আষাঢ়ে গপ্পোঃ অর্থ বিভ্রাট
এবার রাজশাহীতে যেয়ে দেখি আমার তিন বছর বয়সি ভাগ্নি আলোকিতা তেমন বাংলাই বলছে না… বলছে অনর্গল হিন্দি… মাত কর… মাঝে মাঝে এসে আমাকে ধমক দিচ্ছে খামোশ! টিভিতে ননস্টপ হিন্দি কার্টুন দেখার সুফল(?)। কী সাংঘাতিক অবস্থা! আমাদের বাসাতেই যদি এই হাল হয় তাহলে অন্য বাসাগুলোর অবস্থা কি ভাবতেই ভয় করছে। না, কোন ভাষার প্রতি আমার কোন বিদ্বেষ নেই, আমি নিজেও অনেক হিন্দি গান শুনি, হিন্দি সাহিত্যও পড়েছি। কিশোর বয়সে আকাশবাণী থেকে ক্রিকেট ধারাভাষ্য ‘আখু দেখা হাল’ শুনতে শুনতে তো রীতিমত হিন্দি বিশেষজ্ঞ হয়ে উঠেছিলাম। কিন্তু আমার আপত্তি তখনই যখন বিদেশি একটি ভাষার তোড়ে আমাদের নিজস্বতা স্বকীয়তা নষ্ট হতে বসে তখন। অনেকদিন আগের কথা মনে হল। আমি তখন রাবিতে আমাদের বিভাগের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা। বিভাগের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছেলে মেয়েদের শখ হল হিন্দি গান গাইবার। আমি অনেক বোঝালাম, কিন্তু ওদের মন ভীষণ খারাপ। ওরা একসাথে একটি গান করবে বলে রিহার্সেল দিয়েছে… অতিথি শিল্পীরা না কি হিন্দি ছাড়া গানই না। আমার জন্য সবার এত মনোকষ্ট… পরে ভাবলাম, ঠিক আছে ওরা করুক, আমি ওই পর্ব শুরু হলেই চলে যাব। এর পরেও অনেকবার বিভাগের অনুষ্ঠানে হিন্দি পর্ব শুরু হলেই আমি উঠে চলে আসতাম। বিষয়টা যে অন্যদের নজর এড়াত তাও নয়… যাকগে সেসব… তো সেবার একদিন হটাৎ করেই ওদের রিহার্সেলের পাশ দিয়ে হাঁটছি, ওরা দল বেঁধে গাইছে সেই সময়ের হিট গান ‘মেরা পাও ভারি হো গিয়া’… সর্বনাশ!!! রুমে ঢুকলাম… ওরা আবার শুরু করল… যদিও মূল গানটিতে ছেলে কন্ঠে ছিল ‘তেরা পাও ভারি হো গিয়া’… কিন্তু আমাদের ছেলেটিও গাইছে ‘মেরা পাও ভারি হো গিয়া’… জিজ্ঞেস করলাম, তোমরা কি জান তোমরা কি গাইছ? ছেলেটি বেশ হিন্দি বিশেষজ্ঞ… সে বলল কেন স্যার, পায়া ভারি মানে অহংকার… আমরা গাইছি আমাদের খুব অহংকার… বেশ বেশ… বললাম মা জননীদের কি অবস্থা জানি না ভাই, তবে তোমার নো চান্স! মেরা পাও ভারি হো গিয়া একটি জনপ্রিয় হিন্দি প্রবাদ যার অর্থ I am pregnant. ওরা তো সব একছুটে পগার পার… সবাইকেই বলছি হিন্দি গান শুনছেন, শুনুন… সিরিয়াল দেখছেন, দেখুন! শুধু খেয়াল রাখবেন 'পাও' যেন 'ভারি' না হয়ে যায়!!!
পুরা জাতির ছেড়াবেড়া অবস্থা।
সবাই হিন্দী এক্সপার্ট।
হাহাহাহহাহাহাহাহা=))

তবে ব্যাপারটা যতোটা না হাসির তার চাইতে বেশী বেদনার।
হাসলাম ছেলেদের 'পাও ভারী' দেইখ্যা।
হিন্দী উর্দু পর্তুগীজ সব জানুক আপত্তি নাই তার আগে বাংলাটা শুধু শিখুক ভালোবেসে!
পুরা জাতির ছেড়াবেড়া অবস্থা।
সবাই হিন্দী এক্সপার্ট।
মন্তব্য করুন