ইউজার লগইন

মা

তীব্র মাঘের যন্ত্রণা তবু ভালবাসার ওম
সাদা পালক ছুঁয়ে গেছে
আমার জন্মলগ্নে? নাকি জন্ম জন্মান্তরের
সাদা বালিহাঁস ছিলে মা?

তোমার সদ্য কৈশোর পেরুনো দুহাতে
ছোট্ট এ হাত ছুঁয়ে ছিলে তুমি?
পিদিমের আলোয় কেঁপেছিলে তুমি?
মনে নেই মা
কিছূই মনে নেই। ।

সাদা মোমবাতি, সাদা তুলো, খুব সাদা ভিজে ন্যাতা
অসংবৃত রাত্রিতে প্রথম আলো-
ছোট্ট হৃদপিন্ড দেখে কেঁদেছিলে তুমি?
নারীর বন্ধন ব্যাথায় হেসেছিলে তুমি?
মনে নেই মা
কিছূই মনে নেই ।

আজ আরো একবার
তোমার আঁচলে খুঁজে পেতে চাই
সাদা পালকের ওম
তোমার পাঁজর ছুঁয়ে হতে চাই
স্রোতস্বিণী ফেনীল চিৎকার। ।।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


আব্বু শাসন করার সময় একটা কথা বলতো, "বুঝবা যখন তুমি নিজে বাবা হবা।"
ওয়েল আপনের কবিতা সুন্দর হইসে। শক্ত বক্তব্য পাওয়া যায়।

লীনা ফেরদৌস's picture


ঠিক বলেছেন "নিজে মা হবা।র পর বুঝলাম Smile

তানবীরা's picture


কোথায় থাকো? Big smile

লীনা ফেরদৌস's picture


পাতালপুরীতে Laughing out loud ঘুমাই

অপু's picture


আজ আরো একবার
তোমার আঁচলে খুঁজে পেতে চাই
সাদা পালকের ওম
তোমার পাঁজর ছুঁয়ে হতে চাই
স্রোতস্বিণী ফেনীল চিৎকার।

প্রত্যেক সন্তানের হয়তো একটা সময় এসে এই ধরনের বোধ তৈরী হয়।
ধন্যবাদ আপনাকে।

লীনা ফেরদৌস's picture


একদম ঠিক বলেছে্ন, ধন্যবাদ আপনাকে।ও Smile

সামছা আকিদা জাহান's picture


কবিতা ভাল লাগলো।

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ আপনাকে। Smile

লীনা দিলরুবা's picture


শুভ জন্মদিন দোস্ত Party Party নৃত্য মজা Party Party Party Oups

এমন দিনে এমন কবিতাইতো লেখবার কথা...

১০

লীনা ফেরদৌস's picture


থাঙ্কু দোস্ত Laughing out loud

১১

রায়েহাত শুভ's picture


হেপপি বাড ডে লীনাপা...

১২

লীনা ফেরদৌস's picture


Laughing out loud থাঙ্কু ভাইয়া.।কুবিতার কথাতো কিছুই বললা না Smile

১৩

রায়েহাত শুভ's picture


মা শব্দটা নিয়ে কেউ যেকোনো লেখা দিলে সেইটা অবিস্মরণীয় লেখা হয়...

১৪

লীনা ফেরদৌস's picture


আসলেও, মা হয়ে এই ক থা টার মানে আরো বুঝেছি ।

১৫

রাসেল আশরাফ's picture


শুভ জন্মদিন লীনাফা।

ম্যালাদিন আপনার খোঁজখবর নাই ভাবলাম আপনারে জ্বীনে ধরছে Tongue

আর কবিতা নিয়ে শুভ ভাই বইলা দিসে।

১৬

লীনা ফেরদৌস's picture


আসলেও আমারে জ্বীনে ধরছে Laughing out loud

১৭

শাফায়েত's picture


সুন্দর, সাবলীল কবিতা। অনুভূতি থেকে উৎসারিত কবিতাগুলোর প্রতি মানুষ সাধারণত সুবিচার করতে পারে না, আপনি পেরেছেন। অভিনন্দন।
আর জন্মদিনের শুভেচ্ছা।

১৮

লীনা ফেরদৌস's picture


আপনাকেও শুভেচ্ছা। আর অনেক ধন্যবাদ।

১৯

শওকত মাসুম's picture


শুভ জন্মদিন লীনাফা।
কেককুক কৈ?

২০

লীনা ফেরদৌস's picture


অনেক অনেক ধন্যবাদ কেক কুক দুকানে Wink

২১

শাপলা's picture


দেরীতে হলেও জন্মদিনের শুভেচ্ছার শুভমিছিলে যোগ দিলাম।
শুভ হোক জয়ন্তী।

২২

লীনা ফেরদৌস's picture


জন্মদিনের শুভেচ্ছার শুভমিছিলে যোগ দেবার জন্য আপ্নাকেও অনেক ধন্যবাদ Laughing out loud

২৩

প্রিয়'s picture


মা শব্দটা পৃথিবীর সবচে সুন্দর একটা শব্দ।

২৪

লীনা ফেরদৌস's picture


খাঁটি কথা!!! মা হয়ে এই কথাটা আরো বেশী বুঝেছি

২৫

একজন মায়াবতী's picture


আর একবার শুভ জন্মদিন লীনাপু। Smile
জন্মদিনে সুন্দর কবিতার জন্য থ্যাঙ্কু

২৬

লীনা ফেরদৌস's picture


থ্যাঙ্কু থ্যাঙ্কু থ্যাঙ্কু আপু সুপার রেটেড থ্যাঙ্কু

২৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


মন ছুঁয়ে গেল কবিতাটা। অসাধারণ।

২৮

লীনা ফেরদৌস's picture


অনেক অনেক ধন্যবাদ Smile ভাই।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.