ইউজার লগইন

মজার বিজ্ঞাপণ নিয়ে টুকটাক, তুংতাং

জাপানের টিভি চ্যানেলগুলোতে মাঝে মাঝে পৃথিবীর বিভিন্ন দেশের মজার মজার বিজ্ঞাপনগুলো নিয়ে অনুষ্ঠান করে। বলাই বাহুল্য, সবগুলো বিজ্ঞাপণই খুব বুদ্ধিদীপ্ত থাকে। আর নতুন নতুন আইডিয়ারও দেখা পাওয়া যায় মাঝে মাঝে।

তেমনি একটা বিজ্ঞাপণ সেদিন দেখলাম টিভিতে। দেখে মনে হলো, মানুষের চিন্তাভাবনা কতটা ক্রেজী (ভালো অর্থে) হতে পারে, আর কতটা মাত্রা ছাড়িয়ে (এখানেও ভালো অর্থেই) যেতে পারে! বিজ্ঞাপণটা নিয়ে ক্রিয়েটিভিটি আর অবজেক্টিভিটির একটা খেলার বুদ্ধি মাথায় এলো।

প্রথমে বিজ্ঞাপণটার বর্ণনা দেবার চেষ্টা করি।

দেখা যায় যে রাতের বেলা অফিস শেষে ঘরে ফেরা বাবা জামা-কাপড় না পাল্টেই সোজা চলে যান একমাত্র পুত্রসন্তানের ঘরে। ছয়-সাত বছরের ছেলেটিকে দেখা যায় বেঘোরে ঘুমাচ্ছে। পরের দৃশ্যে বিছানায় বসে বাবা সন্তানের দিকে তাকিয়ে প্রশান্তির হাসি হাসেন, আর তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। তখনই ঘটনাটা ঘটে!

ছেলের ঘুম ভেঙে যায়, চোখের সামনে বাবাকে দেখে যে চিৎকার করতে থাকে, "মা, মা, কোথায় তুমি? আমাকে বাঁচাও।"

স্বভাবতই বাবাটিকে ভড়কে যেতে দেখা যায়। এবং পরক্ষণেই বাবাটিকে এমন একটা কাজ করতে দেখা যায়, যার ফলে ছেলেটি বাবাকে জড়িয়ে ধরে বলে, "পাপা, মাই ডিয়ার পাপা"।

বিজ্ঞাপণ শেষ। এখন সৃষ্টিশীলতা বা ক্রিয়েটিভিটির খেলা। পুরো বিজ্ঞাপণটিকে একইরকম রেখে আপনাকে শুধু অধিকার দেয়া হলো উপরে বোল্ড করে লেখা "একটা কাজ "কে নিজের ইচ্ছেমতো ডিজাইন করার।

আপনি সেখানে বাবাটিকে দিয়ে কি করাবেন, এবং এটিকে কিসের বিজ্ঞাপণ হিসেবে দেখাবেন।

যেমন একটা হতে পারে যে, পরমুহূর্তেই বাবাটি তাঁর মাথার উইগটি খুলে ফেল্লেন। এতক্ষণ ধরে যে প্রচন্ড হ্যান্ডসাম লোকটিকে দেখা যাচ্ছিলো পর্দায়, তার জায়গায় ভেসে উঠলো এক গোবেচারা টাইপের আটপৌরে মুখ। বিজ্ঞাপণটিকে যে কোনো উইগ কোম্পানীর ভালোই পছন্দ করার কথা, কি বলেন?

আপনি যদি ক্রিয়েটিভিটির খেলাটা নিয়ে ভাবতে চান , তাহলে এই পোস্টের বাকী অংশটুকু পরে পড়ুন।

এবার আসি অবজেক্টিভিটি বা আরো সঠিকভাবে বললে অনুমানক্ষমতার খেলায়। আসল বিজ্ঞাপণটিতে বাবাটি কোন কাজটি করা শুরু করেছিলেন সেটা বলছি। দেখা যায় যে হতচকিত বাবাটি একটা পত্রিকা হাতে নিয়ে পড়া শুরু করলেন।

এখন আপনি অনুমান করুন এটি কিসের বিজ্ঞাপণ। বিজ্ঞাপণের স্টোরিটি কি?

(ইফতারের পর অলস সময়ে এ্যাড নিয়ে ভাবাভাবি বিনোদন হিসেবে মন্দ না, কি বলেন? Wink)

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

মাহবুব সুমন's picture


বাদশা ভাইকে অনেক বচ্চর পর পাইলাম, মাগার ঈদের চান্দাভি কই ? চোখ টিপি গুল্লি

জ্বিনের বাদশা's picture


চান্দা তো চান্দরাইতে Wink

সাঈদ's picture


এখানেও বিজ্ঞাপণ !!!!

টিভি খুলে বিজ্ঞাপণ ছাড়া কিছুই দেখিনা । আবার এখানেও

ওহ নো !!!! টিসু টিসু

জ্বিনের বাদশা's picture


ক্যান ভাই, খালি টিভিওয়ালারাই বিজ্ঞাপণ দিপে?

তানবীরা's picture


ইউরোপের বিজ্ঞাপন সব স্টুপিড। লিপটন লেমন আইস টি এর বিজ্ঞাপন দেয়, একজন একজন চুমুক দিয়ে একদম ধন্য হয়ে যাচ্চছে, দ্যান দিনে দুপুরে সব রাস্তা ব্লক করে নাচতেছে। আমি এদের সব বিজ্ঞাপন বাংলায় মানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ট্রান্সলেট করি আর ভাবি ছাগল সব দেশের গাছে ধরে Big smile

বাফড়া's picture


এইক্স বা ব্রুট এর ডিওডোরেন্ট যেইগুলান কিনা "হু'ঝ দ্য ড্যাডি এটিটিউড" এর এড দেয় ঐগুলাতে আপনের এই এড টা ফিট কইরা দিতাম Smile.. তয় কিনা পিচ্চির বদলে তরুণী কাস্ট করব, আর ডায়লগ চেন্জ করব দুই এক ওয়ার্ড Smile.. সেইম ডিওডরেন্টের " মেনথল বা আইস " রেন্জ থাকলে "ড্যাডি কুল" গান দিয়া একটা এড বানায়া দিমু ফ্রী তে... পুরা ডিও টা'র বিভিন্ন টাইপের ডিও'র এড আইবো এই "ভাইব" নিয়া.. এড ক্যাম্পেইনের নাম দিমু "ড্যাডিওওওও" Smile... আমার এই ক্রিয়েটিভ বিলা সইতে না পাইরা কলায়েন্ট ডিওডরেন্ট কোম্পানী এড না বানায়া বাপ বাপ কইরা পালাইত Smile

বাফড়া's picture


খাইছে!!!! আগের খমেন্টে গার্লফ্রেন্ড ওয়ারডটা মিস গেছে ..

রশীদা আফরোজ's picture


বিজ্ঞাপণের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ৪/৫ মাস হলো হিন্দি সিরিয়াল দেখতে শুরু করেছি। অথচ এই হিন্দি সিরিয়াল দেখলে ৪/৫ মাস আগেও গায়ে জ্বর আসতো।

শাপলা's picture


ামি বিজ্ঞাপণটা দেখি নাই, তার উপর ক্রিয়েটিভও না।
এখন কি যে হবে? আপনার গেসিং বল টা ভালও হয়েছে।

এবার উত্তরটা বলে দেন।

১০

মীর's picture


কি অ্যাড, সেইটা তো বললেন না। ও জিন্টুদা'...

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.