মা
তীব্র মাঘের যন্ত্রণা তবু ভালবাসার ওম
সাদা পালক ছুঁয়ে গেছে
আমার জন্মলগ্নে? নাকি জন্ম জন্মান্তরের
সাদা বালিহাঁস ছিলে মা?
তোমার সদ্য কৈশোর পেরুনো দুহাতে
ছোট্ট এ হাত ছুঁয়ে ছিলে তুমি?
পিদিমের আলোয় কেঁপেছিলে তুমি?
মনে নেই মা
কিছূই মনে নেই। ।
সাদা মোমবাতি, সাদা তুলো, খুব সাদা ভিজে ন্যাতা
অসংবৃত রাত্রিতে প্রথম আলো-
ছোট্ট হৃদপিন্ড দেখে কেঁদেছিলে তুমি?
নারীর বন্ধন ব্যাথায় হেসেছিলে তুমি?
মনে নেই মা
কিছূই মনে নেই ।
আজ আরো একবার
তোমার আঁচলে খুঁজে পেতে চাই
সাদা পালকের ওম
তোমার পাঁজর ছুঁয়ে হতে চাই
স্রোতস্বিণী ফেনীল চিৎকার। ।।
আব্বু শাসন করার সময় একটা কথা বলতো, "বুঝবা যখন তুমি নিজে বাবা হবা।"
ওয়েল আপনের কবিতা সুন্দর হইসে। শক্ত বক্তব্য পাওয়া যায়।
ঠিক বলেছেন "নিজে মা হবা।র পর বুঝলাম
কোথায় থাকো?
পাতালপুরীতে
ঘুমাই
প্রত্যেক সন্তানের হয়তো একটা সময় এসে এই ধরনের বোধ তৈরী হয়।
ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলেছে্ন, ধন্যবাদ আপনাকে।ও
কবিতা ভাল লাগলো।
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ জন্মদিন দোস্ত
এমন দিনে এমন কবিতাইতো লেখবার কথা...
থাঙ্কু দোস্ত
হেপপি বাড ডে লীনাপা...
মা শব্দটা নিয়ে কেউ যেকোনো লেখা দিলে সেইটা অবিস্মরণীয় লেখা হয়...
আসলেও, মা হয়ে এই ক থা টার মানে আরো বুঝেছি ।
শুভ জন্মদিন লীনাফা।
ম্যালাদিন আপনার খোঁজখবর নাই ভাবলাম আপনারে জ্বীনে ধরছে
আর কবিতা নিয়ে শুভ ভাই বইলা দিসে।
আসলেও আমারে জ্বীনে ধরছে
সুন্দর, সাবলীল কবিতা। অনুভূতি থেকে উৎসারিত কবিতাগুলোর প্রতি মানুষ সাধারণত সুবিচার করতে পারে না, আপনি পেরেছেন। অভিনন্দন।
আর জন্মদিনের শুভেচ্ছা।
আপনাকেও শুভেচ্ছা। আর অনেক ধন্যবাদ।
শুভ জন্মদিন লীনাফা।
কেককুক কৈ?
অনেক অনেক ধন্যবাদ কেক কুক দুকানে
দেরীতে হলেও জন্মদিনের শুভেচ্ছার শুভমিছিলে যোগ দিলাম।
শুভ হোক জয়ন্তী।
জন্মদিনের শুভেচ্ছার শুভমিছিলে যোগ দেবার জন্য আপ্নাকেও অনেক ধন্যবাদ
মা শব্দটা পৃথিবীর সবচে সুন্দর একটা শব্দ।
খাঁটি কথা!!! মা হয়ে এই কথাটা আরো বেশী বুঝেছি
আর একবার শুভ জন্মদিন লীনাপু।
জন্মদিনে সুন্দর কবিতার জন্য থ্যাঙ্কু
থ্যাঙ্কু থ্যাঙ্কু থ্যাঙ্কু আপু সুপার রেটেড থ্যাঙ্কু
মন ছুঁয়ে গেল কবিতাটা। অসাধারণ।
অনেক অনেক ধন্যবাদ
ভাই।
মন্তব্য করুন