এক চিলতে বারান্দা থেকে এক টুকরো সবুজ.........
১.
========================
২.
তুই গান গা ইচ্ছেমতো, বাতাসকে খুশি করে বাঁচ
সবুজের বুক পাতা শিশিরে পা ডুবিয়ে হাঁট
বাতাসকে খুশি করে বাঁচ।
তুই গান গা (অর্ণব)
=========================
৩.
তুই কি জানিস না?
তুই কি জানিস না
তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোঁটে
শিশির হয়ে ফোটে।
তুই কি জানিস না? (অর্ণব)
=========================
৪.
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকী হাসে শহরতলী
রোজ সকালে পড়ছে মনে
এই কথাটা কেমনে বলি?
চিলতে রোদ-অর্ণব
=========================
৫.
ছেঁড়া ঘুড়ি রঙ্গিন বল, এইটুকুই সম্বল
আর ছিল রোদ্দুরে পাওয়া...বিকেল বেলা।
বাজে বকা রাত্রি দিন..অ্যাস্টেরিক্স টিনটিন
এলোমেল কথা উড়ে যেত....হাসির ঠেলায়
বন্ধু তোমায় (চন্দ্রবিন্দু)
=========================
৬.
=========================
৭.
আমার দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
না শোনা গান হোক পুরনো
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
আমার দক্ষিণ খোলা জানলায় ....
আমার দক্ষিণ খোলা জানালায় (রিতিকা সাহানী)
=========================
৮.
বেদনার রঙ নীল হলে আকাশ কেন নীল
উল্লাসের ডানা মেলে উড়ে শঙ্খচিল
(অর্ণব)
=========================
৯.
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী
রোজ সকালে পড়ছে মনে
এই কথাটা কেমনে বলি?
(অর্ণব)
=========================
১০.
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক ইচ্ছেগুলো...তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক
(আবিদা করিম)
=========================
১১.
যখন ধোঁয়া মেঘে ঢাকা আমার মন
যখন ক্লান্ত ভেবে ভেবে সারাক্ষন
তখন ধোঁয়া জাল ছিড়ে চেনা সুখের ভিড়ে নিয়ে আমায় যাবে বল
(মহীনের ঘোড়াগুলি)
=========================
১২.
তুমি আমার নয়তো সুখ, তুমি সুখের বেদনা
সব স্বপ্নের রং হয় না তো, বেদনার মতো নয় রঙা
(শূন্য)
=========================
১৩.
ছুঁয়ে কান্নার রঙ
ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া
ছুঁয়ে কান্নার রঙ
ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া......
আমি তোমাকেই বলে দেবো (সঞ্জীব চৌধুরী)
=========================
এটি একটি ফাঁকিবাজিমূলক পোস্ট!!
গাছ গুলো কি আপনার? খুব সুন্দর।
জী মায়াবতী আপি! সবগুলোই আমার গাছ!
আমার গাছগুলো আমার বাচ্চা! প্রশংসা শুনলে খুব ভালো লাগে
থ্যাঙ্কুশ আপু
আমার ধারণা যারা গাছের যত্ন করে তারা অসম্ভব ধৈর্য্যের অধিকারী হয়, ধারণাটা কি ঠিক?
ঠিক আপু।
আমি লক্ষ্য করেছি কোনো কারণে আমি আমার গাছগুলোকে যত্ন নিতে না পারলে তারাও মন খারাপ করে বসে থাকে! একটু আদর করলেই কেমন ঝিলিক দেয়!! সবুউউউউজ একটা ঝিলিক!
যে কারণেই আমার মন খারাপ হোক না কেন---গাছগুলো দেখলেই মন ভালো হয়ে যায়!
সুন্দর সুন্দর গানগুলোর জন্যে থ্যাঙ্কস লাবনী। স্প্যেশাল থ্যাঙ্কস "চিলতে রোদে পাখনা ডোবায় " গানটার জন্যে। আমি জানতামই না এটা গান, অনেক আগে একবন্ধু এসেএমএস করেছিলো কথাগুলো, ভাবতাম কোন কবিতা! আমার অনেক পছন্দের এটা, দেখেন আমার একটা গল্পেও ব্যবহার করেছিলাম।

আপনার পোস্ট সেইরকম সুন্দর হয়েছে, জেবীন আপু!
অনেক ভালোলাগা--------!!!
থ্যাঙ্কুশ!
আইডিয়া নকল করবো নাকি ভাবিতং!
গানগুলোর জন্য অনেক ধন্যবাদ লাবণী।
ফাঁকিবাজী পোস্ট খুব একটা খারাপ হয় নাই।

যাক! মনে বড় শান্তি পাইলাম! এমন আউলা ঝাউলা পোস্টও পছন্দ করেছেন!

বেশি বেশি ফাঁকিবাজি দেয়া যাবে তাইলে \:D/
=========================
থ্যাংকস রাসেল ভাই
১ আর ৩ নং ছবিটা বেশি ভাল লাগছে। আমি প্রথমে পোষ্ট দেখে ভাবছিলাম আরো পেইনটিং নিয়ে পোষ্ট দিছেন।
অর্নের গান আগে ভালা পাইতাম ইদানিং সব একই রকম লাগে। তবে আগের গান গুলান এখোনও ভালো লাগে যার কিছু কিছু এই পোষ্টে আছে। "তুই গান গা ইচ্ছে মত" এই অনেক ভাল লাগে আর ভাল লাগার কারন এই গান আমার প্রতিদিন মোবাইলে শুনতে হয় একবার করে

অর্নের = অর্নবের
"তুই গান গা ইচ্ছে মত"------আমার ভালো লাগা অর্ণবের প্রথম গান!
=========================
বুঝি বুঝি---বুবু---বুঝিইই!!!
দিলাম! শীত তো প্রায় শেষ--কোক খাওয়া যাবে 
=========================
পোস্ট ভালো লেগেছে বলে জোনাকিপুরে
কোক আমি ভালা পাই সব সময় সে শীত হক আর বর্ষা হক তাও আবার গ্লাস ভর্তি বরফের সাথে খাইতএ কি যে মজা লাগে তুমারে কি কমু
হেহে! কইতে হইবো না বুউউউ! আমি কোকটা শীতে তেমন ভালা না পাইলেও--আইসক্রিমটা মারাত্মক পাই! ক্যান জানি শীতেই আইসক্রিম খাইতে বেশি মন চায়!
দারুণ সব ছবি, দারুণ সব গান!!
ইয়োওওওওওও------


মীর দা, জেনে ভীষণ খুশী হলাম!
অসংখ্য অসংখ্য ধন্যবাদ
খুব ভাল থাকবেন
ঠিক আছে। খুব ভালো থাকবো। কিন্তু একটা কথা আছে। আমার নামের আগে-পিছে দা-কুড়াল-বটি-ভাই-বেরাদর কিচ্ছু নাই। আপনে ঐ লোহার জিনিসটা পাইলেন কই?
তাইলে কি কমু? মীরাক্কেল?
না আজ থেকে মীর মামু ডাকবো
গল্প ছবি গান সব মিলিয়ে পুরো লেখাটা একটা অসাধারণ কবিতার মত লাগতেছে!
অ-নে-ক অ-নে-ক
==================
খুব ভালো থাকবেন বিষণ্ণ ভাই!
৮ নাম্বারটা বাদে বাকী ১২ টা গানই প্রিয়!
আরেব্বা! আমিতো শান্ত আরাফাত ভায়ের উপকারটি করিয়া ফেললাম!!!

থ্যাঙ্কু মেঙ্কু শান্ত আরাফাত ভাই!
ভালো থাকুন!
সোজা প্রিয়তে...
আহা কি আনন্দ আকাশে বাতাসে-----
ইস!!! আমার ফাঁকিবাজি পোস্ট-টা কত সম্মান পেয়ে গেলো!!
প্রিয়ত লীনাপু, প্রিয়তে রাখায় অনেক কৃতজ্ঞতা!!
ভীষণ ভীষণ ভীষণ খুশী
আপনার জন্য টাটকা

ফাঁকিবাজী পোস্ট ভাল লাগছে
ইয়োওওওও!! এখন থেকে রুটিন করে ফাঁকিবাজি পোস্ট দিয়ে দেবো ভাবছি!!


শুধু মডু অবজার্ভ না করলেই হয়!!
================
ধন্যবাদ নিন শওকত ভাই!
ভালো থাকুন!
গানগুলো সব বিপুল সুন্দর...
বিপুল ধন্যবাদ শুভ ভাইয়া

ভালো থাকবেন
সুন্দর গানের জন্য
আপনাকেও
জ্যোতিপু 
পোষ্টের আইডিয়া, পরিবেশনা, কনসেপ্ট, কালার, কম্বিনেশন, গান সব ভাল লেগেছে, দারুন
এত এত প্রশংসা!!
মন্তব্য করুন