মাননীয়া - শুধু স্তাবকদের জন্য নয় - আপনার মূল্যবান কর্মঘন্টার কিছু অংশ অনুগ্রহপূর্বক সমালোচকদের জন্য ও বরাদ্দ রাখুন
মাননীয়া - শুধু স্তাবকদের জন্য নয় - আপনার মূল্যবান কর্মঘন্টার কিছু অংশ অনুগ্রহপূর্বক সমালোচকদের জন্য ও বরাদ্দ রাখুন
মাননীয় প্রধানমন্ত্রী,
জাতি হিসেবে নিশ্চয় আমরা বিস্মৃতিপ্রিয় - আমাদের জ্ঞান গম্যি আর সাধারণ বোধ (কমন সেন্স) নিয়েও হয়ত কথা থাকতে পারে - কিন্তু একখানা জায়গায় আমরা হিমালয়ের মতই অটল - মহাসাগরের মত অতল - সে এক মহার্ঘ্য অনুভূতি - সে আমাদের মানবতাবোধ - প্রাণ যায় যাক - তবু এই প্রশ্নে কোনো আপোষ নাই - সেই আপোষহীনতার জায়গা থেকেই লিখছি আপনাকে.
সাভারে একখানা বিল্ডিং ধ্বসে পড়েছে - আমরা আহত বিস্ময়ে লক্ষ্য করলাম - আহত নিহতের সংখ্যা - বিপর্যয়ের মাত্রা - সমবেদনা - এর কোনটাই আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেভাবে স্থান পেল না - আপনি দ্ব্যর্থহীন কন্ঠে সিদ্ধান্ত জানালেন - ভবন মালিক আপনার দলের কেউ নয় - জাতির অভিভাবক আপনি - অথচ জাতীয় বিপর্যয়ে ব্যক্তিগত আর দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হবার আশংকায় আপনাকে যতটুকু শংকিত দেখালো - এর সিকিভাগ বেদনা ও আপনার কন্ঠে অনুভব হলো না বিপুল সংখ্যক শ্রমিকের প্রাণহানিতে - স্তাবকরা যতই আপনার হৃদয়বত্তার স্তূতি গান না কেন - আমরা ভাবতে বাধ্য হলাম - আপনিও বস্তুত দলকানা এক রাজনীতিক বৈ অন্য কিছু নন - দিনশেষে ভোটের হিসেবই আপনার কাছে মুখ্য.
মাননীয়া - সূর্যের চেয়ে বালি গরম - দলীয় ভাবমূর্তিকে কলুষতামুক্ত রাখতে গিয়ে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী রীতিমত মুজিযা দেখিয়ে দিলেন - তার ঝাঁকুনি তত্ত্ব পুরো দেশকেই এক হৃদয়ভেদী ঝাঁকি দিয়ে গেল - দুর্ভাগ্য এটাই যে এখনো তিনি স্বপদে বর্তমান - ভাবতে বিব্রত লাগে - আপনার মন্ত্রী পরিষদে মানসিকভাবে সুস্থ দু' একজন মানুষও কি নেই ?
আপনার রাষ্ট্রপতি - যার জীবন বৃত্তান্ত সরল এবং নিষ্কলুষ হিসেবেই জানি - জাতির চরম দুর্দিনে তার আচরণ দেখে মনে হলো - তিনি যেন এই দেশের কেউ নন - সাভার বলে এই দেশে যে একখানা জায়গা রয়েছে - সেখানে যে স্মরণকালের মর্মান্তিক মানবিক বিপর্যয় চলছে - সে সম্পর্কে তিনি যেন অবগত নন - আমরা তাকে রাষ্ট্রপিতা বানালাম - অথচ তিনি যেন দলদাস হয়ে থাকতেই বেশি পছন্দ করলেন.
শুনতে পাই - বৈদেশিক সাহায্য প্রস্তাব ফিরিয়ে দেয়ার পেছনে আরেক বুদ্ধিমতী মন্ত্রীর প্রণোদনা আছে - পরের সাহায্য নিলে দেশের ভাবমূর্তি নাকি রসাতলে যেত - আমাদের জ্ঞান বুদ্ধি সীমিত - সবিনয়ে জানতে চাই - এই ভাবমূর্তি জিনিসখানা কি ?
জাহাজ যখন ডুবতে থাকে - ইথারে তখন প্রাণ বাঁচানোর কাতর আকুতি হয়ে ছড়িয়ে পড়ে 'সেইভ আওয়ার সোল্' বার্তাখানি - প্রেরকের তাতে সম্মানহানি হয় না - প্রাপকের ভুরুও কুঞ্চিত হয় না - প্রশ্ন ওঠে না কে কাকে ডাকছে - কেউ জানতে চায় না বিপদগ্রস্ত দরিদ্র না ধনী - সাদা না কালো - শত্রু না মিত্র - বিবেচ্য একটাই - মানবতা বিপন্ন - সমস্ত উদ্ধারকারীর জীবনের বিনিময়ে হলেও তাকে বাঁচাতে হবে - বিশ্বায়নের - বিশ্ব মানবতার মূলমন্ত্র এটাই.
আপনার মন্ত্রী হয়ত অনেক জ্ঞানী - কিন্তু মনুষত্ব্যের মাপকাঠিতে তার স্থান কোথায় - বিদেশীরা ট্যাঙ্ক কামান বা বোমারু বিমান নিয়ে বোধহয় এখানে আসত না - হয়ত কিছু লাইফ সেন্সিং ডিটেকটর - হিট সোর্সিং ডিভাইস আর সফিসটিকেটেড লজিস্টিক সাপোর্ট নিয়ে আসত- আপনার মন্ত্রী মহোদয়া কি দেখে আঁতকে উঠলেন আমাদের সীমিত বোধে আসে না - আপনি হয়ত বলবেন - আমাদের উদ্ধার সরঞ্জাম পর্যাপ্ত আছে - বিদেশীদের কাছে হাত পাতব কেন ?
মাননীয়া - আমাদের কি আছে গত কয়েকদিনে তা কি নির্মমভাবে প্রমাণ হয়ে যায়নি - সেনাবাহিনীর ভান্ডারে হাজার হাজার কোটি টাকার অস্ত্র যোগ হয়েছে মাত্র কিছুদিন হলো - কিন্তু উদ্ধার কার্যের জন্য প্রয়োজনীয় সস্তা করাত - শান - ড্রিল - হেলমেট - এমনকি তুচ্ছ টর্চের জন্য পর্যন্ত তাদেরকে জনগণের মুখাপেক্ষী হতে হয়েছে - হাইড্রলিক জগ - অক্সিজেন ভেহিকেল - লেজার কাটার - ডাস্ট সাকার - এসবের কথা বলে আপনাকে লজ্জা দেব না - এত অপ্রতুলতার পরও আমরা বিপর্যয়ের বিরুদ্ধে লড়তে পেরেছি তার একমাত্র কারণ - স্বেচ্ছাসেবীদের ইস্পাতকঠিন মনোবল আর মানবিক স্পৃহা - মূল শক্তি এরাই ছিল - তার অর্থ এই নয় যে সেনা আর দমকল নিষ্ক্রিয় ছিল.
মহোদয়া - রুষ্ট হবেন না - বিস্ময়কর হলেও সত্য - অভাগা এই দেশের অনেক মানুষই আপনাকে ভালোবাসে - আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনেক বড় মাপের রাজনীতিবিদ মনে করি না - তবে মানবিকতার জায়গাটুকুতে আপনি হয়ত অনেকের চেয়েই কিছুটা হলেও এগিয়ে থাকবেন - আমি অবাক হয়ে লক্ষ্য করেছি - আপনার শাসনামলে শেয়ার কেলেঙ্কারী, পদ্মা সেতু বিতর্ক, হলমার্ক বিপর্যয়, বিশ্বজিত, সাগর-রুনি হত্যাকান্ড, তাজরীন অগ্নিকান্ড, সাভার হত্যাকান্ডের মত ক্ষমাহীন সুবিশাল সব মানবসৃষ্ট বিপর্যয়ের পরও অনেক সুধীজন আপনার পক্ষ অবলম্বন করেছেন এবং এই সহানুভুতির পেছনে আপনার প্রয়াত পিতার ভূমিকা হয়ত অস্বীকার করা যাবে না - কিন্তু শুধু পূর্বসূরীর কর্মপরিচয়কে অবলম্বন করেই কি আপনি রাজনৈতিক জীবন কাটিয়ে যেতে চান ? মনোবান্জ্হা যদি তেমনই হয় তবে কথা বাড়াব না - কিন্তু যদি বিশ্বাস করেন আপনিও একজন সতিকারের নেতা - তবে স্তাবকদের আড়াল থেকে বেরিয়ে আসুন - সমালোচকদের মুখোমুখি দাঁড়ান আর আমাদেরকে দাঁতভাঙ্গা জবাব দিন - স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন - জাতির সামনে দাঁড়িয়ে বিনীতভাবে ক্ষমা চাইতে আর স্বেচ্ছায় অবসরে যেতে - বয়স হয়েছে - তার বিশ্রাম প্রয়োজন - বিজেএমই'র যে অর্থপিশাচরা প্রতিনিয়ত আপনাকে চোখ রাঙায় - জুজুর ভয় দেখায় - তাদেরকে শক্ত করে একটা ধমক দিন - তাদের নোংরা কাঁধে চেপে প্রবৃদ্ধি বাংলাদেশে ঢুকেনি - প্রবৃদ্ধি এসেছে মেহনতি মানুষের কর্মযজ্ঞে - তাদেরকে জানিয়ে দিন - তারা বন্ধ করার আগেই প্রয়োজন হলে এই শিল্প আমরা বন্ধ করে দেব - যারা বলে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে - তাদেরকে আরও জোরে এক খানা ধমক দিন - আমরা হালের গরু ঠেলেই বড় হয়েছি - এঁদো পুকুরে মাছ ধরে আমাদের শৈশব কেটেছে - আমাদের জীবিকা কোনো কারখানার মুখাপেক্ষী নয় - ওই সব কারখানাই বরং শ্রমিকের ঘামের মুখাপেক্ষী - ইতিহাস সাক্ষী - কর্মী মানুষের রিজিক তার মুঠিতে - এক শিল্প বন্ধ হয়ে গেলেই দেশ শেষ হয়ে যাবে না - আমাদের মেধা শ্রম নৈপুণ্য - কোথাও ঘাটতি নেই - নতুন ক্ষেত্র পেতে আমাদের সময় লাগবে না - শ্রমিকের হাড়মাংস বেচার ঠিকাদারী আমরা কাউকে দেইনি - জানিয়ে দিন - আমরা তাদেরকে খাইয়ে দাইয়ে বড় করেছি - যদি তারা বোল বচ্চন করেন - তবে আমাদের সমস্ত শ্রম আমরা প্রত্যাহার করে নেব - তারা যেন তখন তাদের ভাবমূর্তি আগলে ধরে বসে থাকেন ; গ্রেফতারের তালিকায় মুরাদ জং নেই কেন - এই প্রশ্ন আমি অবশ্যই করব আপনাকে - খুনিরা কোনো দলের নয় - আপনি জনসমক্ষে দাঁড়িয়ে বলুন - মুরাদ জং আজ থেকে আপনার দলের কেউ নয় - আপনি বলুন - কোনও সন্ত্রাসীকে আপনি মনোনয়ন দেবেন না - প্রয়োজন মনে করলে সাদাসিধে একজন স্কুল শিক্ষককে ওই আসনে দাঁড় করান - দেখবেন - রেকর্ড পরিমাণ ভোটে ওই আসনে আপনার দল বিজয়ী হবে - আপনাকে শুধু একটু সাহস করতে হবে - পারবেন সাহসটুকু দেখাতে ?
মাননীয়া - সময় বদলেছে - একসময় সব ভুলে যেতাম - কিন্তু এখন - আমরা চাইলেও অনেক কিছু ভুলতে পারি না - নুপুর পরা একটা পা ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে ছিল - হয়ত ঐ পা খানিই আমাদের ঘুমন্ত বিবেককে প্রচন্ডভাবে লাথি মেরেছে - এখন চাইলেও আমি - আমরা - নিজেদের বিবেককে ঘুম পাড়াতে পারব না - আপনি যতবড় পিতার কন্যাই হন না কেন - যদি এই বেদনার মর্মার্থ না বোঝেন - এই অমানবিক অন্যায়ের প্রতিকার না করেন - তবে প্রস্তুত থাকুন - আমরা আপনাকে ইতিহাসের আস্তাকুড়ে ছুড়ে ফেলব - মৃতদের কাছে - জীবন্মৃতদের কাছে - এ আমার - আমাদের অঙ্গীকার.
সহমত
লেখাটা খুব খুব ভাল লেগেছে
শুধু
এটা হয়তো শোনা কথাই
মন্তব্য করুন