অপ্রকাশ্য......
বাইরে অপরিমেয় রোদ, সাদা মেঘের ভেলা...
অপরিমেয় কোলাহল,
ভেতরে গুমোট ইতিহাস
টুপটাপ ঝরছে স্মৃতির পাতা
কপালে জমছে শিশির বিন্দু
কাঁচের জুতা পায়ে স্যান্ডেরিলা…
খবরের কাগজে শিরোনাম হয়ে যাওয়া...
ধর্ষিতা কিশোরীর কপোট স্বীকারোক্তি
মুখোমুখি যাজক-পুরুষ আর লোভের রাজ্য...
কে কি ভাবলো...কিছু এসে যায় না কিশোরী মেয়ের!!
কারণ তার পৃথিবী আজ...
আঁধার করা সর্বনাশা ভয়ঙ্কর অন্ধকার!
ক্যাকটাসে কাঁটা খুঁজতে হয় না,
খুঁজতে হয় এর অপরিমেয় সবুজ…
সবুজই এর ধর্ম..।।
ঐ যে রক্তিম সূর্যটা,
তারও যে অধিকার নেই বিলম্ব করার।
পৃথিবীর উল্টোদিকে ঘুরে আবার উঁকি দেবে পূব আকাশে
থামবে না পাখির সুর করে গান গাওয়া
কিংবা ঘড়ির কাটার অবিরাম ছুটে চলা...টিকটিক...টিকটিক
কিংবা থামবে না সমুদ্র স্রোত...ছলাৎ ছলাৎ ছল...
তবে কেন শিকারী কিশোরীর অশুভ কান্নার রোল?
তবে কেন ডুবে যাবে তার স্বপ্নসূর্য?
অভয় বাজুক তার হৃদয় মাঝে...
অনন্তকাল...
সুন্দর কবিতা...

অসংখ্য ধন্যবাদ টুটুল ভাই
ভালো থাকবেন।
ছবি টা অসাধারণ লাগছে কবিতাটার সাথে।
ভাল থাকুন আপু।অনেক ভাল, সবসময়।
অ-নে-ক অ-নে-ক ধন্যবাদ বিষণ্ণ ভাই।
আপনিও ভালো থাকুন সবসময়।
ভালো লেগেছে.........
পাঠকের ভালো লাগা-ই লেখকের পূর্ণতা।
ধন্যবাদ নিশ্চুপ প্রকৃতি।
ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ রাজন ভাইয়া।
ভালো থাকবেন।
ছবিটা অসাধারণ লাগছে
ধন্যবাদ তানবীরাপু।
খুব ভালো থাকবেন
সুন্দর কবিতা। ছবিটাও দারুণ
অনেক অনেক ধন্যবাদ মায়াবতী কন্যা!
ভালো থাকবেন
ক্যাকটাসে কাঁটা খুঁজতে হয় না,
খুঁজতে হয় এর অপরিমেয় সবুজ…
সবুজই এর ধর্ম..।।
বাহ্ । সুন্দর বলেছেনতো !
ধন্যবাদ ঈশান ভাই।
ভালো থাকবেন
বাহ্ আপনি তো গল্প-কবিতা দুইটাই চমৎকার লেখেন। এইটা পড়েও মুগ্ধ হইলাম।
অ-নে-ক অ-নে-ক ধন্যবাদ
মীর ভাই, কেমন আছেন?
আপনার "quand la nuit est tombee" গল্পটির কথা অদিতি আপির কাছে শুনেছি । আপি কথায় কথায় একটা গল্পের লিংক দেয়। পড়ে দেখি অনেকটা আপনার গল্পের থিমের মতো।
http://www.bokolom.com/post/2010/07/17/e0a6a8e0a6bfe0a6b2.aspx
চমৎকার !
ধন্যবাদ প্রিয় আপুটি...
মন্তব্য করুন