ইউজার লগইন

আবজাব কথাবার্তা

সন্ধ্যা থেকেই বিদ্যুত নেই। ঘুটঘুটে অন্ধকার চারদিকে। ব্যাঙ ডাকছে অনবরত। একটা/দুইটা জোনাকিপোকা উড়ছে। সেই সন্ধ্যা থেকেই একটা পাখি কু কু করে ডেকে চলেছে।এই পাখিটাকে গ্রামে বলে কুপক্ষি । গ্রামের মানুষ বলে রাতে কুপক্ষি ডাকলে বিপদ-আপদ হয়,অসুখ -বিসুখ হয় । আম্মা চিন্তিত হয়ে দরজা জানালায় শব্দ করছে ,পাখিটা যেন দূরে যায়। কিন্তু পাখিটা ডেকে ডেকে ভয়ের একটা পরিবেশ তৈরী করেছে । কেমন হু হু করা নীরবতা চারদিকে । কত কি মনে পড়ে,কত কি মিস করি! কত কি বদলে যায়! এই জোনাকি পোকাগুলোও।
ছোটবেলায় দেখতাম রোজ রাত নামলেই কত কত জোনাকি পোকা যে ঘরে ঢুকে আলো জ্বালতো! মনে আছে, রোজ জোনাকি পোকা ধরে বোতলের ভেতর জমাতাম। ঘুমানোর আগে লাইট নিভিয়ে দেখতাম বোতলের ভেতরে কি অদ্ভূত আলো জ্বলছে আর নিভছে ।মশারির ভেতর ঢুকে সবগুলো জোনাকি ছেড়ে দিলে সারারাত ঘুরতো মশারির ভেতর । জোনাকিগুলো হারালো কোথায় ? আমার শৈশবের সাথে শৈশবের আনন্দও স্মৃতি হয়ে গেলো কেন ভেবে পাইনা ।

শান্ত মোবাইল দিয়ে কত সুন্দর পোস্ট দেয়,আর আমি এটুকু টাইপ করতেই হাত ব্যথা হয়ে গেলো । শান্ত আসলেই রক্স ।

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

আপন_আধার's picture


পুরানা দিনের হা-হুতাশ আসলে কখনোই কাটবেনা।

পোষ্ট ভালো হইছে Smile

শওকত মাসুম's picture


আই ফোন পোস্ট মুবারক

মীর's picture


কথাতো আবজাব হয় নাই। সুন্দর হইসে .. Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এত্ত ছুডু পুস্ট?! এইডা কিছু হইল?! Stare

নিওয়ে, লেখা পসন্দ হইছে! Smile

জ্যোতি's picture


আমি নিজেই বিরক্ত। মোবাইলে লিখতে পারি না। এইটুকু লিখতেই হাত ব্যথা হয়ে গেলো। তবু চেষ্টা করলাম যাতে মাঝে মাঝে বালিংশ কমেন্ট না করে বাংলায় যেন একটু আধটু লিখতে পারি।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আমার ফুনে এখন বাংলা আছে?!

মেসবাহ য়াযাদ's picture


নতুন 'আমার ফোন' (আই ফোন) ব্যবহার করতাছো, পোস্ট দিতাছো... খাওয়াইলানা...
তোমার পুরান নকিয়া ফোনটা কৈ ? ওইটা আমারে দিবা ? আমি গরীব মানুষ Sad

স্বপ্নের ফেরীওয়ালা's picture


আই খিদা..

~

আরাফাত শান্ত's picture


চিন্তা কইরেন না লিখে যাবেন স্টিভ জবসের এই মোবাইল দিয়ে। অনেক অনেক ভালো পোষ্ট পেতে চাই আমরা!

১০

রন's picture


পুরানা দিনের মায়া গুলা আসলেই কাটেনা, বরং বেশি করে জড়ায়া ধরে!

১১

বিষাক্ত মানুষ's picture


‌আচ্ছা ঠিকাছে

১২

তানবীরা's picture


আই ফোন পোস্ট মুবারক

এত্ত ছুডু পুস্ট?! এইডা কিছু হইল?!

নিওয়ে, লেখা পসন্দ হইছে!

১৩

অনিমেষ রহমান's picture


ছুডু হইলেই দ্রব্যগুন আছে।
Smile

১৪

শাশ্বত স্বপন's picture


আপনার তো আমার মত গ্রাম্য বাতিক ও স্মৃতি বাতিক আছে। দয়া করে ডেকসটব লেপটব এ বসেন। আর আমার শরতের সারোদ পড়েন। আরো স্মৃতি মনে পড়ব

১৫

চাঙ্কু's picture


এডিরে আবজাব কথাবার্তা কইলে আবজাব কথাবার্তারে কি কইবা? Tongue

১৬

মীর's picture


এই যে সুন্দরী, দুই মাস ধইরা আপনের নতুন কোনো লেখা পাই না। কাহিনী কি?

১৭

আরাফাত শান্ত's picture


না লিখিলে চলিবে কিভাব?
লেখেন আবজাব হাবজাব যাই হোক না কেন!

১৮

মীর's picture


মাইর

১৯

জ্যোতি's picture


মাথাত বাড়ি দিলে মাথার জ্যাম কি ছুটপে?

২০

মীর's picture


জ্যাম ছুটানোর জন্য বাড়ি দেয়া হয় নাই। লেখার জন্য বাড়ি দেয়া হইসে। আর লিখলেই সব জ্যাম ছুটে যাবে কোক

২১

জ্যোতি's picture


কোক ও আইচ্ছা।কি লিখি ! আমি তো লিখতেই পারি না।কথা দিলাম আজ যাই মনে আসে তাই লিখব।:)
অফিস ফাঁকি দিয়ে নেটবাজিতে বড়ই আনন্দ। Love

২২

শাপলা's picture


চান্কু বলেছেন

এডিরে আবজাব কথাবার্তা কইলে আবজাব কথাবার্তারে কি কইবা?

সহমত

২৩

শামান সাত্ত্বিক's picture


আপনার আগের পোস্টে মন্তব্য করতে চেয়েছিলাম। কিন্তু বলা হয়নি। বলবো, যদি আপনি তার উত্তর দেন।

২৪

জ্যোতি's picture


কি বলবেন? বলেন । উত্তর দেব না কেন ? অবশ্যই দেবো । Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জ্যোতি's picture

নিজের সম্পর্কে

.