ইউজার লগইন

মাধুর্য্যময়

আমার জীবনটা এখন মাধুর্য্যময় । মাঝ রাতে হঠাৎ ঘুম ভাংলো, শুনি বাচ্চার কান্না, দেখি মাধুর্য্য বিছানায় নাই। কি ব্যাপার! কোথায় সে! দেখি ওর বাবা যে দিকে শোয়, সেই পাশের মশারীতে ঝুলছে। তার বাবা কুম্ভকর্ণের মত ঘুমিয়েছে, মেয়ে যে তার গায়ের ওপর দিয়ে পড়ে গেছে সে খবর তার নাই। মেয়ের তারস্বরে কান্না শুনে সে ও ঘুম ভেঙ্গে হতভম্ভের মত বসে রইল। আমি ছুটে যেয়ে মেয়েকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করলাম। খুব ভয় পেয়ে গেছে মেয়ে। একটু পর কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে পড়ল। এভাবে সারারাত ঘুম আর হয় না, প্রায় জেগেই থাকি বলা যায়। ঘুমের মাঝেও সারা বিছানা তার বিচরণ। কখন আবার কি ভাবে পড়ে যায় কে জানে? এরকম উৎকন্ঠায় সারারাত ঘুম আর হয় না আর, প্রায় জেগেই থাকি বলা যায়। হয়ত একটু চোখ লেগে গেছে, হঠাৎ টের পাই আমার ঠোটের উপর সজোরে কি যেন এসে পড়ল, ব্যাথায় কুঁকড়ে গেলাম। উহ! মুখের ভেতর লোনা স্বাদ, বুঝলাম রক্ত পড়ছে। চোখ খুলে দেখি ম্যাডামের মাথাটা আমার ঠোটের উপর। বুঝলাম মেয়েটা ঘুমের মাঝেও আমাকে খুঁজতে খুঁজতে এসে আমার ঠোটের উপর শুয়ে পড়েছে। ওর অস্তিত টের পেয়ে আমার ব্যাথা যেন কোথায় হারিয়ে গিয়ে সেখানে জমা হল অনেক ভালো লাগা। ।।
misc - January 2012 080 (Small).jpg

সকাল বেলা অফিস যাবার জন্য রেডী হচ্ছি। হঠাৎ শুনি
আম্মু- মা, আম্মু- মা আতো শোও
কাপড় পড়া বাদ দিয়ে আমাকে তার সাথে আবার কিচ্ছুক্ষণ শুতে হয়, কোন না কোন ভাবে তাকে ফাঁকি দিয়ে অফিস যেতে হয়, প্রায় আজকাল আমার অফিস যেতে দেরী হয়।
বাইরে যাওয়ার আগে সাজগোজ করার আর উপায় নাই, তিনি এসে হাজির
আম্মু- মা ইকানে(এখানে) দাও, উম ম ম ম উকানে(ওখানে) দাও, তিত( টিপ) দাও।
লিপগ্লস সে ভাল চেনে, ঠোটটাকে উল্টে সেখানে সেটা লাগাতে বলে। মাঝে মাঝে আমি চালাকি করে লিপগ্লস মুখ না খুলে তার ঠোটে বুলাই, ম্যাডাম আমাকে বলে
আম্মু- মা খুল, আম্মু- মা খুল (মানে খুলে লাগিয়ে দাও)
এভাবে আমার সব কাজ থেকে সারাটাক্ষণ সে আমাকে কেড়ে নেয়, কেড়ে নেয় আমার প্রতিটা মুহূর্ত। , ব্লগে আসতে পারিনা, লেখালিখি তো শিকেয় তুলেছি, অফিস ছাড়া খুব একটা কোথাও যাই না। কিন্তু এত সব ছেড়ে এই নির্বাসিত জীবন খুব একটা খারাপ লাগে না আমার, মনে হয় আমার প্রতিটা ক্ষণ মাধুর্য্যময় ।
madhurjor  prothom sajgoj 037 (Small).jpg

তিনি আজকাল অনেক কথা বলতে পারেন। এখানেই যত বিপত্তি, কেউ মুখ দিয়ে কিছু বের করা মাত্রই সে সেটা শিখে ফেলে। আমাকে সে কখনো ডাকে আম্মু আবার হঠাৎ দেখি মা ডাকে। , এই মা ডাক কে তাকে শিখিয়েছে কে জানে ! কখনো মা কখনো আম্মু আবার কখনো দুই ডাক এক সাথে মিলিয়ে ডাকে আম্মু-মা।
একদিন দেখি সে আমাকে বলছে যে আম্মু-মা এটা নিয়াম, আমার বাসার যে মেয়েটি মাধুর্য্যকে রাখে সে আমাকে বললো যে আফনার হাতের এইডাা নিত। ( মানে আমার হাতে যা আছে সেটা সে নেবে) আবার আরেক দিন শুনি বলছে দিয়াম, সে নেওয়া কে নিয়াম বলে দেওয়াকে দিয়াম বলে। আমার বাসার যে মেয়েটি মাধুর্য্যকে রাখে সে মেয়েটা ময়মনশিংহের এর। বুঝতে পারলাম তার কাছ থেকে মাধুর্য্য ময়মনশিংহের ভাষা বেশ ভালই সব রপ্ত করেছে। আবার বলে আম্মু-মা লোশন ঢাইল্যা দাও, এসব শুনে আমার অবস্হাতো কিংকর্তব্য বিমুঢ় !
আরেকদিন সে বারান্দায় দাঁড়িয়েছিল, দুর থেকে তার বাবাকে বাইরে থেকে আসতে দেখলো দেখে খুশিতে আমার কাছে দৌড়ে এসে বললো -
আম্মু মা আম্মু মা বাবা আইতাতে
আমার তো অজ্ঞান হবার জোগাড় বললাম কি ! যে মেয়েটি মাধুর্য্যকে রাখে সে বলে-

ওর বাবা আইতাছে তাই কইতাছে।

আমি চোখের সামনে অন্ধকার দেখলাম। এ সব দেখেশুনে রোজ একবার চাকরী ছাড়তে ইচ্ছে হয়।
New years Party 2012 018 (Small).jpg


মেয়েটা কোলে আসার পর তার নাম নিয়ে নানান জল্পনা, কল্পনা। আমার মনে হয়েছিল এক টুকরো মেঘ আমার কোলে এসে পড়েছে । সেই ভাবনা থেকে প্রথম আমার মনে আসে নামটা হোক মেঘলীনা মাধুর্য্য। আমার সৃষ্টি এই নামটি। আমার নাম লীনা আর লীনার এক টুকরো মেঘ, পুরো নামের মানেটাকে এভাবেও ভাবা যায় যে মেঘে বিলীন হওয়া সৌন্দর্য্য । সেই দিন আমার এটাও মনে হয়েছিল কখনো কোন কবি বা লেখক কি আমার মেয়ের নামটা নিয়ে কোন গল্প বা কবিতা লিখবে, উহ! লিখলে কিন্তু বেশ হত!
একদিন রুমানা বৈশাখী নামে একটা এফ বি বন্ধু আমাকে মেইল করলো-
আপু মেঘলীনা মানে কি?
আমি বললাম মেঘের মাঝে বিলীন-
সে আবার লিখল আমি যদি আপনার মেয়ের নামে একটা উপন্যাস লিখি কোন অসুবিধা আছে?
আমি বললাম কি আর অসুবিধা, আমাকে কিছু রয়েলটি দিয়ে দিও। Wink
সে কিছুক্ষণ পর তার এফ বি স্ট্যাটাসে লিখে দিল আমার নতুন উপন্যাসের নাম মেঘলীনা।
মেঘলীনা নামে উপন্যাসটা এবারের বই মেলায়, ভাবতেও খুব ভাল লাগছে আমার।
_MG_4914.jpg-madhurjo (Small).jpg
সে তার বাবার সাথে রেগুলার মিরাক্কেল দেখে , মিরাক্কেল্লের মিউজিক তার খুব ভাল লাগে, বিটের তালে তালে সেও নাচে, তার বাবা এটা দেখে খুব মজা পায়। মীরের একটা গান আছে ওসাম শালা, আমি জানিনা কেন যেন গানটা শুনলে আমার খুব বিরক্ত লাগে, আমার মেয়ে এই গানটাও শিখে ফেলেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে শালাটা না বলে সেখানে সে বলে মামা । মীর যখন গায় ওসাম শালা সাথে সাথে আমার মেয়ে গায় -ওসাম মামা ওসাম মামা। শুনে আমি একটু খুশী হলাম যাক! আমার মেয়ে গালাগালিটা বাদ দিয়ে নিজেই সেখানে একটা সুন্দর শব্দ বসিয়ে দিয়েছে। এভাবেই যেন সে জগতের সব কালোকে সাদা করে নিতে পারে।

আমার লেখালিখি ব্লগিং সব একদম চাঙ্গে, আমি এখন শুধু মেঘলীনা মাধুর্য্যর মা, সে আমাকে কোন কিছুই করতে দেয় না - ফুল টাইম তার অধিকার আদায় করে নেয়। দেখে ভালই লাগে আমার। মেয়ে এখন থেকে নিজের অধিকার আদায় করতে জানে, এদেশে মেয়েদের অধিকার লড়াইয়ে মনে হয় আমার মেয়ে অগ্রণী ভুমিকা রাখবে। ইদানিং সে তার কাজিনদের সাথে খেলাধুলা করার সময় তাদেরকে লিড দেয়, সবাই তার থেকে বয়সে অন্তত ছয়/সাত বছরের বড়, কিন্তু তার ভাবসাবে মনে হয় সে অনেক বড় । দাদার বাড়ি গেলে দাদা-দাদীর শোবার ঘর দখল করে।
সে খুব স্বাধীনচেতা, এক রোখা আর সাবলম্বী। একা খেতে বা একা কিছু করতে খুব পছন্দ করে। আমি তার মাঝে আমার চাওয়ার প্রতিফলন দেখি। তাই আমি চাই এভাবেই সে এগিয়ে যাক, মেয়ে হিসাবে না একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হোক। অসহায় মানুষের সুখ দুখে মেঘের মত বিলীন করে দিক নিজেকে। গুড়িয়ে দিক সমাজের প্রচলিত নিয়ম। এই অচলায়তন ভেঙ্গে, সব কিছুকে শুভ এবং সুন্দর করে সাজিয়ে তুলুক।

এগিয়ে যাক আমার এক টুকরা মেঘ, ঢেকে দিক আমার যত দুঃখ, কষ্ট, বেদনা। কখনো ছায়া দিক আমাকে প্রখর সূর্য থেকে, বৃষ্টি হয়ে ভিজিয়ে দিক আমার দু-চোখ, মুছিয়ে দিক আমার কান্না
misc - January 2012 098 (Small).jpg

পোস্টটি ১৮ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


ভীষন মিষ্টি একটা পোস্ট। দারুণ লাগলো পড়তে। অনেক আদর মাধু্র্য্যের জন্য।

লীনা ফেরদৌস's picture


তোমাকেও অনেক আদর মাধু্র্য্যের আর তার বাবার পক্ষ থেকে Wink কিন্তু তুমি এখন ব্লগে কেন? বই মেলায় যাও নি?

জ্যোতি's picture


নাউজুবিল্লাহ্! এসব কি বলেন‍!
বইমেলা থেকে আসলাম একটু আগে। Smile

লীনা ফেরদৌস's picture


ইসসসসস ! হিংসিত হইলাম। আজ চারদিন গেল আমি একবারো যেতে পারিনি Sad

মীর's picture


লোশন ঢাইল্যা দাও

Rolling On The Floor Rolling On The Floor

আপনার পিচ্চিটাকে অনেক আদর।

লীনা ফেরদৌস's picture


Laughing out loud কেন বাবা আইতাতে শুনেন নাই ! আর ওসাম মামা Wink

পিচ্চির মামাকে ধইন্যা পাতা Smile

এ টি এম কাদের's picture


মেঘ লীনা সুন্দর থাক ! ভাল থাক ! অনেক অনেক আদর তার জন্য ! সব নারীই অন্য সব হওয়া বাদ দিয়ে একদিন শুধু ' মা ' হয়ে যায় এবং এটাই শ্বাশত ! আপনার নবোপলব্দি মোবারক হো !

লীনা ফেরদৌস's picture


আপনার এত সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ Smile

রাসেল আশরাফ's picture


পাকনি বুড়িটার একটা ছবি দেন নাই ক্যান পোস্টে?
এই কারনে আপনারে মাইনাস Crazy

অনেক আদর আমাদের লোশন মামার জন্য। Laughing out loud

১০

লীনা ফেরদৌস's picture


রাসেল তোমার জন্য অনেক চেষ্টা করেও একটা ছবি আপ্লোড ক রতে পারলাম না। আসলে অনেকদিন ব্লগে না আসতে আসতে ভুলে গেছি কি ভাবে আপ্লোড করতে হয়। । শিখাবা নাকি একবার Smile

১১

রাসেল আশরাফ's picture


এইখানে একদম লাস্টে টুটুল ভাইয়ের একটা কমেন্ট আছে ঐ মোতাবেক কাজ করেন। আশাকরি ছবি পোস্ট হয়ে যাবে। Laughing out loud

১২

লীনা ফেরদৌস's picture


থ্যাঙ্কু ব্রাদার! মনে হয় পেরেছি Smile ভাগ্নীকে কেমন দেখলা জানাইও Big smile

১৩

রাসেল আশরাফ's picture


ভাগ্নী পুরা অসাম মামাদের মতো। Big smile

১৪

লীনা ফেরদৌস's picture


অসাম মামাদের ওসাম ভাগ্নী Wink

১৫

জোনাকি's picture


এক টুকরো মেঘ অনেক কিউট ! এরকম একটা পুচ্কি থাকলে ব্লোগ তো দুরের আলপ কম্পুতে বসার কথাও মানুষ ভুলে যাবে । অনেক অনেক আদর মেঘলিনাকে । Big smile

পোষ্ট ভালা লাগতাছে Tongue

১৬

লীনা ফেরদৌস's picture


কমেন্টাও জব্বর হইছে Smile ধন্যবাদ জোনাকি Cool

১৭

জোনাকি's picture


আরে বাবা এখন দেখি ফটুকও যুক্ত হয়েছে। এ তো দেখি একটা ছোট ছোট কিউট কিউট বিড়াল ছানা আর এতোক্ষন আপনি আমাদের হুদাই মানুষের গল্প শুনাইতেছেন Big smile
তার কপালে লিপিস লাগানো ছবি অতি কুতু কুতু আদুরে। Smile

১৮

লীনা ফেরদৌস's picture


মেয়ের রাসেল মামার কল্যাণে ফটুকও যুক্ত হয়েছে।, Laughing out loud অবশ্য টুটূল মামার পোষ্ট ও এ জন্য ক্রেডীট পাচ্ছে।। Smile

এ তো দেখি একটা ছোট ছোট কিউট কিউট বিড়াল ছানা আর এতোক্ষন আপনি আমাদের হুদাই মানুষের গল্প শুনাইতেছেন ------ এটা সুপার লাইক করলাম

তার কপালে এখন সারাক্ষণই লিপিস লাগানো থাকে.।।আমার লিপিসগুলার যে হাল কি বলবো! Laughing out loud

১৯

লাবণী's picture


ওরে বাবা!! এ তো একটা জ্যান্ত পুতুল!! পুরাই লাল টুকটুক মেঘপরী!!
আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা বাবুনীটার জন্য! এমন একটা পুতুল ঘরে থাকলে বরকেও ভুলে থাকা যায়! ব্লগ তো দূরের কথা Laughing out loud

৪ নং ছিবিটা রেখে দিলাম! নিশ্চয় আপত্তি করবেন না Smile
পোস্টে অনেক অনেক স্টার!

২০

লীনা ফেরদৌস's picture


মেয়ের খালা ছবিটা রেখে দিলে আমার আপত্তি করার কি আছে? Smile
অনেক অনেক ধন্যবাদ মেয়েকে এত আদর করার জন্য ।। ওর জন্য দোয়া করবেন Smile

২১

লাবণী's picture


অবশ্যই অ-নে-ক দোয়া পরীটার জন্য!
একদম দু'হাত তুলে দোয়া------ Smile

২২

লীনা ফেরদৌস's picture


মেয়ের খালার জন্যও অ-নে-ক দোয়া Smile

২৩

একজন মায়াবতী's picture


আমার এই মেঘসোনার জন্যেও অনেক অনেক আদর। Smile

২৪

লীনা ফেরদৌস's picture


তোমার বা আমাদের তো দুইটা মেঘসোনা তাই না ! Smile মেঘসোনাদের খালার জন্যেও অনেক অনেক আদর। Wink

২৫

রায়েহাত শুভ's picture


আমার ভাগ্নীটা... আমার ভাগ্নীটা...

২৬

লীনা ফেরদৌস's picture


ওসাম মামা! ওসাম মামা!
শুভ মামা! শুভ মামা! Laughing out loud

২৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ভীষন মিষ্টি একটা পোস্ট। দারুণ লাগলো পড়তে। অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক দোয়া আর আদর মাধু্র্য্যের জন্য।

২৮

লীনা ফেরদৌস's picture


ভীষন মিষ্টি একটা কমেন্ট। Cool দারুণ লাগলো পড়তে।, Smile অনেক অনেক অনেক অনেক ভাল থাকবেন Big smile

২৯

জেবীন's picture


মাধুর্য্যের জন্মদিনের ছবিগুলো খুব্বি দারুন হয়েছে। কি সুন্দর লাগছে ওরে অইখানে! আর মেয়েতো মাশাল্লাহ ক্যামেরা দেখলেই পোজে দেয়া শুরু করে!! Laughing out loud
ওসাম মামা! সব মামুরাই তার কাছে ওসাম! খালারা কি করলো! Stare
মেঘলীনা অর্থটাই সুন্দর!
স্কুলে থাকতে একটা পছন্দের আপুর নাম ছিলো দেবযানী, এর অর্থ কি জানেন নাকি?

৩০

লীনা ফেরদৌস's picture


মাধুর্য্যের জন্মদিনের পর থেকেই তো তার শরীর আর ভাল থাকে না। ! আর মেয়েতো মাশাল্লাহ খালাদের মত হয়েছে।, Wink ক্যামেরা দেখলেই পোজে দেয়া শুরু করে! Laughing out loud
আস্লেও সব মামুরাই তার কাছে ওসাম! খালারাদের পছন্দ ক রে না Wink মেয়েদের লাইক ক রেনা কেন যেন। !
দেবযানীর অর্থ জানি না, দেবযানীর শুনলে কেমন যেন ভুতপেত্নীর কথা মনে হয় Tongue

৩১

লীনা দিলরুবা's picture


মিষ্টি মিষ্টি মিষ্টি...

৩২

লীনা ফেরদৌস's picture


েক মাধুর্য্যর লিনা খালা ! Wink েক মাধুর্য্যর লিনা খালা ! Wink েক মাধুর্য্যর লিনা খালা ! Wink

৩৩

শাফায়েত's picture


পিচ্চিটাকে অজস্র আদর, অসংখ্য শুভকামনা।

৩৪

লীনা ফেরদৌস's picture


আপ্নাকেও ধ ন্যবাদ এবং অনেক শুভকামনা। Smile

৩৫

মেসবাহ য়াযাদ's picture


ওর জানি কত বয়স হল ?
মাশাল্লাহ !
ওর মায়ের মত (!) না হলেই হয় Wink

৩৬

লীনা ফেরদৌস's picture


ওর বয়সে এখন ২০ মাস?
ওর মায়ের মত (!) না হোক তা আমিও চাই। ।। ।সেই সাথে চাই আপনার ছেলে গুলিও যেন আপনার মত না হয়, আপনার মত হলে ওকে আবার ওর মায়ের মত হতে হবে। Wink

৩৭

আশরাফুল আলম's picture


ভীষন মিষ্টি একটা পোস্ট। দারুণ লাগলো পড়তে। অনেক আদর মাধু্র্য্যের জন্য।

৩৮

লীনা ফেরদৌস's picture


ধন্যবাদ ভাই, Smile অনেক অনেক শুভকামনা। Smile

৩৯

হাসান রায়হান's picture


জোস লাগল।

৪০

লীনা ফেরদৌস's picture


আপনেরে দেইখ্যাও জোস লাগলো Smile

৪১

সাঈদ's picture


অনেক আদর থাকলো মা মনির জন্য।

৪২

লীনা ফেরদৌস's picture


Smile থানকু

৪৩

শওকত মাসুম's picture


মামনিটাকে অনেক আদর

৪৪

লীনা ফেরদৌস's picture


Smile

৪৫

রশীদা আফরোজ's picture


মাশাল্লাহ, এতো মায়াময়, মিষ্টি, অপূর্ব!

৪৬

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ রশীদা, ওর জন্য দোয়া করবেন Smile

৪৭

অতিথি's picture


আপু এক নি:শ্বাসে পড়ছিলাম ছোট্ট পরীর দিন লিপি সত্যি চমকৃত করল। বাচ্চাদের আধো বোলটা খুবই মধুর। আর মাধুর্য্যের জন্য অনেক অনেক দোয়া আর ভালবাসা রইল। যা কিছু সুন্দর সব কিছুই মাধূর্য্যের হোক এই দোয়া করি।

৪৮

লীনা ফেরদৌস's picture


অনেক অনেক ধন্যবাদ ভাই, Smile ওর জন্য অনেক অনেক দোয়া করবেন, Smile আপনার জন্য অনেক অনেক শুভকামনা। Smile

৪৯

অতিথি's picture


মেঘপরীকে স্বপ্ন দেখার আবেশ হলো চুরি
মেঘপরীর ওই হাতের বাঁকে স্বপ্ন আঁকা চুড়ি

৫০

লীনা ফেরদৌস's picture


সুপার লাইক Smile

৫১

তানবীরা's picture


প্রত্যেকটা বাবা মায়ের সাথে তাদের সন্তানদের সম্পর্ক ইউনিক। মেঘ এরকম মশারিতে ঝুলতো ঢাকায়, তাই আমি এমন করে বুকের ভিতর ঢুকিয়ে ঘুম দিতাম যে, বাসার সবাই ওকে বিছানার নীচে খুঁজে মুর্ছা যেতো, কই গেলো

একটু বড় হলো পরে বুকে ঘুমানো অভ্যাস হয়ে গেলো ওর। তখন আমাকে চিৎ হয়ে ঘুমাতে হতো। আমার বুকে ছোট বালিশ রেখে ঘুমাবে। কখনো কখনো আমি ওকে আস্তে নামিয়ে দিয়ে কাত হলে, বিছানায় পিঠ লাগলেই বুঝতো শয়তান মা ওকে নামিয়ে দিয়েছে। সাথে সাথে আমাকে আবার চিৎ করে ঠাস ঠাস দুটো দিত, তারপর লাফ দিয়ে বুকে উঠে ঘুমাতো। সেই সব দিন গুলো আহা, কেনো যে মেয়েগুলো বড় হয়

মেঘের ভালো নাম তানিশা, আমার নামও মেয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছি Big smile

নেই নেই আবার দেখো কতো মিল আছে আমাদের সংসারে

মেঘলীনা হলো হ্যালো কিটি ডল। অনেক অনেক আদর রইলো। সুস্থ থাকুক আর মাকে ঠিক এমনি ব্যস্ত রাখুক Laughing out loud

৫২

লীনা ফেরদৌস's picture


ইসসস পড়তে কি মজা লাগলো মেঘের কথা. Smile এরকম একটা পোষ্ট দাওনা সবাই পড়ি। । Smile এই বয়সে মেঘ কি করতো কি বলতো এ সব আর কি ! অপেক্ষায় রইলাম

৫৩

অতিথি সুরঞ্জনা's picture


খুব মিষ্টি মেঘলীনা! মাশাল্লাহ!

৫৪

লীনা ফেরদৌস's picture


অনেক ধন্যবাদ Smile

৫৫

অনন্যা's picture


আপু ইউটিউবে লীনা ফেরদৌস নামের একজনের ভিডিও দেখলাম,উনিও ব্লগে লিখেন,আপনি কি সে? Stare Glasses

৫৬

লীনা ফেরদৌস's picture


হা রে ভাই সে আমি Smile

৫৭

আনোয়ার সাদী's picture


মেঘলীনা মাধুর্য্য'র জন্য অনেক অনেক স্নেহ। চমৎকার পোষ্ট।

৫৮

লীনা ফেরদৌস's picture


মেঘলীনা মাধুর্য্য'র মামাকেও অনেক ধন্যবাদ Smile

৫৯

নীলাঞ্জনা's picture


মাধু্র্য্য মাধু্র্য্য ছড়ালো--------অনেক বড়ো মনের মানুষ হোক---আর জানি আমি তা হবেই---

৬০

লীনা ফেরদৌস's picture


অনেক অনেক অনেক ধন্যবাদ নীলাঞ্জনা Smile

৬১

আনন্দবাবু's picture


এ তো দেখি একটা ছোট ছোট কিউট কিউট বিড়াল ছানা আর এতোক্ষন আপনি আমাদের হুদাই মানুষের গল্প শুনাইতেছেন

মেঘলীনা এত বড় হয় যেন মেঘের মাঝে সে নয়, মেঘই যেন ওর আড়ালে পড়ে হারিয়ে যায়। এত্ত এত্ত আদর আর ভালবাসা আর দোওয়া রইল মামনির জন্যে।

৬২

লীনা ফেরদৌস's picture


চোখে পানি এসে গেল Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.