ইউজার লগইন

মেলায় ম্যালা বই কিনলাম

বই মেলায় কী বই কেনা হল তা নিয়ে নজরুলের একটা পোস্ট আছে। ভাবছিলাম সেখানেই আমার তালিকাটা দিয়ে দেই। বইগুলো শেলফ থেকে বের থেকে দেখি আমিও কম কিনিনি। তাই ভাবলাম আলাদা একটা পোস্ট দেই। অনেক দিন কিছু লেখি না। লেখার আগ্রহটা ফিরিয়ে আনার জন্যই আলাদা পোস্ট।

যা কিনলাম-
১. দাস্তাম্ভু: সিপাহি বিদ্রোহের রোজনামচা-মির্জা গালিব, অনুবাদ-জাফর আলম
২. কিংবদন্তীর গল্প: চট্টগ্রাম-সুচরিত চৌধুরী
৩. ঢাকা পুরাণ-মীজানুর রহমান
৪.স্বৈরশাসনের নয় বছর, ১৯৮২-৯০-মেজর রফিকুল ইসলাম
৫.আমি বীরাঙ্গনা বলছি-নীলিমা ইব্রাহিম
৬.বাংলাদেশ: রাষ্ট্র ও সরকারের সামরিকীকরণ-হাসান উজ্জামান
৭.তিন পুরুষের রাজনীতি-রফিক কায়সার
৮. বাংলাদেশের ভবিষ্যৎ ও অন্যান্য প্রবন্ধ-আসহাবুর রহমান সম্পাদিত
৯. একাত্তর: নির্যাতনের কড়চা-আতোয়ার রহমান
১০. পাকিস্তান: একনায়কতন্ত্র ও সংকটরে স্বরূপ-সম্পাদনা-হাসান গারদেজি ও জামিল রশিদ, অনুবাদ-তানভীর মোকাম্মেল
১১.গল্পে গল্পে ব্যাকরণ-যতীন সরকার
১২. বাংলাদেশ: সামরিক শাসন ও গণতন্ত্রের সংকট-মেজর রফিকুল ইসলাম
১৩. কর্ণেল হুদা ও আমার যুদ্ধ-নীলুফার হুদা
১৪. কোনো খেদ নেই-রফিক আজাদ
১৫. ডায়েরি: ১৯৭৮-২০০৮-আবদুল মান্নান সৈয়দ
১৬. শুকনো ফুল রঙিন ফুল-মুহম্মদ জাফর ইকবাল
১৭.মনে পড়ে-ফেরদৌসি মজুমদার
১৮.সত্য ও তথ্য, অসম্পূর্ণ আত্মজীবনী-আমীনুর রশীদ চৌধুরী
১৯. রুৎকার নোটবই-সুদীপ্ত সালাম অনূদিত (গিফট)
২০. রুশ রস-মাসুদ মাহমুদ
২১. ফুলকলি প্রধানমন্ত্রী হবে-সেলিনা হোসেন
২২. দি লাস্ট মোগল- উইলিয়াম ভ্যালরিম্পেল, অনুবাদ-আনোয়ার হোসেইন মঞ্জু
২৩. অন্ধকারের উৎস হতে-আকবর আলি খান
২৪. ঐরাবত ও অঙ্কুশ, শাহি দরবারের কিসসা-ফখরুজ্জামান চৌধুরী
২৫. সরগমের নিখাদ-শচীন দেব বর্মন
২৬. মহা আর্থিক সঙ্কট, কারণ ও পরিণতি-জন বেলামি ফস্টার ও ফ্রেড ম্যাগডফ- অনুবাদ ফারুক চৌধুরী
২৭. শৈশব-আবদুর রশিদ
২৮. নীলের বিশ্বায়ন, নীল উপরিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি-পিয়ের পল দারাক ও ভেলাম ভান সেন্দেল, অনুবাদ- ফওজুল করিম
২৯.সময় ভোলে না কিছু-জ্যোতিপ্রকাশ দত্ত
৩০. মোল্লা নাসিরুদ্দীন ও গুলজান বিবির কিসসা-পুনকথন-আসাদ চৌধুরী
৩১. বাংলাদেশের সংবিধানের বিকাশ বৈশিষ্ট্য ও বিচ্যুতি-মোহাম্মদ গোলাম রাব্বানী
৩২. অর্থনীতির বিক্ষেপ-আসজাদুল কিবরিয়া
৩৩.ধূলির শয্যা-শাহনাজ মুন্নী
৩৪. অখণ্ড পাকিস্তানের শেষ দশ দিন-মূল আহমদ সেলিম
৩৫. ১৯৭১ এক সাধারণ লোকের কাহিনী-আব্দুল মান্নান খান
৩৬. বন্দীশালা পাকিস্তান-সৈয়দ নাজমুদ্দীন হাশেম
৩৭. একাত্তর করতলে ছিন্নমাথা-হাসান আজিজুল হক
৩৮. মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল-ড. কামাল হোসেন
৩৯. নদী নিরবধি-রিজিয়া রহমান
৪০. ফিরে যাই ফিরে আসি-হাসান আজিজুল হক
৪১. ইতিহাসের খেরোখাতা-৪০ হাজার বছরের ঘটনাপঞ্জি-দিলীপ দেবনাথ
৪২-নাম নিয়ে নানা কথা-দিলীপ দেবনাথ
৪৩. শব্দচিন্তা চমৎকারা-দিলীপ দেবনাথ
৪৪. বাংলা শুদ্ধ লিখুন ভাল লিখুন-দিলীপ দেবনাথ
৪৫. প্রথম তিরিশ-রামেন্দু মজুমদার
৪৬. চন্দ্রাবতীর চোখে কাজল রং-আবদুর রাজ্জাক শিপন (গিফট)
৪৭. একটি ফুলকে বাঁচাবো বলে-মেজর রফিকুল ইসলঅম
৪৮. কোম্পানি আমলে ঢাকা-জেমস টেলর
৪৯. হুমায়ূন আজাদ কাব্যসমগ্র
৫০. ভাব-বুদ্বুদ-আহমদ শরীফ-এর ডায়েরি
৫১. উঁকি দিয়ে দিগন্ত-হাসান আজিজুল হক
৫২. আর এক জীবন-পি এন হাকসার
৫৩. গণতন্ত্র এবং উন্নয়নের চ্যালেঞ্জ-মওদুদ আহমদ
৫৪. এক এগারো, অন্য জীবন-হাসনাত আবদুল হাই
৫৫. আমির তৈমুরের দেশে-আসজাদুল কিররিয়া
৫৬. ট্রাভেলস অব ইবনে বতুতা-আরবী থেকে অনুবাদ এইচ এ আর গিব (গিফট)
৫৭. ছফামৃত-নূরুল আনোয়ার

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


আপনি দেখি এবারের মেলার আলোড়ন সৃষ্টিকারী বই শওকত হোসেন মাসুমের সাদা কালোর অর্থনীতিটা কিনেন নাই। Tongue Tongue

শাতিল's picture


খেয়াল করি নাই। এইটা কেমনে মিস করলেন Steve

ভাস্কর's picture


মন্তব্যে লাইক মারনের অপশনটা জরুরী হইয়া পড়ছে...

শওকত মাসুম's picture


রাসেলরে ঝাঝা, সত্যি কথাটা বলার জন্য। Tongue

শওকত মাসুম's picture


মন্তব্যে লাইক মারোনের অপশন আমিও চাই

জ্যোতি's picture


রাসেলের কমেন্টে A+।নিজে এই বই না কিনে লুকজনকে পটাইছে কিনতে।আমিও কিনছি। Sad

রুবেল শাহ's picture


মন্তব্যে লাইক মারনের অপশনটা জরুরী হইয়া পড়ছে...

শাতিল's picture


বিশাল লিস্ট Glasses
কিছু বইয়ের রিভিউ দেন Smile

রাসেল আশরাফ's picture


টিপ সই

১০

শওকত মাসুম's picture


রিভিউ কেমনে দেয়?

১১

শাতিল's picture


বই পইড়া সারমর্ম দিবেন Davie

১২

হাসান রায়হান's picture


৫.আমি বীরাঙ্গনা বলছি-নীলিমা ইব্রাহিম
২২. দি লাস্ট মোগল- উইলিয়াম ভ্যালরিম্পেল, অনুবাদ-আনোয়ার হোসেইন মঞ্জু
৪৪. বাংলা শুদ্ধ লিখুন ভাল লিখুন-দিলীপ দেবনাথ
৩৪. অখণ্ড পাকিস্তানের শেষ দশ দিন-মূল আহমদ সেলিম
৫৬. ট্রাভেলস অব ইবনে বতুতা-আরবী থেকে অনুবাদ এইচ এ আর গিব (গিফট)

লিস্টিটা আগে দেখলে এই কয়টা বই কিন্তাম।

১৩

শওকত মাসুম's picture


এখন কেনেন, পাওয়া যাবে তো।

১৪

সাঈদ's picture


এত বই কিনে শোকেসে রাখবেন ???

১৫

শওকত মাসুম's picture


তালাওয়ালা শোকেসে Smile

১৬

হামিদা's picture


বিশাল লিষ্ট। কবে মেলায় যামু আপনার মত এত এত বই কিনুম

১৭

শওকত মাসুম's picture


যতদিন না আসতে পারেন দায়িত্বটা আমারে দিতে পারেন Smile

১৮

লীনা দিলরুবা's picture


দারুণ কিছু বই কিনেছেন।
বই কেনার আগে এই লিস্ট থেকে সাহায্য নিবো।

১৯

শওকত মাসুম's picture


এবার একটু বেছে বেছে বই কিনেছি। Smile

২০

লিজা's picture


লিস্ট দেখে দেখে শান্তি পাই হুক্কা

২১

শওকত মাসুম's picture


আপনার জন্য একটা বই রেখেছি আমি ফাউন্টেনপেন। এখনই ধন্যবাদ দেন Big smile (লীনা যেন না জানে)

২২

লীনা দিলরুবা's picture


Smile

লিজা আপনার বাসায় দাওয়াত দেন Big smile ফাউন্টেনপেন পৌঁছাতে হবে Smile

২৩

জ্যোতি's picture


হ।অনেকদিন দাওয়াত খাই না।

২৪

নাজ's picture


আর লিজা'র জন্য একটা অটোগ্রাফ দেয়া বাকি আছে আপনার Smile

২৫

লিজা's picture


ফাউন্টেন পেন " যদ্দুর জানি লিনা আপু আমাকে দিতে চাইছিল । মাসুম ভাই, আপনে ওইটাতে ভাগ বসাইলেন ক্যান? গুল্লি
দোস্ত - নৃত্য
দাওয়াত কে খাওয়াইতে চায় ? লীনা আপু নাকি জয়িতা আপু? নাকি মাসুম ভাই ? যেই খাওয়াক, আমি দাওয়াত খাইতে ইচ্ছুক । Party

২৬

জ্যোতি's picture


হ আপনে খালি দুস্তরেই দাওয়াত খাওয়ান। আমাদের কথা মনেও করেন না। আফসুস।

২৭

লীনা দিলরুবা's picture


ফাউন্টেপেন লিজা সংগ্রহ করবে মাসুম ভাইর থেকে, বইটা মাসুম ভাইর কাছে যেহেতু, এখন দাওয়াত কে খাওয়াবে? হয় লিজা নয়তো মাসুম ভাই Tongue

লিজা মগবাজার আমরা চিনি, ওখানে ওভারব্রীজে আমাদের একবার ভিসিট করার কথা
ছিল Wink

২৮

জ্যোতি's picture


কয় কি? আমি দাওয়াত খামু না। একজনের খাওন কমলো।

২৯

লিজা's picture


মগবাজার চিনলে তো ভালই । তেনাদেরকেও চেনা যায় Wink । আমার দোস্ত জানে, আমার বাসা রাম্পুরা দিয়া যাইতে সহজ । ওভারব্রীজের নিচের গলি, তার তস্য গলি, তার তস্য গলি, তার --------- গলির পরে আমার বাসা Big smile । তার মানে মগবাজার থেকে বেশ খানিকটা দূরে Fishing
জয়িতা'পু ডরাইছেন ? ওক্কে । দাওয়াত মিস করলে আমার কি সান্তনা

৩০

কিছু বলার নাই's picture


মাসুম ভাই 'দি লাস্ট মোগল- উইলিয়াম ভ্যালরিম্পেল, অনুবাদ-আনোয়ার হোসেইন মঞ্জু'....এইটাতে কি ভ্যালরিম্পেল-ই লেখা? লেখকের নাম আসলে ডালরিম্পল (dalrymple)। অনুবাদক কি নাম-ও অনুবাদ কইরা ফেললো?

৩১

শওকত মাসুম's picture


বাসায় যেয়ে দেখি, ভুলটা কার। তারপর জানাই

৩২

শাওন৩৫০৪'s picture


এর মাঝে জনগনরে বিতরনের জন্য কুনটা কুনটা?

৩৩

শওকত মাসুম's picture


মাইর মাইর মাইর

৩৪

জ্যোতি's picture


আমিও জানতে চাই। ভাইয়য়য়য়য়া আমাকে তো একটা বই দিলা না! Tongue

৩৫

শওকত মাসুম's picture


সুরটা ঠিক আসে নাই। অডিও দাও

৩৬

জ্যোতি's picture


ঠিকাছে লাইভ বলবো কাল। Big smile

৩৭

শাওন৩৫০৪'s picture


হি হি হা হা।

আপুনি, আমাকেও একটা বই দিবে কিন্তু!! নাইলে কিন্তু একদম আড়ি।

৩৮

জ্যোতি's picture


পোষ্ট প্রিয়তে রাখলাম। তারপর দেখা যাক কুনটা কুনটা কিনবো আর কুনটা আপনার থেকে নিয়ে পড়বো। আপনার থেকে নিয়ে কয়েকটা পড়বো। Big smile

৩৯

নজরুল ইসলাম's picture


৪.স্বৈরশাসনের নয় বছর, ১৯৮২-৯০-মেজর রফিকুল ইসলাম

এইটা কই পাইলেন!
ইউপিএলের দোকানদারগো কান ঝালাপালা কইরা ফালাইছি আমি এই বইটার জন্য, প্রতিদিন খোঁজ নিছি। তারা গোডাউনে পায় নাই, চট্টগ্রামে তাগো একটা গোডাউন আছে, সেখানে ফোন দেওয়াইছি, সেখানেও নাই। শেষ পর্যন্ত তাগো ফোন নম্বর আমারে দিছে আর আমার ফোন নম্বর নিছে, বলছে যেভাবে হোক আমারে ছিঁড়াবিড়া এক কপি হইলেও বা ফটোকপি হইলেও যোগাড় করে দিবো।
আর আমি চিন্তা করে রাখছি দরকারহইলে মেহতাব আপারে ফোন কইরা মহিউদ্দিন সাবরে পর্যন্ত অনুরোধ করুম বইটার জন্য।
আমি এতো সাধনা কইরা পাইলাম না বইটা, আপনি কোন ফাঁক দিয়া কইত্থে কিনলেন?

আমি যদি না পাই, তাইলে এই বইটা একবারের জন্য ধার দিয়েন অন্তত। আমার বিশেষ দরকার

৪০

শওকত মাসুম's picture


আমি এই ইউপিএল থেকেই কিনছি, বইমেলা শুরু হ্ওয়ার তিনদিনের দিন সম্ভবত আমি প্রথম বই মেলায় যাই। সেসময় গোডাউন থেকে আনা কিছু বই কিনি, তার মধ্যে এইটা ছিল। এর মধ্যে ইন্টারেসটিং কিছু কথা আছে। যেমন সাবেক বিমান বাহিনী প্রধান সদরুদ্দিনের সাক্ষাৎকার।
বইটা ধার দিতে পারি, নিয়েন

৪১

নজরুল ইসলাম's picture


আমি এবার মেলায় যাওয়া শুরুই করছি চতুর্থ দিন থেকে। প্রথম দিনেই ইউপিএলের পুরান স্টক থেকে বই কেনা শুরু করছি। কিন্তু ততদিনে আপনি এইটা কিনে ফেলছেন। Sad
বইটার আপাতত আর কোনো কপি নাই কোথাও... তবু তারা চেষ্টা করবে বলছে। যদি না পায় তাইলে আপনেরটাই ধার নিতে হবে

৪২

মীর's picture


মাসুম ভাইএর বাসায় লুট-পাট চালাতে যাবো। Big smile
একেকজনের বইএর লিস্ট দেখে আমি যে দুইটা বই কিনছিলাম সেগুলোর নাম ভুলে গেছি।

৪৩

তানবীরা's picture


ওপরের লিষ্টের একটা বইও আমি পড়ি নাই। এরকম লিষ্ট বড় হতে থাকবে তারপর একদিন আমিই থাকবো না

বহুদিন ঈদে কাপড় কিনি না, বইমেলায় বই কিনি না, পহেলা বৈশাখে রমনায় যাই না কিন্তু রোজ বেঁচে থাকি, অদ্ভূদ।

৪৪

মীর's picture


ঈদে কাপড় কিনেন না ক্যান? সমস্যা কি?

৪৫

তানবীরা's picture


কাপড় কিনে কি করবো? ঈদ না থাকলে? Sad(

৪৬

মীর's picture


মেয়েরা কি তাই বলে কসুর করে কোনোদিন?Surprised

৪৭

সাহাদাত উদরাজী's picture


বই না কিনে পড়ার বিকল্প দেখছি না!
আসাধারন কাজ।

৪৮

শওকত মাসুম's picture


একটা বাদ পড়ছে,
৫৭. ছফামৃত

৪৯

আহমাদ মোস্তফা কামাল's picture


কতো বই যে না-পড়াই থেকে গেল/যাবে! আপনার লিস্ট দেখে নতুন করে মন খারাপ হয়ে গেল! Sad

৫০

শওকত মাসুম's picture


আপনি কই? পোস্ট কই?

৫১

কামরুল হাসান রাজন's picture


মাসুম ভাই আমার বই এর নাম বাদ পড়ল কেমনে? Sad(

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।