ইউজার লগইন

এবিসি ফ্যান্টাসী কাপ: তৃতীয় পর্ব

১.
প্রথমেই দুঃখ প্রকাশ করছি, দ্বিতীয় পর্বের রেজাল্ট হিসেব করার সময় পাইনি এখনও। এর মধ্যেই দেখলাম, তৃতীয় পর্ব শুরু হবার সময় চলে এসেছে!! চামে ফাঁকিবাজি করি, দুই লেগের রেজাল্ট একসাথে দিয়ে দেবো ভাবছি।

খিলাড়ীরা সবাই, নেমে পড়ুন তবে।

বরাবরের মতোই, ১২ টা স্কোর আর কে জিতবে -- এই অনুমান লিখে দিন।

(খেলোয়াড়ের নাম দেয়ার দরকার নেই, কারণ আপনার দেয়া স্কোরের ক্রম আর ঐদিন বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে একই ধরে হিসাব করা হবে।)

মনে রাখবেন, শেষ ম্যাচ পর্যন্ত আপনার চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা আছে

২.
একই সাথে আলোচনাও চলুক।
আগামী ম্যাচে দল কেমন হওয়া উচিত। টসে জিতলে ব্যাটিং নেয়া উচিত কিনা। থার্ড পাওয়ার প্লে কত ওভারের দিকে নেয়া উচিত, অথবা অন্য যে কোনো কিছু নিয়ে।

৩.
এখন পর্যন্ত ফলাফল:
আসিতেছে.... মহাসমারোহে!!!!.... সম্পূর্ণ রঙীণ Wink

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


চ্যাম্পিয়ন হলে কি দিবেন ? গোল্ড কাপ-পিরিচ, থালা বাটি , হাড়ি পাতিল ?

আপন_আধার's picture


আপ্নারে দেইখ্খাই ভাল্লাগতেছে, তাই ফাকিবাজি মাইন্না নিলাম ..... Smile
কিন্তু এরপরে আর ফাকিবাজি ছইলত নো .....
স্কোর পরে দিমু , বহুত হিসাব-কিতাবের বিষয় আছে Laughing out loud

জ্যোতি's picture


আমি তো দর্শক। আমি এসে গ্যালারীতে বসে আছি, খেলোয়ারেরা কই গেলো?

জোনাকি's picture


আরে বাবা! আপনি ও আছেন দেখি..........Smile

জ্বিনের বাদশা's picture


কয় কি!!! Wink

হাসান রায়হান's picture


৫৫,৩৭,২৮,১৩,৭৫,১২,২,৩,১৭,৪,৬,১২ = ২৬৪

বাংলাদেশ জিতবে।

খেলায় ২ দলের চান্স ৫০/৫০ । কিন্তু নিজেদের মাটি, স্লো উইকেট নিয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে।

ভাস্কর's picture


ক্রিকেট আর নির্বাচন নিয়া প্রেডিকশান কবীরা গুনাহ্...

জ্বিনের বাদশা's picture


প্রেডিকশনা না বস্, এইটা হইলো ফ্যান্টাসী Wink

আগামী নির্বাচন নিয়াও একটা ফ্যান্টাসী টুর্নামেন্ট করা যায় কিনা ভাবতেছি

লীনা দিলরুবা's picture


থ্যাঙ্কু জ্বিনদা।

ফলাফলের জন্য তীব্র উত্তেজনায় আছি, কি যে করছি খোদায় জানে Puzzled
ফলাফল যা-ই হোক মাঠে আছি Smile

টিমের স্কোরও যথাসময়ে দিয়ে যাবো।

১০

শওকত মাসুম's picture


বাংলাদেশ জিতবে।

১১

জ্বিনের বাদশা's picture


বস্, স্কোর দেন

১২

আপন_আধার's picture


বিডি ইয়ং ক্রিকেটার্স ঃ

স্কোর ঃ ১০৯, ১৮, ২২, ৭, ৫৮, ১৮, ৫, ২৩, ১১, ২, ৩, ১৩ = ২৮৯

ফলাফল ঃ বাংলাদেশ জিতবে <:o)

বাংলাদেশ

১৩

তানবীরা's picture


প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ

১৪

রাসেল আশরাফ's picture


৯৮,২২,৩৪,৭৮,৪৪,৬,২৩,০,০,০,০,১২

বাংলাদেশ জিতবে। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

১৫

অরিত্র's picture


অরিত্র দ্যা গ্রেট

৩৫,৫৫,৬৮,২৪,১২,০,১,৪১,২,১,৮,১২,১৯=২৭৮

বাংলাদেশ Smile

১৬

জ্বিনের বাদশা's picture


৫৬, ৩১, ২৯, ১৭, ৬৩,৭১,২৫,০,০,০,০,১৮ = ৩১০ (০ওয়ালারা ব্যাট করবেনা)

সাবাশ বাংলাদেশ, কাঁপায়া ফেলাও

১৭

মেহরাব শাহরিয়ার's picture


৫১,১৭,১৪,৩০,৪২,২৯,১৮,১১,৮,০,০ অতিরিক্ত ১৬ মোট ২৩৬

বাংলাদেশ জয়ী

১৮

টুটুল's picture


ঋহান স্পোর্টিং ক্লাব
২৫,৮৬,২৫,২৪,১২০,০,১,০,২,১,৪,১১,১৭=৩১৬

বাংলাদেশ জিতবে

১৯

সাহাদাত উদরাজী's picture


আখাউড়া ইলেক্ট্রিক

৪৫,৩২,২৪,১৭,৬৫,০১,১২,২,১৬,৬,৬,১৫ = ২৪১

বাংলাদেশ জিতবে। টসে জিতে ব্যাটিং না নিলে ভাল হবে Wink

২০

আজম's picture


বিডি টাইগার্স :
১২১ ৩০ ১৫ ০ ২০ ৬১ ১২ ৪ ১৬ ১ ০ ২০= ৩০০
বাংলাদেশ Party

২১

সাহাদাত উদরাজী's picture


আজম ভাই,
আপনার প্রোফাইলের ছবিটা দেখে আমার এই ছবিটার কথা মনে পড়ে যায়।
1
যার কারনে আজ আমি(!) বাংলা লিখি কম্পিউটারে। আমায় লিখার স্বাধীনতা ও আনন্দ দিয়েছেন যে জন।

২২

লীনা দিলরুবা's picture


লীনা টাইগার্স

বাংলাদেশ জিতবে

15
102
10
42
33
5
10
9
3
14
10
12
====
265

২৩

নড়বড়ে's picture


ন্যাড়াদল

৪০, ১৫, ২০, ২৫, ৪০, ৩৫, ২০, ১৫, ১০, ৫, ২ অতিরিক্তঃ ১৬ = ২৪৩

বাংলাদেশ জিতবে।

২৪

মীর's picture


১০০+৫০+৭০+৫+৩৫+১০+১০+৫+৫+১+০+২০=৩১৩
জিতবে বাংলাদেশ Smile

২৫

রাসেল আশরাফ's picture


এ দেখি পাচঁ এর ঘরের নামতা। Wink Wink Wink

২৬

মীর's picture


Big smile Big smile

২৭

জ্যোতি's picture


বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

২৮

মীর's picture


পতাকা আজকে ৪টা ক্যান?

২৯

জ্বিনের বাদশা's picture


১২ জন স্কোর দিছে ... বাকীরাও নাইমা পড়েন

৩০

সাহাদাত উদরাজী's picture


মামা, খবর আছে দেখছি!
Bangladesh 18/2 (4.1 ov)

লেখা শেষ না করতেই ২৬/৩ (৫.২)

ঈস রে!!!!

৩১

সাহাদাত উদরাজী's picture


মামা, মাফ করে দিয়েন! আমি গেলাম!!

৩২

জ্বিনের বাদশা's picture


ফ্যান্টাসী কাপ থেকে অবসর নিলাম। আমি আর চালাতে পারবোনা। এই দলের খেলা নিয়া এত উৎসাহ দেখানোর কোনো মানে খুঁজে পাচ্ছিনা।

স্যরি, বন্ধুরা।

৩৩

সাহাদাত উদরাজী's picture


বাদশা ভাই, আমিও আপনার সাথে একমত! মেজাজ পুরা বিল্লা হয়ে গেছে! আমিও আর দেশের খেলা নিয়া আগ্রহ দেখাবো না! জীবনে সময়ের মুল্য আছে!

তওবা। তিন তওবা!

৩৪

নড়বড়ে's picture


আরে কি কন! এমনে কইলে কেমনে কী!
আজকে খারাপভাবে হারছে, দুঃখে ফাইটা যাইতেছি ঠিকাসে, তারপরও ম্যাচ আরও তিনটা বাকি। সামনে ফাটায়ালামু আমরা।

যত কিছুই বলি, বাংলাদেশের খেলা হইলে তো আর না দেইখা থাকা সম্ভব না।

৩৫

সাহাদাত উদরাজী's picture


নড়বড়ে ভাই, মনের দুঃখে কইলাম আর কি! বাংলাদেশের খেলা না দেখে থাকতে পারব! হা হা হা হা.।

৩৬

হাসান রায়হান's picture


আটান্নতে লোটা নিছে যখন তখনই ভাবছি এই জিনিস জ্বিন আর চালাতে পারবেনা। আমি আশাবাদী হইতে পারিনা। তারপরো আশা রাখতে চাই। হয়ত পাঁচ দশ অথবা বিশ বছর পর বাংলাদেশ দল আমাদের এমন অপনাম, বেইজ্জতিতে ফেলবেনা।

৩৭

মীর's picture


কিংবা হয়তো এই শুক্রবারেই ওরা আমাদেরকে লজ্জাপুকুর থেকে আনন্দলোকে টেনে তুলবে।

৩৮

হাসান রায়হান's picture


সবাই আশা করে তাদের নিয়া সেই চাপ আমাদের খেলোয়াড়রা ব হন করতে পারেনা। দেখা যায় সবাই আশা ছেড়ে দেয় তখন ওরা ভালো খেলে।

৩৯

লীনা দিলরুবা's picture


তবু আশা বেঁধে রাখি....................

৪০

মাহবুব সুমন's picture


বাংলাদেশ হারবে Cool
০,৫,২৫, ০,৮,৪,১১,১,০,২,০,২ ( খেলা শেষ হবার পর পাইছি চোখ টিপি )

৪১

আজম's picture


বাংলাদেশ
@এবিসি ফ্যান্টাসী কাপ কর্তৃপক্ষ_"মনে রাখবেন, শেষ ম্যাচ পর্যন্ত আপনার চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা আছে" এইটার সাথে একটা স্টার দিয়ে নিচে শর্ত প্রযোজ্য কথাটা থাকলে হয়ত অব্যহতি পেতে পারতেন, কিন্তু এখন পলিয়ে যাবার কোন উপায় নাই Wink

@সাহাদাত উদরাজী ভাই_ হুম..ছবি দুইটা অনেকটা একই এঙ্গেলে তোলা Smile তবে কারো কারো মতে আমার প্রোফাইল পিকটার সাথে নাকি বাস্তবে আমার সাথে মিল নাই Sad ঐ ছবিটা কার সেটা তো বললেন নাই। অভ্রের মেহেদি হাসান?

৪২

মীর's picture


জ্বিনদা' আপনি কই? Smile

৪৩

সাহাদাত উদরাজী's picture


জ্বীন মানুষকে ভয় পায় প্রমান হয়ে গেল!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.