শরীরে নতুন অফিস খুলেছি
অন্যান্য অঙ্গ প্রতঙ্গের সাথে যোগাযোগের জন্য
শরীরে নতুন অফিস খুলেছি
থাকছে একটা বার্তা বিভাগ আর জরুরী অবতরণ কেন্দ্র
প্রতিদিনের সকল স্পর্শ গুলোকে চুলচেরা বিচারে
রেখে দিচ্ছি নির্দিষ্ট দেরাজে
ফোনলাইন লাগেনি এখনও
ইন্টারনেটও আসবে শীঘ্রই - একটা স্বয়ংসম্পূর্ণ স্যাটেলাইট
আর ক'জন নতুন কর্মীও যোগ দেবে সহসা
যাদের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা এবং নতুন গ্রাহকযন্ত্র
শব্দ তরঙ্গ থেকে অচিরেই পৃথক করে দেবে
প্রয়োজনীয় ভালোবাসাবাসি
বিভিন্ন মৃত শরীরে শাখা খুলবো বছর ঘুরলেই
একদম টাটকা বাণিজ্য - কবরে কবরে
চারদিকের শাখা প্রশাখায় পৌঁছে যাবে
আকাঙ্খিত সেবা - কেবল চটকদার বিজ্ঞাপনের জন্য
একজন বিনিয়োগ পার্টনার আবশ্যক
প্রয়োজনীয় ভালবাসাবসি
লাইনটা থেকে কবিতাটা দুর্বোধ্য হয়ে ওঠা শুরু করেছে। শেষের প্যারাটা তো ধরতেই পারলাম না। ফুড়ুৎ করে উড়ে গেল।
আপনার কবিতা স্মার্ট। খুবই।
আগে মুক্তমনায় একজন কবিতা লিখতেন। কামরুননাহার কনা। কবিতা লিখে সাথে কবিতার অর্থও লিখে দিতেন। আমাদের মতো মূর্খ সূর্খ মানুষদের কথা তারা ভাবতেন
মন্তব্য করুন