যাহারা রাজনৈতিক কীটদের দালালি করিয়াছেন - উপরি খাইয়া পেট ভরিয়াছেন - আজ তাহারা সুশীলের ভেক ধরিয়াছেন.
রাত হইলেই তাহারা দলে দলে আসিয়া টিভি পর্দা দখল করিয়া লন - টাই এর নড কিছু ঢিলা করিয়া - কফির মগ দুলাইয়া - কথার ঝড় তুলিয়া দেন - বেঢপ ভুরিখানা উত্তেজনায় টানটান হইয়া যায় - সুন্দরী উপস্থাপিকাদের উপস্থিতি তাহাদের তৃতীয় পায়েও বুঝি কিছু কাঁপন আনিয়া দেয় - সেই কাঁপনেই বোধ করি জিহ্বার উপর তাহারা নিয়ন্ত্রণ হারাইয়া ফেলেন - তাহাদের কথা শুনিয়া মনে হয় - আইনস্টাইন আর রবীন্দ্রনাথ ফাঁকা মাঠে গোল দিয়াছিলেন - এরিস্টটল আর সক্রেটিস ছিলেন নিতান্তই মেধাশুন্য - যদি এই সুশীলেরা সেদিন থাকতেন - তবে অতীত মহতীরা হাড়েহাড়ে টের পাইতেন - বাঙালি কি জিনিস.
বিধাতার আশ্চর্য সৃষ্টি এই সুশীলেরা - একজন হাটুরে শ্রমিক এক দিনে যতখানি ঘাম ঝরায় - সমস্ত জীবনেও অতখানি স্বেদ বোধহয় তাহারা চোখে দেখেন না - শ্রমের মর্যাদা নিয়ে কথা বলতে তবু তাহারা আমোদ পান - একজন বালকের যতটুকু জীবনবোধ আছে - বোধ করি তার চেয়ে কম বোধ নিয়ে তাহারা জীবন কাটান - যতটুকু বিবেক একটি পশুর থাকে - তার চেয়ে কমে তাহারা তৃপ্ত থাকেন - তবুও তাহারা বরেন্য.
এই যে দেশের ক্রান্তিকাল এখন - তাহারা আন্দোলনের কথা বলিয়াছেন - বিজয় মিছিলে তাহাদের দেখিলেও দেখিতে পারেন - কিন্তু সংগ্রামী মিছিলে তাহাদের কখনো পাইবেন না - তাহারা জগতের হিসাব সকলের চেয়ে ভালো বোঝেন - বছরের কোন সময় কোন পদক আসে তাহারা সে খবর রাখেন - কোথায় দাঁড়াইলে ক্যামেরার ফ্রেম তাহাদের খুঁজিয়া লইবে তাহারা তা ভালই বুঝেন - আগামী নির্বাচনে কাহাদের জয় হবে তাহা নিয়ে সুগভীর পরিকল্পনায় তাহারা সিদ্ধহস্ত - তাই বলিবার সময় তাহারা ডান বাম বাঁচাইয়া বলেন - পস্তানোদের দলে তাহারা নন - তবে তাহারা ভুলিয়া যান - আন্দোলন তাহাদের মুখাপেক্ষী নয় - আন্দোলন চলে বেহিসেবী তরুণের প্রমত্ত আহ্বানে - আন্দোলন চলে শাণিত যুবকের ব্যাকরণ না মানা দৃপ্ত পদক্ষেপে - গল্পের ভিত্তি যেখানে গণজাগরণ - সেখানে অর্থহীন হিসেবী সুশীলের শ্লীল পদচারণ.
অতিকথন আর অতিলেখনের লাইসেন্স ভূমিষ্ঠ হইবা মাত্রই তাহাদের হস্তগত হইয়াছে - সুশীল বলিয়া এক আর্য শ্রেণীতে তাহারা নিবন্ধিত হইয়াছেন - এখন আর তাহাদিগকে জনতার কাতারে দেখিলে চলিবে না - তাহারা আরাধ্য - তাহাদের বক্তব্য শিরোধার্য্য - তাহারা বলিবেন - আমরা শুনিব - তাহারা লিখিবেন - আমরা পড়িব - ভুলিলে চলিবে না - তাহারা কুলীন - তাহারা সুশীল - আমরা ব্রাত্যজন - অজ্ঞাতকুলশীল
এই তো হচ্ছে সব সময়। তারা বিজয় মিছিলে যাবেন আর সারাজীবন নিজেদের স্বপ্ন পূরণ করবেন সাধারণকে দিয়ে।
মন্তব্য করুন