২ যুগ পর একটি স্বপ্নময় জন্মদিনের প্রত্যাশায়.......!
একটি স্বপ্নের কথা বলি। আজ থেকে ২ যুগ বা ২৪ বছর পর হয়ত এটা সত্যি হতে পারে। অন্তত আমি আশা করবো, এই স্বপ্নটি যেন সত্যি হয়।
২৪ বছর এ ঢাকা শহরের অবস্থা কি হবে জানি না। রাস্তা-ঘাট বা যানবাহনই বা কিরকম হবে সেটাও খুব একটা আন্দাজ করা যায় না। তবে ধরে নি কোন এক আধুনিক পাবলিক যানে ২৪ বছর বয়সি একটি তারুন্য দীপ্ত ফুটফুটে মেয়ে সন্ধ্যার আগেই খুব দ্রুততার সাথে বাসায় ফিরার চেষ্ট করছে। তখরকার প্রেক্ষাপটে তার এই বাড়ি ফেরাটা কতটুকু স্বস্তিদায়ক হবে সেটা এখন আর আমরা না ভাবি, বরং ভাবি তার মনের অবস্থা কি হবে সেটা নিয়ে। তার থাকবে প্রচন্ড তাড়া, হাতে থাকবে একটি গিফটের প্যাকেট আর একটি সুদৃশ্য চৌকোণা কাগজের বাক্স। সেই দ্রুত যানের সিটে হেলান দিয়ে বসে তীব্র শীতেও টিস্যূ দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছবে আর ছোট্ট করে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলবে। কারণ আজকে সে তার খুব খুব খুব প্রিয় একজনকে খুব আনন্দমুখর দিনে একটি বড় রকমের সারপ্রাইজ দিবে। সারপ্রাইজটা কিভাবে দিবে, তার সেই প্রিয় মানুষটি কতটুকু হতচকিয়ে যাবে, আশে পাশের লোকজন এটা নিয়ে কিভাবে হাসাহাসি করবে সেটা ভাবতেই তার চিকন ঠোঁটের কোণে ছোট্ট একটি হাসি উঁকি দেয়। জানালার পাশে বসার কারণে আশে পাশের কেউই সেটা আর খেয়াল করতে পারে না। মেয়েটি মনের আনন্দেই তার বাড়ি ফেরার সময়টা পার করতে থাকে... ... ...
আমি জানি না ভবিষ্যতে আসলেই এরকম কিছু ঘটবে কিনা, বা হলে সেটা কিভাবে হবে, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি যে ব্যক্তিটিকে আগামী ২ যুগ পর এরকম সারপ্রাইজ দেওয়া হবে, সে লোকটি সেদিন তার চোখের জল খুব বেশী সময় আটকে রাখতে পারবে না। যদি ততদিন পর্যন্ত বেঁচে থাকি, তাহলে সে দৃশ্য দেখার অথবা নিদেন পক্ষে ঐ লোকটির কাছ থেকে ঘটনাটা শুনার অপেক্ষায় রইলাম।
আজকে আমার খুব প্রিয় একজন মানুষ এবং বন্ধু এবং ব্লগার ছায়ার আলো উরফে ছালুর জন্মদিন। আর স্বপ্নের সেই মেয়েটি হচ্ছে মাত্র কিছুদিন আগে পৃথিবীর মুখে হাসি ফুটানো ছালুর মিষ্টি মেয়েটি, আমাদের ভাতিজী! :)
শুভ জন্মদিন ছালু!
বিশেষ ধন্যবাদ: টুটুল ভাই! ছালুর জন্মদিনের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য!
জন্মদিনের শুভেচ্ছা রইলো।
ছালু এইখানে কোন নিকে লিখে?
ছায়ার আলো ভাইয়াকে শুভ জন্মদিন
২ দিন আগে নজরুল ভাইয়ার জন্মদিন গেল
কেক খাওয়াইলো না :(
ছায়ার আলো ভাইয়া কি কেক খাওয়াবে না?
শুভ জন্মদিন ছায়ার আলো... আপনি আর আমি তো দেখি খুব কাছাকাছি
ছালুরে শুভ জন্মদিন কৈয়া গেলাম
কেক্কুক না খাওয়াইরে সব ফেরত
ছালু সম্ভবত শ্রেষ্ঠ বার্থডে গিফট পেয়ে গেছে ... বাবা হওয়ার চাইতে আর ভালো কি গিফট হতে পরে?
ভাল কাটুক
আনন্দে কাটুক
নতুন বাবুটাকে নিয়ে :)
ছালুকে অনেক শুভ জন্মদিন।
লেখা চমৎকার হইছে মাসরুর।
অনেক ধইন্যা রায়হান ভাই! :)
আপনাদের সাথে অনেকদিন দেখা হয় না! :(
অনেক অনেক অনেক ধন্যবাদ তোমারে!
কি আর কমু...লেখাটা দেইখা ইমোশনাল হইতে হইতে হই নাই :)
কিন্তু নিজেরে বুইরা বুইরা লাগতেসে! :D
খালি শুকনা মুখের ধইন্যবা গ্রহণ করা হবে না! X(
বুড়া তো হয়ে গেলা.... ২ দিন পর শ্বশুড় হবা! বুইড়া বুইড়া লাগবো নাতো কি লাগবো!!!??
যারা যারা হুইশ করলেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ!
শুভ জন্মদিন
লেখাটা অসাধারন হয়েছে। আর যার জন্মদিনে এত সুন্দর একটা লেখা এল তাকে বিলম্বিত শুভেচ্ছা জানিয়ে গেলাম।
শরমিন্দা করলেন আপু!
আমি খুবই কম লিখি, আর লেখার কোয়ালিটিও একেবারে সাদামাটা!
শুভ জন্মদিন ছায়ার আলো
প্রতিটি প্রতিটি মুহুর্ত শুভ হোক
স্বপ্ন সত্য হোক! :)
:)
ধইন্যা!
শুভ জন্মদিন
মন্তব্য করুন