দূরত্ব এক বিষণ্ন মাইল
যাদের সামনে দূর্ঘটনা ঘটলো
তাদের মধ্যে একজন নিতান্তই পথচারী
যথারীতি তার ন্যাশনাল আইডি আছে, চাকুরী আছে, ভাড়া বাসা আছে
অফিসে যাবার বাস নম্বর জানা, রোজনামচায় একঘেয়েমী আছে
আর আছে সকল মধুর কষ্টের মত উচ্চাশার দুর্গতি
তাদের মাঝে একজন দূরবর্তী দর্শকও আছে
যিনি নিকটস্থ দর্শকদের দর্শক হয়ে দেখলেন
এক দঙ্গল মানুষের ভীত ভীত মুখ, দুর্ঘটনার চারদিকে ঘিরে
একটা সতর্ক সংবাদ পেচিয়ে পেচিয়ে উড়ে গেলো আকাশবিমানে
আর তিনি একটা বানিয়ে নিলেন দু:সংবাদ আহত অথবা নিহত
নিকটস্থদের মধ্যে প্রথম দূর্ঘটনা দেখার বিরল সৌভাগ্য অর্জন করলেন একজন
সারাজীবন ভর এটাই তার ভয়াল স্মৃতি,
আরো আছে একজন দুর্বল হৃদযন্ত্রের মালিক
তিনি বুক চেপে আশু সংকেত পাঠালেন মগজে
আর পকেট খুঁজে একটা ট্যাবলেট গুজলেন জিভের তলে
আরো আছে ট্রাফিক জমে গেলো বলে মেজাজ বিগড়ানো পাবলিক
অফিসে লেট হয়ে যাদের কপালে লাল কালির সিল পড়ে
দূর্ঘটনার চারদিকে সবার স্মরণীয় দুঃস্মৃতি জমে
কেবল একজনের শবাকীর্ণ বেদী ঘিরে রক্ত-পড়শিরা ঘোরে
আপনি সুন্দর কবিতা লিখেন। সবসময় বুঝি না পড়ে, তবু পড়তে ভালো লাগে। আজ কিন্তু বুঝেছি।
দারূণ কৌশিকদা...
কৌশিকদা তো দেখি আজকাল পোস্ট দিয়েই হাওয়া
সেই দিনগুলা কই? একমাত্র এইখানেই দেখি। টানে ছুটে আসি। কিন্তু সময় পাই না। সময়গুলো কিভাবে যে গায়েব হয়ে গেলো, বুঝতে পারি না। প্রফেশনাল ব্লগিং করলে ব্লগিং আর ভালো লাগে না বোধহয়। আমার এখন কোনো মন্তব্য করলেও নিজের কাছে মনে হয় এর মধ্যে কোনো আন্তরিকতা নাই, স্রেফ মন্তব্য করার জন্য করছি। সো ব্যাড, বাট ট্রু। এইখানে আমি হৃদয় বিহীন কোনো কথা বলতে পারি না, সেজন্য ইন্ট্যারএ্যাকশনও কম।
সুন্দর!
আপনি সুন্দর কবিতা লিখেন। সবসময় বুঝি না পড়ে, তবু পড়তে ভালো লাগে। আজ কিন্তু বুঝেছি।
মন্তব্য করুন