আবজাব কথাবার্তা
সন্ধ্যা থেকেই বিদ্যুত নেই। ঘুটঘুটে অন্ধকার চারদিকে। ব্যাঙ ডাকছে অনবরত। একটা/দুইটা জোনাকিপোকা উড়ছে। সেই সন্ধ্যা থেকেই একটা পাখি কু কু করে ডেকে চলেছে।এই পাখিটাকে গ্রামে বলে কুপক্ষি । গ্রামের মানুষ বলে রাতে কুপক্ষি ডাকলে বিপদ-আপদ হয়,অসুখ -বিসুখ হয় । আম্মা চিন্তিত হয়ে দরজা জানালায় শব্দ করছে ,পাখিটা যেন দূরে যায়। কিন্তু পাখিটা ডেকে ডেকে ভয়ের একটা পরিবেশ তৈরী করেছে । কেমন হু হু করা নীরবতা চারদিকে । কত কি মনে পড়ে,কত কি মিস করি! কত কি বদলে যায়! এই জোনাকি পোকাগুলোও।
ছোটবেলায় দেখতাম রোজ রাত নামলেই কত কত জোনাকি পোকা যে ঘরে ঢুকে আলো জ্বালতো! মনে আছে, রোজ জোনাকি পোকা ধরে বোতলের ভেতর জমাতাম। ঘুমানোর আগে লাইট নিভিয়ে দেখতাম বোতলের ভেতরে কি অদ্ভূত আলো জ্বলছে আর নিভছে ।মশারির ভেতর ঢুকে সবগুলো জোনাকি ছেড়ে দিলে সারারাত ঘুরতো মশারির ভেতর । জোনাকিগুলো হারালো কোথায় ? আমার শৈশবের সাথে শৈশবের আনন্দও স্মৃতি হয়ে গেলো কেন ভেবে পাইনা ।
শান্ত মোবাইল দিয়ে কত সুন্দর পোস্ট দেয়,আর আমি এটুকু টাইপ করতেই হাত ব্যথা হয়ে গেলো । শান্ত আসলেই রক্স ।
পুরানা দিনের হা-হুতাশ আসলে কখনোই কাটবেনা।
পোষ্ট ভালো হইছে
আই ফোন পোস্ট মুবারক
কথাতো আবজাব হয় নাই। সুন্দর হইসে ..
এত্ত ছুডু পুস্ট?! এইডা কিছু হইল?!
নিওয়ে, লেখা পসন্দ হইছে!
আমি নিজেই বিরক্ত। মোবাইলে লিখতে পারি না। এইটুকু লিখতেই হাত ব্যথা হয়ে গেলো। তবু চেষ্টা করলাম যাতে মাঝে মাঝে বালিংশ কমেন্ট না করে বাংলায় যেন একটু আধটু লিখতে পারি।
আমার ফুনে এখন বাংলা আছে?!
নতুন 'আমার ফোন' (আই ফোন) ব্যবহার করতাছো, পোস্ট দিতাছো... খাওয়াইলানা...
তোমার পুরান নকিয়া ফোনটা কৈ ? ওইটা আমারে দিবা ? আমি গরীব মানুষ
আই খিদা..
~
চিন্তা কইরেন না লিখে যাবেন স্টিভ জবসের এই মোবাইল দিয়ে। অনেক অনেক ভালো পোষ্ট পেতে চাই আমরা!
পুরানা দিনের মায়া গুলা আসলেই কাটেনা, বরং বেশি করে জড়ায়া ধরে!
আচ্ছা ঠিকাছে
আই ফোন পোস্ট মুবারক
এত্ত ছুডু পুস্ট?! এইডা কিছু হইল?!
নিওয়ে, লেখা পসন্দ হইছে!
ছুডু হইলেই দ্রব্যগুন আছে।
আপনার তো আমার মত গ্রাম্য বাতিক ও স্মৃতি বাতিক আছে। দয়া করে ডেকসটব লেপটব এ বসেন। আর আমার শরতের সারোদ পড়েন। আরো স্মৃতি মনে পড়ব
এডিরে আবজাব কথাবার্তা কইলে আবজাব কথাবার্তারে কি কইবা?
এই যে সুন্দরী, দুই মাস ধইরা আপনের নতুন কোনো লেখা পাই না। কাহিনী কি?
না লিখিলে চলিবে কিভাব?
লেখেন আবজাব হাবজাব যাই হোক না কেন!
মাথাত বাড়ি দিলে মাথার জ্যাম কি ছুটপে?
জ্যাম ছুটানোর জন্য বাড়ি দেয়া হয় নাই। লেখার জন্য বাড়ি দেয়া হইসে। আর লিখলেই সব জ্যাম ছুটে যাবে
ও আইচ্ছা।কি লিখি ! আমি তো লিখতেই পারি না।কথা দিলাম আজ যাই মনে আসে তাই লিখব।:)
অফিস ফাঁকি দিয়ে নেটবাজিতে বড়ই আনন্দ।
চান্কু বলেছেন
এডিরে আবজাব কথাবার্তা কইলে আবজাব কথাবার্তারে কি কইবা?
সহমত
আপনার আগের পোস্টে মন্তব্য করতে চেয়েছিলাম। কিন্তু বলা হয়নি। বলবো, যদি আপনি তার উত্তর দেন।
কি বলবেন? বলেন । উত্তর দেব না কেন ? অবশ্যই দেবো ।
মন্তব্য করুন