আটককৃত সকল ব্লগারের মুক্তির দাবীতে ফেসবুকের ইভেন্টে সকলের অংশগ্রহণ প্রত্যাশায়
আটককৃত ব্লগারদের মুক্তির দাবীতে ফেসবুকে "আটককৃত সকল ব্লগারের মুক্তি চাই" নামে একটা ইভেন্ট তৈরী করা হয়েছে। ইভেন্টের কর্মসূচী, বক্তব্য এবং লিং ক নীচে যোগ করে দিলাম। সবার অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
বন্ধুরা,
আমাদের চারজন ব্লগারকে ধর্ম অবমাননার অভিযোগে আটকে রাখা হয়েছে অনেক দিন ধরে। সমাজের বিভিন্ন স্তরে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া সত্ত্বেও সরকার তাতে কোনোরকম ভ্রুক্ষেপ করছে না। বরং তারা হেফাজতে ইসলাম নামের একটি ভূইফোড় সংগঠনের দাবীতে সমর্থন দিয়ে ব্লগারদের মতপ্রকাশের স্বাধীনতা বিরোধী আইন প্রণয়নের উদ্যোগের কথা পত্র-পত্রিকায় বলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা যারা ব্লগারদের গ্রেফতারের বিরুদ্ধে দাঁড়াতে চাই তারা কি পারিনা একদিনের জন্য হলেও আমাদের ফেইসবুক স্টেটাসে আমাদের দাবীটা জানাতে?
আগামী ২১ এপ্রিল রোববার ২০১৩ তারিখে সকাল ৯টায় আমরা একযোগে আমাদের স্টেটাস পরিবর্তন করে "অবিলম্বে আটককৃত ব্লগারদের মুক্তি চাই" বলে ঘোষণা দিতে চাই। আশাকরি সকল সচেতন ব্লগার ও ফেইসবুক বন্ধুরাই আমাদের এই কর্মসূচীতে সমর্থন দিয়ে অংশগ্রহণ করবেন ও বন্ধুদের আমন্ত্রণ জানাবেন।
তারিখ: ২১ এপ্রিল রোববার ২০১৩
সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা
আমাদের স্টেটাস হবে: "অবিলম্বে আটককৃত ব্লগারদের মুক্তি চাই"
http://www.facebook.com/events/496720550393482
তারিখ: ২১ এপ্রিল রোববার ২০১৩
সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা
আমাদের স্টেটাস হবে: "অবিলম্বে আটককৃত ব্লগারদের মুক্তি চাই"
সাথে আছি ।
ইভেন্টের খবর ছড়িয়ে পড়ুক সবার মাঝে!
সাথে আছি ।
সাথে ছিলাম, আছি এবং থাকবো। ইন শা আল্লাহ।
ভেবেছিলাম আজ ওরা ছাড়া পাবে। পেলো না। সাথে আছি
ব্লগারদের মুক্তির দাবীতে সাথে আছি ।
আছি!
সাথে আছি ।
মন্তব্য করুন