বিশ্ব নিয়ে ভাবনা: টুপির ব্যাপারী এরোপ্লেন এর খবর।
আমি নিতান্তই টুপির ব্যাপারী টাইপ মানুষ। কিন্তু কোন এক অজ্ঞাত কারনে মাঝে মাঝে আমার ইচ্ছা হয় এরোপ্লেন বা সাবমেরিনের হালচাল এর খোঁজ নিতে। আমার বাংলাদেশে চলমান নানা ধরনের নোংরা নিম্নমানের রাজনৈতিক চাল দেখে মাঝে মাঝে বিরক্ত হই। বাংলাদেশের রাজনীতিকে কখনও কখনও গ্রাম্য কুটনামী মনে হয়। সেই জন্য সাবমেরিন খোঁজার জন্য বিশ্ব রাজনীতি বা আনুসাঙ্গিক বিষয়ে মনোযোগ দেই। সম্প্রতি দেখলাম আমেরিকার লোকজন আর্মিদের জন্য রোবট তৈরী করছে। যেই রোবট দিয়ে তারা অটো গাড়ী চালাবে। বিভিন্ন জায়গা রেকি করতে পাঠাবে। সাংবাদিক প্রশ্ন করলো আপনাদের কি মনে হচ্ছে না এইসব যুদ্ধক্ষেত্রে টেকনোলজীর ব্যবহার পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিবে? অথবা আপনারা কি এরপর এমন রোবট তৈরী করবেন যা দিয়ে ইচ্ছা মত কন্ট্রোল করে গুলি করবেন যুদ্ধ ক্ষেত্রে। সেই সাইন্টিস বিব্রত। বললেন না মানে আমরা বানাই রোবট, এখন যুদ্ধ করার জন্য যদি আর্মিরা সেটা নিতে চায়, আমরা তো আর মানা করতে পারি না। তবে অটোমেটিক সোলজার রোবট বানাবো না। হু নোজ, কোনদিন সেটি তৈরী হবে না। কারিকুলাম তো একই। সিরিয়ার ধ্বংসাবশেষ নিয়ে তৈরী করা আর একটি ইন্টারভিউ দেখলাম। যুদ্ধ কি করে একটি স্বভাবিক জীবনমুখর দেশকে মৃত্যুপুরি বানিয়ে ফেলতে পারে। সেটার
মন্তব্য করুন