এবিসি ফ্যান্টাসী কাপ: সেকেন্ড লেগ
১.
ভূমিকা আর না বাড়াই। কি করতে হবে তা তো সবাই জানেনই! তো, নেমে পড়ুন। ১২ টা স্কোর আর কে জিতবে -- এই অনুমান লিখে দিন।
(খেলোয়াড়ের নাম দেয়ার দরকার নেই, কারণ আপনার দেয়া স্কোরের ক্রম আর ঐদিন বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে একই ধরে হিসাব করা হবে।)
মনে রাখবেন, শেষ ম্যাচ পর্যন্ত আপনার চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা আছে ।
২.
একই সাথে আলোচনাও চলুক।
আগামী ম্যাচে দল কেমন হওয়া উচিত। টসে জিতলে ব্যাটিং নেয়া উচিত কিনা। থার্ড পাওয়ার প্লে কত ওভারের দিকে নেয়া উচিত, অথবা অন্য যে কোনো কিছু নিয়ে।
৩.
প্রথম লেগ শেষে ফলাফল:
নাগনাগিন ৩৭৩.৮
রায়হান রেঞ্জার্স ১৩৫.৮
আলমুহাররাক ১৩৫.২
বীর টাইগার ১৩১.৪
লীনা টাইগার্স ১৩১.২
অরিত্র দ্য গ্রেট ১২৮.২
ন্যাড়াদল ১২৭.৮
বিডি ইয়ং ১২২.৬
ড্যাডস আর্মি ১১৯.২
ইনভিজিবল ৯৮.৬
মাস্টার ব্লাস্টার্স ৮৫.৬
আখাউড়া ইলেক্ট্রিক ৮২.২
এবি রাইডার্স ৮০.০
বিচ্ছু একাদশ ৭৬.৪
ঋহান স্পোর্টিং ক্লাব ৭৫.০
রাফি'জ ইলেভেন ৭৫.০
বিডি টাইগার্স ৭৫.০
ওরা ১১ জন+মাসুম ৭৫.০
দুর্ধর্ষ একাদশ ৭৫.০
পাগলা ঘোড়া ৭৫.০
ঢাকা ফাইটার্স ৭৫.০
আখাউড়া ইলেক্ট্রিক ১২তম!
২৫, ৭৫, ২০, ২৯, ৬০, ১৮, ৯, ২৪, ০, ৬, ০ এক্স ১৭ = ২৮৩
টসে জিতলে ব্যাটিং করা উচিত। বাংলাদেশ জিতিবে!
(পয়েন্ট হারালেও হারাব) আশরাফুলকে নেয়াতে খুশি হয়েছি। এবার হয় মরব না হয় চিরকালের জন্য বিদায় নিবে!
তবে ওকে নিয়ে ভয়, ও আগামীতে দলের ম্যানেজার কিংবা সিলেক্টর হয়ে আসতে পারে (আগামী ১০ বছর পর!) ভাল যোগাযোগ করতে পারে!
একটু তাড়াতাড়ি কমেন্ট করে গেলাম। আগামী কাল অফিসে আসব না, শুক্রবার অফিসে আসার আগেই খেলা শুরু হয়ে যাবে!
ধন্যবাদ। ধন্যবাদ।

অনেক পরিশ্রম করছেন, আপনারে লক্ষকোটি
ভাবনাচিন্তা করি। সময়মত লিস্টি দিয়া যাবো
স্কোর পরে দিয়া যামুনে ...
আপাতত শাহরিয়ার নাফিস'রে কেম্নে দলে ঢুকান যায়, সেই চিন্তা করতেছি
ঢাকা ফাইটার্স
স্কোর: ৭, ৩৩, ৪, ৮৩, ০, ৬৬, ৮, ৩২, ১১, ২, ০, ১৬ = ২৬০
আছরাফুলকে পাঁচ নম্বরে নামানো হবে ধইরা নিলাম
বাংলাদেশ জিতবে।
ধুর, যোগ-বিয়োগ ভুলে গেছি। স্কোর ২৬২ হবে।

৮,১২৯,৯০,১৭,৪৮,১৪,১,১১,৯,৯,২,২৯। মোট ৩৫৩।
এবার টোটাল স্কোরের বোনাস পয়েন্টটা দখল করতেই হবে।
মনুষ্য মূত্র নানাবিধ রোগ নিরাময়ে বিশেষ কার্যকর বলিয়া সুখ্যাতি ছড়াইতেছে ! ইতোমধ্যে মনুষ্য মূত্র সেবনের কৃতিত্ব ভারতের বেশ ক'জন স্বনামখ্যাত ব্যক্তি দখল করিয়া লইয়াছেন । উটপোঁদ শুভ্রকে মনুষ্য মুত্র সেবন, আরো সুনির্দিষ্ট করিয়া বলিলে, সাকিব আল হাসানের মূত্র সেবনের ব্যবস্থা সুসম্পন্ন করা হোক,--এই আরজ !
*উটপোঁদ শুভ্রর জন্য...
টসে জিতলে এবার ডরের চোটেই বাংলাদেশ প্রথমে ব্যাট করবে। জিতবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। শুক্রবার অফিসে থাকবো কিন্তু মন পড়ে থাকবে ক্রিকেটে। মাসের শেষ, ব্যস্ত থাকবো তবুও কেউ যদি এখানে আপডেট দেন, তাহলে কৃতজ্ঞ থাকবো
ড্যাডস আর্মি
৬১,১০৯,৩৫,০,১২,২৫,১৭,১২,৩৭,১২,৪= ৩২৪
বাংলাদেশ জিতবে
তামিম সেঞ্চুরি করবে না
ঋহান স্পোর্টিং ক্লাব
৩৫,৪৫,২৫,৮৮,২২,১৮,১৩,৮,১,১২,০,১৭ = ২৮৪
আমাকে সব সময় বাংলাদেশের পক্ষে ধরবেন... আমাদের বিপক্ষে যেই টিমই থাক না ক্যান ... আমার দেশ জিতবে... এর বাইরে কিছুই নাই
১১৪, ৩২, ৫১, ৮৩, ৩৫, ১৬,২৬, ০,০,০,০, ২৪ = ৩৮১
জিতবে কে? দল আছেএএএএএএ? আছেএএএএএ!!!
ওওওওওওও,
কোন সে দল? বাংলাদেশ!
জোরে বলো, বাংলাদেশ!
আরো জোরে, বাংলাদেশ!
জিতবে এবার, বাংলাদেশ!!!!
টাইগার্স, ফাইট ব্যাক!!!
বীর টাইগাররা হামলে পড়ো।
১,৭৮,২০,১০,৯২,৪২,১৪,২০,৯,৫,০,১৮=৩০৯
জিতবে এবার জিতবে বাংলাদেশ
জিতবে এবার জিতবে বাংলাদেশ
আরো জোরে সবার আগে
চতুর্পাশে ক্রিকেট তাপে
চার ছক্কা মাঠ পেরিয়ে
খেলছে দ্যাখো দামাল ছেলে।
পেরিয়ে বাঁধা, ঘূর্ণি ধাঁধাঁ, কিংবা গতির তুমুল কোনো ঝড়
মার ঘুরিয়ে ঘুরিয়ে উড়িয়ে উড়িয়ে
মার ঘুরিয়ে উড়িয়ে
জিতবে এবার জিতবে বাংলাদেশ.
জিতবে বাংলাদেশ
বাতাস কেটে, তুমুল বেগে, হাজার উল্লাসে জয়ের নিশান গড়।।
আকাশে আজ তোমার কথা
নীল মেঘ চায় তোমার বন্ধুতা
রোদ্দুর তোমার সাহস ঘামে
জড়িয়ে দেখ বিজয় আনে..
তোমাকে দেখে তরুণ যুবা, হাজার অযুত দৃপ্ত শপথ
তোমাকে দেখে সবুজ পাতা, বৃষ্টি ভেজা এই যে পথ।।
গ্যালারি দ্যাখো রুদ্ধশ্বাসে, অপেক্ষা আজ বিজয়ীর
শেষ ওভার, বল আসছে ছুটে, বিজয় ছিনিয়ে আনবে বীর…
উল্লাসে তাই পড়ছে ফেটে, হাজার কোটি ক্রিকেট ফ্যান
ক্রিকেট জ্বরে পুড়ছে বিশ্ব, ক্রিকেট ক্রিকেট গাই জয়গান
মার ঘুরিয়ে ঘুরিয়ে উড়িয়ে উড়িয়ে
মার ঘুরিয়ে উড়িয়ে
জিতবে এবার জিতবে বাংলাদেশ

১২৪,১৭,৪৫,১৫,৬০,৩০,২৫,৪,২,০,০,১২ = ৩৩৪
বাংলাদেশ জিতবে।
এই ম্যাচে দরকার ছিল শাহরিয়ার নাফিসকে। সবাই আশরাফুলরে নিয়া লাফায়। কিন্তু ওর থিকাও ফালতু প্লেয়ার জুনায়েদ রে নিয়া কেউ কিছু বলে না। তিন নম্বর পজিশনে এইটা কীভাবে খেলে বুঝিনা।
জুনায়েদরে নিয়া এইটা কি কইলেন?মনে দাগা পাইলাম।
নাফিস আশরাফুলের চাইতে ভালো।কথা ঠিক।পোলাটারে আইসিএলটাই খাইলো।
জুনায়েদ রাজশাহীর নাকি?
আগের কথা বললামনা জাস্ট গত ম্যাচের কথা ধরো। ওভার প্রতি রানরেট দরকার আটের মত সেই সময় সে খেলছে ৫২ বলে ৩৭ রানের ইনিংস! স্ট্রাইক রেট? ৭১%। যেখানে তিন নম্বর পজিশনে সেরা ব্যাটসম্যান খেলে। কিন্তু এইটা নিয়া দেখো কেউ কিছু বলে না। ৩৭ রান করে ফেলছে ব্যাস। ঐ পজিশনে স্লো খেলে বলে অনেকে দেখতে না পারা রকিবুল জুনায়েদের চেয়ে অনেক বেটার।
দল আছেএএএএএএ? আছেএএএএএ!!!

দল আছেএএএএএএ? আছেএএএএএ!!!
কোন সে দল? বাংলাদেশ!
জোরে বলো, বাংলাদেশ!
আরো জোরে, বাংলাদেশ!
জিতবে এবার, বাংলাদেশ!!!!
বাংলাদেশ!!!! বাংলাদেশ!!!!
১) সব কিছুই ঠিক আছে মিডল অর্ডার ঠিক করতে হবে, সেখানে একজন ক্লিয়ার স্ট্রোক মেকার লাগবে। নাইমের জায়গায় আমার পছন্দ আশরাফুল। শুভকে নিলে ভালো হবে।
২) টসে জিতলে বাংলাদেশের ব্যাটিং নেয়া উচিত হবে।
৩)থার্ড পাওয়ার প্লে ৩৯-৪৪ ওভারের মধ্যে নিলে ভালো করবে।
বাংলাদেশ জিতবে।
স্কোর:
২৭,৭২,১৫,৩৯,৪৫,৫৫,১৫,৫,ব্যাটিং করার সুযোগ পাবেনা, ব্যাটিং করার সুযোগ পাবেনা,ব্যাটিং করার সুযোগ পাবেনা, ১৫=২৮৮
আমি মাঠে বাংলাদেশ, আর এইখানে নাগনাগিনের সাপুঠার!
আমগো শাওন বুঝদার পুলা
..। শাওনকে ''ইচ্ছাধারী নাগনাগিন'স টাইগার্স এন্ড কাবস'' টীমের প্রথম সমর্থক হিসেবে স্বাগত জানানো হইল, এবং টীমের প্রতিটি খেলার জন্য একটি করে টিকেট বরাদ্দ করা হইল
...
টীম একুশটা। তার মধ্যে প্রমীলা ১ জন। হটা প্রিটি!!!
লীনা টাইগার্সকে বোনাস হিসাবে ৩০০ পয়েন্ট দেয়ার দাবী জানাইলুম।
না বন্ধু, কোন ফেভার নয়। আপনাদের সাথে প্রতিযোগিতামূলক পরিবেশে লড়াই চালিয়ে বিজয় ছিনিয়ে আনতে চাই।
লীনাদির এই টাইগারের মতো মনোভাবই জেতাবে বাংলাদেশকে
ভাই সকল আমি ক্রিকেট বুঝি কম। কিন্তু ১টাই বুঝি বাংলাদেশ জিতুক।
Software Company in Bangladesh
পুলাপান তফাত যাও..। এইটা ''নাগনাগিনীর খেলা, সর্পরাজের খেলা..'' । হুদাই জান খোয়াইবা আমার টীমের হাতে
.। তফাত যাও পুলাপাইন
..।
তুমি ক্রিকেটের কিছু বুঝো? ঝড়ে বগ মৈরা তাফালিং দিতাছো না?
তুমি এখান থেকে তফাত যাও।দুরে গিয়া অঞ্জুঘোষের সাথে নৃত্য করো।

রায়হান ভাই- তাফালিং তো আপনে করতাছেন .. টীম পইড়া আছে তলায়, আর ঐদিকে লম্বা ডায়লগ..। কিকেট না বুইঝাই যা স্কোর দিতাছি..। তাতে বুঝলে তো ফাডায়ালাইতাম .। .. ..। ঝড়ে বগ মারুম না তো কি কাউয়া মারুম নিহি? খেক খেক খেক
@ রাসেল- খালতো ভাই , অন্জু ঘোষ রে নাচায়াইতো এই স্কোর.। আমি নাচার সময় তফাতে থাইকো.। আড়চোখে চাইলে আমগো ডান্সিং দেখতারো
.। বাই দ্য ওয়ে, খালতো ভাইয়ের টীমের ইসকুর কত? খেক খেক খেক.।
চাচাতো ভাই তোমরা নাচার সময় তফাতে না খাড়াইয়া উপায় আছে। যদি একবার তোমার অঞ্জুঘোষ নাচতে নাচতে আমাগো উপর পড়ে তাইলে তো চ্যাপ্টা হইয়া যামু গা। শুনলাম তোমার কোমড়ের বেদনাটা আবার বাড়ছে।
আমার স্কোর তোমার আশপাশ দিয়াই কখন বীর টাইগাররা তোমার নাগ-নাগীনির উপর হামলে পড়বো তুমি টেরই পাবা না।

খালতো ভাই, নাগনাগিন যে ইচ্ছাধারী সেইটা মনোয় খিয়াল করো নাই
.। আর তাছাা টীমের পুরা নাম খিয়াল করলে দেখবা টীমে টাইগার না খালি সাথে টাইগারের পিচ্চি পিচ্চি কাবস রাও ইনক্লূডেড.।
কোমরের বেদনার কথা আর না কই
নাগনাগিনের সাথে বাকীদের তফাত দেখে মনে হচ্ছে রেজাল্টে ১ নম্বরের পর ৫ নম্বর আসছে মাঝখানে ২,৩,৪ এর রেজাল্ট ইঁদুরে খায়া ফেলছে
আরে বুঝলেন না.। পুলাপান ইদুর দৌড়ে শামিল হইতে চাইছিল..। আর ইন্দুরেই খায়া ফেকলছে হেগোরে .। খেক খেক খেক..
উৎপল শুভ্র বিষয়টা ভাল লাগলো না। তাই আর অংশ নিলাম না।
দুঃখিত মাসুম ভাই, একমত যে উৎপল শুভ্রের প্রসংগটা এখানে আনা উচিত হয়নি।।
মুছে দিচ্ছি ঐ অংশটুকু।
আশা করছি আপনি অংশ নিবেন।।।
আপনার উইটি মন্তব্যগুলা ছাড়া তো অর্ধেক মজাই মাটি
@ জিন্টু - ব্লগোস্ফিয়ারে উতপল শুভ্র ইদানিং বেশ আলোচিত বিষয়ই বটে.। তাই আমারে আস্কাইলে কমু উতপল শুভ্র প্রসংগটা পোস্টে আসাটা অনুচিত বলে মনে হয়নাই.। .। স্বাভাবিকই মনে হইছে..
পরবর্তীতে শুভ্র প্রসংগ টা পোস্ট থিকা মুছা না মুছা নিয়া কোন কমেন্ট করলাম না.। কারণ সেইটা পোস্ট সন্চালক হিসেবে আপনের এখতিয়ারে
উৎপল শুভ্র-এর লেখা ভাল না লাগলে সমালোচনা হবেই, এতে কারোই আপত্তি নাই। কিন্তু যার নাম উৎপল শুভ্র তাকে *উটপোঁদ শুভ্র' ডাকা এবং মুত্র খাওয়ানোর আগ্রহ দেখানোর মধ্যে স্যাটায়ারটা কোথায় আমি ঠিক ধরতে পারি নাই।
মাসুম ভাই- আশা করছি উপরের কমেন্ট টা আমারে করেন নাই
.। তারপরো ক্ল্যারিফিকেশানের সার্থে লিখছি- উতপল শুভ্র প্রসংগ টা জিন্টু ''পোস্ট'' থিকা ''উচিত হয়নি লিখা'' এই মর্মে মুইছা দিছে। এবং সেই সূত্রে আগের কমেন্ট জিন্টুরে অ্যাশিউর করার জন্য করছিলাম এই কয়া যে পোস্টে উতপল প্রসংগে আসতেই পারে... এবং উতপল কে নিয়ে জিন্টু আমাদের মতামত চাইতেই পারে।
এই পোস্টের কমেন্ট স্ট্রীমে উতপল কে নিয়ে বা উতপল কে উড্দেশ্য করে আলোচনা প্রসংগে আমি নীরব। আর নীরব না হয়া উপায় আছে ?? কারণ ফেবুতেই আমি লিখছিলাম '' উটু গাধা টা আর মানুষ হইলো না ''
.. 
সমালোচনা হতেই পারে। এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু শব্দচয়ন নিয়ে আমার আপত্তি।
আর অবশ্যই আপনাকে না।
বুখে আয় বাবুল থুক্কু বুকে থাকুক বাফড়া
বিডি ইয়ং ক্রিকেটার্স
৫৫, ২২, ১৪, ৮, ১০৭, ৩১, ১৮, ২০, ৭, ০, ০, ১৪ = ২৯৬
(০ মানে এরা ব্যাট করার সুযোগ পাবেনা ....... ইয়ে আরেকটা কথা, আমার সেঞ্চুরী'টা সাকিব করবো, সে যেখানেই ব্যাট করুক, এই অপশন'টা নিতে পারলে ভালো হইত
)
শাহরিয়ার নাফিস'রে অতি শীঘ্রই। দলে চাই ........
বাংলাদেশ জিতবো এইটা কইতে ভুইল্লা গেছিলাম .....
৪১, ১৯, ৩৩, ১৩, ৭৫, ২১, ৫৮, ১১, ০, ০, ০, ২১ = ২৯২
বাংলাদেশ জিতবে।
রিয়াদ মনে হয় না ব্যাটিং এ ফিফটি করবে
৭৮,২১,৩৪,২২,৬০,১৭,২৬,৯,৩,২,১ = ২৭৩ , আগে ব্যাট করলে
৭০,২৩,৩১,২২,৫৩,১৩,১৯,০,০,০,০ = ২৩০ , পরে ব্যাট করলে
বাংলাদেশ জিতবে
ওহহ , এক্সট্রা রান দিতে ভুলে গেছি
৭৮,২১,৩৪,২২,৬০,১৭,২৬,৯,০,০,০ , অতিরিক্ত ১৫ = মোট ২৮২ , আগে ব্যাট করলে
৭০,২৩,৩১,২০,৫৩,১৩,৯,০,০,০,০ , অতিরিক্ত ১২= মোট ২৩০ , পরে ব্যাট করলে
বাংলাদেশের আজকের দল
ইমরুল
তামিম
জুনায়েদ
আশরাফুল
সাকিব
মুশফিকুর
রকিবুল
রিয়াদ
রাজজাক
নাজমুল
রুবেল
বাংলাদেশ টসে জিতলে ব্যাটিং করবে মনে হয় না, তবে আয়ারল্যানড টসে জিতলে ব্যাটিং করবে, সুতরাং আমরা পরেই ব্যাটিং করবো।
আয়ারল্যানডের সাথে খেলায় বাংলাদেশ জিতবে ৫ উইকেটে, সুতরাং রিয়াদ রাজজাক নাজমুল আর রুবেল ব্যাটিং এর সুযোগ পাবে না
রাসেল ভাই, রান দিতে হবে তো, খেলোয়াড়দের ক্রমিক অনুসারে রান সাবমিট করেন, এবার খেলোয়াড়দের নাম দেবার প্রস্তাব ছিলনা।
ইচ্ছাধারী নাগনাগিন'স টাইগার্স এন কাবস
৭৮, ৩০, ৪৫, ৩৫, ৪৮, ৪০, ৭, এক্সট্রা ১০
টোটাল - ২৯৩
বাংলাদেশ জিতবে.
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
ইচ্ছাধারী নাগনাগিন'স টাইগার্স এন কাবস
৭৮, ৩০, ৪৫, ৩৫, ৪৮, ৪০, ৭, ০, ০ , ০, ০, এক্সট্রা ১০
ওপেনিং তামিম ধইরা নিয়া ৭৮ দিয়া শুরু করলাম..। যদি অন্যজন ওপেনিং করে তাইলে অর্ডারটা ৩০, ৭৮ এইভাবে শুরু হইব..
টোটাল - ২৯৩
বাংলাদেশ জিতবে.
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
উৎপল শুভ্র'র প্রসঙ্গ যদি এই পোস্টরে অপবিত্র কইরা দেয়, তাইলেতো আমার মন্তব্য আরো বেশী অপবিত্র করছে পোস্টরে । জ্বীনদা তাইলে আমার মন্তব্যটাও মুইছা দেন । যদিও বিষয়টা আমার কাছে 'বেশী-বেশীই' লাগতেছে ।
গো আজম, নিজামী, হাসিনা-খালেদা, এরশাদ, কিংবা কোন কোন উৎপল শুভ্র অথবা বঙ্গদেশের যে কোন নাগরিকের অতি পন্ডিতি কারো পছন্দ না হইলে সেইটার স্যাটায়ার , সমালোচনা বাংলা ব্লগে আসতে পারে । আসেও ।
এইটা পত্রিকার পাতা না যে, সম্পাদনার ভীতি মাথায় রাইখা লেখতে হবে । ব্লগ এবং পত্রিকার ফারাকটাও এইখানেই !
শিপন ভাই, মাসুম ভাইয়ের বক্তব্যটা আপনার মন্তব্যকে উদ্দেশ্য কইরা দেওয়া হইছে বইলা মনে হয় নাই।
তাছাড়া, মন্তব্যের ঘরে যে কেউ যে কোনো কিছু লিখতে পারে, এবং সেজন্যই তার জবাব দেওয়ার অপশনও ঠিকমতো দেয়া আছে।কাজেই আপনার মন্তব্য মোছার প্রশ্ন ওঠেনা।
আর ব্যাপারটা পোস্টের পবিত্রতা/অপবিত্রতা নিয়া না। আসলে, এই ফ্যান্টাসী লীগ সম্পর্কিত পোস্টগুলা আমার ব্যক্তিগত পোস্ট না, এগুলা অনেকটাই এবি'র হয়ে একটা রিপ্রেজেন্টেটিভ আয়োজন। আমি যাস্ট সঞ্চালক। অন্য কেউ চাইলে এই দায়িত্ব নিতে পারেন, এই আহবানও ওপেন করা আছে। এই ধরনের আয়োজনের বক্তব্যে তাই কেউ আহত হইলে প্রতিবাদ করার রাইট তার আছে বলেই আমি মনে করি।
সেজন্য আমারও মনে হইছে যে উৎপল শুভ্রর প্রসংগরে পোস্টে নিয়া আসাটা আমার ঠিক হয়নাই।
যাই হোক বদ্দা, এখন আপনে দলের নাম আর স্কোর দেন। ফাঁকি দেওন ছইলতোনো
প্রশ্নটা হইলো যে, আমি বা আমরা এবিতে কাওরে নিয়া স্যাটায়ার করবো কিনা ?
উত্তর হইলো, হ্যাঁ, করবো । স্যাটায়ার সম্পর্কিত কোন নীতিমালা থাকলে সেইটা আলাদা কথা ।
পত্রিকার পাতায় প্র্রধানমন্ত্রী থেইকা শুরু কইরা, রাজনীতিবিদগো যেইরম ব্যাঙ্গাত্বক কার্টুন ছাপা হয়, রাজনীতিবিদরা সহ্য করতে না পারলে পত্রিকাগুলা টিকানোইতো মুশকিল হয়তো । পত্রিকাওয়ালারা স্যাটায়ার করে কৌশলে, ব্লগের স্যাটায়ার বেশী ছাঁচাছোলা, এ-ই যা !
যাইহোক, আপনার বক্তব্য বুঝতে পারছি ।
সবাই খেললে দর্শক হবে কে ! আমি দর্শক হইয়া থাকতেই পছন্দ করছি । উপভোগ করছি । ধন্যবাদ ।
আয়ারল্যান্ডের মারউই, ডকরেল আর কুসাককে কিভাবে খেলবে বাংলাদেশ তার উপর নির্ভর করছে বাংলাদেশের সাথে আয়ারল্যান্ডের খেলার ফলাফল, ডকরেল আর মারউই র অর্থোডক্স স্পীনে বাংলাদেশের সমস্যা হবে , ঢাকার উইকেটে একঘেয়ে নিখুত বোলিং এর সাথে ফ্লাইট আর স্ট্রেইট বল দেওয়ার ক্ষমতা দুজনেরই আছে।
আমার স্কোর কার্ডে
ইমরুল ৪০
তামিম ৩২
জুনায়েদ ৫৮
আশরাফুল ৩৬
সাকিব ৬৪
মুশফিক ৩১
অতিরিক্ত ১৫
সর্বমোট ২৭৬
বস্, আপনার টিমের একটা নাম দিয়ে দেন
ন্যাড়াদলঃ
৫০
৪৫
৩৫
১০
৫০
৩০
১০
১০
১০
০
০
১৫
বাংলাদেশ জিতবে।
কমেন্ট সব পড়ে আসলাম! খেলা শুরু হতে আর ৩০ মিনিট বাকী। এখনো অনেক স্কোর দেয় নাই। জলদি দেন।
অনলাইন সদস্য
জ্বিনের বাদশা
আবদুর রাজ্জাক শিপন
মীর
রন
সাঈদ
সাহাদাত উদরাজী
রাসেল
এখন ৭ জন সদস্য ও ৯ জন অতিথি অনলাইনে
৯ জন অতিথি কে কে ভাই, আইসা পড়েন, আড্ডা মারি।
কমেন্ট সব পড়ে আসলাম! খেলা শুরু হতে আর ৩০ মিনিট বাকী। এখনো অনেক স্কোর দেয় নাই। জলদি দেন।
অনলাইন সদস্য
জ্বিনের বাদশা
আবদুর রাজ্জাক শিপন
মীর
রন
সাঈদ
সাহাদাত উদরাজী
রাসেল
এখন ৭ জন সদস্য ও ৯ জন অতিথি অনলাইনে
৯ জন অতিথি কে কে ভাই, আইসা পড়েন, আড্ডা মারি।
মোট ১৫ জন স্কোর জমা দিছেন, আরো ৭ জন বাকী আছে
তাড়াতাড়ি জমা দিয়ে দিন
হ একটা জমাট আড্ডা খারাপনা@ উদরাজী ভাই
Tamim Iqbal, Imrul Kayes, Junaid Siddique, Mushfiqur Rahim†, Shakib Al Hasan*, Raqibul Hasan, Mohammad Ashraful, Naeem Islam, Abdur Razzak, Shafiul Islam, Rubel Hossain
টসে জিতে ব্যাটিং নিসে। আমার মনে হয় .।.।। (থাক কমু না কিছু, কইলে পাবলিক আবার মাইন্ড খাইবো!) দুর্বল আর সবল দল কারে কয় এটাই চিনলো না!
বাংলাদেশের আবহাওয়া চমৎকার! জাপানের কি অবস্থা! অনেক দিন ধরে মিডিয়ায় জাপান নাই!
আজ বাংলাদেশ জান দিয়ে খেলব!
বাংলাদেশ ব্যাটিং
মেহরাব শাহরিয়ার ভাই, নেট না টিভি! আমি নেটে আছি! মাঝে মাঝে আওয়াজ দিবেন!
৪৫, ৩৫, ১১২, ১২, ৩, ২৫, ২২, ০, ১, ১২, ১০, ১৮ = ২৯৫
বাংলাদেশ জিতবে।
অরিত্র ভাই, খেলা জমবে মনে হচ্ছে!
আমার প্রথম ব্যাটসম্যান তামিম
নেটে দেখছি ! আছি !
১.২ ওভার ১৬ রান !
সাবাশ বাংলাদেশ !
২০ (২)
নেটে আছি , মনে মনে আমি ৩০০+ ধরে রেখেছি
তামিম একটা কঠিন মাল।
আমার পুরা ভরশা তামিমের উপর। আজ রেকর্ড করতে হবেই!
ইমরুলের কাভার ড্রাইভটা বিয়াপুক লাইক্কর্লাম
আজ আমাদের কিছু করে দেখাতেই হবে। যে আশায় ব্যাটিং নেয়া যেটা যেন পুন্য হয়।
লাভ ইউ তামিম !
চিটাইঙ্গা পোয়া !
ওহ্, আইরিশদের নগেন পেয়ে পোলাপান আজ যাচ্ছেতাই শুরু করেছে।
মীর ভায়া, Bangladesh 68/3 (11.1 ov) দেখে আমি ভয় পাচ্ছি! একটু ধৈর্য্য ধরবে না!
জুনায়েদ ভালো করবে।
রিস্কি ছিল , ধুররর
নট গুড। নট গুড। লুজ রানিং।
ভাল ই তো দেখে খেতে গেলাম এসে দেখি Bangladesh 68/3 (11.1 ov)!
মাথা ঘুরে যাচ্ছে!
Bangladesh 86/4 (15.2 ov)
সবাই কই গেলেন! আমিও কি পালাব!
একটু ধৈর্যতো ধরাই উচিত ! এরা এতো অধৈর্য কেন !
আমাদের প্লেয়ারদের একটু ধৈর্য নাই। হাতে অনেক ওভার আছে, একটু আস্তে দেখে মার! টসে জিতাই আমারদের এখন বড় জয়! এবার কার দোষ দিব! বলারদের নাকি ব্যাটস ম্যানদের! জিততে হলে কম পক্ষে ২৪০-২৬০ রান করে আস্তে হবে!
২৬০-২৭০ করতে না পারলে বাংলাদেশের জিতা অসম্ভব হয়ে যাবে !
অবশ্যই, এখন সবাই ভাল খেলে!

গ্রাফ দেখে শেয়ার মার্কেটের কথা মনে পড়ে যায়। অনেক টাকা হারিয়ে ফেলেছি! আর কত কান্দুম!
এইরম হইলে আমিও আর খেলুম না, মানে থাকুম না !
জ্বীনের বাদশা ভাই, কিছু করেন! জ্বীন ছালা দেন! আশরাফুল একটু পরেই নামব। হের ব্যাটে শক্তি হইয়া ৫০,০০০ টা জ্বীন দিয়া দেন! আজকা দিনটা যেন 'আশরাফুল ডে' হয়!
তাই যেন হয় ! আপনার মুখে ফুল-চন্দন পড়ুক !
আশরাফুল যদি আজকে কিছু দেখাইতে পারে, খোদার কসম; জীবনে তার সমালোচনা করুম না আর !
২২০ করতে পারলে বাংলাদেশ জিতবে আশা করছি
আশাকরি হবে, এখনো মনোবল হারাই নাই!
আশরাফুল নামছে! ১৪৯/৫, ৩৫ ওভার চলছে! আজ যেন আশরাফুল ডে হয়! বাকী ১৫ ওভারে ১০০ রান করুক!
আশরাফুল মাত্র ৯৯ রানের জন্য সেঞ্চুরিটা মিস করে ফেললেন , ইশশশশশ
নামার পরেই একজন আশরাফুল সম্পর্কে বলছিলেন -- he can turn a crisis into a disaster
আশরাফুলকে আমার কাছে বলদই মনে হয়। বলদ যেমন সব সময় বলদামি করে বেড়ায়, আমার কাছে আশ্রাফুলকে তাই মনে হয়, আজো তাই মনে হল। এতটা বছর (বছরের পর বছর) খেলেও এখনো মনে হয় খেলার কিছুই বুঝে না। একজন খেলোয়াড় কোন সময় কি ভুমিকায় যাবে, তার বিন্দু মাত্র কমনসেন্স তার নাই!
আশরাফুলকে 'বলদ' বলে, মনে হয় বলদদের অপমান করলাম!
(লেখাটা সামুতে লিখেছিলাম প্রস্তুতি ম্যাচ দেখে, আজ সে প্রমান করল! কমেন্ট গুলো দেখতে পারেন)
http://www.somewhereinblog.net/blog/udraji/29327439
ফেসবুকের স্ট্যাটাসে আমি ওকে বলদই ডাকসি , কেউ কেউ বলদ প্রজাতির পক্ষ থেকে প্রতিবাদের আশঙ্কা করছিল ।আজ আশরাফুল যখন খেলতে নামল , সেসময় তেমন প্রেশার ছিল না , ধরে খেলে যাবার দায়িত্ব ছিল
আশরাফুল এইডা কি করল! এবার উৎপল বাবু কি বলবেন! সেইম! সেইম!
২০৫..তবুও আশা করতেছি 'অঘটনের'---
হক ভাই, আমি এখনো মনে করি বাংলাদেশ জিতিবে।
মামুন ভাই, আবারও আপনার পজিটিভ এটিচিউডে মুগ্ধ হইলাম ...
আমি আশা ছেড়ে দিছিলাম, কিন্তু বাঘেরা সেটাকে ভ্রান্ত প্রমাণ করলো
হ ...
তাই যেন হয় ! আপনার মুখে ফুল-চন্দন পড়ুক !
আশরাফুল যদি আজকে কিছু দেখাইতে পারে, খোদার কসম; জীবনে তার সমালোচনা করুম না আর !
আপনার জন্য বোধহয় আশরাফুল এইসব করছে।

কাকা, আশরাফুল নাকি একটা কঠিন ডান্স দিচ্ছে! নেটে থাকায় মিস করলাম!
কিন্তু আপনি তার বলিং ভাল বলবেন! বাকী ৩ ওভারে কত রান হতে পারে!
আshraful (ob/lb) 7.0 0 21 2 3.00 27 0 0 1-0-1-0 165 17 3/26 5.63
একনো একটা আইরিশ দাঁড়িয়ে গেলে ডান্স বের হয়ে যাবে! ২০ ওভার বাকী!
তার জন্য না।ছেলেটাকে নিয়ে যা করা হচ্ছে এখন তার জন্য মায়া হয়।আমরা এতটাই আবেগপ্রবন যে যাই করি সবই একটু একটু বেশি বেশি।
৩৬/২ এখনই চাইপা ধরণের সময় ।
চাইপা ধরতে পারলে জিতা সম্ভব !
মন্তব্যের সেঞ্চুরী পুরা কর্লাম ।
বাড়ী যাই, শেষের দিকে একটা জমজমাট খেলা হতে পারে!
আর দুইটা।

আর ১টা !
জিতবো ইনশাল্লাহ !
Win!!!

তুমি কইছিলা গরম পানি ওদের মুখে ঢাইলা দিবা কিন্তু আমার তো মনে হয় সাকিব বাহিনী ওদের মুখে এসিড ঢাইলা দিসে।
আপনে কি গরম পানি (
) বুঝেন নাই?
রাস্তায় রাস্তায় মিছিল হইতেসে। আমার তো আনন্দে একখান পুস্টই দিয়ালাইতে ইচ্ছা করতেসে।
দেও।
জিতে গেছি
জিতে গেছি
জিতে গেছি

জিতলাম।
আজ খেলা দেখতে পেরেছি শেষ ১৫ ওভারের মত। বাস এ ছিলাম। মোবাইলে স্কোর দেখে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। বাসায় ফিরে শফিউলের বোলিং দেখে পাংখা।

তবে ব্যাটিং ভালো হয় নাই। প্লাস আশরাফুল দুইটা উইকেট পেলেও রান দিয়েছে সবচে' বেশি।

তামিম ম্যান অভ দ্য ম্যাচ হওয়ায় ভীষণ খুশি।
খুব অল্প খেলার জন্য আমি এতোখানি আপ্লুত হই । বাংলাদেশ যেবার ভারতকে প্রথম হারালো, সেবার কেঁদেছিলাম আনন্দে !
আজও টপটপ ক'ফোঁটা অশ্রু ঝরে গেল ! লড়াইটা ছিলো, বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখার ! লড়াইটা ছিলো সম্মান রক্ষার ।
অ ভি ন ন্দ ন ! লাল সবুজের প্রতিনিধিরা !
বিদেশে বসে দেশের এমন কৃতিত্ব দেখলে আসলেই চোখের পানি আটকান যায়না ... আপনার অনুভূতিটা আমারও
চিমটি (একমতের ইমোটিকন হিসাবে প্রস্তাব করলাম)
সাবাশ টাইগার্স, পিঠ দেয়ালে ঠেকার পরও যারা জেগে উঠতে পারে, তারাই "প্রকৃত বাঘ"
সাবাশ বাঘের বাচ্চা
জ্বিনদা' নতুন পয়েন্ট টেবিলও দিয়ে দেবেন নাকি একই সঙ্গে?

জানে বাচ্ছি গতকাল...
.. বাংলাদেশ টীমের জন্য শুভকামনা 
সেকেন্ড লেগ'র রেজাল্ট কৈ .......
? ?
জীনদা গেলো কই??রেজাল্ট দেয় না ক্যান??

তাইতো! রেজাল্ট কই? হ্যালো জ্বিনদা
ব্যাটিং না করেই ৭৫?
মন্তব্য করুন