অপেক্ষা............
================================
রাতের আকাশে হাজার তারার ভিড়ে আমি একাকী হারিয়ে যেতে চাই, পারি না!
আনমনে অবাক হই...হারিয়ে যেতেও কি তবে সঙ্গী লাগে?
যদি তা-ই হয়...আমি অপেক্ষায় আছি...
দুপুরের ব্যস্ত রোদে আমি একলা হাঁটি,
হাতের আইসক্রিমটা আধ খাওয়াই রয়ে যায়।
আমি অপেক্ষায় আছি...পাশাপাশি হাঁটবো বলে...
ভরা সন্ধ্যায় উতলা হাওয়ায় চুল এলিয়ে বারান্দার গ্রিল ধরে অপেক্ষার জন্য
আমি অপেক্ষায় আছি...
মাঝরাতে মুঠোফোনে কেউ আমায় মনে করিয়ে দেয় না, আজ কোজাগরী পূর্ণিমা।
জ্যোৎস্না তাই অধরাই থেকে যায়।
সেই জ্যোৎস্নায় স্নানের অপেক্ষায় আছি..
শীতের ভোরে আগুন গরম কফির মগ হাতে যখন দাঁড়িয়ে থাকি ছোট বারান্দায়...
তখন কোনো গভীর চোখ আমাকে জোড়া শালিক খুঁজে দেয় না।
আমার চোখে পড়ে শুধু ডানা ভাঙ্গা বিষণ্ণ শালিকটা।
আমি অপেক্ষায় আছি...সেই জোড়া শালিক দেখার...
যখন আমার এলোমেলো ভাবনাগুলো ক্লান্ত হয়ে আমার মধ্যেই মিশে যায়...
যখন অচেনা সুরে আমি গাই কষ্টগুলো...
নিয়ন আলোর বর্ণমালায় লিখা কবিতাটা যখন অপিরিচিত মনে হয়...
তখন কেউ আমায় ছুঁয়ে দেয় না।
আমি অপেক্ষায় আছি...সেই ভালোবাসার স্পর্শের...
লাভলি আফা আপনার কবিতা পড়ে ভালো লাগিলো।
আপনি ছিলেন কোথায়?
থ্যাঙ্কুশ জোনাকি বু! আমি ভালো-ই আছি গো বু।
বাসাতেই ছিলাম। তবে একটু ঝামেলাও ছিল। তাই পিসি-র সাথে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে। আর কিছু না।
তুমি কেমন আছ বু? ভাইজান কেমন আছেন? ঝগড়া ঝাটি ঠিকঠাক মতো হচ্ছে তো?
ও...আমি তো ভাবলাম বিয়ে করে বিজি হয়ে গেছো মনে হয়।
আমিও ভালো-ই আছি।
ভাইজান চিন্তাতে আছে কারন ঝগড়া ঝাটি আইট বাইন্ধা করার ব্যবস্হা হইতেছে
আহারে! ভাইটির জন্য সমবেদনা!

তোমারে সাদি মোবারক!!!
এবার বু-টি বউ সাজবে সত্যি সত্যি!
তুমিও তো সাজবা ...
হুম!
তাই তো!!!!! 
কবিতা ভালু হইছে....সুন্দর হইছে.....পছন্দ হইছে....
আমার ভালো লাগছে...মজা লাগছে...আনন্দ লাগছে...জেনে!!
ধন্যবাদ উচ্ছল!!
ভালো থাকবেন!
আপনে এত ডুব দিয়া থাকেন কেন?! মাঝে মাঝে এমন ধরনের লেখা পড়লে মন খুশ থাকে!
৫ তারার জন্য অনেক অনেক

===================
তেমন কিছু না...... মাঝে মাঝে ডুব দিয়া জল খাই!!!
===================
কৃতজ্ঞতা জানবেন বিষণ্ণ ভাই!
ভালো থাকবেন
কোবতে ভাল হয়েছে।
ভালো থাকবেন
প্রতীক্ষার অবসান হোক দ্রুত। সুন্দর কবিতা লাবণী। খুবই সুন্দর।
অ-নে-ক অ-নে-ক
মীর মামু!!
মনে হচ্ছে!!
দামী মানুষের কাছ থেকে দামী কমেন্ট পেয়ে নিজেকে
আর এ লাইন দু'টো বেস্ট-
কৃতজ্ঞতা মীর মামু!!
অনেক অনেক ভালো থাকবেন
প্রথমে বলে নেই, লেখা ভালো পাইছি
তারপরে একটা সিম্পল কোশ্চেন করি: মীর আপনার মামু কেবা কৈরা ? তাইলেতো আপনি আমার ভাগ্নি হন
লেখা ভালো লাগলো জেনে ভীষণ খুশী হলাম!!
থ্যাংকস এ লট!
===============================
মীর দা যেভাবে মীর মামু হলেনঃ আমি উনাকে আগে মীর দা ডাকতাম। একদিন উনি বললেন, দা, বটি, ছুড়ি ছাড়া আর কিছু নাই? তাই আমি মামু ডাকা শুরু করলাম। উনারে অনেক ভালা পাই তো!!
তাইলে ঠিকাছে। হারপিক ছাড়াই ক্লিয়ার হৈছি
হুম। বড়ই করুন।
ধন্যবাদ মিতুল!
দিলেন্তো ইস্ক্রিম খাওনের শখ জাগায়া
হেহে! কি আর করবেন!! দোকানে দৌড় দেন!

ধন্যবাদ গ্রিফিন!
বহু আরাধ্য সেই "ভালোবাসার স্পর্শ" ছুঁয়ে যাক দ্রুত, প্রত্যাশা তেমনটাই।
---
এই ব্লগে আপনার পোস্টেই আমার প্রথম মন্তব্য!
আপনি মন্তব্য করা শুরু করে দিয়েছেন!! আমাদের কমেন্ট শিল্পী রাজনের এইবার খবর আছে
এবিতে
৯ন ভাইটির এবিতে আগমনে বোনটি অনেক অনেক অ-নে-ক খুশী হয়েছে!!
ধন্যবাদ এবিতে আসার জন্য! আপনার টুকটুক পোস্টে এবির দেয়াল মুখরিত হোক!
=========================================
আমার পোস্টেই আপনার প্রথম মন্তব্যটি না হলে খপোড় আছিলো!!
=========================================
থ্যাঙ্কুশ ম্যাঙ্কুশ!!
@লাবণী, কিরাম ব্যভার করেরে ভাই! এইরাম হুমকি-ধামকি দিলে আত্মারাম খাঁচাছাড়া হওনের যোগাড়! যাক, ফাস্টু কমেন্টু তো আপ্নের পুস্টেই কর্লাম।
@রাসেল আশরাফ, হ্যা ভাই, শুরু করে দিলাম।
থ্যাংকস আ লট!
কবিতা ভাল লাগছে। অপেক্ষার প্রহর খুব তাড়াতাড়ি শেষ হোক সেই কামনা রইলো।
আআআআমীন!! আপনার কামনা জলদি পূর্ণ হোক!
অসংখ্য ধন্যবাদ রারাফ ভাই!
ভালো থাকবেন!!
দারুণ!
থ্যাঙ্কুশ এ লঅঅঅঅঅঅট রুবাপু!!
আপুনি, বাহ! বেশ ভাল তো.......... ।চমৎকার লিখেছিস। তোর কাছে কোজাগরী শব্দের অর্থটা জেনে ভালে হলো
। ভাল থাক......
হিহিহি! তোমারে মিসাই ভাইয়া! চইলা আসো দেশে! আমার বিয়ার আয়োজনে লাইগ্যা পড়ো!
ভালো লাগছে কবিতা! প্রতিক্ষার পথ চাওয়া।
ধন্যবাদ জেবীন আপু।
ভালো থাকবেন
কবিতা ও ছবি মিলিয়ে পোস্ট-টা সুন্দর হয়েছে।
কিন্তু কোজাগরী পূর্ণিমা দেখার জন্য বা শীতের সকালে জোড়াশালিক খুঁজে দেয়ার জন্য কাউকে এত প্রয়োজন হয় কেন? এগুলো তো একলা দেখারই জিনিস...
এখন যে ওকে সাথে নিয়ে ওসব দেখতে ইচ্ছে করে!!!

============================
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবেন।
শুভ রাত্রি
ভাল লাগল দারুন !
অসংখ্য অসংখ্য ধন্যবাদ অতিথি

খুব ভালো থাকুন।
শুভ রাত্রি
কবিতা ভালু হইছে....সুন্দর হইছে.....পছন্দ হইছে....
সালাম আপু। আপনি দেখছি এখনো আমার দেয়া ছবিটা প্রোপিকে ঝুলিয়ে রেখেছেন! ভীষণ ভালো লাগলো দেখে। ৭ বছর পর ফিরে সব কেমন যেন লাগছে। আমি আবার পারবো তো তানবীরাপু?
মন্তব্য করুন