স্বপ্নের বাংলাদেশ: সংশোধিত কপি সংযুক্ত
যান্ত্রিক কিছু সীমাবদ্ধতার জন্য দেরী হয়ে গেলো। দুঃখ প্রকাশ করছি।
যাক সে কথা। তবু প্রকাশ হলো আমাদের "স্বপ্নের বাংলাদেশ"
আমরা বন্ধুর প্রথম ই-পুস্তক।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমরা বন্ধুর বন্ধুরা রচেছেন স্বপ্নের বাংলাদেশের ছবি। তাই নিয়ে এই ই-পুস্তক।
প্রথম বলে কিছু ত্রুটি থেকেই যাচ্ছে হয়তো। সবার পরামর্শ আর সহযোগিতা পেলে পরবর্তীতে আরো শুদ্ধতর ই-পুস্তক তৈরি করতে পারবো বলে আশা করছি।
যারা লেখা আর ছবি দিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। পুস্তকটি যৌথভাবে সম্পাদনা করেছেন নুশেরা তাজরীন ও লোকেন বোস। প্রচ্ছদ তৈরি করেছেন নজরুল ইসলাম। আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুটুল। এদের কারো জন্যই ধন্যবাদ প্রযোজ্য রইলো না।
প্রথমটাতে বেশি কিছু ত্রুটি ছিলো। সংশোধন করে আবার দেওয়া হলো:
ডাউনলোড লিংক: http://www.mediafire.com/?zuxm4fxywme
সবাই ভালো থাকবেন। সবার সহযোগিতা, সমালোচনা আর পরামর্শর জন্য অগ্রীম ধন্যবাদ জানাচ্ছি।
এবির প্রথম ই-পুস্তক...
দেইখাইপ পরানডা কিরম কুল কুল লাগতাছে..
ধন্যবাদ লোকেনাংকেল
হাজার বছর বাচাইয়া রাখুক আপনারে আর সাথে এবিকেও
সত্যি ভালো লাগতেছে
ধন্যবাদ টুটুল। আপনার সহযোগিতা না হলে এটা সম্ভব হতো না। এটাই সত্যি।
আমারো অনেক ভালো লাগছে
ধন্যবাদ লোকেন বোস। ডাউনলোড দিলাম।
ধন্যবাদ, কেমন হলো জানাবেন। ভুল ত্রুটিগুলো বিশেষ করে জানতে আগ্রহী।
১০০ তে ১০০
দারুন কাজ হয়েছে
সবগুলা পড়লাম
ধন্যবাদ মাহবুব সুমন
আগে দেখি। পরে বলুম। তয় ইরাম উদ্যোগের জন্য সাধুবাদ জানাইলাম।
ধন্যবাদ মেসবাহ য়াযাদ
আসলেই খুব ভাল লাগতেসে, এবি'র প্রথম ই-পুস্তক দেইখা
ধন্যবাদ নুশেরা আপু আর লোকেন বোস কে।
প্রচ্ছদ টাও জোশ হইছে নাজু বাই
এইবার পড়া শুরু করি
পড়া শেষ হলে ভুল ত্রুটিগুলো অন্তত ধরিয়ে দেবেন আশা করি
ধন্যবাদ
গ্রেট জব !!
ধন্যবাদ
ডাউনলোড হবে শব্দটা
খাইচে! সব হাই প্রোফাইল লুক জনে দেখি কাজ করছে!!
পরশুর আগে ধরা হইবো না!
পরীক্ষা চলে!
লেখাপড়াটা আগে। ধন্যবাদ
লোকেন বোস ও নুশেরা তাজরীনকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা বইটি সময়মত সম্পাদন করার জন্য।
সুচীপত্র পর্যন্ত পড়ার পর সামান্য একটা ত্রুটি চোখে পড়লো। সূচীতে লেখক ও শিরোনাম কলাম দুটিতে একটু অদলবদল হয়ে গেছে। কিছু জায়গায় লেখকের জায়গায় শিরোনাম চলে এসেছে।
সবশেষে সূচীপত্রটা করা হয়েছে একটু তাড়াহুড়ায়। আপনি বলার পরে চোখে পড়লো। অনেক ধন্যবাদ। দেখি আর কী কী ত্রুটি বের হয়। অপেক্ষায় রইলাম।
প্রয়োজনে পরবর্তী সংস্করণে ঠিক করা যাবে
আমিও তাই দেখলাম
গ্রেট জব
ভাল লাগতেসে, এবি'র প্রথম ই-পুস্তক দেইখা
ধন্যবাদ ইভান
প্রচ্ছদ সুন্দর ।
ভেতরের লেখাগুলোও যে সুন্দর হবে সন্দেহ নেই ।
লেখার মতো অনেক কিছু ছিল, লেখতে পারিনি ।
তবু, এবির প্রথম ই-বুক দেখে ভালো লাগছে ।
"[প্রচ্ছদে অন্তর্জাল থেকে নেওয়া ছবি ব্যবহৃত হয়েছে]"
'অন্তর্জাল' শব্দটি কি 'আন্তর্জাল' হবে না ?
কনফিউজড হয়ে গেলাম। আপনি নিশ্চিত হয়ে নেই। ২য় সংস্করণে ঠিক করা যাবে
অ ভি ন ন্দ ন সবাইকে ।
ধন্যবাদ আপনাকে
অভিনন্দন
অসাধারন
ধন্যবাদ আপনাকে
অ ভি ন ন্দ ন সবাইকে ।
ধন্যবাদ আপনাকে
চমৎকার কাজ হয়েছে। আমরাবন্ধুর সব বন্ধুকে অভিনন্দন। লোকেনদা, টুটুলদা, নজুভাইসহ লেখকদের সবাইকে বিশেষ ধন্যবাদ।
বন্ধুরা, এই ইবুক সম্পাদনার গুরুদায়িত্ব লোকেনদা একাই পালন করেছেন, আমার কাজ ছিলো ১১টি লেখার বানান দেখা । তাও যদি কেউ আমাকে ধন্যবাদ দিতে চান, দিয়ে ফেলেন। লোকেনদা মানা করলেই হলো!
এইরাম কইরা চাইয়া চাইয়া ধইন্যা নিতে এই প্রত্থম দেখলাম........
তাও তো দিলা না
বুঝলাম, আপনার খুব বিনয়
এইজন্যই ধন্যবাদ দিতে গিয়াও দেই নাই (নিচে আমার কমেন্ট দেখেন)
দারুণ হয়েছে!
এবি'র প্রথম ই-পুস্তক, দেখে খুবই ভাল লাগতেছে।
লোকেন বোস, নুশেরা আপা আর নজরুল ভাইকে ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাই না ...
ঠিক আছে, আমরাও খাটো হতে চাই না
বাহ ! অনেক সুন্দর ।
লোকেন দাদা আর নুশেরা আপুকে ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ
ই-পুস্তকটা দেখে ভালো লেগেছে। বেশ ছিমছাম। ধন্যবাদ নুশেরা আপা আর লোকেন বোসকে।
যদিও কিছু ভুল রয়ে গেছে। কিন্তু ব্যাপার্না... পরেরবার হুশ কইরা করলেই হইবো...
ভুলগুলো শুদ্ধ করে পরবর্তী সংস্করণ বের করার ইচ্ছে আছে
বাহ, চলে আসছে....এর জন্য কারে কারে ধৈন্যা দেওয়া লাগবে, সেইটা আসেন আয়োজন কৈরা ধৈন্যা দিয়া তাদেরকে ব্যাতিব্যাস্ত বা বিব্রত কৈরা ফেলি....
আসলেই, মশকরা না কিন্তু...এইরকম কাজ যারা করতে পারে, তারা মানুষ না...
নুশেরাপু, লোকেন বস, নজরুল ইসলাম আর টুটুল...সবার প্রতি এবি'র ব্লাগারদের কৃতঞ্গতা(ভানাম ডা কি?)......
অমানুষ বললেন? ধন্যবাদ
আপনার লেখাটা ভালো লেগেছে
প্রথম ধন্যবাদ লোকেন বোসকে জানাই যিনি ইপুস্তকের উদ্যোগ নিয়ে কাজটা শুরু করেছন এবং বার বার এবিবাসিকে তাগাদার দিয়ে সময়মত লেখাটা ঠিকই বের করে নিয়েছেন।
দ্বিতীয় ধন্যবাদ নুশেরাপুকে... যিনি তার শত ব্যস্ততার মাঝেও সম্পাদনার মত একটা কঠিন কাজ দ্রুততম সময়ে শেষ করেছেন... এবং চমৎকার কিছু উপদেশ দিয়ে ইপুস্তক তৈরীতে তার পরিপক্কতার স্বাক্ষর রেখেছেন।
আর সর্বশেষ ধন্যবাদ লেখকদের ... যারা সময়মত তাদের লেখা দিয়ে আমাদের এমন একটা ইপুস্তক পড়ার সুযোগ করে দিয়েছেন।
কৃতজ্ঞতা জানাই নজরুল ভাইকে চমৎকার একটা কভার ডিজাইন করে দেয়ার জন্য।
আর ব্লগবাসী... শেষ বিচারে আপনারাই কিন্তু সব। এই আপনাদের জন্যই আজকের ইপুস্তক... আপনাদের সফল অংশগ্রহণ আমাদের উদ্দীপ্ত করে।
প্রথমবারের মত ইপুস্তকে আমাদের কিছু সীমাবদ্ধতা আমরা দেখেছি। ভবিষ্যতে এই সীমাবদ্ধতা কাটিয়ে আরো ভালো কিছু করার স্বপ্ন দেখি।
"স্মৃতির পহেলা বৈশাখ" নামে পহেলা বৈশাখে আবার একটি ইপুস্তক তৈরী ইচ্ছা পোষণ করেছেন আমাদের লোকেনদা। আশা করছি আপনাদের সহযোগীতা, উপদেশ সব কিছুই পাওয়া যাবে আগের চাইতে বেশী। পোস্টের লিংকু: http://www.amrabondhu.com/lokenbosh/728
টুটুল ভাই , ইবুক যদি রেগুলার বের করা হয় , সে ক্ষেত্রে প্রথম পাতায় একটা আলাদা ট্যাব থাকলে ভালো । একসাথে সব ইবুক সেখান থেকে পাওয়া যাবে ।
থ্যাংকু এপু
প্লান আছে (দাত বের করার ইমো হপে )
আপনাকে অসংখ্য ধন্যবাদ
ABকে প্রথম ইবুকের অনেক শুভেচ্ছা
শুভেচ্ছা গৃহীত হইলো
দেশের স্বাধীনতা দিবসে এত সুন্দর একটা প্রকাশনা থেকে উত্তম আর কি হতে পারে "আমরা বন্ধু'র" পক্ষ থেকে?! এই প্রকাশনা'র পেছনে, সামনে, ডানে, বায়ে, উপরে, নীচে যাদেরই সময় ও শ্রম ছিল তাদের সকলকে জানাই আন্তরিক সাধুবাদ।
এই প্রকাশনার যাত্রা অব্যাহত থাকুক।
------------------------
ভবিষ্যতে এই প্রকাশনাকে শুধু বিষয় ভিত্তিক এর আওতায় না রেখে নির্বাচিত জনপ্রিয় লেখাগুলো নিয়ে "আমরা বন্ধু সংকলণ"ও প্রকাশ করার প্রস্তাব রইলো। তাতে করে ভাল লেখাগুলোকে এক জায়গায় ধরে রাখা সম্ভবপর হবে বলে আশারাখি।
সহমত
"আমরা বন্ধু সংকলণ" হলে মন্দ হয় না। মডারেটরদেরকে ভেবে দেখতে অনুরোধ করি।
ধন্যবাদ বকলম
ওরে ... জটিল কাজ হৈছে
সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন, ধন্যবাদ ... সবাইরে পিলাস (আমারে মাইনাস, আমি লেখা দিতে পারি নাই )
পরেরটার জন্য প্রস্তুত হোন
হেলেপ দেওন লাগপে কিন্তু দাদা
আরে! আরে !! পোষ্ট দেখি পিছলা খাইয়া নীচে নাইমা যাইতেছে।
এই পোষ্টটা ষ্টিকি করা হোক।
মডুগুলা কই গেলো? এই পোস্টরে কানে ধরে ঝুলায়া রাখনের কাম...
মডুগুলা কই গেলো? এই পোস্টরে কানে ধরে ঝুলায়া রাখনের কাম...
আরও ভুলচুক:
উভয় কোয়ালিটির ইবুকে পৃষ্ঠা নম্বর হিসেবে ২৬ দুইবার এসেছে, অবশ্য কন্টেন্টের পুনরাবৃত্তি হয়নি।
লো কোয়ালিটিরটাতে ৪৬ এর পর ৪৮ নম্বর পৃষ্ঠা চলে এসেছে। পৃষ্ঠা নম্বর ৪৭ নেই। পুরো পাতার কন্টেন্ট মিসিং। এই লেখাটা আমার
দুঃখিত নুশেরা। সম্ভবত আর কোনো ভুলচুক ধরছে না কেউ। আমি আজকেই এটার নতুন সংশোধিত রূপ প্রকাশ করার চেষ্টা করছি
কিছু ভুলচুক বেশ কড়া লাগছে, বিশেষ করে সূচীপত্রের। আর সূচীপত্রে লিঙ্কিং করা গেলে ভাল হতো।
লিঙ্কিংটা এখন হচ্ছে না। তবে সূচীপত্র ঠিক হচ্ছে। ধন্যবাদ
মডুগুলা কই গেলো? এই পোস্টরে কানে ধরে ঝুলায়া রাখনের কাম...
দেখলাম । অনেক ভাল লাগলো । উদ্যোগকে স্বাগত জানাই ।
ধন্যবাদ অশেষ
ঝুইলা গেছে, ভেরি গুড
সবিনয়ে নিবেদন এই যে, আমরা (আড্ডাবাজ, আদিতি, সুপ্তি) মা দিবস ২০১০ উপলক্ষে ই-পুস্তক করতে চাই। সাথে আছেন?
হ আছি
পহেলা বৈশাখের ঘোষানা শেষ হৈলে আপনি মা দিবসের একটা ঘোষণা দিয়েন
খুবই ভালো একটা উদ্যোগ, অবশ্যই সাথে আছি
গ্রেট!
ধন্যবাদ
উদ্যোগ সফল করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ডাউনলোড হচ্ছে , পড়ে নিয়ে মতামত জানাব
অপেক্ষায় রইলাম
আরে, সুন্দর হইছে তো। যারা যারা জড়িত তাদের সব্বাইরে জিন্দাবাদ
ধন্যবাদ
জোস্!! প্রচ্ছদ, লেখা, সব মিলিয়ে দারুন! নিজের একটা লেখা আছে দেখে আরো ভালে লাগছে মনে হয়। লোকেন দাদাকে ধন্যবাদ উদ্যোগ নেয়ার জন্য আর নুশেরাপুকে ধন্যবাদ বানান ঠিক করার কঠীন দ্বায়িত্ব নেয়ার জন্য। ভাগ্যিস বানান ভুলের জন্য নাম্বার কাটার নিয়ম নাই, থাকলে আমার খবর ছিল।
আপনাকেও ধন্যবাদ
পুরোটা দেখলাম। একে একে পড়বো। খুব ভাল একটা কাজ হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে লোকেন বোস, নুশেরা, নজরুল আর টুটুলকে। সময় পাইনি বলে কিছু লিখতে পারলাম না, আফসুস।
একটা প্রস্তাব। ই-বুকের লেখাগুলো ধারাবাহিক ভাবে পোস্ট আকারে দেওয়া যায় কিনা? তাহলে আলোচনা হতে পারে লেখাগুলো নিয়ে।
কর্তৃপক্ষই পোস্ট দিতে পারেন। একেকটি লেখা দুইদিন ধরে স্টিকি করে রাখা যেতে পারে।
এটা একটা প্রস্তাব মাত্র।
ধন্যবাদ আপনাকে।
আপনার প্রস্তাবে সহমত জানাই। তবে স্টিকি না করে, সাধারণ পোস্ট আকারেই আসতে পারে। এমনিতেই একটা পোস্ট দুদিন অন্তত নীড়পাতায় থাকে। লেখাগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত।
মডুদের বিবেচনায় পেশ করলাম
হমম, আলোচনার জন্য লেখা উন্মুক্ত করা উচিত। ভোট দিলাম।
দেখতে অসাধারন একটা ই-বুক হয়েছে ... ডাউনলোড করলাম ... কয়েকটা লেখা পড়ে দেখলাম অধিকাংশের স্বপ্নই কয়েকটি কনক্রিট বিষয় নিয়ে, যেটা আমার কাছে খুব পজেটিভ মনে হলো।
সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ... ১০০ তে ১০০
নিজের লেখাটা পড়ে দেখলাম একটা লাইন মিসিং , প্রথম প্্ৃষ্ঠার শেষ লাইনটিতে আরো কিছু কথা লেখা ছিলো। পুরো বাক্যটি এখানে তুলে দিচ্ছি,
"আবার গত বিএনপি-জামাত জোট সরকারের সময়েও আরেকজন ঠ্যাডা বিচারক সরকারের মূল অংশীদার দল বিএনপির প্রতিষ্ঠাতা যাকে পারলে বিএনপির লোকজন পুজা করে, সেই জিয়াউর রহমানের ১৯৭৫ সালের ক্ষমতারোহনকে "অবৈধ" বলে রায় দেয়ার মতো সাহস দেখান।"
লোকেনদা... দয়া করে পারবর্তী ভার্ষনে জ্বীন ভাইয়ের লেখাটা ঠিক করে দেন
ধন্যবাদ জ্বীন ভাই
দুঃখিত জ্বিনের বাদশা। এটা অসতর্কতার ফল।
আশা করছি আজকেই সংশোধিত দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পারবো।
ধন্যবাদ আপনাকে
পড়লাম। মুগ্ধ হলাম। লেখক এবং উদ্যোগতাদের ধন্যবাদ।
প্রচ্ছদটা জোশ হইছে।
দেখতে হইবো না কে করছে
এইবার তাইলে পার্টি দেন নজরুল ভাই।
এহ্, এতো সুন্দর একটা প্রচ্ছদ বানায়া দিলাম, মজুরী দিলো না। সম্পাদক আর মডুগরে মাইনাস...
মজুরী দিলে পার্টি দিমু, প্রমিজাইলাম
আসলেই। মডুরে মাইনাস। আইচ্ছা আপনেরে আমরা ফুচকা খাওয়ামু নে।
হাত্তালি...
প্রচ্ছদের বিণিময়ে ফুচকা কর্মসূচি... এবিতে ডেইলি ডেইলি ইবুক হয় না কেন? তাইলে একটা কইরা প্রচ্ছদ মারতাম আর একটা কইরা ফুচকা!
প্রমিজ করলাম আপনেরে ফুচকা কাওয়ামু। সত্যি প্রচ্ছদটা জোশ হইছে। মন ভইরা যায়। আহারে সোনার বাংলাদেশ।
দেখি আগামী সপ্তাহে সিডিউল মিলে কিনা সবার, আপনার।
আমি তো সিডিউল দিয়া বইসা আছি... এবার জনগণের পালা
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
নজু ভাই - নুশেরা আপা - টুটুল হুজুর ও লোকেন আংকেলকে জাঝা এই ই-বই এর জন্য
আপনাকেও অনেক জাঝা
সংশোধিত কপি ৩৯.৮ মেগাবাইট
দাদা, আপনে সবগুলা পেইজ ইমেজে কনভার্ট না করলে এই পিডিএফটা ২ বা ৩ মেগাবাইট হওনের কথা। ৫২টা আলাদা আলাদা ছবি ওজনটা নিছে
এটা হাই রেজুলোশনে করা। তাই এতো ওজন। প্রথম সংস্করণে লো রেজুলোশনে একটা করা হয়েছিলো। সেটা ৩/৪ মেগার বেশি জায়গা নেবে না।
আগামীকাল লো রেজুলোশনের একটা বানিয়ে দেবো। যাদের নেট স্পিড কম তাদের জন্য।
নামালাম; ভালোই লাগলো এক দেখায়, প্রচ্ছদ টা সুন্দর; পড়ে দেখি
আহারে.. ইতিহাসের অংশীদার হইতার্লাম না।
তয়, জিনিস ভালৈছে।
অতিথিদের জন্য ডাউনলোড করার কোনো পদ্ধতি নাই?
পলাশ দত্ত,
অতিথিরাও ডাউনলোড করতে পারবে
মন্তব্য করুন