এবিসি ফ্যান্টাসী কাপ: তৃতীয় পর্ব
১.
প্রথমেই দুঃখ প্রকাশ করছি, দ্বিতীয় পর্বের রেজাল্ট হিসেব করার সময় পাইনি এখনও। এর মধ্যেই দেখলাম, তৃতীয় পর্ব শুরু হবার সময় চলে এসেছে!! চামে ফাঁকিবাজি করি, দুই লেগের রেজাল্ট একসাথে দিয়ে দেবো ভাবছি।
খিলাড়ীরা সবাই, নেমে পড়ুন তবে।
বরাবরের মতোই, ১২ টা স্কোর আর কে জিতবে -- এই অনুমান লিখে দিন।
(খেলোয়াড়ের নাম দেয়ার দরকার নেই, কারণ আপনার দেয়া স্কোরের ক্রম আর ঐদিন বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে একই ধরে হিসাব করা হবে।)
মনে রাখবেন, শেষ ম্যাচ পর্যন্ত আপনার চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা আছে ।
২.
একই সাথে আলোচনাও চলুক।
আগামী ম্যাচে দল কেমন হওয়া উচিত। টসে জিতলে ব্যাটিং নেয়া উচিত কিনা। থার্ড পাওয়ার প্লে কত ওভারের দিকে নেয়া উচিত, অথবা অন্য যে কোনো কিছু নিয়ে।
৩.
এখন পর্যন্ত ফলাফল:
আসিতেছে.... মহাসমারোহে!!!!.... সম্পূর্ণ রঙীণ
চ্যাম্পিয়ন হলে কি দিবেন ? গোল্ড কাপ-পিরিচ, থালা বাটি , হাড়ি পাতিল ?
আপ্নারে দেইখ্খাই ভাল্লাগতেছে, তাই ফাকিবাজি মাইন্না নিলাম .....

কিন্তু এরপরে আর ফাকিবাজি ছইলত নো .....
স্কোর পরে দিমু , বহুত হিসাব-কিতাবের বিষয় আছে
আমি তো দর্শক। আমি এসে গ্যালারীতে বসে আছি, খেলোয়ারেরা কই গেলো?
আরে বাবা! আপনি ও আছেন দেখি..........
কয় কি!!!
৫৫,৩৭,২৮,১৩,৭৫,১২,২,৩,১৭,৪,৬,১২ = ২৬৪
বাংলাদেশ জিতবে।
খেলায় ২ দলের চান্স ৫০/৫০ । কিন্তু নিজেদের মাটি, স্লো উইকেট নিয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে।
ক্রিকেট আর নির্বাচন নিয়া প্রেডিকশান কবীরা গুনাহ্...
প্রেডিকশনা না বস্, এইটা হইলো ফ্যান্টাসী
আগামী নির্বাচন নিয়াও একটা ফ্যান্টাসী টুর্নামেন্ট করা যায় কিনা ভাবতেছি
থ্যাঙ্কু জ্বিনদা।
ফলাফলের জন্য তীব্র উত্তেজনায় আছি, কি যে করছি খোদায় জানে

ফলাফল যা-ই হোক মাঠে আছি
টিমের স্কোরও যথাসময়ে দিয়ে যাবো।
বাংলাদেশ জিতবে।
বস্, স্কোর দেন
বিডি ইয়ং ক্রিকেটার্স ঃ
স্কোর ঃ ১০৯, ১৮, ২২, ৭, ৫৮, ১৮, ৫, ২৩, ১১, ২, ৩, ১৩ = ২৮৯
ফলাফল ঃ বাংলাদেশ জিতবে <:o)
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ
৯৮,২২,৩৪,৭৮,৪৪,৬,২৩,০,০,০,০,১২
বাংলাদেশ জিতবে।

অরিত্র দ্যা গ্রেট
৩৫,৫৫,৬৮,২৪,১২,০,১,৪১,২,১,৮,১২,১৯=২৭৮
বাংলাদেশ
৫৬, ৩১, ২৯, ১৭, ৬৩,৭১,২৫,০,০,০,০,১৮ = ৩১০ (০ওয়ালারা ব্যাট করবেনা)
সাবাশ বাংলাদেশ, কাঁপায়া ফেলাও
৫১,১৭,১৪,৩০,৪২,২৯,১৮,১১,৮,০,০ অতিরিক্ত ১৬ মোট ২৩৬
বাংলাদেশ জয়ী
ঋহান স্পোর্টিং ক্লাব
২৫,৮৬,২৫,২৪,১২০,০,১,০,২,১,৪,১১,১৭=৩১৬
বাংলাদেশ জিতবে
আখাউড়া ইলেক্ট্রিক
৪৫,৩২,২৪,১৭,৬৫,০১,১২,২,১৬,৬,৬,১৫ = ২৪১
বাংলাদেশ জিতবে। টসে জিতে ব্যাটিং না নিলে ভাল হবে
বিডি টাইগার্স :
১২১ ৩০ ১৫ ০ ২০ ৬১ ১২ ৪ ১৬ ১ ০ ২০= ৩০০
বাংলাদেশ
আজম ভাই,

আপনার প্রোফাইলের ছবিটা দেখে আমার এই ছবিটার কথা মনে পড়ে যায়।
যার কারনে আজ আমি(!) বাংলা লিখি কম্পিউটারে। আমায় লিখার স্বাধীনতা ও আনন্দ দিয়েছেন যে জন।
লীনা টাইগার্স
বাংলাদেশ জিতবে
15
102
10
42
33
5
10
9
3
14
10
12
====
265
ন্যাড়াদল
৪০, ১৫, ২০, ২৫, ৪০, ৩৫, ২০, ১৫, ১০, ৫, ২ অতিরিক্তঃ ১৬ = ২৪৩
বাংলাদেশ জিতবে।
১০০+৫০+৭০+৫+৩৫+১০+১০+৫+৫+১+০+২০=৩১৩
জিতবে বাংলাদেশ
এ দেখি পাচঁ এর ঘরের নামতা।

বাংলাদেশ

পতাকা আজকে ৪টা ক্যান?
১২ জন স্কোর দিছে ... বাকীরাও নাইমা পড়েন
মামা, খবর আছে দেখছি!
Bangladesh 18/2 (4.1 ov)
লেখা শেষ না করতেই ২৬/৩ (৫.২)
ঈস রে!!!!
মামা, মাফ করে দিয়েন! আমি গেলাম!!
ফ্যান্টাসী কাপ থেকে অবসর নিলাম। আমি আর চালাতে পারবোনা। এই দলের খেলা নিয়া এত উৎসাহ দেখানোর কোনো মানে খুঁজে পাচ্ছিনা।
স্যরি, বন্ধুরা।
বাদশা ভাই, আমিও আপনার সাথে একমত! মেজাজ পুরা বিল্লা হয়ে গেছে! আমিও আর দেশের খেলা নিয়া আগ্রহ দেখাবো না! জীবনে সময়ের মুল্য আছে!
তওবা। তিন তওবা!
আরে কি কন! এমনে কইলে কেমনে কী!
আজকে খারাপভাবে হারছে, দুঃখে ফাইটা যাইতেছি ঠিকাসে, তারপরও ম্যাচ আরও তিনটা বাকি। সামনে ফাটায়ালামু আমরা।
যত কিছুই বলি, বাংলাদেশের খেলা হইলে তো আর না দেইখা থাকা সম্ভব না।
নড়বড়ে ভাই, মনের দুঃখে কইলাম আর কি! বাংলাদেশের খেলা না দেখে থাকতে পারব! হা হা হা হা.।
আটান্নতে লোটা নিছে যখন তখনই ভাবছি এই জিনিস জ্বিন আর চালাতে পারবেনা। আমি আশাবাদী হইতে পারিনা। তারপরো আশা রাখতে চাই। হয়ত পাঁচ দশ অথবা বিশ বছর পর বাংলাদেশ দল আমাদের এমন অপনাম, বেইজ্জতিতে ফেলবেনা।
কিংবা হয়তো এই শুক্রবারেই ওরা আমাদেরকে লজ্জাপুকুর থেকে আনন্দলোকে টেনে তুলবে।
সবাই আশা করে তাদের নিয়া সেই চাপ আমাদের খেলোয়াড়রা ব হন করতে পারেনা। দেখা যায় সবাই আশা ছেড়ে দেয় তখন ওরা ভালো খেলে।
তবু আশা বেঁধে রাখি....................
বাংলাদেশ হারবে
)
০,৫,২৫, ০,৮,৪,১১,১,০,২,০,২ ( খেলা শেষ হবার পর পাইছি
@এবিসি ফ্যান্টাসী কাপ কর্তৃপক্ষ_"মনে রাখবেন, শেষ ম্যাচ পর্যন্ত আপনার চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা আছে" এইটার সাথে একটা স্টার দিয়ে নিচে শর্ত প্রযোজ্য কথাটা থাকলে হয়ত অব্যহতি পেতে পারতেন, কিন্তু এখন পলিয়ে যাবার কোন উপায় নাই
@সাহাদাত উদরাজী ভাই_ হুম..ছবি দুইটা অনেকটা একই এঙ্গেলে তোলা
তবে কারো কারো মতে আমার প্রোফাইল পিকটার সাথে নাকি বাস্তবে আমার সাথে মিল নাই
ঐ ছবিটা কার সেটা তো বললেন নাই। অভ্রের মেহেদি হাসান?
জ্বিনদা' আপনি কই?
জ্বীন মানুষকে ভয় পায় প্রমান হয়ে গেল!
মন্তব্য করুন